![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের পর্ব গুলি যারা পড়েননি,
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ১ম পর্ব ।
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ২য় পর্ব ।
বাংলাদেশের সিনেমা তার স্বর্ণালী যুগ অতিক্রম করেছে ৬০-৭০-৮০'র দশকে । সুন্দর-চমৎকার নিটোল পারিবারিক-সামাজিক গল্প, অপরুপ মধুর সব সংগীত আর নির্মাতা-অভিনেতা-কলাকুশলীদের শ্রম-নিষ্টায় বাংলা চলচ্চিত্রে একটি ঐতিহ্যগত ধারা তৈরী হয়েছিল । এই ধারায় পথ চলেই আমরা পেয়েছি দারুন ক্ল্যাসিক আর কালজয়ী সব চলচ্চিত্র ।
এই সিরিজের প্রথম পর্বে আমি আমার নিজের খেয়ালে বাংলাদেশের সর্বকালের সেরা চলচ্চিত্রের প্রথম পাঁচটি ছবি বাছাই করেছিলাম । আমার ঐ পোস্টে আমার প্রিয় সিনেমাখোর আর বাংলা চলচ্চিত্রপ্রেমীদের দারুন সাড়া পেয়ে অভিভূত হয়েছি । কেউ আমার বাছাইয়ের সাথে সহমত পোষন করেছেন, কেউবা বিকল্প ছবির নাম বা তালিকা প্রস্তাব করেছেন । কিন্তু সবাই বাংলা সিনেমার জন্য যে ভালবাসা প্রকাশ করেছেন তা অতুলনীয় ।
দ্বিতীয় পর্বে এসে আমি সেরা ছয় থেকে দশ পর্যন্ত দুটি করে সিনেমা বাছাই করেছি । তারপরেও সম্মানিত ব্লগারদের কাছ থেকে পন্চাশোর্ধ সিনেমার নাম এসেছে যারা সেরা দশে স্থান পাবার যোগ্যতা রাখে । এই সিরিজের ২য় পর্বটি সামুতে প্রথমবারের মত কোন মুভি বিষয়ক পোস্ট হিসাবে স্টিকি হওয়ার গৌরব অর্জন করে । আমি এই আনন্দ আমার প্রিয় সব সিনেমাখোর আর বাংলা চলচ্চিত্রপ্রেমী ব্লগারদের সাথে সমান ভাগ করে নিতে চাই । ১ম এবং ২য় পর্বে সম্মানিত ব্লগারদের কাছ থাকে বাংলা সিনেমার সেরা দশে আসার মত বিপুল সংখ্যক সিনেমার নাম আসে । আমাদের কালজয়ী আর সেরা চলচ্চিত্রের তালিকা এমনই দীর্ঘ, সেখান থেকে সেরা দশটি সিনেমা বাছাই করা যেমন দূরুহ তেমনি কষ্টসাধ্য ।
আমার তৈরী বাংলাদেশের সর্বকালের সেরা দশ সিনেমার তালিকা :
০১ । জীবন থেকে নেয়া
০২ । পদ্মা নদীর মাঝি
০৩ । সীমানা পেরিয়ে
০৪ । ছুটির ঘন্টা
০৫ । দীপু নাম্বার টু
০৬ । সারেং বউ / রংবাজ
০৭ । তিতাস একটি নদীর নাম / চিত্রা নদীর পাড়ে
০৮ । আগুনের পরশমনি / ওরা এগারো জন
০৯ । কাঁচের দেয়াল / ঘুড্ডি
১০ । নবাব সিরাজউদ্দৌলাহ / নয়নের আলো ।
প্রিয় সিনেমাখোর আর বাংলা চলচ্চিত্রপ্রেমী ব্লগারদের প্রস্তাবকৃত তালিকা থেকে আরও একটি তালিকা করলাম, যার প্রত্যেকটি সিনেমা সেরা দশে আসার মত যোগ্যতা রাখে ।
আলোর মিছিল / পুরষ্কার / সূর্য্যকন্যা / মেঘের অনেক রঙ / সূর্য্যদীঘল বাড়ি / এমিলের গোয়েন্দা বাহিনী / রুপালী সৈকতে / গলির ধারের ছেলেটি / দায়ী কে / ভাত দে / অশিক্ষিত / বড় ভালো লোক ছিল / দহন / এক মুঠো ভাত / অরোণোদয়ের অগ্নিস্বাক্ষী / নয়নমনি / এখনই সময় / সুন্দরী / লাঠিয়াল / এ দেশ তোমার আমার / রাজধানীর বুকে / আসিয়া / কখনও আসেনি / জোয়ার এলো / সূর্যস্নান / সুতরাং / ১৩ নং ফেকু ওস্তাগর লেন / বেহুলা / কাগজের নৌকা / রূপবান / জোয়ার ভাঁটা / নীল আকাশের নীচে / ক খ গ ঘ ঙ / পিচ ঢালা পথ / স্বরলিপি / টাকা আনা পাই / অবুঝ মন / মরনের পরে / আবার তোরা মানুষ হ / জন্ম থেকে জ্বলছি / গোলাপী এখন ট্রেনে / অশ্রু দিয়ে লেখা / ডুমুরের ফুল / আনন্দ অশ্রু / অবুঝ মন / এই ঘর এই সংসার / মাটির ময়না / মনপুরা / বেদের মেয়ে জ্যোছনা(সেরা ব্যবসা সফল ছবি)।
