নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯





আপডেটঃ আরো ৭টি নতুন গল্প সংযুক্ত হয়েছে ।

পিডিএফ আপডেটঃ ব্লগার 'আমিনুর রহমান' এর সৌজন্যে সংকলনে পিডিএফ ভার্সন সংযুক্ত হয়েছে ।



২০১৩ সালের জানুয়ারি মাসের ৪ তারিখ বাংলা ব্লগিং জগতের নক্ষত্র নগরঋষি ইমন জুবায়ের ভাই চলে গিয়েছিলেন না ফেরার দেশে । নির্মোহ নিভৃতচারি এই ব্লগার সামহোয়্যারইনে ১৫০০ পোস্ট লিখেছিলেন । গল্প, কবিতা, ইতিহাস, সঙ্গীত, দর্শন, বিজ্ঞান, চিত্রকলা, স্মৃতিকথা- বৈচিত্রময় ছিল তাঁর লেখনী । গানের দল 'ব্ল্যাক' এর জন্য গান লিখেছেন । প্রচুর গল্প লিখেছেন, নাগরিক সাংবাদিকতার পাশাপাশি ব্লগ যে সাহিত্যচর্চার চমৎকার মাধ্যম হতে পারে তা প্রতিষ্টায় তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন । বাংলা ব্লগিংয়ে তাঁর অবদান অনবদ্য । বাংলা ব্লগ তাঁর কাছে ঋণী ।



আমাদের এই গল্প সংকলন সিরিজ শুরু থেকেই ইমন জুবায়ের ভাইয়ের প্রতি উৎসর্গীত । মহান ব্লগারের প্রস্থানের মাসে আমরা উপস্থাপন করছি,



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪



শুরুতেই থাকছে 'ইমন জুবায়ের' ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তাঁর শেষ পোস্টের লিংক ।



♣♣♣ অতিপ্রাকৃত গল্পঃ সতরই জুলাই । ♣♣♣







♣♣ নন্দিনী তুমি কোথায়? -কাজীহা



♣♣ মিতিন আর আমি । -হাসান মাহবুব



♣♣ ছোটগল্পঃ খুঁতখুঁতে একজন । -শহুরে আগুন্তুক



♣♣ আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় । -নির্লিপ্ত আমি



♣♣ এক মিনিটের জীবনের গল্প । -খেয়া ঘাট



♣♣ গর্ত । -সাজিদ উল হক আবির



♣♣ সায়েন্সফিকশনঃ অরাত্রিক । -ইশতিয়াক অয়ন



♣♣ বেনজোডায়াজেপাইন । -মিমা



♣♣ গোল্ড ফিস ও দৈত্য । -জাফরিন



♣♣ বন্ধু । -লেজকাটা বান্দর







♣♣ বোগেনভেলিয়া । -ইশতিয়াক অয়ন



♣♣ অতিপ্রাকৃত গল্পঃ ৪ঠা জানুয়ারি । -ইখতামিন



♣♣ মুনা-টুনার গল্প । -শুকনোপাতা০০৭



♣♣ ছোটগল্পঃ বাঁধন । -বোকা মানুষ বলতে চায়



♣♣ চৌকাঠ । -নাসির84



♣♣ আবেগহীন আবেগ । -রিয়াদ(শেষ রাতের আঁধার)



