নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

'ছাগু' শব্দটি যেভাবে আমরা পেলাম !

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৪





ছাগল একটা সুন্দর এবং নিরিহ প্রাণী । সারাক্ষণ এটা আমাদের আশেপাশে থাকে । ছাগলের সাথে মানুষের সম্পর্ক উপরের ছবির মতোই হওয়া উচিত ছিল । তা নয়, আমাদের ভাষায় নিকৃষ্টতম শব্দ হলো 'ছাগু', যা ছাগলের প্রতিশব্দ । আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা ফাকিস্থানিদের দালালি করেছিল এবং এখনো যারা চেতনায় এবং খেলাধুলায় ফাকিদের দালালি করে তাদের জন্য 'ছাগু' শব্দটা বরাদ্ধকৃত ।



কিন্তু কেন এমন হলো, ছাগলের মত নিরিহ একটা প্রাণীকে কেন আমরা রাজাকারের মত নিকৃষ্ট প্রাণীর সাথে তুলনা করব ? আমাদের ভাষায় আর কি কোন শব্দ ছিল না ? 'ছাগু' শব্দটা কি করে আমরা পেলাম, এটা নিয়েই আজকের গবেষণা পোস্ট ।



'ছাগু' নিয়ে গবেষণার শুরুতেই একপাল ছাগল আমাদের পথ রোধ করে দাঁড়ায়, 'ছাগল বন্ধন' ডাক দিয়ে রাস্তাঘাট সবকিছু অচল করে দেয় :P:P







যাইহোক, অনেক বুঝিয়ে শুনিয়ে ছাগলদের রাস্তা থেকে সরালাম । এবার আমরা আমাদের গবেষণায় মন দেই । শুরুতেই আমরা দেখে নেব ছাগলদের সম্পর্কে 'উইকিপিডিয়া ' কি বলে?



> ছাগলঃ (Chagala) শিং ও ছোট লেজ বিশিষ্ট তৃণভোজী এবং রোমন্থক পশু বিশেষ ।



> ছাগুঃ ১) রাজাকার, রাজাকারের বাচ্চা/ অনলাইনে রাজাকার বিদ্বেষী গালি বিশেষ ।

২) বাঙালি/ বাংলাদেশী হয়েও ফাকিস্থান প্রেমী ।



> ছাগলঃ (মাড়খোর, এক ধরণের এন্টিলোপ) ফাকিস্থানের জাতীয় পশু । (এক্কেবারে ঠিক আছে :P )



> ছাগলাঃ (আহমেদ গোলাম আলি ছাগলা ) ফাকিস্থানের জাতীয় সংগীতের কম্পোজার । (এমনি এমনি কি আর ফাকিগো ছাগু কই :P )



ছাগলের প্রকারভেদঃ



"সকল খাশিই ছাগল, কিন্তু সকল ছাগল খাশী নয়" এই মহান বাণীটির মর্মার্থ পুরোটা বুঝতে হলে নিচের ছবিটা দেখতে হবে,







খাসীর জীবনচক্রঃ





পাঠাঃ অন্ডকোষ বিশিষ্ট ছাগলকে পাঠা বলা হয় ।

খাসিঃ যে ছাগলের দেহ থেকে অপারেশনের মাধ্যমে অন্ডকোষ অপসারণ করা হয় তাকে খাসী বলে । অন্ডকোষ অপসারণের প্রক্রিয়াকে 'খাসীকরণ' বলা হয় ।



এবার একটা শিক্ষিত ছাগলের গল্পঃ শুনি, :P



ক লোক একটা স্মার্ট ইংলিশ জানা ছাগল কিনতে চায় । অনেক খোঁজাখুজির পর অবশেষে এক চালাক ছাগল বিক্রেতার খপ্পড়ে পড়ে । বিক্রেতা জানায় তার ছাগল ইংলিশে কথা বলতে পারে । লোকটি বললো পরীক্ষা করে দেখতে চাই । বিক্রেতা তখন ছাগলের পিঠে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করলো,

-বিক্রেতাঃ এই ছাগল, ইংরেজি এপ্রিল মাসের পর কি মাস বল?

-ছাগলঃ মে...

