![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ্ কত দিন হলো রাত জেগে আড্ডা দেয়া হয় না । এক সময় রাত জাগা ছিল আমাদের রুটিন ওয়ার্ক । এখন চাকুরির চিপা আর সংসারের ঠেলায় পড়ে রাতজাগার ফ্যান্টাসি আর হয় না ।
হল লাইফে আমরা কয়েক বন্ধু ছিলাম নিশি জাগা পাখি । তবে রাতের আড্ডায় সমস্যাও ছিল, রাত গভীর হলেই খিদেয় পেট চুচু করত । ইতিমধ্যে দোকানপাট সব বন্ধ । মাঝে মাঝে কারো রুমে চাল-ডাল মিলে গেলে বসিয়ে দিতাম খিচুরি- ইলেকট্রিক হিটারের চুলায় । আহ যেন অমৃত!
সবচেয়ে মুশকিল হতো সিগারেট ফুড়িয়ে গেলে । সেটারও একটা সমাধান ছিল । সিগ্রেটের নেশা মাত্রা ছাড়িয়ে গেলে হল থেকে দলবেধে বেরিয়ে পড়তাম । ক্যাম্পাসের শিয়াল ডাকা নির্জন রাস্তায় হাটতে হাটতে পেয়ে যেতাম নাইট ডিউটিরত কোন গার্ডমামাকে । আমরা দুইটা চারটা করে ভাংতি সিগারেট কিনি, গার্ডমামারা আমাদের মত ফকির নয় । তাদের পকেটে থাকত বিড়ির পুরো বান্ডেল । শেষ রাতে গার্ডমামার সাথে আকিজ বিড়ি ফুকতে ফুকতে গল্প করার মজাই ছিল আলাদা ।
আগামিকাল চিটাগাঙে শিবিরের হরতাল । কক্সবাজার ট্যুর পিছিয়ে দিয়েছি, কাল সকালের শিপে যাব সন্দ্বীপ । শিপে বসে বসে সাগর আর কত দেখা যায়, তাই ঘুমানোর মাস্টারপ্ল্যান করে রেখেছি । আর এজন্যই আড্ডার পিনিক উঠেছে মাথায় ।
আমাদের বাঙালীর আড্ডা মানেই রাজনীতির ভেতর এক পর্যায়ে পলিটিক্স ঢুকিয়ে ছ্যাড়াবেরা কারবার । তবে পলিটিক্স নিয়ে আম্রিকার পপুলার প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটা কথা মনে পড়ছে । মিঃ কেনেডি তার প্রতিটা বত্তৃতায় কবিতার উদ্ধৃতি দিতেন । তিনি বলতেন, পলিটিশিয়ানদের আরো বেশি কবিতা পড়া উচিত । এবং কবিদের আরো বেশি পলিটিক্সে আসা উচিত । কারণ কবিরাই ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে জানে ।
আমাদের দেশে রাজনীতিবিদ কবির কথা উঠলেই বদমাশ বিশ্বলুচ্চা লেজেহোমো'র গাধামার্কা মুখটা ভেসে উঠে । তার শাসনামলে প্রতি রাতে টিনটেড কারে কোন না কোন নায়িকা, গায়িকা, খবর পাঠিকা কিংবা উঠতি সমাজসেবিকা সমবিহারে ঢাকা শহরে ঘুরে বেড়াত । পেছনে থাকত সিকিউরিটি ফোর্স । লোভী মানুষের তো এদেশে কোন অভাব নেই, তাই তার নতুন নতুন মধ্যবয়সী ড্রাইভ পার্টনার পেতেও কোন সমস্যা হতো না । আধুনিক বারলুসকোনিরা তার কাছে ছিল নস্যি । রাসপুটিন আর ভগবান রজনীশকেও থেমে যেতে হয়েছিল, কিন্তু লেজেহোমো এখনো চলমান । সবচেয়ে মজার খবর হলো, তার কবিতা নাকি লিখে দিত কবি ফজল শাহাবুদ্দিন ।
নাহ বিশ্বলুচ্চার কথা থাক, তারচেয়ে তরুণ সমাজের কথা বলি । আমাদের ছোটবেলায় মাঝরাতের বীভিষিকা ছিলেন প্রতিবেশি দোলন কাকা । গভীর রাতে হেলতে দুলতে নবাব সিরাজউদ্দৌলার ডায়লগ দিয়ে চারপাশ কাঁপিয়ে তিনি বাড়ি ফিরতেন । শুঁড়িখানা থেকেই কয়েকটা কুকুর তার সঙ্গী হত আর কাকার ডায়লগের গ্যাপে গ্যাপে ঘেউ ঘেউ করে ডেকে উঠত । মদ খাওয়ার পর কি অসীম তেজ, কি ঝাঁঝ থাকতো তার কথায় । সিনা টানটান করে নবাবের মত হেটে যেতেন । তখন স্বপ্ন দেখতাম বড় হয়ে তার মত হব । তার মত মানুষ কি চাইলেই হওয়া যায়! তরুণ বয়স থেকেই তিনি ছিলেন কঠিন পানাসক্ত । কিন্তু দেশমাতৃকা যখন ডাকলো ৭১ এ, তিনি ঠিকই ঐ ডাকে সাড়া দিয়ে যুদ্ধে গিয়েছিলেন । অসীম সাহসী এই মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করে তবেই ফিরেছিলেন ।
অথচ আজকালকার পোলাপানদের দেখেন, ডাইল-হিরোইন-ইয়াবা চিবিয়ে একেকটা ফার্মের মুরগীর মত শুধুই ঝিমায় ।
হল লাইফের শেষের দিকে নেতা বন্ধুদের সাথে খুব খাতির হয়েছিল । তখনই দেখেছিলাম দল আর লীগের নেতারা গোপন লিঁয়াজুর মাধ্যমে কিভাবে রাজনীতি করে । তো একবার তাদের রাতের আড্ডায় আমাকে নিমন্ত্রণ করলো । একজন কন্ট্রাক্টর গভীর রাতে কার নিয়ে হলে আসলো । উপঢৌকন হিসেবে ছাত্রনেতাদের জন্য সে তিন বোতল ফরেন নিয়ে এসেছে । গাড়ি থেকে নামার পর ঐখানেই দাঁড়িয়ে আমরা আড্ডা দিচ্ছি । সে গাড়ীর ব্যাকডালা থেকে ফরেন মাল নিয়ে যেতে বললো । নেব নিচ্ছি করে তার সাথে আড্ডা চালিয়ে যাচ্ছি । ফরেন মালের কথা শুনে আমিতো উত্তেজনায় ঘামতে শুরু করেছি । হঠাৎ ইউনিভার্সিটির একটা মাইক্রো এসে কিছুটা দুরে দাড়ালো । নেতারা বললো, সমস্যা নেই প্রক্টর স্যার এসেছে । প্রক্টরের কথা শুনেই ঐ কন্ট্রাক্টর এক লাফে গাড়িতে চড়ে দিলো টান । আমরা পেছন থেকে চিৎকার করতে থাকলাম, কোন সমস্যা নাই ভাই । কে শোনে কার কথা! হায়হায় ব্যাকডালা থেকে তো ফরেন মাল নামানো হয়নি!! একেকজন মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো, আপচুচ, আপচুচ!!!
আপচুচের গল্প দিয়েই পোস্ট শেষ করি । তবে আড্ডা চলতে থাক, যে কোন বিষয় নিয়ে..
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
মামুন রশিদ বলেছেন: হে হে
২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
লেখোয়াড় বলেছেন:
মামুন এই শীতে বরফ!
তা কি নিয়ে আড্ডাবেন?
রাজনীতি না সাহিত্য?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮
মামুন রশিদ বলেছেন: যাই হোক, কিছু একটা দিয়ে শুরু করেন কবি
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
অন্তরন্তর বলেছেন:
সাথে আছি কিছুক্ষনের জন্য।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
মামুন রশিদ বলেছেন: ওক্কে ওক্কে
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
অন্তরন্তর বলেছেন:
আপনারা শুরু করেন। একজন কবি এবং একজন গল্পকার।
আমি আছি পাঠক।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০
মামুন রশিদ বলেছেন: তাহলে তো হয়েই গেলো
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১
মামুন রশিদ বলেছেন: মানে কোরাম হয়ে গেলো
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২
অন্তরন্তর বলেছেন:
মামুন ভাই কি ভ্রমনে এখন?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, ভ্রমনে । হরতালের জন্য কক্সবাজার ট্যুর পিছিয়েছি । কাল যাব সন্দ্বীপ
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
লেখোয়াড় বলেছেন:
তাহলে কবিতা দিয়েই শুরু করি।
অন্তরতর'কে স্বাগত এই আড্ডায়...............
কবিতা.......
আজ রাতে এখানে আবার আড্ডা হলো
আমি বলতে চাই, আমি লিপ্ততা চাই
আমার ভিতরে এখন মধ্যদুপুররাত।
...............................................
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
মামুন রশিদ বলেছেন: আজ রাতে এখানে আবার আড্ডা হলো
আমি বলতে চাই, আমি লিপ্ততা চাই
আমার ভিতরে এখন মধ্যদুপুররাত।
তাও ভালো, কবি খাঁ খাঁ করা মধ্যদুপুরের কথা বলেন নি
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
মামুন রশিদ বলেছেন: নাইস! যাক, আড্ডার সূত্রে একটা ছোট্ট কবিতা পেলাম রাতটা পুরো নিস্ফলা নয়
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
অন্তরন্তর বলেছেন:
হাহাহহাহ! তাইতো। কোরাম হয়ে গেলো।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯
মামুন রশিদ বলেছেন: কোরাম! কোরাম!!
ভাই, ভুলেও মাননীয় স্পিকার হয়েন না
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
সুমন কর বলেছেন: কেমন আছেন, মামুন ভাই? সাথে আছি কিছুক্ষণ।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু সুমন । এইতো আড্ডার মুডে আছি
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
অন্তরন্তর বলেছেন:
বাহ! কবি লেখোআড়।
কিন্তু আমার যে এখন সন্ধ্যা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
মামুন রশিদ বলেছেন: মাত্র সন্ধ্যা!! রাতটা সত্যি দীর্ঘ্য ।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
অন্তরন্তর বলেছেন:
মামুন ভাইয়ের কমেন্টএ লাইক।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
মামুন রশিদ বলেছেন:
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
লেখোয়াড় বলেছেন:
আমাকে ছাড়তে হবে এই অন্ধকার
স্থলচর, জলচর, আকাশপাখিরা
সকলেই সমস্বরে ডেকে বলে
চলে যাই চলে যাই,
আজ তারায় তারায় গন্ধ ধূপের মতো।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
মামুন রশিদ বলেছেন: চমৎকার!! এই তো হচ্ছে
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯
অন্তরন্তর বলেছেন:
কিঞ্চিৎ হিংসিত @ মামুন ভাই( ভ্রমণের কথা শুনে)।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
মামুন রশিদ বলেছেন: হুম, পুরোটা শুনলে আরো হিংসিত হবেন ভাই । রথ দেখা কলা বেচা- পুরোটাই অফিসের পয়সায়
১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
লেখোয়াড় বলেছেন:
আমরা রাদ দুপুর হলো এই কথাটিই তো বলি মামুন।
মানুষ কি বোকা, মধ্য রাতকে রাতদুপুর বলে..........
হা হা হা হা .....................
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬
মামুন রশিদ বলেছেন: এক অর্থে ঠিকই আছে ।
মধ্য রাতে একাকিত্বের হাহাকার বিদীর্ণ করে নির্জন প্রহর, ঠিক দুপুরের মতোই
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
এহসান সাবির বলেছেন: সকালে অফিস......!!
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
মামুন রশিদ বলেছেন: ঠিক আছে ভাইয়া, গুড নাইট
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
জেনারেশন সুপারস্টার বলেছেন: এবারে ভোট দিয়েছিলেন?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
মামুন রশিদ বলেছেন: ভোট তো মাল কাক্কুরেই দিতাম । কিন্তু তিনি তো মনে হয় আমারে বিশ্বাস করেন নাই, তাই সিলেকশন নিয়ে নিছেন
১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বব মার্লি'র লিজেন্ড অ্যালবাম নিয়ে আজ রাত জাগা চলবে।
'নো ওম্যান, নো ক্রাই' বাজতেছে
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
মামুন রশিদ বলেছেন: আপনি একা শুনবেন কেন কবি? আমরাও শুনি..
১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
অন্তরন্তর বলেছেন:
বাহ কবি। আপনি আসলেই একজন জাত কবি।
প্রতিভায় মুগ্ধ। @ লেখোআড় ভাই।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
মামুন রশিদ বলেছেন: নিঃসন্দেহে
১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
লেখোয়াড় বলেছেন:
@ অন্তরতর আপনি এখন কোন দেশে..............
দেশে থাকেন না কেন?
আরে নিজ দেশের উপরে কিছু আছে কি?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
মামুন রশিদ বলেছেন: @অন্তরন্তর ভাই!