♣♣ বিকট রাজার দেশে । -মশিকুর



♣♣ টান । -অপর্ণা মম্ময়



♣♣ ছোটগল্পঃ অনুসরণ । -বোধহীন স্বপ্ন



♣♣ সাবধান হও পারমিতা! -মামুন রশিদ







♣♣ রক্তে লেখা গান । -ড়ৎশড়



♣♣ যুদ্ধ আর মানসাঙ্কের গল্প । -জুলিয়ান সিদ্দিকী



♣♣ লাই-ফাই-ডিটেক্টর । -ইমরান নিলয়



♣♣ সব ঠিক আছে । -মোঃ ইসহাক খান



♣♣ গল্পঃ স্পর্শ লোভে । -কয়েস সামী



♣♣ একজন প্রতিশ্রুতিশীল খুনীর স্বীকারোক্তি । -হাসান মাহবুব



♣♣ ছোটগল্পঃ দুঃখ পরী । -লাবনী আক্তার



♣♣ ছোটগল্পঃ চোরাকাঁটা । -শহুরে আগুন্তুক



♣♣ আচ্ছা কেন পৃথিবীটা এতো ছোট হয় । -বোকা মানুষ বলতে চায়



♣♣ বেদনার নীল রঙে সেজেছি । -লাবনী আক্তার







♣♣ রঙানুপাতিক । -হাসান মাহবুব



♣♣ গল্পঃ স্বার্থপর পতি । -রেজওয়ানা আলী তনিমা



♣♣ অনুগপঃ স্ক্রিপ্ট । -মাসুম আহমদ ১৪



♣♣ শীতের পরে বসন্ত আসে । -আমি কাল্পনিক



♣♣ ছোটগল্পঃ দ্য সার্কেল । -ইমরান নিলয়



♣♣ অনুবাদ গল্পঃ লবণাক্ত কফি । -কয়েস সামী



♣♣ ভিখিরি । -মোঃ ইসহাক খান



♣♣ গল্পঃ যে থাকে অস্থিত্বে! -টুম্পা মনি



♣♣ সুখের পাখিটা কই ? -জুন



♣♣ গল্পঃ হিন্দুরা সব নাপাক! হিন্দুরা সব নিপাত যাক! -সকাল রয়







♣♣ ভাগ্য । -কয়েস সামী



♣♣ নিশ্চুপ নিশ্চেতনঃ আ স্টোরি অব রিভেঞ্জ । -বোধহীন স্বপ্ন



♣♣ গল্পঃ পিঙ্কু ও মিস্টার ডেভিল । -সাজিদ উল হক আবির



♣♣ ক্ষুধা । -সুলতানা সাদিয়া



♣♣ গার্হস্থ্য নীতি । -সুলতানা সাদিয়া



♣♣ মিলন-মালার প্রেমকাহিনী । -সমুদ্র কন্যা



♣♣ ছোটগল্পঃ সায়ান্ন । -উদাস কিশোর



♣♣ গল্পঃ হারানো বসন্ত দিন । -সন্ধ্যা প্রদীপ



♣♣ অনুগল্পঃ হালকা পকেট ভারী । -সুমন কর



♣♣ রাণী । -মোঃ ইসহাক খান







আপডেটঃ



গানের একমাত্র শ্রোতা । -এক্স রে



আমিঃ একজন সিরিয়াল কিলার । -ইশতিয়াক অয়ন



ফেসবুক প্রজন্মের একজন মানুষ । -toysarwar



গল্পঃ বৃষ্টির জল । -উদাস কিশোর



অযাচিত অশ্রুজল । -ক্লান্ত তীর্থ



একটি খুনের স্বীকারুক্তি অথবা একটি ভালোবাসার গল্প । -অপু তানভীর



গল্পঃ বোকা । -নোমান নমি



কিছু কথাঃ ব্লগে প্রকাশের ক্রমানুসারে সংকলন সাজানো হয়েছে । সংকলকের পাঠ সীমাবদ্ধতায় কিছু ভালো গল্প মিস হয়ে যায় । এরকম কোন গল্প থাকলে কিংবা পাঠকের ভালোলাগার কোন গল্পের লিংক পাওয়া গেলে আমরা সংকলনে আপডেট করে দিব ।



ই-বুকঃ সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪ পিডিএফ ভার্সন



********************************************

প্রচ্ছদঃ মাননীয় মন্ত্রী মহোদয়



ছবিঃ ইখতামিনের উন্মুক্ত ব্লগ ।



পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বিজয়ের ডিসেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩

মন্তব্য ১৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫০

পাঠক১৯৭১ বলেছেন: ইমন জুবায়ের বিনা চিকিৎসায় প্রাণ হারায়েছেন: উনি জানতে পারেননি যে, উনার হার্ট এটাক হওয়ার সম্ভাবনা ছিল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২

মামুন রশিদ বলেছেন: হার্ট এটাক কি বলে কয়ে আসে? আপনিই সম্ভবত এই ধরণের কথা প্রথম বললেন ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩১

ক্লান্ত তীর্থ বলেছেন: পুরনো দিনের কথা মনে পড়ে গেল,যখন কেবল পাঠক ছিলাম!

ধন্যবাদ এমন পোস্টের জন্য!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৩

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সালাম ভাইজান!

আপনার এই সংকলন পোস্ট প্রায়ই আমার অবসরের সাথী হয়!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৩

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাইজান ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: ইমন জুবায়ের বিনা চিকিৎসায় প্রাণ হারায়েছেন: উনি জানতে পারেননি যে, উনার হার্ট এটাক হওয়ার সম্ভাবনা ছিল।

খারাপ লাগলো জেনে । আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক ।

বরাবরের মত পরিশ্রমী পোস্ট মামুন ভাই ।প্রচ্ছদ , ছবি দেখে খুব ভাল
এবং বিষণ্ণ লাগছে ।

টিমের প্রতি শুভেচ্ছা রইল ।
এবং আপনাকে স্পেশালি - পুরো বছর খুবই সুন্দরভাবে সঙ্কলনের
মাধ্যমে ও ব্লগিয় এক্টিভিটিজ এ আমাদের সবাইকে যে উৎসাহ ,অনুপ্রেরণা , আর নির্দেশনা দিছেন তা সত্যি ই অনবদ্য ।