সর্বকালের সেরা সিনেমা বাছাই করার কোন সুনির্দিস্ট মাপকাঠি নাই । তারপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাগাজিন বা প্রতিষ্টানের উদ্যোগে সেরা সিনেমা নির্বাচন করার প্রচেস্টা হয়েছে । ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ২০০৭ সালে দুইটি ক্যাটাগরীতে বাংলাদেশের সেরা দশটি চলচ্চিত্রের দুটি তালিকা করেছে । এর একটি তালিকা হলো চলচ্চিত্র বোদ্ধা এবং সমালোচকদের দৃষ্টিতে আর অপরটি হলো দর্শকের দৃষ্টিতে । চলুন আমরা দেখি কোন কোন ছবি আছে সেই তালিকা দুটিতে ।
সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্র : সমালোচকদের দৃষ্টিতে
চলচ্চিত্র বোদ্ধা ও সমালোচকদের দৃষ্টিতে নিম্নের ছবিগুলো সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে।
১। তিতাস একটি নদীর নাম - ঋত্বিক ঘটক (১৯৭৩)
২। চিত্রা নদীর পারে - তানভীর মোকাম্মেল (১৯৯৯)
৩। নদীর নাম মধুমতি - তানভীর মোকাম্মেল (১৯৯৪)
৪। সীমানা পেরিয়ে - আলমগীর কবির (১৯৭৭)
৫। বেদের মেয়ে জ্যোৎস্না - তোজাম্মেল হক বকুল (১৯৮৯)
৬। সূর্য দীঘল বাড়ী - শেখ নিয়ামত আলী ও মসীউদ্দীন শাকের (১৯৭৯)
৭। ধীরে বহে মেঘনা - আলমগীর কবির (১৯৭৩)
৮। রূপালী সৈকতে - আলমগীর কবির (১৯৭৯)
৯। শ্রাবণ মেঘের দিন - হুমায়ুন আহমেদ (১৯৯৯)
১০। সাত ভাই চম্পা - দীলিপ সোম (১৯৬৮)
সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্র : দর্শকদের দৃষ্টিতে
দর্শকদের দৃষ্টিতে ও ভোটে নিম্নের ছবিগুলো সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে।
১। তিতাস একটি নদীর নাম - ঋত্বিক ঘটক (১৯৭৩)
২। সীমানা পেরিয়ে - আলমগীর কবির (১৯৭৭)
৩। চিত্রা নদীর পারে - তানভীর মোকাম্মেল (১৯৯৯)
৪। উত্তরা - বুদ্ধদেব দাসগুপ্ত (১৯৯৯)
৫। সাত ভাই চম্পা - দীলিপ সোম (১৯৬৮)
৬। রূপালী সৈকতে - আলমগীর কবির (১৯৭৯)
৭। লালসালু - তানভীর মোকাম্মেল (২০০১)
৮। ধীরে বহে মেঘনা - আলমগীর কবির (১৯৭৩)
৯। সুপ্রভাত - কবীর আনোয়ার (১৯৭৬)
১০। জীবন থেকে নেয়া - জহীর রায়হান (১৯৭০)
তথ্যসূত্র : উইকিপিডিয়া ।
বাংলাদেশের সর্বকালের সেরা দশটি ছবির তালিকা করার প্রচেষ্টা থেকে একটি সত্য বেরিয়ে এসেছে । বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি আমাদের যে অকৃত্তিম ভালবাসা আর নস্টালজিয়া লক্ষ্যমান, একদিন আবারও হয়ত আমাদের দেশে কালজয়ী আর দারুন সব সিনেমা তৈরী হবে । আবার হয়ত দর্শক সপরিবার-সবান্ধব হল মুখী হবে । আবার হয়ত একদিন বাংলা সিনেমা তার ঐতিহ্য আর গৌরব নিয়ে বিশ্ব-চলচ্চিত্র সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে ।
পরিশেষে আমি স্বীকার করে নিতে চাই, এই সিরিজটি লেখার জন্য আমি অনুপ্রেরনা পেয়েছি ব্লগে অগ্রজ সব প্রিয় সিনেমাখোরদের মুভি বিষয়ক লেখা পড়ে । তাই আমি তিন পর্বের এই সিরিজটি আমার সব প্রিয় সিনেমাখোরদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম । বিশেষ করে সিনে ব্লগার দারাশিকো, কাউসার রুশো, মাস্টার, দুর্যোদন, ফেলুদার চারমিনার, লেখাজোকা শামীম আর নাফিজ মুনতাসীর 'এর প্রতি রইলো ধন্যবাদ আর কৃতজ্ঞতা । একই সাথে 'সামহ্যোয়ার ইন ব্লগ' কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাই প্রথমবারের মতো কোন মুভি বিষয়ক পোস্টকে স্টিকি করার মাধ্যমে বাংলা চলচ্চিত্র প্রেমীদের সহযাত্রী হওয়ার জন্য ।
সবাইকে ধন্যবাদ ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮
ৈসকত ইসলাম বলেছেন: আশা ও প্রত্যাশা বাংলা চলচিত্র আবার তার হারান গৌরব ফিরে পাবে
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @সৈকত ইসলাম ।