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুনেন, এই পিনিক নিয়া আমার একটা কাহিনী আছি। আমি অতি নিরিহ টাইপের মানুষ। কেউ বেশি অনুরোধ করলে আমি না করতে পারি না। সহজ মানুষ তাই সহজ করেই ভাবি। ঘটনা হইল,
একবার কক্সবাজারের নির্জন সমুদ্রতীরে রাত্রিবেলা কয়েক বন্ধু মিলে পিনিক পানি পান করছিল। আমি তখন এখনকার মত সুবোধ ছিলাম না, তাই কিঞ্চিত আমিও পান করেছিলাম। হঠাৎ দেখি আমার এক বন্ধু খুব উত্তেজিত। সে সাগরে লাফিয়ে পড়বে। তাকে কোন ভাবে ধরে এনে পাড়ে শুইয়ে রাখলাম। সেখানে শুয়ে শুয়ে সে বলছে, ঐ ছাইড়া দে!!! কইলাম ছাইড়া দে! ভালা হইব না কিন্তু!! ছাড়ড়!! এক্ষুনি ছাড়।
আমি কি আর করব, তার আকুল ডাকে সাড়া দিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে প্যান্টের চেইন লাগালাম। আমার বন্ধু সাথে সাথে সম্পূর্ন সুস্থ হয়ে হোটেলের দিকে হাঁটা দিল। আমাদের কাজও কমে গেল।
অটঃ আমি অত্যন্ত নিরিহ প্রকৃতির মানুষ মামুন ভাই। আমাকে ভুল বুঝার কোন সুযোগ নেই।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা, গল্পটা আগে শুনেছিলাম
না না, আপনি অবশ্যই নিরিহ..
রাজা আর গজার পোস্ট টা রেডি করতে হবে দেখি
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
মামুন রশিদ বলেছেন: পিনিক উঠা অবোধ ছেলেটাকে মুইতা ভাসাই দিলেন! নিরিহই বটে
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
অন্তরন্তর বলেছেন:
সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
মামুন রশিদ বলেছেন: আপনাকেও
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫
অন্তরন্তর বলেছেন:
ভাইরে বিদেশে থাকার মত মানসিক কষ্ট আর
নাই। আমি ইংল্যান্ড থাকি @ লেখোআড়।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
মামুন রশিদ বলেছেন: আমি লন্ডন তাকি । বাংলাদেশর লন্ডন
২২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখোয়াড় ভাই, আছেন কিরাম? সামনে ভ্যালেন্টাইন ডে আসতেছে!
একটা প্রথম প্রেমের কবিতা লিখেন!।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
মামুন রশিদ বলেছেন: ঠিকই আছে! প্রতিটা প্রেমের অনুভুতিই নতুন । তাই প্রতিটা প্রেমই প্রথম প্রেম
২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
লেখোয়াড় বলেছেন:
বাহ! কবি লেখোআড়।
ইয়ে, @ অন্তরতর, আমি 'লেখোআড়' নই, আমি লেখোয়াড়।
হে হে হে হে হে.....................
@মামুন সামুতে আমার প্রথম গল্পের নাম...... "মৃত্তিকা মায়া"
পড়বেন আশাকরি।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
মামুন রশিদ বলেছেন: শিগ্গির খুঁজে বের করে পড়ব বস
২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার ইখানও তো এখেবারে ভরদুইপর এখন
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
মামুন রশিদ বলেছেন: বুঝছি, আম্রিকায় এখন খাঁ খাঁ হাহাকার
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: সকালে আমার মেজর একটা অপারেশন হবে।টেনশনে ঘুম আসতাছেনা। ডায়াজিপাম খাইছি ২টা,তারপরও
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
মামুন রশিদ বলেছেন: আল্লাহ ভরসা ভাই । এই সময়ে প্রচুর মানসিক শক্তি দরকার । আর এজন্যই আপনার ঘুমানো প্রয়োজন । ইনশাল্লাহ, সব ঠিক হয়ে যাবে । আপনি চোখ বন্ধ করে কিছু সময় মেডিটেশন করেন, তারপর ঘুমানোর চেষ্টা করেন ।
২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
অন্তরন্তর বলেছেন:
গল্প পড়ে হাসতেই আছি @ কা ভা ভাই।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
মামুন রশিদ বলেছেন:
২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আস্তে হাসেন অন্তরন্তর ভাই! আমার ঐ বন্ধুও এই ব্লগে আছে। ব্যাটা টের পাইলে আমারে ভচকাইয়া ফেলবে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮
মামুন রশিদ বলেছেন: পিনিক ছাড়ার পর বন্ধু আপনাদের ফাঁসি চায় নাই?
২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: কি করবো, কিছু ছবক দেন
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০১
মামুন রশিদ বলেছেন: ভাই, আমি মেডিটেশন জানি না । তবে ক্রিটিকেল সিচুয়েশনে চুপচাপ বসে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস প্রশ্বাস নেই । চেষ্টা করে দেখতে পারেন ।
শুভ কামনা
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪
মামুন রশিদ বলেছেন: লেখোয়াড় ভাই বলেছেন, কবিতা পড়লে মন ভালো হয় ।
২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম দু গানেই আটকে আছি আজ।
''I wanna love you and treat you right;
I wanna love you every day and every night:
We'll be together with a roof right over our heads;
We'll share the shelter of my single bed;
We'll share the same room, yeah! - for Jah provide the bread.
Is this love - is this love - is this love -
Is this love that I'm feelin'?
Is this love - is this love - is this love -
Is this love that I'm feelin'?
I wanna know - wanna know - wanna know now!
I got to know - got to know - got to know now!''
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩
মামুন রশিদ বলেছেন: সব সময় ভালো লাগে
৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
লেখোয়াড় বলেছেন:
@ কাল্পনিক_ভালোবাসা........
আমি কেমন আছি শোনেন......................
আকাশে বিস্তর ঘোরাঘুরি করে পরিশ্রান্দ পাখি
বাতাসের সিঁড়ি ভেঙে নেমে,
ছায়ার বিশ্রাম ভালবেসে সব কষ্টের ডানা।
আবার আরম্ভ করি, আরম্ভের ইতি অন্ত নেই
অন্য সব ঝরে যাবে
শুধু ফুঁসে ওঠা সমুদ্রের বুকে।
...............................
কা_ভাকে কবিতায় উত্তর দিলাম
কেমন লাগল জানাবেন।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪
মামুন রশিদ বলেছেন: দারুণ! দারুণ!!
৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: দোলন কাকারে সালাম
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫
মামুন রশিদ বলেছেন: দোলন কাকা অসুস্থ । উনার জন্য দোয়া কইরেন ভাইজান ।
৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
কালোপরী বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬
মামুন রশিদ বলেছেন:
৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯
লেখোয়াড় বলেছেন:
@ জুবায়দুল...............
আপনার কি আপারেশন, ব্যাপার না
পারলে কিছু কবিতা পড়েন, টেনশন কমে যাবে।
মামুন, অন্তরতর, কা_ভা, মাসুম, দূর্জয়........... আপনারা কি বলেন?
কবিতা পড়লে টেনশন কমবে না??????????
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬
মামুন রশিদ বলেছেন: কবিতা পড়লে মন শান্ত হয় ।
৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১
খেয়া ঘাট বলেছেন: এটা একটা অতি সরস লিখা মামুন ভাই। লাইনে লাইনেই মজা পেয়েছি।
"অথচ আজকালকার পোলাপানদের দেখেন, ডাইল-হিরোইন-ইয়াবা চিবিয়ে একেকটা ফার্মের মুরগীর মত শুধুই ঝিমায় । হাহাহাহাহহাহাহাহাহা।
+++++++++++++++++++++++
আমি কামের ফাঁকে ফাঁকে আড্ডায় গাড্ডা দিয়ে যাবো।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮
মামুন রশিদ বলেছেন: ওক্কে ওক্কে আজ দিন (রাত) কাটুক আড্ডায় গাড্ডায়
৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
অন্তরন্তর বলেছেন:
no woman no cry-- এই গান শুনা কেন হচ্ছে। ঘটনা কিতা
@ দেশি দুর্জয় কবি?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯
মামুন রশিদ বলেছেন: @দুর্জয়, খবর কিতা কবি!!
৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! ভাবছি আপনার থেকে কিছু কবিতা ধার নিব। বালিকাদের পটাতে এইসব অব্যর্থ অস্ত্র!!
@লেখোয়াড় ভাই।
আর হ্যাঁ! কবিতায় অবশ্যই টেনশন কমবে!!!!!!
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০
মামুন রশিদ বলেছেন: @লেখোয়ার, @জোবায়দুল ইসলাম রোকন
৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
আমিনুর রহমান বলেছেন:
কাইল সকালে অফিস আছে ভাই। আজকে সারাদিন আপনারে মিস করছি। ফোন ফোন দিমু করে ব্যস্ততায় ফোন করা হয়ে উঠেনি।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
মামুন রশিদ বলেছেন: কোন ফোন দিয়া ফোন দিবেন । সব নাম্বারতো বন্ধ কৈরা রাখছেন
৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
অন্তরন্তর বলেছেন:
কবিতা পড়লে টেনশন থাকবে না , অতি সত্য কথা@ লেখোয়াড়
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪
মামুন রশিদ বলেছেন: @জুবায়দুল ইসলাম রোকন ।
৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০০
অন্তরন্তর বলেছেন:
রাতের আড্ডা তাই পরী এসে আমাদের আড্ডায় জয়েন
করেছে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আমাদের ব্লগের পরী 'শায়মা' এখনো খবর পায় নি
৪০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০১
লেখোয়াড় বলেছেন:
@অন্তরতর, আপনি সত্যিই আড্ডবাজ।
আপনাকে যদি কোনদিন সামনে পাই তো আড্ডা শিখে নিবো।
@আমিনুর রহমান আপনি আবার এখানে কেন, যান সন্তানটাকে ঘুম পাড়ান,
............. খোকা ঘুমালো......... পাড়া জুড়ালো........... বর্গী এলো দেশে......
@ মামুন, @ কা_ভা বিদায়।
শুভরাত্রি, ভাল থাকেন সবাই।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
মামুন রশিদ বলেছেন: কাভি আলবিদা না কহ না..
শুভ রাত্রি কবি ।
৪১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বন্ধু আমার ফাঁসি চায় নি। শুধু মাত্র আমার মোবাইলে আমার কিছু প্রিয় বালিকার নাম্বার মুছে সেখানে স্থানীয় পুলিশের মোবাইল নাম্বার সেভ করে দিসে
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
মামুন রশিদ বলেছেন:
উপযুক্ত শাস্তি
৪২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১১
অন্তরন্তর বলেছেন: @ লেখোয়াড়--
শুভ রাত্রি । শুভকামনা সতত।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯
মামুন রশিদ বলেছেন: @লেখোয়াড়
৪৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: পোস্ট না পড়েই আড্ডায় জয়েন করলাম !
মামুন ভাই , চায়ের ব্যাবস্থা করেন !
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
মামুন রশিদ বলেছেন: ওয়েল্কাম! ওয়েল্কাম!!
চা রেডি..
৪৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খবর কিছু না এক্সট্রা।
একেকদিন একেকজন সিঙ্গারের গানের নেশায় ধরে।
সোলস আর বব মার্লে একটু বেশি।
আর একটু বেশি না যাই, মাইয়া লোক মানেই যে ঝামেলা এইটা তো সত্য সবাই বলে, আমরা শুনি
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪
মামুন রশিদ বলেছেন: আর একটু বেশি না যাই, মাইয়া লোক মানেই যে ঝামেলা এইটা তো সত্য সবাই বলে, আমরা শুনি
খালি শুনেই যাবেন, ঝামেলা পোহাতে চাইবেন না, এটাতো হতে পারে না কবি!
আগাম ঝামেলা মোবারক
৪৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@লেখোয়াড় ভাই,
গান মন খারাপ করে আরো।
কবিতা অনেকাংশেই ভালো করে দেয়।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, কবিতা মন প্রশান্ত করে ।
৪৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@অন্তরন্তর,
দেশি ভাই কই হাওয়া হয়ে যান কয় দিন পর পর?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
মামুন রশিদ বলেছেন: @অন্তরন্তর ভাই,
৪৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭
অন্তরন্তর বলেছেন:
এক বছরের উপরে শরীর খারাপ। আমার ব্লগে গেলে খবর
পাবেন@ দুর্জয়।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬
মামুন রশিদ বলেছেন: @দুর্জয়
৪৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
এহসান সাবির বলেছেন: না..!! গুড নাইট না..!!
জমে উঠা আড্ডায় আছি আরো কিছু সময়.......
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭
মামুন রশিদ বলেছেন: গুড! আড্ডা রেখে কি ঘুমানো যায়!
৪৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
অনিকেত রহমান বলেছেন: আপনারা এত রাত জেগে আড্ডা কিভাবে দেন?? আমার তো রাত ১০ টা বাজলেই ঘুমিয়ে পড়ি :-< :-< :-<
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০
মামুন রশিদ বলেছেন: আমিও ভাই রাত বারোটার আগেই শুয়ে পড়ি । আজকে হঠাৎ করে রাত জাগার পিনিক উঠলো, তাই
৫০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@অনিকেত রহমান,
দশটা বাজলে কি আপনার ওখানে রাত হয়ে যায়? আমাদের এখানে সন্ধ্যা শেষ হয়
@ অন্তরন্তর ভাই,
ভাই, অনেক ভোগান্তি গেল আপনার। সবই আল্লাহর মর্জি। এখন সুস্থতা আর রিকভার জেনে খুশি হলাম। আল্লাহ আপনার আগামী দিনগুলোতে সুস্থতা দিবে এমন আশা আর প্রার্থনা থাকলো।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১
মামুন রশিদ বলেছেন: @অনিকেত রহমান, @অন্তরন্তর ভাই
৫১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩
অন্তরন্তর বলেছেন:
এখন জাস্ট ২০% রিকভার হয়েছে@ দুর্জয়। অনেক ধন্যবাদ
আপনাকে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
মামুন রশিদ বলেছেন: বুঝতে পেরেছি ভাই । পুরো রিকভার হবে, দোয়া করছি ।
৫২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চা খেয়েই তো ঘুম পেয়ে গেলো !
এই ঐতিহাসিক আড্ডা সপ্তাহখানেক চলুক অন্তত , হামা ভাইয়ের মত এক বছর লাগবেনা ! কাল আবার আসবো !
শুভরাত্রি শ্রদ্ধেয় মামুন ভাই !