ব্লগে গল্পের মান বাড়ার পেছনে আপনার সঙ্কলনের অবদান অনস্বীকার্য ।


ভাল থাকুন প্রিয় মামুন ভাই ।

পোস্ট প্রিয়তে নিলাম ।

শুভকামনা রেখে গেলাম । :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৫

মামুন রশিদ বলেছেন: আপনাদের সাথে পাওয়া আমার মুল অনুপ্রেরণা ।


ভালো থাকবেন মাহমুদ । শুভকামনা ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২

শিস্‌তালি বলেছেন: প্রিয় দুটো গল্পের লিংক দিলাম :) পোস্টে +++

Click This Link

Click This Link

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৭

মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগীতার জন্য অনেক ধন্যবাদ । আজকে সারাদিন অফিসে মিটিংয়ে ব্যস্ত থাকব । রাতে এসেই আপডেট করে দিব । ধন্যবাদ ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

মামুন রশিদ বলেছেন: আপনার গল্প দুটো পড়লাম । একটি লেখা হয়েছে গত সেপ্টেম্বারে অন্যটি নভেম্বরে । আর এই সংকলনটি হলো ২০১৪ সালের জানুয়ারি মাসের গল্প সংকলন ।

নতুন করে গল্প লিখা শুরু করুণ । শুভকামনা ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
প্রচ্ছদটা খুব চমৎকার হৈসে ||

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৮

মামুন রশিদ বলেছেন: আসলেই চমৎকার । মাননীয় মন্ত্রী মহোদয় রকজ ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রচ্ছদটা খুব বাল লেগেছে। আর পোস্ট প্রিয়তে নিলাম। পরিশ্রমী উদ্যোগকে স্বাগত জানাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪

আমিই মিসিরআলি বলেছেন: + নিয়েন মামুন ভাই :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রচ্ছদটা খুব ভাল লেগেছে হবে মামুন ভাই ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

মামুন রশিদ বলেছেন: ওকে,

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

ঢাকাবাসী বলেছেন: পোষ্টটির জন্য ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

আরজু পনি বলেছেন:

শ্রদ্ধেয় ইমন জুবায়ের-এর ছবি সংযুক্ত করার আইডিয়াটা খুব ভালো লেগেছে ।

নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে সংকলন করার সুবিধা হলো এতে ক্যাচালের সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে ।

আর সংকলন করার কাজটা অবশ্যই পরিশ্রমসাধ্য । আপনাদের এই নিয়মিত প্রয়াসকে অন্তর থেকে সাধুবাদ জানাই ।

যারা অনেক সময় নিয়ে ব্লগ থাকতে পারেন না, তারা এই সংকলনের প্রকৃত প্রয়োজনীয়তা বোঝেন আর লেখকদের মধ্যে নিয়মিত লেখার একটা প্রবণতা তৈরী হয়, যা একজন ব্লগারকে লেখক হয়ে উঠতে সহায়তা করে নিবিড় ভাবে ।

সংকলনের সাথে জড়িত সকলকে শুভেচ্ছা রইল ।


০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, বিষয়ভিত্তিক সংকলনে আগ্রহী পাঠকেরাই বেশি আসেন । আর এখানে ক্যাচালের কোন সুযোগও নেই । তবু সংকলন করে কম কথা শুনিনি আপু । একটা সময় পুরো বিষিয়ে উঠেছিলাম, কষ্ট করে ধৈর্য ধারণ করেছিলাম ।

চমৎকার মন্তব্যে অনুপ্রেরণা পাচ্ছি ।

ভালো থাকবেন । শুভকামনা :)

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ নয়, পাশে আছি সবসময়।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন সুমন ।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: উনি যেদিন তার শেষ লেখাটি দিলেন, আমি খেয়াল করলাম যে এটা তার ১৫০০তম পোস্ট। ব্লগের ফেসবুক গ্রুপে এ নিয়ে পোস্ট দিয়ে বেশ উদযাপনও করলাম। এই আনন্দ মাত্র একদিনের ব্যবধানে বেদনায় রূপ নিবে ভাবতে পারি নি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: উনি আসলেই মুনি-ঋষি মানুষ ছিলেন । এক লেখায় পড়েছি, ঢাবি তে পড়ার সময় পিকনিকের একটা ব্যাপার নিয়ে হেমায়েত নামে এক ছাত্রনেতার সাথে বচসা হয়েছিল । এটা নিয়ে হেমায়েত উনাকে গুলি করে মেরে ফেলার থ্রেট দিয়েছিল । পরে হেমায়েত একদিন নিজেই প্রতিপক্ষের হাতে গুলি খেয়ে মারা যায় । এই ঘটনার পর ইমন জুবায়ের ভাইয়ের আধ্যাতিকতা নিয়ে ক্যাম্পাসে নাকি গুজব ছড়িয়ে পড়েছিল ।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অপেক্ষায় ছিলাম মামুন ভাই। প্রথমদিনই প্রকাশ করেছেন দেখে ভালো লাগল। এই মাসে অনেক গল্প আমার পড়া হয় নি। আমার খুবই কাজে আসবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

