নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

♣ সামু পিডিয়া / BlogPedia ♣ ওয়াচে থাকা একজন ব্লগারের অবাক করা মেগা পোস্ট, সাথে আরও একজন দুর্দান্ত ওয়াচ ব্লগার

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০



.

.

.



.

.

.





ওয়াচে থাকা এই ব্লগারের পোস্ট প্রথমদিন পড়েই ফিদা হয়েছিলাম ।



ঐ পোস্ট নিজের ফেবু ওয়াল থেকে শেয়ার করেছিলাম, যেন আরো কিছু ব্লগারের চোখে পড়ে ।



এই ব্লগারের লেখা আজকের পোস্ট পড়ে বিস্ময়ে হতবাক হয়ে গেছি । বিচিত্র, অভিনব আর মজার মজার পোস্টের এক দারুণ সংগ্রহশালা ।



ব্লগারের নাম অস্পিসাস প্রেইস



সেই অবাক করা পোস্টের লিংক,,



♣ সামু পিডিয়া / BlogPedia ♣ অস্পিসাস প্রেইস ♣ somewhereinblog ♣ A Complete Course ♣ যা দরকার সব পাবেন♣



ওয়াচে থাকার পরেও উনার দ্বিতীয় পোস্ট হাজার বারের বেশি পঠিত এবং শতাধিক মন্তব্য পেয়েছে ।



অস্পিসাস প্রেইস এর somewherenblog ' সংকলন পোস্ট ' সমগ্র। ৭৬ ব্লগারের ১২,৫০০ লিঙ্কস।। আপডেট চলছে



অস্পিসাস প্রেইসের প্রথম পোস্ট ব্লগ লিখিয়েদের জন্য দারুণ কাজের,,



অনলাইনের বাংলা অভিধান লিন্কস সমগ্র



ওয়াচে থাকা আরেকজন দুর্দান্ত ব্লগার নিক নূরুল



উনার পলিটিক্যাল স্যাটেয়ার আর চিঠি নিয়ে কিছু দারুন পোস্ট পড়ে মুগ্ধ হয়েছি ।



নিক নূরুল' এর কিছু পোস্টের লিংক,



ওষুধ খাইলে সাতদিন, না খাইলে এক সপ্তাহ



বানরের জেলখানার চিঠি



একটা ঠিকানাবিহীন চিঠি



জেলখানার চিঠি



দুর্দান্ত এই দুই ব্লগারের ব্লগ থেকে ঘুরে আসুন । আপনার পরিচিত কোন ব্লগার যদি ওয়াচে থেকে ভাল লেখালেখি করেন, তাহলে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন ।



'অস্পিসিয়াস প্রেইস' এবং 'নিক নূরুল' ব্লগিং স্ট্যাটাস আপগ্রেড করে 'জেনারেল' করার জন্য মডারেশন বরাবর অনুরোধ করছি ।















মন্তব্য ৯৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

আমিনুর রহমান বলেছেন:





ধন্যবাদ মামুন ভাই পোষ্টের জন্য। আমিও ফিদা হয়ে গেছি এই ব্লগারের।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অস্পিসিয়াস প্রেইস কে জেনারেল করার জন্য।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৭

মামুন রশিদ বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

আমিনুর রহমান বলেছেন: অস্পিসাস প্রেইস হবে। মামুন ভাই আপনে রে কপি কইরা আমি ভুল করছি :P
বানান ঠিক করেন :D

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮

মামুন রশিদ বলেছেন: ওকে

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

রেজোওয়ানা বলেছেন: বাপরে কামডা করছে কি :|

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

মামুন রশিদ বলেছেন: মাম্মা অচাম :-B B-)

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সহমত !

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

মামুন রশিদ বলেছেন: :) :)

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



রিয়েল জিনিয়াস !!!

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

মামুন রশিদ বলেছেন: হুম, দেখা যাক..