-বিক্রেতাঃ এই ছাগল এবার বল, জুন মাসে আগে কি মাস?

ছাগল- মে...



রেকটা গল্প, প্রেম, ফ্যাশন আর একটি ছাগল (এটা শুধুমাত্র ব্লগের আপুদের জন্য ;) :P )



চ্ছা, প্রেম ভেঙ্গে গেলে বা ছ্যাকা খেলে কি করেন? না না, কান্নাকাটি, মারামারি বা মন খারাপের কথা বলছি না । আমি জানতে চাইছি পুরনো উপহার গুলো নিয়ে কি করেন? আমি এই পুরনো উপহারগুলোকে কিভাবে ফ্যাশনেবলি ব্যবহার করা যায় তার উপায় বাতলে দিচ্ছি ।



প্রথমেই প্রমান সাইজের একটা ছাগল কিনুন । এর পর আপনার সাবেক প্রেমিক, আপনাকে উপহার দেয়া পোষাক বা জামা ছাগলটাকে পড়ান । স্কার্ফ বা ব্যান্ডানা নিয়ে শিংগুলোকে একটু স্টাইলাইজ করে নিতে পারেন । উপহারে আংটি পেয়ে থাকলে তা ছাগলের লেজে পড়িয়ে দিন । আর হার টা বকলস এর সাথে টিম-আপ করুন । উপহার পাওয়া কসমেটিক গুলোও ব্যবহার করতে ভুলবেন না কিন্তু । এর পরই আসল কাজ, আপনার সাবেক প্রেমিকের কোন সিংগেল বা ফ্যামিলি ছবি থাকলে তা ছাগলটার গলায় ঝুলিয়ে দিন । এবার ছাগলটাকে আপনার পুরনো প্রেমিকের বাড়িতে পাঠিয়ে দিন । (নিচের ছবির মত :P:P )





বার অন্যরকম খবর! "পাগলে কি না বলে, ছাগলে কি না খায় " বাঙালির এই প্রবাদ দিব্যি কাজে লাগিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী । ছাগলের সবকিছু খেয়ে ফেলার অভ্যাস কাজে লাগিয়ে বিশেষ মিশনে পাঠানো হয়েছে একদল ছাগলকে । সানফ্রান্সিসকোর রেললাইনের দুইপাশ প্রেইরী ঘাসে ভরা থাকে । রেলগাড়ি চলার সময় সামান্য স্ফুলিঙ্গ থেকেই আগুন লেগে দাবানল ছড়িয়ে পড়ে । রাসায়নিক দিয়ে ঘাস নির্মূলে পরিবেশ দূষণের আশঙ্কা থাকায় পরিবেশ বান্ধব 'ছাগল পদ্ধতি' কাজে লাগিয়েছে তারা :P:P







ল্প করতে করতে আমরা ছাগল গবেষণার যাবতীয় তথ্য উপাত্ত যোগার করে ফেলেছি । এবার গবেষণার ফলাফল প্রকাশ করার পালা ।



'ছাগু' গবেষণার সামারি বা সারাংশ তিনটা ছবির মাধ্যমে প্রকাশ করা হলো ।



(১) আলবদর কমান্ডারপুত্র প্রগতিশীল ব্লগারদের বেইসবল ব্যাট দিয়ে পেটানোর হুমকির প্রতিবাদে ব্লগাররা শিম্পাঞ্জি দিবস পালন করে । দুষ্ট ছেলে অরুপ বেইসবল ব্যাট হাতে শিম্পাঞ্জির ছবি দিয়ে পোস্ট দেয়, আর এই ছবিই তখন হয়ে উঠে পাকি রাজাকারদের প্রতীক ।







(২) পরবর্তিতে ব্লগজুড়ে ফাকিপ্রেমী ব্লগারদের সাথে প্রগতিশীল ব্লগারদের ফাইট চলতে থাকে । ফাকিদের খোড়া যুক্তি অনেকের কাছেই ছাগলের ম্যাঁ ম্যাঁ মনে হতে থাকে । তখন ব্লগার 'অরুপ' আরেকটা ছবি দেন, যেখানে দেখা যায় একটা রামছাগলের মাথা লালত্রিভূজ ভেঙ্গে বেরিয়ে আসছে । দুষ্টু ব্লগাররা এরপর 'রামছাগল দিবস' পালন করেন, আর এই রামছাগল হয়ে উঠে ফাকিদের প্রতিক ।