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৭
মামুন রশিদ বলেছেন: না না না, অত পারবো না ।
হাহাহা, শুভরাত্রি প্রিয় অভি
৫৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫
সাইফুল আজীম বলেছেন: ক্যাম্পাসে কালচারাল নাইট+ডিজে পার্টি ছিল। এইমাত্র ফিরলাম। আজ আর আড্ডার এনার্জি নাইরে ভাই। শুভ আড্ডা, শুভরাত্রি।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮
মামুন রশিদ বলেছেন: দারুণ সময় কাটিয়ে এলেন । শুভরাত্রি
৫৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
তওসীফ সাদাত বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৯
মামুন রশিদ বলেছেন: মন খারাপ কেন তওসীফ??
৫৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৭
অন্তরন্তর বলেছেন:
শায়মা পরী এখন ঘুমুচ্ছে তাই খবর পায় নাই@ মামুন ভাই।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, খবর পেলেই ছুটে আসবে ।
আড্ডাবাজ পরী তো..
৫৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০
অনিকেত রহমান বলেছেন: আমার এখানে সন্ধ্যা হয় ৬টাই।। সকাল হয় ১২টাই।।
@দূর্জয় ভাই
দশটার আগেই ঘুমিয়ে পড়ি । আজও ঘুমিয়ে ছিলাম ।। ব্লগে আপনার পোষ্ট দেখে আড্ডা দিতে মন চাইলো তাই চলে আসলাম
@মামুন ভাই
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭
মামুন রশিদ বলেছেন: অবশ্যই । আপনাকে স্বাগতম । আড্ডা চলুক
৫৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২
তওসীফ সাদাত বলেছেন: মন খারাপ কি করে বুঝলেন ?
যাই হোক, মন খারাপের কারণ লাগে না আমার
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮
মামুন রশিদ বলেছেন: ইমো দেখে মনে হলো,
ভালো থাকবেন
৫৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭
এহসান সাবির বলেছেন: চা পরপরই একটা সিগারেট না খেলে জমে না.....!!
ধন্যবাদ মামুন ভাই চা এর জন্য...!!
(উপরের কমেন্ট টা ডিলিট হবে প্লিজ)
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০১
মামুন রশিদ বলেছেন: এই মাত্র আমি শেষ করেছি । আজকে তো আমি স্বাধীন
৫৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫
অন্তরন্তর বলেছেন:
মামুন ভাই সহ সকলকে শুভেচ্ছা সুন্দর এই আড্ডার
জন্য। এক ঘণ্টা পর আবার আসতে পারি । এঞ্জয় করুন
সকলে আড্ডা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই । আপনার প্রাণবন্ত আড্ডা খুব উপভোগ করেছি ।
শুভ রাত্রি
৬০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৬
মামুন রশিদ বলেছেন: লাইভ আড্ডায় প্রাণবন্ত উপস্থিতির জন্য সবাই কে ধন্যবাদ । সকালে শিপে করে সন্দ্বীপ যাচ্ছি । যদি বেঁচে পৌছতে পারি আর ওখানে নেটওয়ার্ক পাই, তাহলে আবার কথা হবে কাল রাতে ।
ভালো থাকুন সবাই । শুভ রাত্রি ।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন:
৬১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২১
আমি নিন্দুক বলেছেন: চা তো পেলাম... কিন্তু সিগারেট কেডা দিব???
সিগারেট দিয়ে যান ভাই...
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২
মামুন রশিদ বলেছেন: সিগ্রেট খাওয়া ভালু না । তার চেয়ে আরেক কাপ চা খান, সন্দ্বীপের মহিষের দুধের চা
৬২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২২
খেয়া ঘাট বলেছেন: যাত্রা শুভহোক, নিরাপদ হোক, আনন্দদায়ক হোক।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাইজান, গাংচিলের ডানায় ভেসে ভেসে পৌছে গেছি
৬৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
গুড মর্ণিং !
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
মামুন রশিদ বলেছেন: শুভ দুপুর
৬৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
আমি নিন্দুক বলেছেন: গুড মর্ণিং ! )
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫
মামুন রশিদ বলেছেন: শুভ দুপুর
৬৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মিস করেছি। চলেন আবার আড্ডা শুরু করি।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
মামুন রশিদ বলেছেন: তবে তাই হোক, দ্বার দিলেম খুলে
৬৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
আমি নিন্দুক বলেছেন: তয় চলেন.......
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
মামুন রশিদ বলেছেন:
৬৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি নিন্দুক, উরিবাবা
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
মামুন রশিদ বলেছেন:
৬৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬
আমি নিন্দুক বলেছেন: স্বর্ণা আপি
কাল রাতে চা খিলাইবার পর কেউ আমাকে সিগারেট খিলাইনি..... মামুন ভাই তো সিগারেট দেবার ভয়ে সন্দ্বীপ পালিয়েছে...
(ইনশাল্লাহ উনি সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরে আসবেন)
উরিবাবা
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১
মামুন রশিদ বলেছেন: সিগ্রেট খাওয়া ভালু না
৬৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও সন্দ্বীপ যেতে চাই
আপনি সব জায়গায় 'উরিবাবা' বলেন কেন?
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
মামুন রশিদ বলেছেন: সব কিছু সুন্দর । চিটাগাঙের সদরঘাট থেকে এমভি বারো আউলিয়া শিপে উঠা, কর্ণফুলির দুই তীরের সৌন্দর্য, পোর্ট, জাহাজ, কর্ণফুলির মোহনা, বঙ্গোপসাগরের উত্তাল উর্মিমালা আর সাগর থেকে দেখা লম্বা সুতার মত এক চিলতে সন্দ্বীপ ।
সন্দ্বীপে ঘাট নেই, ট্রলার বোট এসে মাঝ সাগর থেকে আমাদের নিয়ে এসে তুলল পাড়ে ভেড়ানো সী-ট্রাকে । সী-ট্রাক থেকে সিড়ি বেয়ে নেমে হাটু পানির কাদা মাড়িয়ে উঠতে হবে পাড়ে । আমি পানিতে নামবোনা বলায় আমার কলিগ দুজন মানুষ নিয়ে আসছে, ওরা আমাকে কোলে করে পানি-কাদা পাড় করে দিবে বলে । ওদের দেখে আর কোন কথা না বলে সুরসুর করে পানিতে নেমে নিজেই পাড়ে উঠেছি ।
তাহলে বুঝেন সন্দ্বীপ যাবেন কি না
৭০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২
আমি নিন্দুক বলেছেন: উরিবাব!! এই তো বিপদে ফেললেন :#>
এটা আমার মুদ্রা দোষ
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
মামুন রশিদ বলেছেন:
৭১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি জানতাম
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
মামুন রশিদ বলেছেন:
৭২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫
আমি নিন্দুক বলেছেন: সন্দ্বীপ!! উরিবাবা!!
আমিও যেতে চাই...... মামুন ভাই আসলে ধরব আপি
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
মামুন রশিদ বলেছেন: সন্দ্বীপ যেতে চাইলে ১২১ নাম্বারে স্বর্ণাকে বলা বর্ণনা পড়ে নিয়েন
৭৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমরা সন্দ্বীপে যেতে চাই।
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
মামুন রশিদ বলেছেন: প্রোপিক আগে খেয়াল করিনি, খুব সুন্দর
৭৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
আমি নিন্দুক বলেছেন: ইয়েস আমারা যেতে চাই।
এবার কিন্তু উরিবাবা লিখি নাই
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
মামুন রশিদ বলেছেন: উরিবাবা
৭৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও লিখি নাই
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
মামুন রশিদ বলেছেন:
৭৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
আমি নিন্দুক বলেছেন: আপি এক কাপ চা/ কফি খিলান তো.....
আপিদের কাছ থেকে সিগারেট চাই না....
(আপিদের কাছ থেকে সিগারেট চাই না.... উরিবাবা!! সিরাম সত্যি কথা লিখলাম)
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
মামুন রশিদ বলেছেন: আপিদের কাছে চাইলে সিগারেটের বদলে কপালে মাইরও জুটতে পারে
৭৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমারে একটা ফোন দিলেও পারতেন মামুন ভাই। এইটা একটা কাজ করলেন।
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯
মামুন রশিদ বলেছেন: ফোন তো এখনো দিতে পারি, দেবো নাকি
৭৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ছাত্রজীবন শেষ হল লাইফ শেষ।জীবনের আনন্দও বুঝি শেষ হয়ে গেল।
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
মামুন রশিদ বলেছেন: জীবনের আনন্দ ষোলআনাই শেষ, অবশ্য হলে যদি আপনার জিএফ এলাউ হয়ে থাকে
৭৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এখন আর ফোন দিয়ে কি লাভ সব মজাত রাতেই শেষ করে ফেলছেন
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১
মামুন রশিদ বলেছেন: হাহাহা, মজা এখনো শেষ হয় নি । পরশু যাচ্ছি কক্সবাজার
৮০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: হলে যখন রাত জাগতাম তখন অনেক রাতে খিদা লাগলে দেখা যেতো যে কোন খাওয়া দাওয়া নাই, সিগারেট খায়া সামাল দিতাম। আর সকালে উঠে হোটেলে যেয়ে সেইরকম নাস্তা দিয়া সেইরকম ঘুম সারাদিন। আহা, আর একটিবার যদি ফিরে যেতে পারতাম!
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
মামুন রশিদ বলেছেন: আমারতো সকালের নাস্তা প্রায়ই ট্রিক্সে পড়ে যেত!
হ্যাঁ, হল লাইফের সাথে কোন কিছুর তুলনা চলে না । জীবনের সেরা সময়টা যে ওখানেই
৮১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
শায়মা বলেছেন: অন্তরন্তর বলেছেন:
শায়মা পরী এখন ঘুমুচ্ছে তাই খবর পায় নাই@ মামুন ভাই।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০ ০
লেখক বলেছেন: হ্যাঁ, খবর পেলেই ছুটে আসবে ।
আড্ডাবাজ পরী তো..
হায় হায়
তোমরা আমাকে ডেকেছিলে!!!!!!!!!!!
পরীর দেশে চলে গেছিলাম !!!
তাই শুনিনি!!!!!
আবার একটু আসলাম !!
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
মামুন রশিদ বলেছেন: হায় হায়
তোমরা আমাকে ডেকেছিলে!!!!!!!!!!!
পরীর দেশে চলে গেছিলাম !!!
তাই শুনিনি!!!!!
আবার একটু আসলাম !!
এসব বলে কোন লাভ হবে না আপুনি!!! লেইট করে আসছ, এবার লেইট ফাইন দিতে হবে!!!
আমরা গত রাতে খালি চা খেয়ে আড্ডা দিয়েছি । আজকে তুমি ইস্পেশাল টা'য়ের ব্যবস্থা কর
৮২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কমেন্ট সব পড়লাম , ভালই আড্ডা হইছে ।
মিস করলাম , গতোকালকে রাতে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম । :'(
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
মামুন রশিদ বলেছেন: না না, এতে দোষের কিছু নেই । মন্ত্রীরা ঘুমানোর জন্য অফিসেও খাট পালংক রাখে, আমরা জানি
৮৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
অন্তরন্তর বলেছেন:
মামুন ভাই শায়মা পরী আসছে প্রায় একদিন পর
আড্ডা দিতে। আমাদের আড্ডাটা ছিল মিড নাইট টকিঙ।
এখন তো মিড নাইট না। সাথে স্বর্ণা, মাননীয় মন্ত্রী মহোদয়,
হামা ভাই, কাণ্ডারি ভাই আরও অনেকে যোগ দিয়েছেন।
সবাই্কে শুভেচ্ছা।
যাই হউক সন্দীপ ভ্রমণ ভাল হয়েছে জেনে খুশি হলাম।
কতদিনের সফর? কইয়ের তেলে কই ভাজেন(হিংসিত)।
শুভ কামনা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০
মামুন রশিদ বলেছেন: যদিও শায়মা পরী তার নিজের দেশে ছিল, তবু তাকে লেইট ফাইন হিসাবে আজকের আড্ডার টা সাপ্লাইয়ের পানিশমেন্ট করা হৈছে
হাহাহা, আগামিকাল সন্ধ্যায় চট্টগ্রাম ফিরব । আর পরশু যাব কক্সবাজার
৮৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, না। আমরা যাবই।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
মামুন রশিদ বলেছেন: আচ্ছা আচ্ছা ঠিকাচে
৮৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ভুক্ষার্থ !
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
মামুন রশিদ বলেছেন: একটু ধৈর্য্য ধরেণ ইমরাজ, শায়মা নিশ্চয়ই ইয়াম্মি কোন খাবার দাবার নিয়ে শীঘ্রই..