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

লেখোয়াড় বলেছেন:
ব্যাপার শেষ পর্যন্ত কি হলো?
সাংঘাতিক।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

মামুন রশিদ বলেছেন: সাংঘাতিক! সাংঘাতিক!

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩

মামুন রশিদ বলেছেন: :) :)

৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়াচে থেকে উনি ব্যাপক গবেষনা করছেন !

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মামুন রশিদ বলেছেন: হুম!

৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

একজন আরমান বলেছেন:
পড়িলাম অতঃপর জানিলাম।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: যতই পড়িবে ততই ভূলিবে..

১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দেখলাম , আমার মনে হয় না উনি নতুন কেউ ।

বাকিটা সাক্ষাতে বলবো নে । ;)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬

মামুন রশিদ বলেছেন: উনি যে অনেক পুরাতন, তা এক কমেন্টেই স্বীকার করেছেন । কেউ যদি নতুন ভাবে ব্লগিং ক্যারিয়ার শুরু করতে চায় সমস্যা নাই । শুধু পরাতন ছাগু না হলেই হল ।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: যাইতাছি পড়তে আর দেখতে

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩

মামুন রশিদ বলেছেন: গুড..

১২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

সানড্যান্স বলেছেন: নূরুল মারাত্নক।

অলিম্পাস নতুন হইলে ভাল, আর যদি পুরানা হয়, কার মাল্টি দেখার বিষয়!!

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

মামুন রশিদ বলেছেন: নূরুল মৌলিক লেখক, তার পলিটিক্যাল স্যাটেয়ার আমার খুব ভাল লাগে ।

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

খাটাস বলেছেন: সানড্যান্স বলেছেন: নূরুল মারাত্নক।

অলিম্পাস নতুন হইলে ভাল, আর যদি পুরানা হয়, কার মাল্টি দেখার বিষয়!!

তারপর ও ব্যাপক জিনিয়াস।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯

মামুন রশিদ বলেছেন: অস্পিসাস আর নূরুল দুজনেই জিনিয়াস ।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১০

আমি শুধুই পাঠক বলেছেন: অস্পিসাসরে পুরান পাপী বইলা মনে অয়। নূরুলের লেখাও ভাল্লাগসে। আপ্নারে ধন্যবাদ এই দুই ব্লগাররে লাইম লাইটে আনার জন্য।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

মামুন রশিদ বলেছেন: নিক নূরুলের লেখার হাত ভাল । সবগুলো লেখাই তার মৌলিক । অস্পিসাস পুরোনো । তবে পাপী কিনা বলতে পারবো না । কেউ যদি তার ব্লগিং ক্যারিয়ার নতুন করে শুরু করতে চায়, করুক ।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৪

বশর সিদ্দিকী বলেছেন: চমৎকার কাজ করেছেন। ভাল লাগল।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ।

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৩

অর্থনীতিবিদ বলেছেন: অস্পিসাস প্রেইস এবং নিক নূরুলের মতো দুইজন ভালো এবং পরিশ্রমী ব্লগার নিয়ে পোস্ট দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, নতুন ব্লগারদের আপনি অনেক উৎসাহ দেন এবং তাদের প্রমোট করেন ।

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯

C/O D!pu... বলেছেন: পোস্ট পড়ে তো মনে হচ্ছে অস্পিসাস প্রেইস না, বরং সামুই তার ওয়াচে... ;)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: হাহাহা, দারুণ বলেছেন ;)

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অলিম্পাস নতুন হইলে ভাল, আর যদি পুরানা হয়, কার মাল্টি দেখার বিষয়!!

তারপর ও ব্যাপক জিনিয়াস।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

মামুন রশিদ বলেছেন: জিনিয়াস হলেই ভাল ।

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

অদৃশ্য বলেছেন:





সম্ভবত গিয়েছিলাম... আবারো দেখিতো



শুভকামনা...