(লালত্রিভূজের ভেতর রামছাগল কেন ? এই প্রশ্নের উত্তর লেখক দিয়ে যান নাই । তাই আমাকে কেউ এটা নিয়ে প্রশ্ন করে বিব্রত করবেন না :-/ :D )



(৩) ব্লগের এক দুষ্টু কবি ছাগুরামকাব্য লিখে হৈচৈ ফেলে দেন । ব্যাস, 'ছাগুরাম' শব্দটা ব্লগারদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠে । আর এই 'ছাগুরাম' শব্দটাই পরবর্তিতে বিবর্তিত হয়ে এখন 'ছাগু' হয়ে উঠেছে । '







ছাগু শব্দটা আমরা কিভাবে পেলাম, এর মোটামুটি একটা ইতিহাস আমরা জানলাম । তবে ঢালাওভাবে বা শুধু শুধু কাউকে 'ছাগু' ট্যাগ দেয়া ঠিক নয় । 'ছাগু' শব্দটি শুধুমাত্র আমাদের মহান স্বাধীনতার বিরোধী এবং জঙ্গীবাদি গোষ্ঠির জন্য নির্ধারিত । আর ট্যাগবাজি-গালিবাজি না করে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, স্যাটেয়ার করে, খোঁচা দিয়ে, পঁচায়ে দিয়ে কিংবা শুধুমাত্র নির্বোধ হাসির পাত্র বানিয়ে কাউকে ঘায়েল করাই সবচেয়ে উত্তম পন্থা । আর এতে ছাগুরা যেমন উপহাসের পাত্র হয়ে দাঁড়াবে, আমাদের প্রিয় মাতৃভাষা বেঁচে যাবে নীপিড়ন-ধর্ষনের হাত থেকে ।



শেষে আরেকটা কথা না বলে পারছি না । যেকোন বিপ্লব বা সংগ্রামের সফলতার পেছনে নাগরিক সাংস্কৃতিক পটভূমি নির্মান খুবই জরুরী । ফরাসী বিপ্লব এবং রাশান বিপ্লবের পেছনের পটভূমি সেখানকার লেখক-বুদ্ধিজীবি শ্রেণী আগেই তৈরি করে রেখেছিলেন । আমাদের স্বাধীনতা যুদ্ধের পেছনেও বায়ান্ন'র ভাষা আন্দোলন এবং তদপরবর্তি নাটক-উপন্যাস-কবিতা-গান-সিনেমা এবং অন্যান্য সাংস্কৃতিক আন্দোলন বিশাল ভূমিকা রেখেছিল । এমনকি অস্ত্র হাতে যুদ্ধকরা মুক্তিসেনাদের মনোবল বাড়ানোর পেছনে মুক্তির গান-কবিতা আর এমআর মুকুলের স্যাটেয়ার টনিকের মত কাজ করত । মুক্তিযোদ্ধাদের চিঠি পড়লে তাদের আত্মত্যাগের পেছনে সাংস্কৃতিক প্রণোদনা স্পষ্ট হয়ে উঠে । যদি গালিবাজি করে দেশ স্বাধীন করা যেত কিংবা বিপ্লব করা যেত, তাহলে মুক্তিযোদ্ধারা অস্ত্র-গান-কবিতা-চেতনা ফেলে ঘরে বসে গলা চড়িয়ে গালিবাজি করেই তা সমাধা করত । কিন্তু সেটা যে কখনোই সম্ভব না, এটা আজকের ভার্চুয়াল গালিবাজদের কে বোঝাবে ??



