![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচনের হাওয়া যখন
নেতার গায়ে লাগে,
তিনি তখন ব্যস্ত হয়ে
ছুটেন সবার আগে।
এই হাওয়াটা লাগলে গায়ে
তাদের কি যে হয়!
চরিত্রটা পাল্টে ফেলেন
ছয় কে করেন নয়।
যেসব নেতা অষ্ট প্রহর
ভ্রষ্ট পথে চলেন,
তারা তখন সাধু সেজে
মিষ্টি কথা বলেন।
শুভ্র-সাদা কুর্তা গায়ে
বেশটা ধরেন সুফি,
মাথার মাঝে পায় যে শোভা
ধবধবে এক টুপি।
নারী নেতা হিজাব পরে
ঘোমটা দিয়ে চলেন,
গলার মাঝে আবেগ ঢেলে
মধুর কথা বলেন।
এই সময়ে আমজনতা
থাকেন মহা সুখে,
নেতার দেয়া স্বপ্নগুলো
ধারণ করেন বুকে।
এই সুযোগে আমজনতার
হোকনা এমন চাওয়া,
বছর বছর বইতে থাকুক
নির্বাচনের হাওয়া।
#আবদুল্লাহ আল মামুন... ২৬-১২-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। ভালোবাসা রইল নিরন্তর।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: ভাল হয়েছে।
খাসা বিষয় নিয়ে খাসা কবিতা!
+++
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: There is always a way to be good again.
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ঠিক বলেছেন ভাই। আমি তবুও হতাশ নই।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
সেলিম৮৩ বলেছেন: কবিতা চমৎকার। একেবারে এই যুগের হাওয়া।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালোবাসা অফুরান। ভালো থাকবেন।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
প্রামানিক বলেছেন: চমৎকার নির্বাচনী কবিতা। ধন্যবাদ
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভেচ্ছা ভাই। ভালো থাকবেন।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
সাইন বোর্ড বলেছেন: দুপক্ষ্য থেকে এটা হলেও তো একটা কথা ছিল ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ঠিক ঠিক। ভালোবাসা রইল।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
স্রাঞ্জি সে বলেছেন:
সুন্দর কাব্যের গাঁথুনি। +++
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। অনুপ্রাণিত হলাম।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর নির্বাচনি ছড়ায় ভালোলাগা জানিয়ে গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালোবাসা রইল অফুরান।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
ল বলেছেন:
সুন্দর প্রচেষ্টা।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: নির্বাচন প্রাক্কালে খাসা নেতা !! কবিতা ভালো হয়েছে।
শুভকামনা প্রিয় মামুনভাইকে।