মামুন রশিদ বলেছেন: কালকে পোস্ট দিতে খুব কষ্ট হয়েছে ভাইয়া । পোস্ট করতে গিয়ে কয়েকবার লগ আউট হয়েছি । আর পোস্ট হওয়ার সাথে সাথেই সামুর কুখ্যাত "ব্যাড গেটওয়ে"র পাল্লায় পড়েছিলাম ।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেকগুলো পড়া বাদ আছে, পড়ে নিতে হবে।

বরাবরের মতই চমৎকার কাজ হয়েছে, প্রিয় মামুন। শুভেচ্ছা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব ।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

আমি তুমি আমরা বলেছেন: কেবল হামা আর ড়ত্‍শড় ছাড়া বাকি কারও গল্পই পড়া হয়নি। সময় নিয়ে পড়তে হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: :|| /:)

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

মিমা বলেছেন: একদম সত্যি কথা বলে দেই?
নিজের নামের পাশ থেকে ৩০ সেকেন্ড ধরে সরতেই পারিনি! :P

আসলে সংকলনের সার্থকতা অনেক অনেক জায়গায়। এই যেমন আমার মতো অনেকেই অনুপ্রেরিত হচ্ছেন নিজের নাম খুঁজে পেয়ে, তেমনি অবসরের সঙ্গী আর পাঠের তৃষ্ণা মেটানোর এক নির্ভরযোগ্য সাথীও এই সংকলনগুলো।

আপনাদের কষ্টের ফসল আজ আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের এক অংশ হয়ে গিয়েছে! ধন্যবাদ দিয়ে কি আদৌ সেই কষ্ট কে ছোট করা যায়? :)

পোস্ট নিশ্চিত প্রিয়তে মামুন ভাই। আর আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। প্রচ্ছদের জন্যে বিশেষ অভিনন্দন।
ভালো থাকুন। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

মামুন রশিদ বলেছেন: স্বীকার করে নিতে আপত্তি নেই, যখন আরজুপনি আপুর আশাজাগানিয়া সংকলনে আমার কোন লেখা আসত তখন আপনার মত ঠিক এই অনুভুতিটাই হতো ।

এই যে পাশে পাই, এটাই অনুপ্রেরণা ।


ভালো থাকুন মিমা । শুভকামনা ।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: যথার্থ ‘উৎসর্গে’ পরিপূর্ণ সংকলন।

অধিকাংশই পড়া নেই। রেখে দিলাম সংগ্রহে।

শুভেচ্ছা জানবেন, মামুন রশিদ ভাই :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

মামুন রশিদ বলেছেন: আপনার আগমনে আনন্দ জাগে । ভালো থাকুন প্রিয় ব্লগার :)

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

বোধহীন স্বপ্ন বলেছেন: হুট করে নিজের নাম দেখে একটু থমকে গেলাম।

মাঈনউদ্দিন মইনুল ভাইয়ের সাথে একমত, উৎসর্গ যথার্থ হয়েছে। আপনার পরিশ্রমের সত্যি-ই তারিফ করতে হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বোধহীন স্বপ্ন ।

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

মশিকুর বলেছেন:
উপকারী পোস্ট। আপনার সংকলন গুলো চুলুক হাজার মাস ধরে.. পুরো টিমকে আবারো ধন্যবাদ।

ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা :( :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মশিকুর । সংকলন চলুক, কিন্তু আমি রেস্ট চাই । চাই অন্য কেউ আসুক এই কাজে ।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

নাছির84 বলেছেন: যথার্থ উৎসর্গ। সংকলনকারি দলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয়তে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ। সরাসরি প্রিয়তে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

কয়েস সামী বলেছেন: ইমন জুবায়েরের সাথে পরিচয় বেশ দেরিতে। উনার লাস্ট লেখায় কমেন্ট করে উত্তরের অপেক্ষায় ছিলাম আর এক দিন পরেই শুনি..
থ্যাংকস টু ইউ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, জানুয়ারির চার তারিখ যখন খবরটা এলো বিশ্বাসই করতে পারছিলাম না ।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