স্বাধীনতা দিবসের মাসে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।

মন্তব্য ১৯৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ছাগু শব্দটা আমরা কিভাবে পেলাম, এর মোটামুটি একটা ইতিহাস আমরা জানলাম । তবে ঢালাওভাবে বা শুধু শুধু কাউকে 'ছাগু' ট্যাগ দেয়া ঠিক নয় ।... .. . পুরাই একমত।

মারাত্মক পোস্ট মামুন চাচ্চু ! ;)

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

মামুন রশিদ বলেছেন: কজগটপতসনরমড়লকঢ়বডযভ



B:-/ :-0

২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


খাইছে মামুন ভাই ছাগুদের উপর দেখি পুরা ডক্টরেট করে ফেলছেন। (সব ধরনের ইমো হবে)

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

মামুন রশিদ বলেছেন: শেষে ছাকোলের ডাকটার!! :-* :||

৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

দালাল০০৭০০৭ বলেছেন: হা হা পুরাই জোস মামুন ভাইয়া।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

মামুন রশিদ বলেছেন: ধইন্যা

৪| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

একজন ঘূণপোকা বলেছেন:
সব তথ্য এক সাথে করার জন্য ধন্যবাদ

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

মামুন রশিদ বলেছেন: :)

৫| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮

একলা ফড়িং বলেছেন: =p~ =p~ =p~ =p~


ছাগল নিয়ে ব্যাপক গবেষণা করার প্রতিদান স্বরূপ মামুন ভাইকে 'ডক্টরেট ইন ছাগু' ডিগ্রী প্রদান করে হোক এবং তাকে বিশিষ্ট ছাগল বিশেষজ্ঞ হিসেবে ঘোষণা দেয়া হোক!!!


প্রেমিকের বাসায় ছাগল পাঠানোটা হেব্বি পছন্দ হইছে! প্র্যাক্টিকালি কারো সাথে এই কাজ করতে ইচ্ছা করতেছে :D :D

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১

মামুন রশিদ বলেছেন: জলদি করেন! ছবি দেখায়েন :D B-)

৬| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:

দিস ওয়ান ইজ এপিক!!
এইরকম একটা পোস্ট খুজছিলাম অনেকদিন ধরে!!!
ধন্যবাদ মামুন ভাই :)

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৭

মামুন রশিদ বলেছেন: ধইন্যা :)

৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৬

প্রবাসী পাঠক বলেছেন: ছাগু শব্দের ইতিহাস সবিস্তারিত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।

'ছাগু' শব্দটি শুধুমাত্র আমাদের মহান স্বাধীনতার বিরোধী এবং জঙ্গীবাদি গোষ্ঠির জন্য নির্ধারিত । যত্রতত্র এই শব্দের অপব্যবহার করা উচিত নয়।

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৮

মামুন রশিদ বলেছেন: ধইন্যা ।

৮| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫১

মামুন রশিদ বলেছেন: :)

৯| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩২

রাসেলহাসান বলেছেন: ব্যাপক বিনুদুন পাইলাম! =p~ =p~
চরম!!
তবে "হাগু" শব্দ থেকেও "ছাগুর" উৎপত্তি হইতে পারে!! =p~ =p~ :P

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৮

মামুন রশিদ বলেছেন: তবে "হাগু" শব্দ থেকেও "ছাগুর" উৎপত্তি হইতে পারে!! :P :P

১০| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

ইসতিয়াক অয়ন বলেছেন: এপিক ভাই, এপিক !! :D

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৯

মামুন রশিদ বলেছেন: ধইন্যা ।

১১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

গোর্কি বলেছেন:
ভার্চুয়াল জগতে ছাগলের মত ল্যাদায় বলিয়া আলবদরদিগকে ছাগু নাম ডাকা হইয়া থাকে।

সকল মুক্তিযোদ্ধাদের প্রতি লাল সালাম।
বিশ্লেষণমূলক পোস্টে +++++

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০১

মামুন রশিদ বলেছেন: ভার্চুয়াল জগতে ছাগলের মত ল্যাদায় বলিয়া আলবদরদিগকে ছাগু নাম ডাকা হইয়া থাকে। ;) :D

১২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

অর্ণব_০০৭ বলেছেন: আহমেদ গোলাম আলি ছাগলা =p~ =p~ =p~

ছাগলা মনে হয় হেতের ফ্যামিলি টাইটেল =p~ =p~

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০২

মামুন রশিদ বলেছেন: হেতের জাতের টাইটেল :P :P

১৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১২

নীল সুমন বলেছেন: এপিক !