আমরা সবাই এই আশা আর প্রত্যাশা রাখি ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার একটা সিরিজ।শেষ হয়ে গেলো বলে একটু খারাপ ই লাগলো।আশা করি নতুন কিছু নিয়ে শিঘ্রই ফিরে আসবেন।পোস্টে ভালোলাগা।
ধন্যবাদ ও শুভকামনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @চেয়ারম্যান০০৭ ।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা ।
পরেরবার পুষিয়ে দিবেন বলেছেন, সেই আশায় বসে আছি
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২
আরজু পনি বলেছেন:
আচ্ছা আপনিকি এই পোস্টটাই আবার নতুন করে পাবলিশ করেছেন??
আমার স্মৃতিবিভ্রম হচ্ছে!
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৫
মামুন রশিদ বলেছেন: সরি আপু, আপনাকে ইনফর্ম করা উচিৎ ছিলো ।
আপনার স্মৃতিবিভ্রম নয়, আমার বাটনবিভ্রম । এডিট করতে গিয়ে পোস্ট মুছে দিয়েছি ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩২
ভিন্ন দৃষ্টি বলেছেন:
কি আশ্চর্য! আমাদের হবু অস্কার বিজয়ী অনন্ত জলীলের ছবিগুলো কই গেলো???
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৭
মামুন রশিদ বলেছেন:
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১২
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, @তন্ময় ফেরদৌস ।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭
আমি তুমি আমরা বলেছেন: বড় ভালো সিরিজ ছিলো!
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
মামুন রশিদ বলেছেন: :#> :#> :#> :#>
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৫০
লেকিডন বলেছেন: হুমায়ুন আহমেদ স্মরণে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনীতে ''শ্রাবণ মেঘের দিন'' দেখাচ্ছিল শেষ শো তে। পেছনের সারির এক লোকের মোবাইল বেজে উঠল। রিসিভ করে ও ই লোক বলল '' পরে কল করেন । আমি এখন টি.আই.সি ( থিয়েটার ইন্সটিটিউট চিটাগাং) তে হুমায়ন আহমেদের নাটক দেখছি'''
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @লেকিডন ।
অনেক রসালো গল্প
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২২
কালা মনের ধলা মানুষ বলেছেন: অসাধারন এই সিরিজের জন্য অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই। পোস্ট গুলোর পেছনে আপনার ডেডিকেশন আর পরিশ্রমের উপযুক্ত বিনিময় কখনোই সম্ভব না।
ভাল থাকেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @কালা মনের ধলা মানুষ ।
:!> :!> :!> :!>
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৪
তানজিমস্ বলেছেন: সুন্দর পোষ্ট… পোস্টে ভালোলাগা।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৪
মামুন রশিদ বলেছেন: অনেল ধন্যবাদ, @তানজিমস্
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৪
েরজা , বলেছেন:
Thanks
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৫
মামুন রশিদ বলেছেন: স্বাগতম, @রেজা ।
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৬
আমিনুর রহমান বলেছেন: আপনার বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ এর তিন পর্বের তিনটি পোষ্টই অসাধারন ......... তবে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এর দর্শকদের দৃষ্টিতে সর্বকালের সেরা দশ আমার সঠিক মনে হয়নি বা ঠিক মনঃপুত হয়নি বলা যায় যতখানি আপনার সেরা দশ ছিলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পোষ্ট এর পর কিছু সিনেমা যা দেখিনি তা দেখার আর ভালো ভালো সিনেমা সংরক্ষণের চেষ্টা করছি পরবর্তী প্রজন্মের জন্য ...............