এহসান সাবির বলেছেন: ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা।

চমৎকার পোস্ট মামুন ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

অরুদ্ধ সকাল বলেছেন:
ইমন ভাই এখনো আছে____


অনেক পরিশ্রম সাধ্য কাজ। আমরা তো পোষ্ট দিয়েই লাপাতা_ আপনি যে এক সংকলনে এনেছেন সেটাই বেশ ভাবনার বিষয়।

অফুরন্ত ভালোবাসা রইলো আপনার জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

মামুন রশিদ বলেছেন: ইমন ভাই বেঁচে থাকবে ব্লগারদের অস্থিত্বে, আজীবন ।


ধন্যবাদ প্রিয় কবি ।

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১

এক্স রে বলেছেন: গল্প সংকলন সবসময় প্রিয় তালিকায় স্থান পায়। চমতকার পোস্ট মামুন ভাই। ইমন জুবায়ের ভাইয়ের প্রতি শ্রদ্ধা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এক্স রে ।

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: মুগ্ধপাঠ ,বেশ ভাল লাগা থাকল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বন্ধু ।

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এবারের সংকলন টা সত্যিই অনেক স্পেশাল লাগছে, সংকলনের ফাকে ফাকে ইমন ভাইয়ের ছবি গুলো দেখে অদ্ভুত লাগছে! আল্লাহ ওনাকে শান্তি দিক!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অভি ।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

না পারভীন বলেছেন: পরিশ্রম সাধ্য কাজ আর সেই সাথে সুন্দর প্রচ্ছদ আর নিবেদিত প্রাণ ব্লগার ইমন জুবায়ের ।
একেবারে আলাদা লাগছে অন্যান্য সংকলন থেকে । অনেক ধন্যবাদ মামুন ভাই । পোস্ট প্রিয়তে । :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ডাক্তার আপু :)

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

ইসতিয়াক অয়ন বলেছেন: আবারও ++++ ।
অসাধারন একটা শ্রমসাধ্য কঠিন কাজ করে যাচ্ছেন ভাই ! সতত শুভকামনা !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

জানা বলেছেন:

অসাধারণ একটি কাজ হয়েছে মামুন ভাই। এত ছুটোছুটি করেও এতবড় কাজটি যে শেষ করেছেন ভাল লাগলো খুব। আমিনুল এবং মন্ত্রী মহোদয়কেও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রচ্ছদটি খুব সুন্দর হয়েছে। এই সংকলনটি নিয়ে আমরা কি করতে পারি দেখা যাক।

অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

মামুন রশিদ বলেছেন: আগমনে আনন্দিত..


মুগ্ধতা জানবেন আপু :) :)

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

উদাস কিশোর বলেছেন: প্রিয়তে থাকলো , আস্তে আস্তে পড়ে ফেলবো হব ।
ধন্যবাদ মামুন ভাই

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কিশোর ।

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

মোঃ ইসহাক খান বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলাম। ইমন জুবায়েরের জন্য শ্রদ্ধা।

পরিশ্রমী পোস্টে অনেক সাধুবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ গল্পকার ।

৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: ইমনভাইয়ের জন্য মনটা হু হু করে কেঁদে ওঠলো।

সবাইকে শুভকামনা । ভাষাদিবসের লাল সালাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: ভাষা দিবসের লাল সালাম ।


অনেক ধন্যবাদ ভাইজান ।

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২

মহামহোপাধ্যায় বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম মামুন ভাই।



ইমন ভাইয়ার অভাব কখনই পূরণ হবার নয় :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় মহামহোপাধ্যায় ।

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ব্লগে আমার পদচারনা খুব বেশিদিনের নয়।তবে লেখা শুরু করার কিছু আগে থেকে ব্লগ পড়া শুরু করেছিলাম।তখন একটা অতিপ্রাকৃত গল্প পড়ে ভাল লেগে যায়।তখনই তার আরো কিছু ভৌতিক গল্প পড়ে ফেলি।সেগুলো ছিল আমার ব্লগে পড়া প্রথম মৌলিক গল্প।তার লেখা থেকেই এই ধারনা নিয়েছিলাম যে ব্লগ সাহিত্যচর্চারও একটা ভাল মাধ্যম।

ব্লগ লেখা শুরু করার পর অনেকবার ভেবেছি যে সেই গল্পগুলো আবার পড়ি কিন্ত ব্লগারের নাম মনে ছিলনা তাই খুঁজে পাইনি।তবে কয়মাস আগে ইমন ভায়ের ব্লগগুলো এক এক করে পড়ব বলে সেখানে গিয়ে যখন গল্পগুলো পেলাম তখন আশ্চর্য হয়ে গেলাম।তার সম্পর্কে কিছুমাত্র না জানার পরও একজন নবীন ব্লগার তার লেখা দ্বারা অনুপ্রানিত হয়েছিল।সত্যিকারের ভাল লেখা বুঝি এমনই হয়।সেদিন মনটা খুব খারাপ হয়েছিল কারন তার নতুন লেখা আর আসবে না।ইমন ভায়ের জন্য হৃদয় নিংড়ানো শ্র্দ্ধাঞ্জলী আর মামুন ভাইকে ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

মামুন রশিদ বলেছেন: ইমন ভাইয়ের জন্য হৃদয় নিংড়ানো শ্র্দ্ধাঞ্জলী!


ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ ।

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১

বৃতি বলেছেন: অনেক গল্পই পড়া হয়নি। পোস্টে অনেক ভাল লাগা ভাইয়া।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বৃতি :)

৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

সাজিদ উল হক আবির বলেছেন: মামুন ভাই, আপনার এই অসামান্য পরিশ্রমী উদ্যোগের কারনেই ইদানিং সামুতে এত এত মানসম্পন্ন লেখা আসছে- এটা আমার ব্যাক্তিগত বিশ্বাস।
লেখে অনেকেই, আপনি লড়াই করেন সবার হয়ে।

যে সমস্ত গল্পগুলো পড়া হয় নি, সেগুলো পড়া শুরু করলাম একে একে।

অন্যান্য সমস্ত সংকলনের সাথে সাথে এই পোস্ট ও প্রিয়তে সংরক্ষিত করলাম। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৬

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবির :)

৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

লালপরী বলেছেন: অনেক পরিশ্রম সাধ্য কাজ।প্রিয়তে +++্

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ লালপরী :)

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগে সময় দিতে পারছি না, তাই অনেক অনেক লেখা মিস হয়ে যাচ্ছে যা পড়া হয়নি। আশা করি সময় পেলে পড়বো। শুভকামনা আপনাদের টিম কে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪

মামুন রশিদ বলেছেন: আপনি ব্লগে সময় দিলে আমার সংকলনের কাজ অর্ধেক কমে যায় । এখন আমাকে পুরোটাই একা একা করতে হয় । তাড়াতাড়ি পুরোদমে ফিরে আসার আশাবাদ আর শুভকামনা ।

৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

এরিস বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের সাথে পরিচিত হবার সৌভাগ্য হয়নি। তবে শেষ গল্পটি পড়েছিলাম। তখন কাওকে ভালমতো চিনতাম না। কি করে চোখে পড়লো আর কি করে পড়লাম জানিনা। সেই রাতেই বাসায় এই গল্পটার কথা বলছিলাম। পরে শুনলাম তিনি নেই!!
আল্লাহ্‌ উনাকে শান্তিতে রাখুন।

ব্লগে আসতে পারিনা, পড়তে পারিনা, লিখতেও পারিনা। বলবো না যে "সব একসাথে পেয়ে ভাল লাগছে, সব গল্প পড়ে নেব।" আমি জানি পড়ার সময় "হয়তো হবেনা" নয়, হবে না। তবে, এতোগুলো মানুষ একসাথে লেখে। কতজনের কতো ভাবনা, গল্পের নামগুলো সব মিলেই দেখুন কি চমৎকার একটা পোস্ট হয়েছে। শুধু নামগুলো পড়তেই ভাবি আর ভাবি, মানুষ কতরকম করে চিন্তা করতে পারে। আর সেই চিন্তাগুলো খুঁজে খুঁজে জোড়া দিয়ে এখানে এনে দেন আরও একজন মানুষ।

অস্বীকার করবো না। কখনও আসি আর না আসি, মাসের শুরুতে ব্লগে একবার হলেও আসি আপনার পোস্তে আমার নাম এসেছে কিনা দেখতে। হা হা। এবারেও এসেছি। নাম না পেয়ে মনে খারাপ হয়েছে। পরে দেখলাম এই মাসে আমি কিছু লিখিইনি।

চেষ্টা অব্যাহত থাকুক। নীরবে অনুপ্রেরণা পাক আরও অনেক নতুন হাত। ভাল থাকুন শ্রদ্ধেয় মামুন ভাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

মামুন রশিদ বলেছেন: তবে, এতোগুলো মানুষ একসাথে লেখে। কতজনের কতো ভাবনা, গল্পের নামগুলো সব মিলেই দেখুন কি চমৎকার একটা পোস্ট হয়েছে। শুধু নামগুলো পড়তেই ভাবি আর ভাবি, মানুষ কতরকম করে চিন্তা করতে পারে। আর সেই চিন্তাগুলো খুঁজে খুঁজে জোড়া দিয়ে এখানে এনে দেন আরও একজন মানুষ।