৮৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কি আড্ডা দিতে চান না?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫
মামুন রশিদ বলেছেন: শরীরে ব্যাথা নিয়েও আড্ডাইতে বসলাম । সে যাক, কেমন আছেন স্বর্ণা? গতকাল আপনার সাথে লাইভ আড্ডা মিস করলাম ।
৮৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
বেঈমান আমি. বলেছেন: ভালোই তো ম্যারাথন আড্ডা চলছে দেখি
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
মামুন রশিদ বলেছেন: আড্ডায় স্বাগতম
৮৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওহ। শরীরে ব্যথা কেন? সো সর্যি।
আমি এখনও লাইভ আছি।
বেঈমান আমি এসেছেন, আডদা দিব
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
মামুন রশিদ বলেছেন: মটর বাইক নিয়ে উত্তর-দক্ষিন সারা সন্দ্বীপ ঘুরেছি । দ্বীপের মানুষের জীবন যাত্রা বোঝার চেষ্টা করেছি ।
ওহ, আরেকটা জিনিস জানলাম । এই দ্বীপের প্রচুর মানুষ আম্রিকা প্রবাসী । সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকেই এখানকার মানুষ আম্রিকান জাহাজে কাজ করত ।
৮৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়েট করার অবস্থা নাই।বাসায় বিরিয়ানী আর মেজবানের গোস্ত আসে।খেয়ে আসি ||
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
মামুন রশিদ বলেছেন: বিরিয়ানি আর মেজবানের গোস্ত!! ভাইডি, আমাদের দেখিয়ে দেখিয়ে এইগুলা খেলে হজম হবে ভাবছেন
রুপচান্দা ভূনা, লইট্টা ফ্রাই আর বিশাল সামুদ্রিক কোরাল মাছ খাওয়ার গল্প না হয় আরেকদিন বলবো
৯০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঢাকা থেকে কতক্ষণ লাগে যেতে? কিভাবে যেতে হয়?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০
মামুন রশিদ বলেছেন: ঢাকা থেকে বাসে ট্রেনে বা বিমানে চিটাগাং যেতে পারেন । চিটাগাং সদরঘাট থেকে শিপে যাওয়া যায়, চার ঘন্টা লাগে । আর কুমিরা ঘাট থেকে স্পিডবোটে যাওয়া যায় । সন্দ্বীপ চ্যানেল পার হতে চল্লিশ মিনিট লাগে ।
সত্যি যাবেন নাকি!!
৯১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা, বাংলাদেশে আসার পর। সিলেটেও যাব।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: গুড!! তাড়াতাড়ি বাংলাদেশে আসেন । আর সিলেট কিন্তু সত্যিই সুন্দর
৯২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
বেঈমান আমি. বলেছেন: লোকজন এত কম কেন?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
মামুন রশিদ বলেছেন: এই আড্ডাটা গত রাতের । এই জন্য মনে হয়..
৯৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বেঈমান আমি, কবে বাংলাদেশে আসবেন?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
মামুন রশিদ বলেছেন: @বেঈমান আমি
৯৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
বেঈমান আমি. বলেছেন: এই বছরই আসছি দেশে ইশাল্লাহ
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
মামুন রশিদ বলেছেন: দ্যাটস এ গুড নিউজ
৯৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কতদিন থাকবেন
কোথায় ঘুরতে যাবেন, কি কি করবেন :!>
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
মামুন রশিদ বলেছেন: @বেঈমান আমি,
৯৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
খাইলাম, আল্লাহ্ খাওয়াইলো।
চান্দা ভূনা গতকাল দুপুরে খাইসি, লইট্টা ফ্রাই প্রায়ই খাওয়া হয় - তো ঐ গল্প ন গরিলেও সলিবো !
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
মামুন রশিদ বলেছেন: হায় আল্লাহ, মায়ের কাছে আমি কেনু মাসির গপ কইলাম
সন্দ্বীপে শিবের হাট নামে একটা জায়গা আছে, একেবারে দক্ষিনে । ওখানে গিয়েছিলাম একটা স্পেশাল জিনিস খাওয়ার জন্য । নির্দ্বিধায় বলে দিতে পারি, এটাই হলো আমার খাওয়া সেরা মিষ্টি । যেমন স্পঞ্জি তেমনি রসালো
৯৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
ইখতামিন বলেছেন:
আমার কপালে নাইট টকিঙ নাই
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
মামুন রশিদ বলেছেন: নাইটে আপনার মুখ কেউ কি বেঁধে রাখে
৯৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার মিষ্টির প্রতি অতোটা ইন্টারেস্ট নাই, তবু মাঝে মধ্যে খেলে দুধ-মালাই খাই !
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
মামুন রশিদ বলেছেন: দুধ মালাইয়ের দুধ তো ভেজাল
আর সন্দ্বীপে বাথান ভরা খাটি গরু মহিষের খাটি দুধ
৯৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রূপচান্দা, লইট্টা, মিষ্টি এসব কি
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭
মামুন রশিদ বলেছেন: হুম, রাগ আসাটাই স্বাভাবিক এইসব স্পেশাল রসনাবস্তু যে শুধুই বাংলাদেশে পাওয়া যায়
১০০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
এসব বিভিন্ন ধরনের খাবার, তাও জানেনা এহ !
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
মামুন রশিদ বলেছেন: জানে বলেই রাগ করছে আপু
১০১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানি, এহ!
খাইতে মন চায়। রুপচান্দা মাছের ইংলিশ কি
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
মামুন রশিদ বলেছেন: এই সেরেছে!! কে কোথায় আছেন..
আমিও জানি না
১০২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুধু বাংলাদেশে নাতো। এখানে লইট্টা তো খেয়েছি, কিন্তু রূপচাঁদা তো খাওয়া হয়নি
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: হুম । আর মিষ্টি রসগোল্লা মালাই সন্দেশ..
আমাদের স্কুলের পাঠ্য বইয়ে সৈয়দ মুজতবা আলীর 'রসগোল্লা' নামে একটা মজার ছিল ।
১০৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সন্দ্বীপে বাথান ভরা দুধ থাকার কারণ হলো ঐদিকে দুধের ডিমান্ড কম, কেউ খায়না।অনেকদিন রাখার পরও কেউ কিনেনা, বাঁসি হয়ে যায়। তখন বাঁসি দুধগুলা দিয়ে মিষ্টি বানায়ে খাওয়ায় ||
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
মামুন রশিদ বলেছেন: ভেজাল খেয়ে খেয়ে আমরা খাটি জিনিসকেও ভেজাল বলে সন্দেহ করি
১০৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
বেঈমান আমি. বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কতদিন থাকবেন
কোথায় ঘুরতে যাবেন, কি কি করবেন
কত কিছু করবো বলে শেষ করা যাবে না। যদি বেঁচে থাকি।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
মামুন রশিদ বলেছেন: @স্বর্ণা,
১০৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@বেঈমান আমি, আমাকে জানান, আমার জানতে মন চায়।
নোয়াখালি থাকবেন?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
মামুন রশিদ বলেছেন: 'নোয়াখালি' লিখে এই তিনটে ইমো দেয়ার কারণ বুঝলাম না
১০৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
কোজাগরী চাঁদ বলেছেন: আড্ডায় লইটা মইটা শুটকি?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা,
১০৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
কোজাগরী চাঁদ বলেছেন: রুপচান্ডার ইংলিশ পমফ্রেড। পোলাপাইন কিছু জানেনা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
মামুন রশিদ বলেছেন: একদম
১০৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কয়েকদিনের মধ্যেই আমি পমফ্রেড ফিশ খাব
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
মামুন রশিদ বলেছেন: পমফ্রেড ফিশের কতগুলা স্পেসিস আছে জানেন তো! আমাকে একবার ভেটকি মাছ খাওয়াইয়া রুপচান্দার দাম নিছিলো
১০৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
কোজাগরী চাঁদ মেয়ে ? :!>
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
মামুন রশিদ বলেছেন: এখানে লজ্জা পাওয়ার কি হলো ভাইয়া! :#>
১১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
কোজাগরী চাঁদ বলেছেন: মুন মেয়ে ছেলে খুঁজেন কেন? মতলব কি?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: লাও ঠ্যালা, @ইমরাজ মুন
১১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
ভেজালের ভীড়ে আমরা মাঝে মাঝে কিছু জিনিষকে খাঁটি মনে করে নিজেদের সান্ত্বনা দেই ||
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
মামুন রশিদ বলেছেন: হুম, কথা সত্য! তবে শিবের হাটের মিষ্টির ব্যাপারে এই কথা প্রযোজ্য নয়
১১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম, আমাদের বইয়েও ছিল। ক্লাস এইটে।
নরমাল সাদা মিষ্টিটাকেই তো 'রসগোল্লা' বলে? আমার আব্বুর ফেভারিট।
এখানে মিষ্টি আছে সব, কিন্তু ভালভাবে বানাতে পারে না।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: রসে চুবানো মিষ্টি হলো রসগোল্লা । হুম, সেরা মিষ্টি খেতে হলে বাংলাদেশে আসতেই হবে ।
১১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনিও নোয়াখালির?
কোন জেলার ছেলেরা কেমন হয়- পোষ্টে দেখেছি নোয়াখালির ছেলেরা ভাল হয় :#>
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন: আমিও তো তাই জানি !!
১১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
@ চাঁদ- ১.মেয়ে ছেলে না, মেয়ে, ২. খুঁজলাম কৈ, জানতে চাইসি || :#>
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন:
১১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
কোজাগরী চাঁদ বলেছেন: বেশি জানা ভালো না মুন। কম কম জানা ভালো।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন: আমরা সবাই আড্ডার মুডে আছি
১১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
মিঃহোস্ট @ ঠ্যালা লৈয়া কি করবো, ইনফো লওয়ান ||
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন:
১১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
ইমরাজ কবির মুন বলেছেন:
এমনে সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে আবহাওয়া উত্তপ্ত, তাই শিবের হাটের ব্যাপার নিয়ে এখানে কিসু বলবো না।ফেসবুকে মেসেজ দিবো ||
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: ওক্কে ওক্কে ।
১১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
ইমরাজ কবির মুন বলেছেন:
অ্যা'ম আউট্টা হেয়ার, নাইট নাইট !
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কস ফর পার্টিসিপেশন । ভালো থাকবেন
১১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
কোজাগরী চাঁদ বলেছেন: মুন আপনারে ঠ্যালা দিতে পারবো একমাত্র আমি। আমিও আকাশে আপনেও আকাশে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: তাইতো, তাইতো!
১২০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
কোজাগরী চাঁদ বলেছেন: হেহে পালাইসে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন:
১২১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
বেঈমান আমি. বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@বেঈমান আমি, আমাকে জানান, আমার জানতে মন চায়।
নোয়াখালি থাকবেন?
নোয়াখালি না তো লক্ষীপুর জেলা।হুম যেতে তো হবেই দাদা বাড়ি না।ঢাকাতেই থাকবো।
কেন মিট করবা নাকি আমার সাথে?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
মামুন রশিদ বলেছেন: @স্বর্ণা,
১২২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
কোজাগরী চাঁদ বলেছেন: লেখকভাই পমফ্রেট বানানে এট্টু ভুল করসি। ড না ট হবে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: একদম
১২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বেঈমান আমি, ঢাকার কোথায় যেন, মনে নাই
আমাদের বাসায় দাওয়াত
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: @বেঈমান আমি,
১২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
বেঈমান আমি. বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বেঈমান আমি, ঢাকার কোথায় যেন, মনে নাই
আমাদের বাসায় দাওয়াত
শান্তিনগর।তোমার বাসা কোথায়?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
মামুন রশিদ বলেছেন:
১২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@বেঈমান আমি, আমার বাসা এক জায়গায়, খুব কাছাকাছি :!>
একটা গাছে আমার নাম লিখে আসবেন, আমি এসে দেখব
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
মামুন রশিদ বলেছেন:
১২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
সায়েম মুন বলেছেন: আড্ডা দেখি ভালই জমেছিল। একদম শীতের সাথে পাল্লা দিয়ে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
মামুন রশিদ বলেছেন: তা আর বলতে
১২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০
বেঈমান আমি. বলেছেন: আচ্ছা ঠিকাছে বটতলার গলিতে যেই বটগাছটা আছে না সেখানে লিখে রাখবোনে
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: বট গাছে আরো কি জানি থাকে, খিয়াল
১২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঠিক আছে। আমিও এসে লিখে রাখব, পরের বার এসে দেখবেন
:#>
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: এইভাবে লেখালেখি করলে গাছটাকেই হয়ত বাঁচানো যাবে না
১২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
বেঈমান আমি. বলেছেন: কি লিখবা বলো না?
@মামুন ভাই বট গাছে পরী থাকে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
মামুন রশিদ বলেছেন: হ, আজকে থাইক্যা জানলাম
১৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গান লিখব-
যদি কাগজে লিখ নাম কাগজ ছিঁড়ে যাবে..
পাথরে লিখ নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লিখ নাম
সে নাম রয়ে যাবে.....
:#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#>
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
মামুন রশিদ বলেছেন: কলম লাগবে ??
১৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
বেঈমান আমি. বলেছেন: আমি জবাবে লিখবো...........................
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
:!>
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: দেইখেন যেন তারাবাত্তি না জ্বলে আবার
১৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
মজা লাগলো পড়ে
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু
১৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
নাছির84 বলেছেন: নিজের হল জীবনটা চোখের সামনে ভেসে উঠলো। ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
মামুন রশিদ বলেছেন: বড়ই নস্টালজিক!!
হলে কি জিএফ এলাউ ছিল?
১৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
উদাস কিশোর বলেছেন: আজকেও হপে নাকি আড্ডা !
যদিও আমি আপনাদের অপরিচিত
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০
মামুন রশিদ বলেছেন: এখানে আড্ডা দিতে দিতেই পরিচিত হয়ে যাবেন
১৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বরেফর গোলা দেইখ্যা শীত লাগতাসে।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
মামুন রশিদ বলেছেন: নো প্রবলেম আপি, ধোঁয়া উঠা কফি রেডি
১৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
ইখতামিন বলেছেন:
বুঝেছি। এই পোস্টে অংশগ্রহণকারী প্রায় সকলেই নোয়াখাইল্লা (প্রত্যক্ষ এবং পরোক্ষ)
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
মামুন রশিদ বলেছেন: আমিও
১৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
উদাস কিশোর বলেছেন: আই নোয়াখাইল্ল্যার আশে পাশেও থাহি ন @ ইখতামিন
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
মামুন রশিদ বলেছেন: @ইখতামিন,
১৩৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
ইখতামিন বলেছেন:
তাহলে এখান থেকে বিদায় হোন @উদাস কিশোর
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
মামুন রশিদ বলেছেন: আপনি কবে থেকে নোয়াখাইল্যা? শ্বশুরবাড়ি সূত্রে নাকি??
১৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০
ইখতামিন বলেছেন:
সম্মানীত পোস্ট দাতা। আপনেও কি নোয়াখাইল্যা নি কুনু !!!
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
মামুন রশিদ বলেছেন: কোথাও দাওয়াত খাওয়ার পর ঐ বাড়িতে বসে থাকতে ভাল্লাগেনা, সেই সূত্রে..
১৪০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১
ইখতামিন বলেছেন:
যাই। নির্বাচিত পাতার খবরটা নিয়া আসি।
একটা পোস্ট দিমু ভাবসি।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
মামুন রশিদ বলেছেন: আজকে সারাদিনে লগইন করেছি, নির্বাচিত পাতার খবর জানিনা । পোস্ট দিয়ে দেন
১৪১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
ইখতামিন বলেছেন:
উপস.. ভালাই তো
১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১ এর পরে আর কুনু পুষ্ট নির্বাচিততে যায় নাইক্যা।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
মামুন রশিদ বলেছেন: মডুরা মনে হয় ঘুমাইছে
১৪২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
ইখতামিন বলেছেন:
পোস্ট করলাম। আবার মুছেও ফেললাম।
পরে পোস্ট করমু। এখন নাকি সামুতে বলগার কম।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
মামুন রশিদ বলেছেন: এত কিছু খেয়াল করেন
১৪৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
ইখতামিন বলেছেন:
আমি নোয়াখাইল্যা না। আমি এখানে পরী দর্শন করিতে আসিয়াছি।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
মামুন রশিদ বলেছেন: কোন পরী ??
১৪৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: কোথাও দাওয়াত খাওয়ার পর ঐ বাড়িতে বসে থাকতে ভাল্লাগেনা, সেই সূত্রে..
তার মানে আপনে ঘুমইবার চান। :-&
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
মামুন রশিদ বলেছেন: নোয়াখাইল্লারা যে খাইতে দিলে শুইতে চায়- জানতাম না
১৪৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
উদাস কিশোর বলেছেন: তাইলে তো আপনার আগে দৌড় দেওয়া উচিত্ @ইখতামিন
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
মামুন রশিদ বলেছেন: ঠিক ঠিক!
১৪৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪
ইখতামিন বলেছেন:
আপনারই না বসে থাকতে ভাল্লাগে না। মানে ঘুমাইতে চান
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
মামুন রশিদ বলেছেন: হাহাহা, দাওয়াত খাওয়ার পর একটু ঘুমাইতে মন চায় ।
১৪৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪
ইখতামিন বলেছেন:
আররেররর
টাইপিং মিসটেক হইসে
পরিদর্শন লিখতে চাইলাম
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
মামুন রশিদ বলেছেন:
১৪৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
ইখতামিন বলেছেন:
@উদাস কিশোর
আমিতো দেখতে আইলাম আন-নোয়াখাইল্লা কেউ ঢুকলো কিনা, তা দেখবার। আপনে কী করেন ? হু.....
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
মামুন রশিদ বলেছেন: নোয়াখাইল্লাদের পিছনে লাগছেন ক্যান ভাইডি
১৪৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
ইখতামিন বলেছেন:
কইসি না?
বলগারের সন্কা এইবার বাড়তে শুরু করছে।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪
মামুন রশিদ বলেছেন: তাড়াতাড়ি পোস্ট দেন
১৫০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
ইখতামিন বলেছেন:
শীতেল ভুত আর কিছু পাইলোনা।
দুই হাতের আংগুল আটকায়া ধরছে। যাতে আপনার এইখানে কমেন্টাইতে না পারি।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
মামুন রশিদ বলেছেন: শীতেল ভুত :-&
১৫১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
উদাস কিশোর বলেছেন: আই আপনার কাছ থেইক্কা পরী দর্শন শিখতে আইছি
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: ভালো উস্তাদ ধরছেন
১৫২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
ইখতামিন বলেছেন: ওয়াও. টাইম হইসে
১০৫ জন বলগার ও ৭১০ জন ভিজিটর (১৯৩ জন মোবাইল থেকে)
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: গো ইখতামিন গো..
১৫৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
ইখতামিন বলেছেন:
আবার কমছে
৮৯ জন বলগার ও ৭৩১ জন ভিজিটর (২০২ জন মোবাইল থেকে)
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
মামুন রশিদ বলেছেন:
১৫৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
ইখতামিন বলেছেন:
@উদাস কিশোর
সবাইরে সব কিছু শিকাইনা
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
মামুন রশিদ বলেছেন: বিনে পয়সায়..
১৫৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
উদাস কিশোর বলেছেন: আসেন আমরা একটু আড়ালে কথা বলি
@ইখতামিন
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
মামুন রশিদ বলেছেন:
১৫৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
ইখতামিন বলেছেন:
নয়া কালিয়া দেকবার পারেনা মানু। তাই আমি খোঁজ দ্য সার্শ করমু ভাবলাম :-<
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
মামুন রশিদ বলেছেন:
১৫৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
ইখতামিন বলেছেন:
নয়া কালিয়া দেকবার পারেনা মানু। তাই আমি খোঁজ দ্য সার্শ করমু ভাবলাম :-<
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০
মামুন রশিদ বলেছেন:
১৫৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
ইখতামিন বলেছেন:
নয়া কালিয়া দেকবার পারেনা মানু। তাই আমি খোঁজ দ্য সার্শ করমু ভাবলাম :-<
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
মামুন রশিদ বলেছেন:
১৫৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লেজেহোমো’র কাব্যিক মনটাকে মাঝে মাঝে খুব মায়া হয়...
সেদিন বললেন: আমি হলাম শৃঙ্খলিত রাজনীতিবিদ... বলুন কেমন মায়া লাগে!
আহা... এমন আড্ডায় আমি কই ছিলাম?...
পৃথিবীর কত সুখ যে এভাবে হেলায় হারিয়েছি
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: এই তো আপনি প্রসঙ্গে এসেছেন মইনুল ভাই না মানে পোস্টের প্রসঙ্গে
ভাবছিলাম লেজেহোমোরে নিয়ে আড্ডা জমবে । কিন্ত এই যুগের লোকজন এই মহান লুল প্রেমিক কবিরে নিয়ে তেমন কোন কথা বললো না
১৬০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
মামুন রশিদ বলেছেন: যাচ্ছি, পোস্ট পড়তে এখনই যাচ্ছি
১৬১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
ইখতামিন বলেছেন:
@উদাস কিশোর
যাহা ভলিবেন
সঠ্য ভলিবেন
এই কানেই ভলেন
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫
মামুন রশিদ বলেছেন:
১৬২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
ইখতামিন বলেছেন:
লেখক সাহেব কি টকিঙ হারিয়ে ফেললুন নাকি?
খালি ইমো কেনু???
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: না না, সব চলছে । টকিঙ, ইমোটিন এক সাথে
১৬৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
উদাস কিশোর বলেছেন: ইখতামিন মাহেবের মুখে কিছু পড়লো নাকি ! :o
কথা বলার ভঙ্গি বদলায়া গেল যে !
অঁ. . . . .
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: ঞ!
১৬৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
উদাস কিশোর বলেছেন: লেখক সাহেব !
ইমোটিন এর লগে নিকোটিনও চলে নাকি ?
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: আবার জিগায়
১৬৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
ইখতামিন বলেছেন:
@উদাস কিশোর
না.. কুচ নাহি পাড়া
বলতে থাকেন। আমরা সবাই ছুনি।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
মামুন রশিদ বলেছেন: আমিও শুনতে চাই
১৬৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০
উদাস কিশোর বলেছেন: আরে ভাই !
লেনদেন এর ব্যাপার সবার সামনে না বলাই ভাল নয় কি ?
শেষে ভাগিদার বাড়াবেন @ইখতামিন
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
মামুন রশিদ বলেছেন: এইটা আমি শুনি নাই
১৬৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
উদাস কিশোর বলেছেন: হ মামুন ভাই । আপনি চোখ বন্ধ রাখেন !
কিচ্চু শুনেন নাই আপনি
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: চোখ বন্ধ করলে আমি কিচ্ছু শুনিনা
১৬৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
ইখতামিন বলেছেন:
@উদাস কিশোর
ভাগিদার আসলে ঊনিশ টাকা নোট দিয়া পাঠাইয়া দিমু নে।
আগে কন। আমরা হগগলে শুনবার ছাই।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন: ঊনিশ টাকার নোট পাইতে মন চায়
১৬৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি এসে পড়েছি
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন: ওয়েল্কাম স্বর্ণা
১৭০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
ইখতামিন বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি এসে পড়েছি
আপনে এইখানে কী করেন?
------------------------
উড়ো প্রশ্ন। এটা কাউকে করি নাই।
( নোয়াখাইল্যা নি কুনু!! )
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
মামুন রশিদ বলেছেন: ( নোয়াখাইল্যা নি কুনু!! )
আমিও জানবার চাই
১৭১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ইখতামিন, আমি ঢাকাইয়া
কেমন আছেন?
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: হুম..
১৭২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
ইখতামিন বলেছেন:
আমি ভালো আছি।
আমিতো আপনাকে যশোর বা কুষ্টিয়ার ও দিকের ভেবেছিলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: যশোর বা কুষ্টিয়ার দিকের কাউকে খুজছেন নাকি!!
১৭৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
ইখতামিন বলেছেন:
আপনি কেমন আছেন?
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
মামুন রশিদ বলেছেন:
১৭৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেন ভেবেছেন?
আমিও ভাল আছি।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন:
১৭৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
ইখতামিন বলেছেন:
ওদিকের মেয়েরা নাকি খুব সাহসী/দুঃসাহসী, মেধাবী, স্পষ্টভাষী, আরও, আরও, আরও অনেক কিছু।
হাহাহাহাা
ওদিকের আবহাওয়াটাই নাকি এরকম।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: শেষে আবহাওয়া নিয়ে টানাটানি!! ব্যাপারটা বেশি সুবিধার মনে হচ্ছে না
১৭৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
ইখতামিন বলেছেন: লেখক বলেছেন: ঊনিশ টাকার নোট পাইতে মন চায়
আপনে যেই গোয়েন্দাগিরি শুরু করসেন, আপনাকে তো চল্লিশ টাকার নোট দিতে মনঞ্ছায়
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
মামুন রশিদ বলেছেন:
১৭৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
ইখতামিন বলেছেন:
সবাইকে গুডনাইট
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: শুভ রাত্রি ইখতামিন । আপনি আসায় মজা পেলাম
১৭৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা হা হা
ঢাকার মেয়েরা হয় সবচেয়ে সাহসী, মেধাবী, স্পষ্টভাষী, আধুনিক, বুদ্ধিমান, পাংচুয়াল, রাধুনী, প্রাণচঞ্চল, সুহৃদ, ভাল ব্যবহারের অধিকারী আরো অনেক কিছু :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!>
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১
মামুন রশিদ বলেছেন: ঢাকার মেয়েরা হয় সবচেয়ে সাহসী, মেধাবী, স্পষ্টভাষী, আধুনিক, বুদ্ধিমান, পাংচুয়াল, রাধুনী, প্রাণচঞ্চল, সুহৃদ, ভাল ব্যবহারের অধিকারী..
কিছু বাদ পড়লো না তো!!!
১৭৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আরে বাহ দেখছি এখনও আড্ডা চলছে
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
মামুন রশিদ বলেছেন: হুম, চলছে..
১৮০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: @স্বর্ণা আপি তুমি কি ঢাকাইয়া মাইয়া।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: আপনি অন্য কিছু জানেন নাকি
১৮১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৩
উদাস কিশোর বলেছেন: শুভ সকাল ,
@ইখতামিন @লেখক ভাইয়ু
আমার কাছে ঊনো একশো টাকার একটা নোট আছে । ভাঙতি নাই । ভাঙতি হবে ?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
মামুন রশিদ বলেছেন: আমার আসতে রাত হয়ে গেলো । আড্ডা দেখি এখনো চলছে
১৮২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
খাটাস বলেছেন: আমি বরাবরই লেট খাটাস। হাজিরা দিয়া গেলাম মামুন ভাই।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
মামুন রশিদ বলেছেন: হাজিরা গৃহিত হলো
১৮৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
নাছির84 বলেছেন: মাথা খারাপ !! উনারা গেষ্টরুম পর্যন্ত অ্যালাউ ছিলেন।
পুলসিরাতের বাকিপথটুকু নিজ দায়িত্বে পার করতে হতো। আমি ওসব বুঝতাম না !! সবাই বলতো-'বোকা ছেলে। ক্ষ্যাত। ভাজা মাছটা উল্টে খেতেও জানেনা।'
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, বেচারা..
১৮৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
ইখতামিন বলেছেন:
@লেখক
আবহাওয়া নিয়া আমি টানিনা
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
মামুন রশিদ বলেছেন: হুম..
১৮৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
ইখতামিন বলেছেন:
@মামুন ভাই
আমিও মজা পেলুম নোয়াখাইল্যাদের দেখে
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২
মামুন রশিদ বলেছেন: নোয়াখাইল্যাদের মেলা বসছে
১৮৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
ইখতামিন বলেছেন: @উদাস কিশোর
আমি ভাঙতি নিয়া ঘুরি না
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
মামুন রশিদ বলেছেন:
১৮৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //ভাবছিলাম লেজেহোমোরে নিয়ে আড্ডা জমবে । কিন্ত এই যুগের লোকজন এই মহান লুল প্রেমিক কবিরে নিয়ে তেমন কোন কথা বললো না //
-আপনার জন্য সমবেদনা...
-সত্যিই মিস্ করবো একদিন তাকে...