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @আিমনুর রহমান ।
দর্শক বা পাঠক জরিপের কোন তালিকা রিলেটিভ ব্যপার, অর্থাৎ জরিপে অংশ নেয়া দর্শকেরই মতামত সেখানে প্রতিফলিত হয় । তো ভিন্নমত আসাটাই স্বাভাবিক ।
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৯
নস্টালজিক বলেছেন: সিরিজ-টা চমৎকার ছিলো!
২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @নস্টালজিক
:#> :#>
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩২
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল:
হতাশার মাঝে
মনটা উদাস হলো।
চালিয়ে যান ভাই,এভাবে:
এই বাঁধনহারা সর্বদা..
আপনার পাশে থাকবে।
আপনার পোস্টের সিনেমাগুলো
মানুষকে নতুন দিশা দেখাবে।
বিশেষ করে যুব সমাজকে
নতুন করে জাগাবে।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @আমি বাঁধনহারা ।
ভাই সত্যি খুব খারাপ লেগেছে আপনার পোস্টগুলো মুছে যাওয়ায় । বিশেষ করে প্রতিটা কমেন্টের উত্তরে আপনার কবিতার ছন্দে জবাব তুলনাহীন । কত আবেগ, কত ভালবাসা, কত আন্তরিকতা দিয়ে আপনি নিজেকে প্রকাশ করেছেন । যাক জীবনতো থেমে থাকেনা, ভালবাসাও তাই । নিজেকে আবার রাংগিয়ে নিন ভালবাসার আবিরে, প্রকাশ যার কবিতায় । আপনিতো স্বভাব কবি ।
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৮
যাযাবর৮১ বলেছেন:
+++++++
কি দারুন পোস্টু
পাইছি আমি টেস্টু
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
রিকশা বাজে ক্রিং ক্রিং
যাযাবরে দিছেগো রিং
আসেন আমার ব্লগে
থাকুন আমার লগে B
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @যাযাবর৮১ ।
রিকশা বাজে ক্রিং ক্রিং
যাযাবরে দিছেগো রিং
পোস্ট সাথে সাথেই পড়েছিলাম । রিক্সা নিয়ে এত সুন্দর তথ্যবহুল লেখা হতে পারে চিন্তাই করা যায় না । আর সাথে ছবিগুলো অসাম ।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯
কাউসার রুশো বলেছেন: চমৎকার সিরিজ
++++
আপনার জন্য শুভকামনা
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকুন সবসময় । @কাউসার রুশো ।
১৮| ২৮ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৩
স্পর্শের বাহিরে বলেছেন: পুরাতন ছবি মানেই কি সেরা ছবি। আমার দৃষ্টিতে বাংলাদেশের ইতিহাসে গেরিলার চেয়ে অসাধারন মুভি আজ অবধি বের হয় নি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
১৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪০
ক্ষুদ্র খাদেম বলেছেন: আহা বড় ভালো সিরিজ ছিল
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
আদরসারািদন বলেছেন: পরিশুদ্ধ ভালো লাগা
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০
এহসান সাবির বলেছেন: অসাধারন সিরিজ ছিল। শুভকামনা ভাই।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
২২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৫
একজন সৈকত বলেছেন:
দর্শকদের দৃষ্টিতে ও ভোটে সর্বকালের ৪র্থ সেরা বাংলাদেশী চলচ্চিত্র বুদ্ধদাসগুপ্তের উত্তরা কি করে বাংলাদেশী চলচ্চিত্র হয়?
এর পরিচালক, কলাকূশলী (আসাদ বাদ দিয়ে) ও গল্পের পটভূমি সবই ওপার বাংলার । এমন কি উইকিতেও একে ভারতীয় সিনেমা বলা হয়েছে।
http://en.wikipedia.org/wiki/Uttara_(film)
২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৫
মামুন রশিদ বলেছেন: তাই তো দেখলাম! যৌথ প্রযোজনার ছবি হলে অংশিদারি সব দেশই ছবির মালিক হয় । 'উত্তরা' যৌথ প্রযোজনার ছবি হবে হয়ত ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২
হাসান মাহবুব বলেছেন: বড় ভালো পোস্ট ছিলো!