![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো তোমার ঘুম জড়ানো চোখে
ছুঁয়ে দিলাম আমার দুটি ঠোঁট,
তোমার চোখের পাপড়িগুলো বল
পেল নাকি একটু খানি চোট!
আর্দ্র ঠোঁটের অমন ছোঁয়া পেয়ে
নেত্র দুটি উঠল কেমন কেঁপে,
ওগো তুমি ঘুমের ঘোরে থেকে
গিয়েছো কি একটু খানি খ্যাপে?
মাঝে মাঝে গভীর রাতে জেগে
তোমার পানে এমনি চেয়ে থাকি,
কখনো বা ভালো লাগার ঘোরে
আলতো করে তোমায় আমি ডাকি।
হয় তো তুমি অন্য পাশে ফিরে
আমার ডাকে দাও না কভু সাড়া,
আবছা আলোয় তোমার পানে চেয়ে
যাই যে হয়ে কভু পাগলপারা।
দূর গগনে হয়তো কিছু তারা
আমার মত রাত্রি থাকে জাগি,
দূরে কোথাও বৌকথাকও পাখি
করুণ সুরে যায় বুঝি বা ডাকি।
পূব আকাশে আলোর আভা জাগে
ধীরে ধীরে যায় যে হয়ে ভোর,
ওগো তোমায় কতো ভালোবাসি
তবু আমার কাটে না যে ঘোর।
# আবদুল্লাহ আল মামুন ... ১৯-১২-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। আলোকচিত্র শিল্পীর নাম জানা নাই।)
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মতামত আমাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করে।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো মামুন ভাই আজকের কবিতাটি। পোস্ট প্রথম লাইক , কবিতায় প্লাস++ ।
নিজের মন উজাড় করে গেলাম।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: এত চমৎকার করে বললেন, আমি আবেগে সিক্ত হয়ে গেলাম। অনেক অনেক ভালোবাসা রইল।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।