অভিনব একটা ব্যাপার তুলে এনেছেন । আর ব্লগের এই বিচিত্রতা সত্যিই উপভোগ্য ।

আপনাকে আর আপনার ব্লগিং মিস করি । শুভকামনা প্রিয় এরিস ।

৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

সকাল রয় বলেছেন:
মনে হচ্ছে জানা আপু সংকলনটি নিয়ে কিছু করার কথা ভাবছেন। ব্লগারদের জন্য এটা অনেক আশাবাদ।


আপনার এই কাজের অবদান দেয়ার ভাষা জানা নেই। শুধু বলবো অনেক অনেক শুভকামনা। এতগুলো লেখা একসাথে করা অনেক কষ্টসাধ্য কাজ সে কাজটি আপনি করে যাচ্ছেন বলে কৃতজ্ঞ!

ভালো থাকুন সবসময়।
হেপ্পি ব্লগিঙ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫২

মামুন রশিদ বলেছেন: আপনিও ভালো থাকুন প্রিয় ব্লগার ।

৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

সকাল রয় বলেছেন:
মনে হচ্ছে জানা আপু সংকলনটি নিয়ে কিছু করার কথা ভাবছেন। ব্লগারদের জন্য এটা অনেক আশাবাদ।


আপনার এই কাজের অবদান দেয়ার ভাষা জানা নেই। শুধু বলবো অনেক অনেক শুভকামনা। এতগুলো লেখা একসাথে করা অনেক কষ্টসাধ্য কাজ সে কাজটি আপনি করে যাচ্ছেন বলে কৃতজ্ঞ!

ভালো থাকুন সবসময়।
হেপ্পি ব্লগিঙ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

মামুন রশিদ বলেছেন: :)

৪৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অসামান্য একটা পোষ্ট। সিম্পলি অসাধারন একটা কাজ। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

মামুন রশিদ বলেছেন: উৎসাহ আর অনুপ্রেরণামুলক মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শরৎ ভাই ।

৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
চলুক !

একরাশ শুভেচ্ছা !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ 'আরমানিশি' ;)

৪৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

পুরানো আমি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই কষ্টসাধ্য পোস্টটির জন্য

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৪৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

জুন বলেছেন: বরাবরের মত পরিশ্রমী পোস্ট মামুন রশিদ । যথার্থ উৎসর্গ ।
অনেক শুভকামনা ..

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু :)

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আসলে তার লেখার সাথে পরিচিত হতে হতে তাকে ভালবেসে ওঠার আগেই উনি চলে গেছেন।তাই অপরিচিত নতুন ব্লগার হিসাবে দূর থেকে শ্রদ্ধা জানানো ছাড়া উপায় নেই।
এজন্যেই হয়ত এটা লিখেছিলাম কিন্ত আপনি উল্লেখ করার পর ওটা পড়ে সত্যি বলতে আমারই এখন হাসি পাচ্ছে। :D :D :D

বাংলা ভাষায় জগাখিচুরী ধারার সুচনা হয়ত এভাবেই হয়েছে। :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

মামুন রশিদ বলেছেন: আমি এতে কোন সমস্যা দেখছি না । শ্রদ্ধা জানানোর ইনটেনশন ই মুল কথা ।

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: অনেক পরিশ্রম সাধ্য কাজ একটা, বুঝতে পারছি। তবুও এতো সময় নিয়ে কাজটা করার জন্য ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রিয়াদ ।

৫০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

আমিনুর রহমান বলেছেন:



মামুন ভাই আপডেটের ৭টি গল্পও ই-বুকে এড করে দিয়েছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না । :) :)

৫১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

বাংলাদেশী দালাল বলেছেন:
চমৎকার পোস্ট মামুন ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আমিনুর রহমান ভাইকে । প্রিয়তে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ভালো থাকবেন :)

৫২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

লাবনী আক্তার বলেছেন: বরাবরের মত চমৎকার এবং পরিশ্রমী পোস্ট। অনেক অনেক ধন্যবাদ এমন পরিশ্রমের জন্য। একদম প্রিয়েতে নিচ্ছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু :)

৫৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

অর্থনীতিবিদ বলেছেন: এমন একটি পরিশ্রমসাধ্য কাজকে সফলতার সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংকলনটির কারণে দারুন দারুন সব গল্প পড়ার সৌভাগ্য হলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ অর্থনীতিবিদ ।

৫৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০১

ডট কম ০০৯ বলেছেন: এত কষ্ট করেন কিভাবে।

আপনার তো দেখি বিসাল ধৈর্য।

অভিনন্দন এমন পরিশ্রমী কাজের জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