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০২

মামুন রশিদ বলেছেন: ধইন্যা ।

১৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪০

দালাল০০৭০০৭ বলেছেন: @ একলা ফড়িং সাথে একমত

মামুন ভাইকে 'ডক্টরেট ইন ছাগু' ডিগ্রী প্রদান করে হোক এবং তাকে বিশিষ্ট ছাগল বিশেষজ্ঞ হিসেবে ঘোষণা দেয়া হোক!!! :P

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৫

মামুন রশিদ বলেছেন: ছাগু বিশেষজ্ঞ ও ;) B-)

১৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১

নিশাত তাসনিম বলেছেন:
ছাগু শব্দটা আমরা কিভাবে পেলাম, এর মোটামুটি একটা ইতিহাস আমরা জানলাম । তবে ঢালাওভাবে বা শুধু শুধু কাউকে 'ছাগু' ট্যাগ দেয়া ঠিক নয় । 'ছাগু' শব্দটি শুধুমাত্র আমাদের মহান স্বাধীনতার বিরোধী এবং জঙ্গিবাদী গোষ্ঠীর জন্য নির্ধারিত । আর ট্যাগ-বাজি-গালিবাজি না করে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, স্যাটেয়ার করে, খোঁচা দিয়ে, পঁচায়ে দিয়ে কিংবা শুধুমাত্র নির্বোধ হাসির পাত্র বানিয়ে কাউকে ঘায়েল করাই সবচেয়ে উত্তম পন্থা । আর এতে ছাগুরা যেমন উপহাসের পাত্র হয়ে দাঁড়াবে, আমাদের প্রিয় মাতৃভাষা বেঁচে যাবে নীপিড়ন-ধর্ষণের হাত থেকে


হুমায়ূন আহমেদকে যারা ছাগু বানিয়ে দিয়েছিলো ? বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যারা ছাগু বানিয়ে দিয়েছিলো আমার তারাই প্রকৃত ছাগু কারণ শুধু মাত্র ছাগুরাই হুমায়ূন আহমেদ এর মতো নন্দিত কথা সাহিত্যিককে ছাগু বানাবে । বাংলার বাঘ বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ছাগু ডাকবে।

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১০

মামুন রশিদ বলেছেন: জামাতের মুক্তিযোদ্ধা শাখা আছে, জানেন কি ?? 8-|


ট্যাগবাজি-গালিবাজি না করলেও পঁচাইতে বারণ করা হয় নাই ;) :D

১৬| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ২:৫১

প্রফেসরস্‌ বলেছেন: আমি মামুন রশিদ নিজেই ছাগু আমি মামুন রশিদ নিজেআমি মামুন রশিদ নিজেই ছাগু
আমি মামুন রশিদ নিজেমামুন রশিদ নিজে....।
আমি মামুন রশিদ নিজেই ছাগু:

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৭

মামুন রশিদ বলেছেন: আহেম আহেম! এত তাড়াতাড়ি ধরা দিবা বুঝতে পারি নাই ।


ডিগরা দিলাম, বৈসা বৈসা কাঠালপাতা চিবাও B-)) B-))

১৭| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: এইডা কী পিএইডই'র থিসিস নাকি? :P
তবে ছাগুর ওপর গবেষণা এবং বিশ্লেষণ ভালা পাইছি। আশা করছি পিএইচডিটা আপনার কমপ্লিট হইয়া যাইব। =p~
ছাগুদের আক্রমণ হইতে কীভাবে নিজেদের প্রতিরোধ করা যায় কিংবা কীভাবে ছাগুদের আক্রমণ করা যায়, তার ওপর কোন তথ্য এই পোস্টে নাই কেন? :(

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২৬

মামুন রশিদ বলেছেন: ছাগুদের জন্য একটাই ঔষধ, বেশি বেশি কাঠালপাতা খাওয়ানো উইথ গদাম :P :P

১৮| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:০২

প্রফেসরস্‌ বলেছেন:
আমার জীবন : আমি মামুন রশিদ নিজেই ছাগু:
আমার জীবন : আমি মামুন রশিদ নিজেই ছাগু:


আমার জীবন : আমি মামুন রশিদ নিজেই ছাগু:
আমার জীবন : আমি মামুন রশিদ নিজেই ছাগু:

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২৯

মামুন রশিদ বলেছেন: এত পেরেশান হইওনা ছাগু, এইবার কচি পাতা দিছি..