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

মামুন রশিদ বলেছেন: আপনার জন্যেও শুভ কামনা ।

২০| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: C/O D!pu... বলেছেন: পোস্ট পড়ে তো মনে হচ্ছে অস্পিসাস প্রেইস না, বরং সামুই তার ওয়াচে... ;)

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

মামুন রশিদ বলেছেন: মন্তব্যটা আমারও খুব পছন্দ হয়েছে । মন্তব্যে প্লাস দেয়ার ব্যবস্থা থাকা দরকার ;)

২১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: একের ভিতর অনেক তাই প্রিয়তে নিলাম!

'অস্পিসিয়াস প্রেইস' এবং 'নিক নূরুল' ব্লগিং স্ট্যাটাস আপগ্রেড করে 'জেনারেল' করার জন্য মডারেশন বরাবর অনুরোধ করছি ।

স হ মত

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

মামুন রশিদ বলেছেন: প্রিয়তে নেয়ার মত পোস্ট ।


অস্পিসাস অলরেডি জেনারেল হয়েছেন । মডারেশনকে ধন্যবাদ ।

নিক নূরুল কেও জেনারেল করার অনুরোধ জানাচ্ছি ।

২২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

এম মশিউর বলেছেন: নতুন জোকস!!!


অস্পিসাস প্রেইস আমার মাল্টি!!! :P







সিরিয়াসলি নিবেন না! :D

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

মামুন রশিদ বলেছেন: হাহাহা, নিচের লাইন না পড়লে হয়ত সিরিয়াসলিই নিতাম ।

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

আম্মানসুরা বলেছেন: সানড্যান্স বলেছেন: নূরুল মারাত্নক।

অলিম্পাস নতুন হইলে ভাল, আর যদি পুরানা হয়, কার মাল্টি দেখার বিষয়!!

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

মামুন রশিদ বলেছেন: হুম নূরুল ভাল করবে, ওর স্যাটেয়ার লিখতে পারার গুন আছে ।

অস্পিসাস কমেন্টে নিজের ব্যাপারে বলে গিয়েছেন ।

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই বলতে গেলে অসাধ্য সাধন করেছেন তারা। তাদের শ্রমের স্বীকৃতি দেয়া উচিৎ। :)

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

মামুন রশিদ বলেছেন: অবশ্যই :)

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: খাইছে বিশাল অবস্থা!

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, বিশাল অবস্থাই । গতকাল 'জেনারেল' করার দাবি জানিয়ে পোস্ট দিলাম, আজকে জেনারেল উইথ স্টিকি পোস্ট ।

২৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

এহসান সাবির বলেছেন: দেখলাম.. শুভকামনা..


ধন্যবাদ মামুন ভাই।

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

মামুন রশিদ বলেছেন: ভাল থাকবেন এহসান সাবির ভাই ।

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১

টুম্পা মনি বলেছেন: ভালো কাজ করসেন। তিনিও আর তাকে ফোকাস করে আপনি।

দুই জনকেই অভিনন্দন।

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

মামুন রশিদ বলেছেন: গত রাতে এই পোস্ট দিয়েছিলাম । সুখবর এই যে, অস্পিসাস ইতিমধ্যে 'জেনারেল' হয়েছে এবং তার অবাক করা পোস্ট এখন স্টিকি হয়ে সবার উপরে ঝুলছে ।

অভিনন্দন অস্পিসাস প্রেইস । ধন্যবাদ মডারেশন ।

ব্লগার 'নিক নূরুল' কেও অবিলম্বে জেনারেল করার জন্য অনুরোধ করছি ।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪

মামুন রশিদ বলেছেন: নিক নূরুল জেনারেল হয়েছেন ।

অনুরোধ রাখার জন্য মডারেশনের প্রতি কৃতজ্ঞতা ।

অভিনন্দন 'নিক নূরুল' । হ্যাপি ব্লগিং :)

২৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

গেন্দু মিয়া বলেছেন: ব্যাপারটা ব্যপক!