-এযুগের লোকজন তাহার মতো প্রেমকে বুঝিতে পারে নাই, হয়তো
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭
মামুন রশিদ বলেছেন: @মইনুল ভাই, রাসপুটিন, ভগবান রজনীশ লেজেহোমোর কাছে নবীস.. আমরা প্রকৃত গুণীর কদর দিতে জানিনা
১৮৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
ইখতামিন বলেছেন:
লেখক লিখেছেন: “আমাদের দেশে রাজনীতিবিদ কবির কথা উঠলেই বদমাশ বিশ্বলুচ্চা লেজেহোমো'র গাধামার্কা মুখটা ভেসে উঠে ।”
@মাঈনউদ্দিন মইনুল--
আপনি কি লেজেহোমো'র উপরে আনিত বিশ্বলুচ্চা মার্কা বিশেষণটা মানবেন?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: রাজনীতিবিদদের মধ্যে আমরা বারলোসকুনি বা ক্লিনটনের নাম বলতে পারি, কিন্তু লেজেহোমোর কাছে এরা নস্যি
১৮৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
ইখতামিন বলেছেন:
লেখক লিখেছেন: “আমাদের দেশে রাজনীতিবিদ কবির কথা উঠলেই বদমাশ বিশ্বলুচ্চা লেজেহোমো'র গাধামার্কা মুখটা ভেসে উঠে ।”
@মাঈনউদ্দিন মইনুল--
আপনি কি লেজেহোমো'র উপরে আনিত বিশ্বলুচ্চা মার্কা বিশেষণটা মানবেন?
১৯০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
ইখতামিন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা হা হা
ঢাকার মেয়েরা হয় সবচেয়ে সাহসী, মেধাবী, স্পষ্টভাষী, আধুনিক, বুদ্ধিমান, পাংচুয়াল, রাধুনী, প্রাণচঞ্চল, সুহৃদ, ভাল ব্যবহারের অধিকারী আরো অনেক কিছু :`> :`> :`> :`> :`> :`> :`> :`> :`> :`> :`> :`> :`>
আরও অনেক কিছু কী কী?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
মামুন রশিদ বলেছেন: আমরাও জানতে চাই
১৯১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইখতামিন দেখি লক্ষীপুরের। সবাই চিটাগাং এর
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
মামুন রশিদ বলেছেন: তাই নাকি?? লক্ষীপুর চিটাগাং কিভাবে? ও আচ্ছা চিটাগাং বিভাগ!
১৯২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮
ইখতামিন বলেছেন:
আপনাকে কে বলেছে?
আপনি নাকি ফেনীর?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
মামুন রশিদ বলেছেন: তাই??
১৯৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
ইখতামিন বলেছেন:
মামুন ভাই...
আপনার জন্য চল্লিশ টাকার একটা নোট অনেক কষ্টে জোগাড় করলাম। আপনি কই? মাছ খেতে গেছেন?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
মামুন রশিদ বলেছেন: ছবি দেখান, নইলে বিশ্বাস করবো কিভাবে??
সকালে চিটাগাংয়ের সবুজ রেস্টরেন্টে স্পেশাল মাটন বিরিয়ানি খেয়ে কক্সবাজারের দিকে যাত্রা করেছি । পথে চকরিয়ায় যাত্রা বিরতি, একটা বিয়ের দাওয়াতে । রোস্ট আর বীফ কারি কমন, কিন্তু আনকমন হলো ইয়া বড় সাইজের লবস্টার ফ্রাই । আমাকে আবার খাতির করে দুইটা দিলো
রাতে আর রিচফুড খাইনি ।
১৯৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফেনী কি, বললাম না আমি কোথাকার।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: হুম আপনি তো ঢাকার মেয়ে । তাহলে ইখতামিন আপনাকে ফেনির বলছে কেন?? কোন ঘটনার ঘনঘটা কি???
১৯৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
ইখতামিন বলেছেন:
এই পোস্টে আজ আর কেউ আসেনি কেনো!!!
বুঝলাম না,
আপনি বুঝেছেন কিছু?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: আমি নিজেই লগইন হয়েছি ২৪ ঘন্টা পর ।
১৯৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
ইখতামিন বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা!
আজকের নির্বাচিত পাতা মনে হয় এখনও প্রকাশিত হয়নি। পোস্ট নির্বাচকরা শীতে জমে গেছে মনে হয়।
এই ব্যাপারে আপনার মতামত কী?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
মামুন রশিদ বলেছেন:
১৯৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মডুদের স্বজনরা হয়ত এখনও পোষ্ট দেয় নি।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
মামুন রশিদ বলেছেন:
১৯৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
ইখতামিন বলেছেন:
হাহাহাহাহা..
তাই বলে আজ সারাদিন?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: মডুরা হরতাল ডাকে নাই তো!!
১৯৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
ইখতামিন বলেছেন:
যাক.. এই পোস্টের সবগুলো মন্তব্যের জবাব দেওয়া হলে মন্তব্য ৪০০ পুরো হয়ে যাবে।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
মামুন রশিদ বলেছেন: :#>
২০০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
ইখতামিন বলেছেন:
ওহ.. আপনার পরীক্ষার কী খবর?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: @স্বর্ণা,
২০১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল।
নিউ সেমেস্টার শুরু হবে ইন ওয়ান উইক।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
মামুন রশিদ বলেছেন: গুড ।
২০২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬
ইখতামিন বলেছেন:
হু..
শুভ কামনা রইল।
------------
এখন স্বয়ং মডু হাজির।
কৌশিক ভাইয়ের কথা বলছি।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
মামুন রশিদ বলেছেন: এখন স্বয়ং মডু হাজির।
কৌশিক ভাইয়ের কথা বলছি।
কৌশিক ভাই জিন্দাবাদ
২০৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কৌশিক ভাই মডু না।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২
মামুন রশিদ বলেছেন: উনি মনে হয় অনেক আগে থেকেই মডু । তবে ইদানিং ব্লগে খুব একটা দেখিনা ।
২০৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
বোধহীন স্বপ্ন বলেছেন: এ তো দেখি জেলা নিয়ে টানাটানি
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
মামুন রশিদ বলেছেন: বরিশালের মনুরা এখনো আসেনি, তাই টানাটানি জমেনি
২০৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
ইখতামিন বলেছেন:
ওহ.. আমি ভাবতাম কৌশিক ভাই মডু :/
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: আমার মনে হয় ঠিকই ভাবতেন ।
২০৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
ইখতামিন বলেছেন:
বোধহীন স্বপ্ন বলেছেন: এ তো দেখি জেলা নিয়ে টানাটানি
ভাই.. দেখেন তো.. কোন দিকে বেশি গেছে?
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: সব একদিকে গেছে, নোয়াখালি
২০৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যাদের গুণ বেশি, তারাই জয়ী।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: গুণের কদর সব খানে..
২০৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
ইখতামিন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যাদের গুণ বেশি, তারাই জয়ী।
আপনি সব সময়েই জয়ী। এইবার মিষ্টি পাঠিয়ে দিন।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন:
২০৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
মশিকুর বলেছেন:
আরে আড্ডা বাজি দেখি আজও চলছে। মামুন ভাই চলেন সবাই মিলে অপি আক্তাররে হারাইয়া দেই
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: না ভাই, আমি নাই । হামা ভাইয়ের একটা আড্ডা পোস্ট আছে, ষোলশয়ের মত কমেন্ট হওয়ার পর তিনি কমেন্ট অপশন বন্ধ করে দিয়েছেন । অইটা খুলে দিলে অপি আক্তারকে হারানো কোন ব্যাপার না ।
২১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: আমার আসতে রাত হয়ে গেলো । আড্ডা দেখি এখনো চলছে
সব ঠিক থাকলে আমি এই পোস্টে ১০০০ মন্তব্য দেখতে চাই।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: আমি চাই না । সারাদিন কামলা খাটার পর একটা সীমিত সময় ব্লগিং করার সময় পাই । গত তিন দিন ধরে নিজের পোস্টে কমেন্টের রিপ্লাই দিয়েই সময় শেষ হয়ে যাচ্ছে । অন্য কোন পোস্ট পড়ার সময় পাচ্ছি না । তাই এটা বেশি চলুক, চাই না ।
২১১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
লিখেছেন বলেছেন: মনে পড়ে আজ বালিগঞ্জের মোড়ে
চাকরির প্রত্যাশায় আমি যখন দিশেহারা
তোমায় প্রথম দেখেছিলাম আমি সেই ম্যাটিনিতে
এর পড় থেকেই আমি সৃষ্টিসুখে মাতোয়ারা ।
আমি ভেবেছি কতকাল তুমি নও উত্তমের
সেতো তোমার অধম আমি তোমার সেই
অশ্বারোহী বীর , গড়ব শুঁখের নীড়
আজ তুমি নেই মনে হয় জগত শহংসারে সবি আছে
তবু কেন আজ মনে এই বিষাদের বিনা
এ যাতনা বোঝাবো কাড়ে
যে শুধু জানে সে শুধু তের পায় হারে হারে
১৭ জানুয়ারি , ২০১৪ খ্রিস্টাব্দ
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
মামুন রশিদ বলেছেন:
২১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@লিখেছেন,
কি খবর?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬
মামুন রশিদ বলেছেন: @লিখেছেন,
২১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
উদাস কিশোর বলেছেন: দেরি করে ফেল্লাম !
একটা ছোট পোষ্ট রেডি করতে করতেই এত দেরি
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
মামুন রশিদ বলেছেন: গুড! আসছি..
২১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬
উদাস কিশোর বলেছেন: মশিকুর ভাই আমি থাকবো ইনশা আল্লাহ
১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
মামুন রশিদ বলেছেন:
২১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
লিখেছেন বলেছেন: @ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা - মন মেজাজ ভাল না বেশি- এ দিকে তুমি ও আমার ব্লগে চা খেতে আস না - ব্যাপার কি?
১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: একটা চা চক্রের এন্তজাম করেন, আমরা সবাই যাব
২১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল না কেন?
আমি চা খাই না।
১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
মামুন রশিদ বলেছেন: আমরাও চা খাইনা, পান করি
২১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@লেখক,
উনাকে আমি চিনি
১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
মামুন রশিদ বলেছেন: উনি আমার মিতা, কোন এক ব্যাপারে
২১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
লিখেছেন বলেছেন: কইলাম আর কি , কথার কথা। আরে virtual tea. খাওয়া লাগবে না । পান কর।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০১
মামুন রশিদ বলেছেন:
২১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
ইখতামিন বলেছেন: মামুন ভাই
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২
মামুন রশিদ বলেছেন: সে রাতে হঠাৎ নেট চলে গিয়েছিল, আর জয়েন করতে পারিনি
২২০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
উদাস কিশোর বলেছেন: ব্যাস্ত নাকি খুব মামুন ভাই
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
মামুন রশিদ বলেছেন: গত রাতে বাসে ছিলাম, কক্সবাজার টু সিলেট । ১৪ ঘন্টার জার্নী
২২১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইখতামিনের জব নাই কালকে?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
মামুন রশিদ বলেছেন: ম্যানেজ করে নিবে
২২২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
উদাস কিশোর বলেছেন: সবাই কি ঝিমাইতাছে না ঘুমাইতাছে বুঝতেছিনা তো !
লিখেছেন ভাই , মামুন ভাই আর ইখতামিন ভাইরেও কড়া এক কাপ চা খাওয়াইয়া দেন
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
মামুন রশিদ বলেছেন: চিনি কম দিয়ে কড়া চা সব সময় পছন্দ
২২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
উদাস কিশোর বলেছেন: সবাই কি ঝিমাইতাছে না ঘুমাইতাছে বুঝতেছিনা তো !
লিখেছেন ভাই , মামুন ভাই আর ইখতামিন ভাইরেও কড়া এক কাপ চা খাওয়াইয়া দেন
২২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কালকে আমারো ছুটি ।সরকারী নোকরী পয়সা না থাকলে কী হবে আরাম আয়েশের শেষ নাই।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮
মামুন রশিদ বলেছেন: ঈর্ষা! ঈর্ষা!
২২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কিসের ছুটি কালকে?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
মামুন রশিদ বলেছেন: গভমেন্ট জবে ছুটির আবার কারণ লাগে নাকি!
২২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আগামী কাল শনিবার । অফিস বন্ধ ।সাপ্তাহিক ছুটি দুইদিন ।শুক্র আর শনি ।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০
মামুন রশিদ বলেছেন:
২২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাহ, ভালই তো। দুইদিন ছুটি।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১
মামুন রশিদ বলেছেন: প্রতিদিনই ছুটি, সপ্তাহে একদিন আধদিন কাজ
২২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১
ইখতামিন বলেছেন: ইখতামিনের কাল জব থাকার কারণে ঘুমুচ্ছে
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২
মামুন রশিদ বলেছেন: শুভ ঘুম
২২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@লেখক,
আপনার কষ্ট করে জবাব দেয়ার দরকার নাই
আমরা আড্ডা দেই। আর আপনার আড্ডা দিতে মন চাইলে কমেন্ট হিসেবে দেন
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭
মামুন রশিদ বলেছেন: আপনারা কষ্ট করে মন্তব্য করবেন আর আমি তার জবাব দেব না- এত কিপটে নাকি!!