বৈসা বৈসা খাও আর অবৈধ পিতাদের কথা স্মরণ কর,

১৯| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:১৮

প্রফেসরস্‌ বলেছেন:
I am The Tester of Mamun. I am The Tester of Mamun.


Mamun had said we are "Sagu" Mamun had said we are "Sagu"

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১২

মামুন রশিদ বলেছেন: অরিজিনাল ছাগু ছাড়া কেউ এই পোস্ট পড়ে রিএ্যাক্ট করবে না ;) :D


তুমারে বাইন্ধা রাখলাম, ব্লগের লুকজন একটা 'অরিজিনাল ছাগু'র চেহারা দেখুক ।

কাঠালপাতা আরো লাগলে বইলো, সাপ্লাইয়ের সোমস্যা নাই ।

X( X((

২০| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫৩

প্রফেসরস্‌ বলেছেন: পাঠাঃ অন্ডকোষ বিশিষ্ট ছাগলকে পাঠা বলা হয় ।
খাসিঃ যে ছাগলের দেহ থেকে অপারেশনের মাধ্যমে অন্ডকোষ অপসারণ করা হয় তাকে খাসী বলে । অন্ডকোষ অপসারণের প্রক্রিয়াকে 'খাসীকরণ' বলা হয় ।
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

মামুন রশিদ বলেছেন: ওরে চারপেয়ে ছাগুরাম, তুমারে পাইয়া সকালের নাস্তাটা জোস হইল :P :P

প্রফেসরস কাচ্চি =p~ =p~


২১| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ছাগুষজ্ঞ ! :D

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯

মামুন রশিদ বলেছেন: আমি পড়ছি ছাগু যজ্ঞ ;) B-)


উপরে এখন পর্যন্ত একটা মাত্র ছাগু আসছে, আপাতত অইটা দিয়ে বানানো কাচ্চি খেয়ে ছাগুযজ্ঞ সারেন :D :D

২২| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২৭

সংগ্রামী বালক বলেছেন: অনেকদিন পর একটি বিশ্লেষনধর্মী পোষ্ট পড়লাম।এমন পোষ্টের জন্য আপনাকে ধইন্যা।

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৮

মামুন রশিদ বলেছেন: আরো ধইন্যা :)

২৩| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৮

ডট কম ০০৯ বলেছেন: কাঠাল পাতার কথা না বলায় তীব্র নিন্দা জানাচ্ছি।

ছাগুরা এখন খাবে কি?!! হাহাহহাহ

দারুন লেখা মামুন ভাই। :ঢ়

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

মামুন রশিদ বলেছেন: কাঠালপাতা স্টকে রাইখা দিছি । উপরে একজনকে খাইতে দিছি, পরে যারা আসবে তাদেরও খেতে দেয়া হবে :D :D

২৪| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছাগু বিশ্লেষণ !!! ভাল হয়েছে

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০০

মামুন রশিদ বলেছেন: ধইন্যা :)

২৫| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫১

সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার। আমরা ছাগু শব্দটির অপব্যবহার চাই না। শুধুমাত্র ছাগুকেই ছাগু বলা হোক।

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৩

মামুন রশিদ বলেছেন: হুম ।

২৬| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দালাল০০৭০০৭ বলেছেন: @ একলা ফড়িং সাথে একমত

মামুন ভাইকে 'ডক্টরেট ইন ছাগু' ডিগ্রী প্রদান করে হোক এবং তাকে বিশিষ্ট ছাগল বিশেষজ্ঞ হিসেবে ঘোষণা দেয়া হোক!!! :P

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

মামুন রশিদ বলেছেন: :P :P

২৭| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০

আম্মানসুরা বলেছেন: হা হা হা.. =p~ =p~ =p~

জটিল টু দি পাওয়ার ইনফিনিটি হইছে

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪

মামুন রশিদ বলেছেন: ধইন্যা টু দি পাওয়ার ইনফিনিটি :)