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

মামুন রশিদ বলেছেন: একি! গেন্দু মিয়া আমার ব্লগে :|


ভাল থাকবেন কবি ।

৩০| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: গুড জব। অসাধারণ এক কাজ করেছেন। অনেক ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু

৩১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সহ-অনুরোধ রইলো :)

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু মাইনউদ্দিন ভাই ।

৩২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

গোর্কি বলেছেন:
ব্রিলিয়ান্ট'এর সন্ধানে! আপনিও দারুণ একখানা কাজ করেছেন।

আপনাদের উভয়কেই অভিনন্দন এবং শুভেচ্ছা।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

৩৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

অস্পিসাস প্রেইস বলেছেন: আপনারা প্রত্যেকে আমার ব্যাপারে মিস্টেক করছেন। আমি অনেক পুরনো রিডার। কিন্তু পুরনো ব্লগার নই। আমার আর কোন মাল্টিনিক নেই। এটাই আমার প্রথম নিক। যা বললাম আমি কিন্তু সিরিয়াসলি বললাম।

সামুর একজন রিডার সামুর ফ্যান হতেই পারে। আর ফ্যান তার পছন্দের ব্লগের সব জানবে, তাইনা? আপনাদের অনেকেই বার্সেলোনার / মেসির সব খবর রাখেন। তাই বলে কি আপনাদের কেউ বার্সেলোনার পুরনো প্লেয়ার? মেসির ভাই?আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন।
সবাইকে ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন আপনাকে ।



হ্যাপি ব্লগিং :) :)

৩৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মামুন ভাই, সেই কবে ধীরে বও গো উতল হাওয়া পড়েছিলাম তারপরে আর তো লিখছেনই না ( রম্যকথাতে ভালো লাগা থাকলেও গল্পের তৃপ্তি পাইনি) ! দ্রুত একটা গল্পের দাবি জানিয়ে গেলাম !

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মামুন রশিদ বলেছেন: হাহাহা, গল্প একটা লিখেছি । কিন্তু পোস্ট দিব ঈদের পর । কারণ, ঈদের আগেই ব্লগারদের নিয়ে একটি 'কাব্য-রম্য' নাটিকা দিচ্ছি ।

অনেক ধন্যবাদ প্রিয় শাহরিয়ার, ফিলিং হ্যাপি :) :)

৩৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

আমি অপদার্থ বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) অবাক হইলাম। পর্যবেক্ষণে রাখলাম দেখা যাক । যদিও নিকটা সন্দেহ জনক মনে হচ্ছে।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

মামুন রশিদ বলেছেন: এইখানে দুই জন ব্লগারের কথা বলা হয়েছে । কোন নিকটা সন্দেহজনক ?

৩৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪

নিক নূরুল বলেছেন: আমার মতো ওয়াচে থাকা একজন ব্লগারের লেখা পড়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সঙ্গে আমার একটা সুসংবাদ- আজকে আমি জেনারেল হয়েছি। আপনাদের কারনেই এটা সম্ভব হয়েছে। আবারো সবাইকে ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন নূরুল ।



হ্যাপি ব্লগিং :) :)

৩৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আমি অপদার্থ বলেছেন: অস্পিসাস প্রেইস নিকের কথা বলছি। পুরানো ব্লগার নতুন নিকে আসছে পোষ্ট দেখে এখন পর্যন্ত তাই মনে হচ্ছে । কিন্তু প্রশ্ন হল কে সেই ব্লগার??? :-B :-B

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।


অস্পিসাস প্রেইস ৩৩ নাম্বার কমেন্টে তার কথা বলে গিয়েছেন ।

৩৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

অস্পিসাস প্রেইস বলেছেন: এটা আপনার জন্য মামুন রশিদ ভাই :) ওয়াচে থাকার সময় আপনি অনেক করেছেন :)

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪

মামুন রশিদ বলেছেন: চমৎকার উপহারের জন্য ধন্যবাদ অস্পিসাস :)

৩৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ কয়েকজন ব্লগারের খোঁজ পাওয়া গেল।

অনেক ধন্যবাদ প্রিয় মামুন রশিদ!