মামুন রশিদ বলেছেন: এই কষ্ট টা করতে পারায় অখাদ্য অচল কিছু গল্প লেখার সাহস পাইছি ।


ধন্যবাদ আরমান ভাই ।

৫৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

আসিফ_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদের মামুন ভাই।

ব্লগে এলেই ইমন ভাইয়ের ব্লগে একবার করে ঘুড়ে আসি। এখন থেকে আপনার পোস্টের লিঙ্কে ঘুড়ে আসা যাবে।

পোস্ট প্রিয়তে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আসিফ_মাহমুদ । আমার ব্লগে স্বাগতম :)

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

পাঠক১৯৭১ বলেছেন: আমার ধারণা, জুবায়ের কোটি কোটি মানুষের মত বিনা চিকিৎসায় প্রাণ হারায়েছেন; এভাবে বিনা চিকিৎসায় যেন কেহ না মরে, সেদিক নিয়ে ভাবুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

মামুন রশিদ বলেছেন: ইমন জুবায়ের ভাই মারা যাওয়ার আগে অসুস্থ ছিলেন । ডায়েবেটিক এবং আরো কিছু কমপ্লিকেশন ছিল । বারডেমে নিয়মিত চিকিৎসা নিতেন সাথে প্রচুর হাটাহাটিও করতেন । উনার শেষদিন গুলোতে বোনের স্নেহ আর যত্ন পেয়েছিলেন । পুরোটা মনে পড়ছেনা, তবে সার্চ দিলে এ সংক্রান্ত অনেক লেখা ব্লগে পাবেন । কারো সম্পর্কে মন্তব্য করতে হলে জেনেশুনে কনফার্ম হয়ে করা উচিত । শুধু ধারণার বশবর্তী হয়ে উল্টাপাল্টা কথা বললে লোকজন আপনাকে "বেকুব" বলবে ।

এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে আর ইচ্ছে হচ্ছে না । কেন জানি মনে হচ্ছে আপনি ভিন গ্রহের এলিয়েন । আপনার মাঝে যদি সত্যিই কোন অতিমানবীয় কোন শক্তি থেকে থাকে, তাহলে অনুরোধ করব সেটা দিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের একটু সাইজ করে দিবেন ।

৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

অন্তরন্তর বলেছেন:


নাইস পোস্ট।
শুভ কামনা। প্রিয়তে নিতেই হল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

অস্পিসাস প্রেইস বলেছেন: নাইস পোস্ট শ্রদ্ধেয় মামুন ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আমিনুর রহমান ভাইকে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :) :)

৫৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত একটা কাজ করেছেন মামুন ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কান্ডারী..


এত দিন কোথায় ছিলেন বাহে! ফোন বন্ধ, জানুয়ারির মাসের গল্প ড্রাফট করে নিলেন, ব্লগ-ফেবুতে নাই- কিছুই বুঝলাম না :(

৬০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন ভাই আমার জন্য একটু দোয়া করবেন। ভীষণ ঝামেলার মধ্যে আছি। পরে আপনার সাথে ফোনে কথা বলে নেব।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

মামুন রশিদ বলেছেন: ঠিক আছে, ঝামেলা কেটে যাক দ্রুত ।


ভালো থাকবেন ।

৬১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

ইখতামিন বলেছেন:
এতো সুন্দর একটা সংকলনের (ইমন জুবায়ের স্মারক) মাঝে আমার সেই ক্ষুদ্র লেখাটা দেখে যার পর নাই আনন্দিত হয়েছি। চোখ বিশ্বাস করতে চাইছে না যেনো...

ছবিগুলো দেখে আরও ভালো লাগছে..

আমি না বললেও এটি একটি চমৎকার সংকলন ও মহৎ উদ্যোগ..

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ইখতামিন :) :)

৬২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪০

রাসেলহাসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয়তে নিলাম।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাসেল হাসান :)

৬৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রিয়তে রাখলাম। সময় করে সব পড়বো :-)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নাহিদ রুদ্রনীল :)

৬৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বরাবরের মত গ্রেট জব।

কবে যে সব গল্প পড়ে শেষ করবো?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

৬৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

সুফিয়া বলেছেন: মামুন ভাই আমার নতুন গল্পের লিংকটা দিলাম। পারলে সংযোজন করে নিবেন।

অগ্রিম ধন্যবাদ।

Click This Link

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।

৬৬| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:৩২

জুপিটার মুহাইমিন বলেছেন: প্রচ্ছদের কথাটা অনেক ভাল লেগেছে,.

২৩ শে মে, ২০১৪ রাত ১১:২১

মামুন রশিদ বলেছেন: প্রচ্ছদের কথাটা প্রয়াত ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাইয়ের ।



ধন্যবাদ জুপিটার মুহাইমিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.