২৮| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৭

বোধহীন স্বপ্ন বলেছেন: পুরানা ব্লগ-গুলা দেখলে খুব আফসোস লাগে। ওই সময়গুলা বুঝি খুব মজার ছিল। এখন ব্লগে আসলে কেমন অলস অলস লাগে।

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৬

মামুন রশিদ বলেছেন: হুম । ছাগুরাও ইদানিং বহুরূপী হয়ে গেছে, নিজের পরিচয় সহসা দিতে চায়না । এই পোস্টে উপরে নিচে এখন পর্যন্ত মাত্র দুইটা চারপেয়ে ছাগুর আগমন ঘটেছে ;) ;)

২৯| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

এহসান সাবির বলেছেন: =p~

জটিল একখানা পোস্ট দিছেন মামুন ভাই.....!!!

একগুচ্ছ +

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১১

মামুন রশিদ বলেছেন: ধইন্যা ;)


এইবারও মিসাইলাম !

৩০| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭

শাকিল ১৭০৫ বলেছেন: ডক্টোরেট অন ছাগুলোজি =p~ =p~

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৪

মামুন রশিদ বলেছেন: এই ভাবে বলেনা ভাই, এমনিতে দুইটা ছাগুর ল্যান্জা পুইড়া ছাই হয়া গেছে :P :P

৩১| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

সাসুম বলেছেন: অসাধারন

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫

মামুন রশিদ বলেছেন: ধইন্যা

৩২| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
একটু আগেই ঈলিশ ভাজা দিয়ে ভাত খেয়ে আসলাম, ঐটাকে ডিনার পর্যন্ত রাখেন ! :P

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৭

মামুন রশিদ বলেছেন: উখে উখে, রাতে ল্যাম্ব বারবিকিউ হবে! একটা অনিচ্ছুক ধারি ছাগু এসে খোঁয়াড়ে ধরা দিছে ;) :)

৩৩| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: প্রফেসর সাহেব তো আপনাকে একজন উন্নত প্রজাতির ছাগু বলছে বারবার। ঘটনা কি ? আপনাকেও খাসি থেকে থেকে ছাগলে ট্রান্সফার করা হয়েছে নাকি ?

ম তে মামুন রশিদ তুই ছাগু তুই ছাগু কারণ ছাগুরাই শুধু অন্যদের ছাগু ডাকে ।

ম তে মামুন রশিদ তুই ছাগু তুই ছাগু কারণ ছাগুরাই শুধু মায়াগো মতো এসব পোস্ট দিয়ে অন্যদের পচায়ে নিজেকে গরু বানাতে চায়।

ম তে মামুন রশিদ তুই ছাগু তুই ছাগু কারণ খাসি থেকে যারা পাঠা হয় তারাই শুধুমাত্র মায়াগো লাহান রান্না বান্নার পুষ্ট লিহে।

ম তে মামুন রশিদ তুই ছাগু তুই ছাগু কারণ ছাগুরাই শুধু নিজের পুষ্ট নিজে যোগ্য মনে করে নিজে নিজে নির্বাচিত করে ফেলে।


১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩

মামুন রশিদ বলেছেন: খোঁয়াড়ে বাইন্ধা রাইখা গেলাম, এত অস্থির হইছো ক্যান সোনা? রাতে তোমারে খাশি বানায়ে বারবিকিউ রান্না হবে,, ;)

তুমার ল্যান্জার আগুন আর চিৎকারে মনে হচ্ছে ২০০৬-০৮ সালে ঐ লিংকগুলোর পোস্টে দেয়া গদাম তুমার পিঠে পড়ছে! তুমি তো দেখি বেশ ধারি ছাগু? উখে উখে, এবার কাবাব হওয়ার জন্য রেডি হও বাছা.. :P :P

৩৪| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: এই পোষ্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু
এই পোস্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু
এই পোস্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু
এইপোস্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু
এই পোস্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৯

মামুন রশিদ বলেছেন: এত বড় একটা ছাগু আমার পোস্টে আটকা পড়ছে দেইখা ব্যাপক খুশি লাগতাছে । ইদানিং তো বড়সড় ছাগু দেখাই যায় না ।

তুমার ল্যান্জায় আগুনটা একচুয়ালি ক্যান লাগছে একটু খুইলা বলবা ছাগু? আহারে, পাকি ল্যান্জাটা পুইড়া ছাই হয়া গেল রে..