২৩০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
তাহলে আড্ডা দিচ্ছে কে? ইখতামিনের বউ?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
মামুন রশিদ বলেছেন: ইখতামিনের ভূত
২৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
ইখতামিন বলেছেন: ইখতামিনের কাল জব থাকার কারণে ঘুমুচ্ছে
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
মামুন রশিদ বলেছেন: ইখতামিনের আত্মা এসে মাঝে মাঝে কমেন্ট করে যায়
২৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
ইখতামিন বলেছেন: ইখতামিনের কাল জব থাকার কারণে ঘুমুচ্ছে
২৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪
ইখতামিন বলেছেন: ওররে.. আমিতো এখনো বিয়েই করিনি.. আর ওইটা আমার ভুত ছিল @এক্সট্রাটেরেষ্ট্রিয়াল স্বর্ণা
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
মামুন রশিদ বলেছেন: :-&
২৩৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও এম জি, আমিও তো করিনি
:!> :!> :!>
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮
মামুন রশিদ বলেছেন: স্বর্ণার আত্মাও দেখি ব্লগিংয়ে এলটিভ
২৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
ঢাকাবাসী বলেছেন: সব অবিবাহিতদের নিয়ে কি আর আড্ডা জমে!
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
মামুন রশিদ বলেছেন: @ঢাকাবাসী, হোস্ট বিবাহিত :#>
২৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
ইখতামিন বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
তা আমি জানি
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
মামুন রশিদ বলেছেন:
২৩৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯
ইখতামিন বলেছেন: @লেখক..
আমি সেটা ভালো করেই জানি।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
মামুন রশিদ বলেছেন:
২৩৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
ইখতামিন বলেছেন:
@লেখক..... অপি আক্তার যদি সব কমেন্টের রিপ্লাই দেয়,, তাহলে তা ৪০০০ কমেন্টে গিয়ে ঠেকতে পারে// তাছাড়া রিপ্লাইয়ের বন্যা দেখে সবাই আবার ওই পোস্টে হুমড়ি খেয়ে পড়লে তো আর ১০,০০০ কমেন্ট ঠেকিয়ে রাখা দায় হয়ে পড়বে
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
মামুন রশিদ বলেছেন: অপি আক্তার 'ইতিহাস' আর আমি 'পাঁতিহাস'
২৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭
বিপ্লব06 বলেছেন: আরে শালা!!! এত্তো বড় আড্ডা চলতিসে আর আমি টেরও পাই নাই।
"রুমে চাল-ডাল মিলে গেলে বসিয়ে দিতাম খিচুরি- ইলেকট্রিক হিটারের চুলায় । আহ যেন অমৃত!"
আমিও এককালে খিচুরি স্পেশালিস্ট আছিলাম।
খিচুরি খাইয়া ক্লাসে যাইতাম আর সেকি লম্বা লম্বা হাই!!!!
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪
মামুন রশিদ বলেছেন: আমিও এককালে খিচুরি স্পেশালিস্ট আছিলাম।
খিচুরি খাইয়া ক্লাসে যাইতাম আর সেকি লম্বা লম্বা হাই!!!!
এক বেলা রেঁধে তিনবেলা খাওয়া
২৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
ইখতামিন বলেছেন: @বিপ্লব, খিদা লাগছে
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
মামুন রশিদ বলেছেন: খিচুরির কথা শুনলে শুধু খিদাই লাগে না, হাই ও উঠে
২৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩
লিখেছেন বলেছেন: আমার জন্য একটু রাইখেন, আমি একটু হইয়া আসতেছি ।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬
মামুন রশিদ বলেছেন: ঠিকমত 'খালি' কইরা আইসেন
২৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
উদাস কিশোর বলেছেন: মামুন ভাইয়েরই কোন খোজ নাই :@
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
মামুন রশিদ বলেছেন: এইতো, এইতো চলে এসেছি
২৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
ইখতামিন বলেছেন:
মামুন ভাই নাকি কোন পার্টিতে গেছে??
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
মামুন রশিদ বলেছেন: 'গুপন' কথা থাক না 'গুপন'
২৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
ইখতামিন বলেছেন:
অনেকেই নাকি এখন সামুতে ঢুকতে পারছেনা
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
মামুন রশিদ বলেছেন: আপনার পোস্ট আছে না!!
সামুর লগইন প্রবলেম ও আমার একটি সম্ভাব্য সমাধান
২৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
ইখতামিন বলেছেন:
সামু ছেড়ে সবাই চলে গেলো নাকি!!!!
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩
মামুন রশিদ বলেছেন:
২৪৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
ইখতামিন বলেছেন:
ধূর.. যাইগা.. কেউ নাই।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫
মামুন রশিদ বলেছেন: আবার আসবেন, Kমন!!
২৪৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২২
বিপ্লব06 বলেছেন: সরি ভাইডি আছিলাম না। ভািডি আমার না খাইয়া ঘুমাইতে গেছে রে চু চু চু......
আরেকদিন ভাইডি। @ইখতামিন
লিখেছেন ভাইডি আপনের তো কুনো খবরই নাই, আসপেন কইয়া চইল্যা গেলেন
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
মামুন রশিদ বলেছেন: সরি ভাইডি একটু লেইট হয়া গেলো! আইস্যা পড়ছি
২৪৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯
লিখেছেন বলেছেন: আইলাম আবার ।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
মামুন রশিদ বলেছেন: ওক্কে ওক্কে
২৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
মামুন রশিদ বলেছেন: রাতে জার্নী করে বাসায় ফিরেছি । দুইদিন নেটে ঢুকতে পারিনি । সবাইকে ধন্যবাদ ।
২৫০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
বোধহীন স্বপ্ন বলেছেন: মশিকুর বলেছেন:
আরে আড্ডা বাজি দেখি আজও চলছে। মামুন ভাই চলেন সবাই মিলে অপি আক্তাররে হারাইয়া দেই
ইখতামিন বলেছেন:
@লেখক..... অপি আক্তার যদি সব কমেন্টের রিপ্লাই দেয়,, তাহলে তা ৪০০০ কমেন্টে গিয়ে ঠেকতে পারে// তাছাড়া রিপ্লাইয়ের বন্যা দেখে সবাই আবার ওই পোস্টে হুমড়ি খেয়ে পড়লে তো আর ১০,০০০ কমেন্ট ঠেকিয়ে রাখা দায় হয়ে পড়বে
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯
মামুন রশিদ বলেছেন: অপি আক্তার 'ইতিহাস' আর আমি 'পাঁতিহাস'
২৫১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
কোজাগরী চাঁদ বলেছেন: আপনেরা এখনও আড্ডা দিতাসেন? মুন কই সে কি আর আসে নাই মামুন ভাই?মুন আসলে কইয়েন আমি তারে খুঁজ করছিলাম।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
মামুন রশিদ বলেছেন: আইচ্ছা কমুনে..
কোজাগরী চাঁদ খুঁজে ফিরে 'মুন'
@ইমরাজ কবির মুন
২৫২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
ইখতামিন বলেছেন:
ক্রিং... ক্রিং... ক্রিং... ক্রিং...
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
মামুন রশিদ বলেছেন: ইয়েস স্পিকিং..
২৫৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
ইখতামিন বলেছেন:
সমস্যা হলো অন্য খানে।
বাংলালায়ন থেকে নাকি সার্ভার এরর দেখায়।
অনেকেই ইনবক্সে হা-হুতাশ করে।
তাদের জন্য মায়া লাগে
আহারে............
আমি যে আবার জনদরদি নেতা
:>
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
মামুন রশিদ বলেছেন: বাংলা লায়ন না বলে 'হুলো ক্যাট' বলা যুক্তিযুক্ত
২৫৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
ইখতামিন বলেছেন:
আচ্ছা... মামুন ভাই.. আপনি কি জনৈক বিশ্বমানবের খবর জানেন?
কোথায় আছে? কী অবস্থা?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
মামুন রশিদ বলেছেন: জনৈক বিশ্বমানব মাথার উপ্রে দিয়া গেলু
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
মামুন রশিদ বলেছেন: জনৈক গণ্ডমূর্খের খবর জানি, চলবে
২৫৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫
ইখতামিন বলেছেন:
আপনাকে মনে হয় একটা প্রতিমন্তব্য করার কথা ছিল
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
মামুন রশিদ বলেছেন: ভুলে গেসি ভাইয়া
২৫৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
ইখতামিন বলেছেন:
ভদ্রলোক (থুককু... ভদ্র বলগার) বলেছিলেন। তিনি হবেন বিশ্বমানব
তিনি এখন কোথায়?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
মামুন রশিদ বলেছেন: ইনবক্সে একটু জানাবেন? ভুলে গেছি
২৫৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
ইখতামিন বলেছেন:
মানে সুমন ভাই ব্লগে আসে না কেনো?
http://www.somewhereinblog.net/blog/sumonsust
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
মামুন রশিদ বলেছেন: হাহাহা, জনৈক গণ্ডমূর্খ!!! সুমনের সঙ্গে দেখা হয়, প্রায়ই আমরা আড্ডা দিই এক সাথে । সুমন তার ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত, সামনে বিসিএস, ব্যাংক সহ আরো কয়েকটি নিয়োগ পরীক্ষা আছে । ফেবু আর ব্লগ থেকে আপাতত ছুটি নিয়েছে ।
২৫৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
ইখতামিন বলেছেন:
থাক,, আমিই না হয় আপনাকে একটা প্রতিমন্তব্য দিলাম।
আমার পোস্টে
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪
মামুন রশিদ বলেছেন:
২৫৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
ইখতামিন বলেছেন:
হু... আপনার মাথায় পানি ঢালতে হবে
এতো ভুলেন কেনো?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
মামুন রশিদ বলেছেন: বয়স হইছে না ভাইয়া
২৬০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
ইখতামিন বলেছেন: চা খাবেন?
কফি?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: ডাইনিং রুম থেকে টুংটাং শব্দ পাচ্ছি । ডিনারটা সেরে নিই, তারপর চা কফি সবই চলবে
২৬১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
ইখতামিন বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
মামুন রশিদ বলেছেন:
২৬২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
মোঃ ইসহাক খান বলেছেন: মিডনাইট টকিং!
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
মামুন রশিদ বলেছেন: ওয়েলকাম গল্পকার!
২৬৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
ইখতামিন বলেছেন:
হাতে আর ঠোটে ধোঁয়ার ছোঁয়া লেগেছে নাকি
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন: তা আর বলতে! কষ্ট করে একটু নিচে নামতে হয়েছিল- এই যা!
২৬৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
মেরি পপিনস বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন:
২৬৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
লিখেছেন বলেছেন: সালাম, পাতিল কি শেষ? নাকি তমায় কিছু আসে এখন ও ?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬
মামুন রশিদ বলেছেন: পুরোটাই আছে, শুধু একটু চেখে দেখা হয়েছে
২৬৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আই অ্যাম ব্যাক।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: ওয়েল্কাম! ওয়েল্কাম!
২৬৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু। আমি ডিসাইড করেছি ২৪/৭ লাইব্রেরিতে থাকব।
@লিখেছেন,
কি খবর?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: লাইব্রেরীর কোন রুম সাবলেট নিয়ে নেন, পুরো ২৪/৭
২৬৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও সেটাই ভাবছি। আমার রুমের চেয়ে লাইব্রেরি আরো ক্লিন, অনেক আলো আছে, স্পেশাস
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
মামুন রশিদ বলেছেন: সারাদিন মই বেয়ে উঠবেন আর নামবেন । এক্সারসাইজও হবে, বইয়ের গন্ধও শুঁকা হবে । তবে উঁইপোকা থেকে সাবধান
২৬৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাকি সবাই কোথায়?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: কয়েকদিন আড্ডা দিয়ে বোর হয়ে গেছে মনে হয় !
২৭০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নাতো। কেউ বোরড হয়নি।
আপনি মনে হয় হয়েছেন
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: আমি বোরড না, ক্লান্ত হয়েছিলাম । টানা আট দিন ঘুরে বেরিয়েছি, শেষে একটানা ১৪ ঘন্টা বাস জার্নী । আজকে সারাদিন রেস্ট নিয়েছি, কাল থেকে আবার অফিস
২৭১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মুভি দেখব। বাই ফর নাউ
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯
মামুন রশিদ বলেছেন: ওক্কে, গুড লাক । আমাকেও বিছানা ডাকছে
২৭২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
লিখেছেন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা - আমি ভাল, তুমি কেমন ?
কি মুভি? নাম কি?
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
মামুন রশিদ বলেছেন: @স্বর্ণা,
২৭৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল।
মুভি- Brideshead Revisited.
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: মুভিটা দেখে নিশ্চয়ই ভালো লেগেছে । আমি ট্রেলার দেখলাম
২৭৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
বিপ্লব06 বলেছেন: লেও বাবা!! আইজকাও মিস করলাম
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
মামুন রশিদ বলেছেন: লেও বাবা!!!
২৭৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮
লিখেছেন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা - review লেখ ।
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
মামুন রশিদ বলেছেন: হুম
২৭৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯
বোধহীন স্বপ্ন বলেছেন: কোজাগরী চাঁদ খুঁজে ফিরে 'মুন'
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
মামুন রশিদ বলেছেন: তাহলে কিছু একটা হয়েছে..
কবিতার লাইন
২৭৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
বোধহীন স্বপ্ন বলেছেন: আজকে জা পল সাত্রের একটা গল্প (দ্য ওয়াল) পড়লাম অনলাইনে। এই একটা লেখা পড়েই তার ভক্ত বনে গেছি।
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: এভাবে লোভ দেখাবেন না প্লিজ.. তাড়াতাড়ি গল্পের লিংকটা দেন
২৭৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
ইখতামিন বলেছেন:
চাঁদ ছুটেছে চাঁদের পেছনে। সূর্যটা মৃত।
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন: কার যেন গান এটা?
২৭৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
আদনান শাহ্িরয়ার বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন: কান্দলে অশেষ ফজিলত হাসিল হবে
২৮০| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
লিখেছেন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা -তুমি আজ হাজিরা দিলা না ? ব্যাপার কি? সব ঠিক আছে তো ?
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
মামুন রশিদ বলেছেন: স্বর্ণা আজকে লেইট ফাইন দিবে..