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

মামুন রশিদ বলেছেন: আসলেই দারুণ । মডারেশন দুজনকেই স্ট্যাটাস আপগ্রেড করে 'জেনারেল' করেছেন ।


ধন্যবাদ প্রোফেসর সাহেব ।

৪০| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

জুন বলেছেন: অভিনন্দন তাদের দুজনকে মামুন রশিদ । ওয়াচে ঠেকে সত্যি দুর্দান্ত লেখা :)

আর আমি কিনা একবছর পর্যন্ত ভার্চুয়াল কী বোর্ডে কত কষ্ট করে এক একটা ছোট ছোট পোষ্ট লিখেছি। কত যে ভুল হতো লিখতে গিয়ে। একার ওকার দেয়া পারতামনা ।একদম নাদান অবস্থায় ব্লগ লিখতে শুরু করেছিলাম :(
+

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

মামুন রশিদ বলেছেন: আপনার প্রথম পোস্ট আমি পড়েছি । ধ্রুপদি পোস্ট । সেইরাম হিট হইছিলো :P

তখন তো আমি ছিলাম না, ব্যাপারটা বুঝতে হবে :-B

ধন্যবাদ জুনা'পু ।

৪১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মডুর চোখে পড়লেই হল ;) ;) ;)

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

মামুন রশিদ বলেছেন: মডুর চোখে অলরেডি পড়েছে এবং দুজনেই জেনারেল হয়েছে ।


নতুন ব্লগারদের উৎসাহ দিতে স্বর্ণার জুড়ি ছিল না । আশাকরি সব ব্যস্ততা ঠেলে আবার ব্লগে নিয়মিত হবেন, ব্লগ জমিয়ে রাখবেন ।

শুভ কামনা :)

৪২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

জুন বলেছেন: মামুন সেই বানান ভুলে ভরা পোষ্টটাতো দেখনি তুমি :#>
কার কথায় যেন পরবর্তী জীবনে লেখায় পন্ডিত হওয়ার পর বানান ঠিক করেছি। আসলে উচিত হয়নি । রেখে দিলেই ভালো হতো স্মৃতি হিসেবে :!>

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

মামুন রশিদ বলেছেন: আমি এডিট করা পোস্ট পড়েছি । মন্তব্যগুলো ছিল খুব মজার । আমিও একটা মন্তব্য করে এসেছিলাম :)

৪৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: দেখে আসলাম এলাহী ব্যাপার! :-B

আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য!

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮

মামুন রশিদ বলেছেন: প্রতি মাসে এরকম দুজন করে নতুন ব্লগার আসলে ব্লগের চেহারা পালটে যেত ।

ধন্যবাদ ইফতি :)

৪৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

গেন্দু মিয়া বলেছেন: আমি অবশ্য সে গেন্দু নই।

:(

সবাই আমাকে ভুল বোঝে!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কবি গেন্দু মিয়া ।


এই পোস্টের সাথে মন্তব্যটা মিলাতে পারছি না :||

৪৫| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

আরজু পনি বলেছেন:

নূরুল -এর পোস্ট পড়েছি... অনেক ভালো লিখে সে ।

আর অস্পিসাস প্রেইস সঙকলন পোস্টের ধারণাই বদলে দিয়েছে...তার অসাধারণ উপস্থাপনে ।

দু'জনের ব্লগিঙয়েই মুগ্ধ ।

অভিনন্দন জানাই দু'জনের জন্যেই ।। !:#P !:#P

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পনি আপু ।


লেইট ঈদ শুভেচ্ছা :)

৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

মঈনুদদীন বলেছেন: চমৎকার.....+++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মামুন রশিদ বলেছেন: :)

৪৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২

মামুন রশিদ বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.