২৮১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
অরুদ্ধ সকাল বলেছেন: ভ্রাতা আড্ডা পিটাইতে বেশ ভালো লাগে কিন্তু বয়েস বাড়িয়া যাবার জন্য আর হয়ে উঠেনা
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: আমার মত বয়েস কমিয়ে ফেলেন ভ্রাতা
২৮২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
উদাস কিশোর বলেছেন: কয়েক দিন পর আইলাম আইজ !
চলছে নাকি ?
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২
মামুন রশিদ বলেছেন: ব্রেক কাজ করছেনা ভাইয়া
২৮৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লেগেছে। আমার প্রেমিকের মুভি।
@উদাস কিশোর, এরকম প্রোফাইল পিকচার কেন?
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
মামুন রশিদ বলেছেন: মুভির জেনর দেখার জন্যই সার্চ দিয়েছিলাম
২৮৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
ইখতামিন বলেছেন:
এটা আমার গান। এখনও বের হয়নি। সুর হয়নি। এক লাইনের গান
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
মামুন রশিদ বলেছেন: বাহ, আড্ডা একেবারে নিস্ফলা নয়!! এখানে একজন ভবিষ্যত গীতিকারের জন্ম হলো
২৮৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নাহ, আমি নিজেও জানতাম না কোন জনরার মুভি। আমি শুধু ওর মুভি দেখে দেখেছিলাম
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: পাঁড় ভক্ত দেখি..
২৮৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পাঁড় কি?
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: inveterate, যেমন inveterate drunkard বা পাগল (এখানে পাগলী) ভক্ত
২৮৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮
উদাস কিশোর বলেছেন:
আচ্ছা চেন্জ করে দেবো !
চেন্জ করতে একটু ঝামেলা পোহাতে হয় আমাকে !
আমি মোবাইল থেকে ব্লগ চালাই @ স্বর্ণা আফা
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
মামুন রশিদ বলেছেন: হুম,
২৮৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম, আমি ওর সব মুভি দেখি, সব ইন্টার্ভিউ, ওয়ালপেপার
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
মামুন রশিদ বলেছেন: এরেই বলে পাঁড় ভক্ত
২৮৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
উদাস কিশোর বলেছেন: ক্যারে !
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
মামুন রশিদ বলেছেন:
২৯০| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
উদাস কিশোর বলেছেন: খুব তাড়াতাড়িই একখানা পোষ্টাইবো আমার কম্পু + ট্যাব হরণ এর ঘটনা !
আর কিভাবে দুই দিক থেইকা বাঁশ খাইলাম নিরপেক্ষ থাইকা
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: শিগ্গির পোস্টান ! বস্ত্র হরণ, ও নো নো কম্পু + ট্যাব হরণ, কোন সে দুঃশাসন!!
২৯১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কম্পু্ + ট্যাব আহারে
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: আহা আহা!
২৯২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
উদাস কিশোর বলেছেন: এক আম্লিগ লেতা আর এক বিম্পি লেতার জন্য আজ জাবা ফোন দিয়া ফেবু , ব্লগ গুতাইতে হইতাছে
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
মামুন রশিদ বলেছেন:
২৯৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জাবা?
ওরা কি এগুলো চুরমার করে দিয়েছে?
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
মামুন রশিদ বলেছেন:
২৯৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
উদাস কিশোর বলেছেন: এ দুঃক্কু রাখিবার স্থান সংকূলান হইতেছে না
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: ব্লগে হরতাল অবরোধ ডাকা হোক
২৯৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কি বোকা? নেতাদের মাঝে কম্পু আর ট্যাব নিয়ে দাঁড়িয়েছিলেন আর দুইটা নিয়ে কেউ বের হয়?
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
মামুন রশিদ বলেছেন: কাহিনী খুব জটিল মনে হইতেছে
২৯৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
উদাস কিশোর বলেছেন: না গো আফা !
আমি ফেবুতে যার খ্রাপ পাইতাম তার বিরুদ্ধেই লিখতাম ।
প্রথমে একদিন আম্লিগ এর এক পাতি নেতা আইসা বাপের কাছে কম্লেইন দিলো , আপনার পোলা সরকারের বিরুদ্ধে লেখা লেখি করে । এখনই থামান , নইলে . . . . . . . . !
বাপে আমার রাগ করলেও তখনও বাদ দিইনি । তার দুদিন পর বিম্পির এক ক্যাডার বাড়ি আইসা আম্মারে কি না কি বলে গেছিলো ।
.
অতঃপর বাপ জান আমার ফেবুর সকল রাজনৈতীক পোষ্ট মুছিয়া দিতে বাধ্য করিলেন , এবং কম্পুটার আর সখের ট্যাব খানা সিল গালা করিয়া NOKIA ১১০০ ফোন হাতে ধরাইয়া দিলেন ।
পর আমি আম্মার কাছ থেকে টাকা নিয়ে একটা জাভা ফোন কিনে নিছি
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০
মামুন রশিদ বলেছেন: দ্রৌপদীর বস্ত্র হরণের পেছনে ছিল রাজনীতি, আপনার কম্পু + ট্যাব হরণের পেছনেও রাজনীতি
২৯৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার বাবা তো খুবই ভাল কাজ করেছেন
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১
মামুন রশিদ বলেছেন:
২৯৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
উদাস কিশোর বলেছেন:
মোটেও না
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
মামুন রশিদ বলেছেন: আর কাইন্দা কি হবে ভাই, কয়েকদিন জাভা ই চলুক
২৯৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
উদাস কিশোর বলেছেন: ঠিক কইছেন ভাই
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭
মামুন রশিদ বলেছেন: লাল রঙের ইমো ক্যান আবার
৩০০| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঘরোয়া রাজনীতি- হেলাল হাফিজ
ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন,
আগামী মিছিলে এসো
স্লোগানে স্লোগানে হবে কথপোকথন।
আকালের এই কালে সাধ হলে পথে ভালবেসো
ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি
লাল শাড়িটা তোমার পড়ে এসো।
১৬.০২.১৯৮৪
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
মামুন রশিদ বলেছেন: দারুণ!!
আপনার কবিতার সংকলন পোস্ট আমার প্রিয়তে আছে, মাঝে মাঝে পড়ি
৩০১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
উদাস কিশোর বলেছেন: ক্ষেইপা গেছি আরকি !
মাস দেড়েক জাভা গুতাইতাছি ।
অনেক হইছে !
আর না !
এবার বাড়িতে হরতাল অবরোন অনোশন ( গোপনে খাইয়া ) এক সাথে ডাকুম
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
মামুন রশিদ বলেছেন:
৩০২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬
উদাস কিশোর বলেছেন: চাই হরতালময় সুখী সমৃদ্ধ একটি দেশ . .
বহুকাল পূর্বে রস+আলোতে ছাপা হয়েছিলো
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।
৩০৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উদাস কিশোর, কবিতাটা কি পড়েছেন?
ঘরোয়া রাজনীতি- হেলাল হাফিজ
ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন,
আগামী মিছিলে এসো
স্লোগানে স্লোগানে হবে কথপোকথন।
আকালের এই কালে সাধ হলে পথে ভালবেসো
ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি
লাল শাড়িটা তোমার পড়ে এসো।
১৬.০২.১৯৮৪
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩
মামুন রশিদ বলেছেন:
৩০৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
উদাস কিশোর বলেছেন: হ্যা আফা
পড়েছি. . . . . . . . . . . . . . . .
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
মামুন রশিদ বলেছেন:
৩০৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০
মামুন রশিদ বলেছেন: আমি আজকের মত বিদায় । কাল সকালে কুমিল্লা যাচ্ছি
৩০৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড নাইট, শুভ ঘুম।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১
মামুন রশিদ বলেছেন:
৩০৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
উদাস কিশোর বলেছেন: ঠিকাছে ,
যাত্রা শুভ হোক আগামিকালের ।
শুভ রাত্রি
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১
মামুন রশিদ বলেছেন:
৩০৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
টুম্পা মনি বলেছেন: সব কিছু সুন্দর হোক এই প্রত্যাশা।
কেমন আছেন মামুন ভাইয়া?
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি
৩০৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩
একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: হায় !!! মানুষ হিট আর কমেন্ট পাওয়ার জন্য ব্লগের পোস্টকে ফেসবুক স্ট্যাটাসে পরিনত করে ফেলছে। মানুষ হিটের জন্য কত কিছু কর !!
চালিয়ে যান!!
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯
মামুন রশিদ বলেছেন: হিট তো সবারই দরকার । এর জন্য রয়েছে ভিন্ন ভিন্ন পদ্ধতি ।
৩১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
উদাস কিশোর বলেছেন: ভাই , একটা গল্প পোষ্ট করতে গিয়ে মেলা ঝামেলা পোহাইতে হলো ।
অবশেষে পোষ্ট করলাম । তাই আসতে দেরি হয়ে গেল
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
মামুন রশিদ বলেছেন: আপনি বলার আগেই পড়ে এসেছি । দারুণ
৩১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
উদাস কিশোর বলেছেন: ধইন্যা ।
তয় আর মানুষ জন কই ?
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
মামুন রশিদ বলেছেন:
৩১২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: আমি হিটের জন্য দেইনি। সৎ হওয়ার চেষ্টা করেছি। সত্য কথা সবার কাছে বলে দিয়েছি। দুঃখের বিষয় হলো হিট খোররা তাদের নিজেদের মত করেই সবাইকে বিচার করে।
মিস্টার মডু আমাকে ব্যান করে ব্লগবাসিকে ধন্য করুন।
৩১৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২১
অন্তরন্তর বলেছেন:
ইতা খিতা! পার্টি অহনও চলের নি?
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১
মামুন রশিদ বলেছেন:
৩১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, প্রত্যেকের জীবনেই এমন রাত জাগা আড্ডাবাজীর কতো গল্প যে ছিলো, সংসারের যাতাকলে তা এখন শুধু পিষ্ঠই হচ্ছে।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১
মামুন রশিদ বলেছেন: হুমম । ধন্যবাদ প্রিয় ব্লগার ।
৩১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: নয় দিন পরে এলাম, আড্ডা কি এখনো চলবে ?
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
মামুন রশিদ বলেছেন: থাক । অন্য পোস্টে আড্ডা দিব
৩১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০২
বিপ্লব06 বলেছেন: হাই সাদা মনের মানুষ! চলেন আড্ডা শুরু করি!
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
মামুন রশিদ বলেছেন:
৩১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
লিখেছেন বলেছেন: সংলাপ কি বন্ধ ?
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
মামুন রশিদ বলেছেন: আপাতত.. অন্য পোস্টে অন্য সময়ে চলবে সংলাপ ।
৩১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
ইখতামিন বলেছেন:
ওয়েলকাম ব্যাক..
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
মামুন রশিদ বলেছেন:
৩১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
পাঠক১৯৭১ বলেছেন: এখন জীবিকা জন্য কাজা আর কাজ!
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
মামুন রশিদ বলেছেন: আমার ব্লগে স্বাগতম পাঠক!
৩২০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
ইখতামিন বলেছেন:
মামনু ভাই ডিনার করেছেন?
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: হুম, ডিনার সেরেই বসলাম
৩২১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
ইখতামিন বলেছেন:
কী কী খেলেন আজ?
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা আজকে একটা গল্প লিখছি, ভালুবাসার ব্লগে পুস্টাই হের পর আচ্ছা মত আড্ডা দিমুনে । সে পর্যন্ত ভালু থাকবেন ইখতামিন
৩২২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
রোকসানা লেইস বলেছেন: রাতের আড্ডার মজাই আলাদা .......বেশ লাগল
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন: থ্যান্কিউ আপু । আমার ব্লগে স্বাগতম
৩২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
ইখতামিন বলেছেন:
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন:
৩২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
একজন সৈকত বলেছেন: জোশ হইছে ভ্রাতঃ। অনেক স্মৃতিকাতর করলো- ছাত্রজীবনটা এখন যেন পূর্ব জন্মের কোন জীবন মনে হয়!
আড্ডা দেখলাম বেশ জমে উঠেছিল- আফসুস আগে যোগ দিতে পারি নি-
ভালো থাকুন!
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: ঠিকই বলেছেন । ছাত্রজীবনটা হলো দ্বিতীয় জন্মের আঁতুড়ঘর, যদি হলে-হোস্টেলে থাকার সুযোগ হয় ।
ধন্যবাদ । ভালো থাকবেন ।
৩২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হল জীবন আসলেই একখান জিনিষ...
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭
মামুন রশিদ বলেছেন: রিয়েলি..
৩২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬
ইখতামিন বলেছেন: পোস্ট কই...
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭
মামুন রশিদ বলেছেন: পোস্ট আসবে ভাইয়া, যাস্ট কয়টা দিন
৩২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
সন্ধ্যা প্রদীপ বলেছেন: কেমন আছেন মা্মুন ভাই?
আমার হল লাইফের মিড নাইট আড্ডার দিনগুলো শেষ হয়ে যাবে কয়েক মাসের মধ্যেই।ভাবলেই বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে ওঠে।আপনার পোস্ট পড়ার পর আরো বেশি করে মোচড়াচ্ছে।
বলুন তো কি করি?
৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
মামুন রশিদ বলেছেন: হল লাইফ ছেড়ে আসা খুবই কষ্টের । তবু একদিন ছেড়ে আসতে হয় । সামনে নতুন জীবন, শুভ কামনা রইলো ।
৩২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি লেট কামার। আমার কোন মতামত নেই।
তয় আন্নে ভালা থাউন।
৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
মামুন রশিদ বলেছেন: আপনিও ভালো থাকুন
৩২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০
রাসেলহাসান বলেছেন: আপচুচ!! খুব ভালো লাগলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রাসেলহাসান
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
লেখোয়াড় বলেছেন: মামুন!!