ঐ কে কুথায় আছিস, এই মাড়খোর ছাগুটারে চাইপা ধর! খাশিকরণের কাজটা আমারই করতে হইব দেখি X( X((

৩৫| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

মুদ্‌দাকির বলেছেন: এই শব্দটার অনেক এ্যবিউজ হয়!! আমাকেও ছাগু বলেছেন কেউ কেউ!! কনফিউজড হয়ে যাই!! :| :| :|

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৪

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, আমার পোস্টের বক্তব্য এটাই । যেখানে সেখানে কিংবা ব্যক্তিগত শত্রুতা বা অপছন্দের জন্য কেউ এই শব্দটার এবিউজ করুক চাই না ।


ধইন্যা ।

৩৬| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: এই পোষ্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু
এই পোস্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু
এই পোস্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু
এইপোস্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু
এই পোস্ট যে নির্বাচিত করছে সে ব্লগের ১ নাম্বার ছাগু

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৫

মামুন রশিদ বলেছেন: এই পোস্টে কোথাও কাউকে ছাগু বলা হয় নাই । নিজের আগুনে জ্বলতে জ্বলতে নিজেই জালে আটকা পড়ছ যাদু । আমরা জানতাম ব্লগে এখন আর বড়সড় ছাগু নাই । কিন্তু তুমার ল্যান্জার জ্বলুনিতে নিজেই প্রমান কৈরা দিলা যে তুমি একটা ধারি ছাগু ।

আর ব্লগে এটা সবাই দেখল যে একটা রাম ছাগু কিভাবে জ্বলতে জ্বলতে জালে আটকা পড়ল ।


ব্লগে আজকে কাচ্চি দিবস পালন হবে । রামছাগু অনিচ্ছুক কাচ্চি দিবস :P :P

আর এরকম একটা পাকনা ছাগুর কাচ্চির টেস্টও হেভ্ভি হইবো ;) :)

৩৭| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৭

প্রফেসরস্‌ বলেছেন: আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো


কাকরাইল মসজিদ সর্বপ্রথম কবে এবং কার দ্বারা নির্মিত হয়েছে তা নিয়ে মতভেদ আছে। কাকরাইল মসজিদের জৈষ্ঠ ব্যক্তিবর্গদের থেকে জানা যায় যে, নবাব পরিবারের যে কোন একজন সম্মানিত ব্যক্তি মসজিদটি প্রতিষ্ঠা করেন। অনেকের ধারণা ৩০০ বছর আগে এ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদটি নবাবদের অন্যান্য স্থাপনার সাদৃশ্যেই নির্মিত ছিল। শুরুতে মসজিদটি স্বল্প পরিসরে ছিল। সামনে ছোট্ট একটি পুকুর ছিল। আবার কেউ কেউ বলেন, চল্লিশের দশকে রমনা পার্কের মালিগণ টিন দিয়ে ছোট একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ১৯৬০এর দশকে তাবলীগ জামাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইঞ্জিনিয়ার মরহুম হাজী আব্দুল মুকিতের তত্ত্বাবধানে তিন তলা মসজিদটি পুনঃনির্মাণ করেন।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: তুমি তো সেই শুরু থাইকাই ব্লগে মারা খাইয়া আসতেছ । এত মাইর সহ্য হয় কেমনে?? মগবাজারের পেমেন্টের এতোই স্বাদ?? তুমার বাকি বাপেরাও কিছুদিনের ভিতরে ঝুলবো, তখন পেমেন্ট নিবা কার কাছ থেকে?? সেই পাকি বাপেদের কাছে আবার ফিরা যাইতে হইব ;) ;)

ব্লগে একেকটা নতুন যুগ আসে, আর তুমি একেকটা নতুন মাল্টি লইয়া গদাম খাইয়া বিদায় হও । যুগ যুগ রামচটকানা খাওয়াই তোমার একমাত্র ভবিষ্যত X( X((

৩৮| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৩

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: মন্তব্যের জবাব দিতে এত দেরি করেন কেন ? যতক্ষণ সাম্প্রতিক মন্তব্যের ঘরে আপনার একটা মন্তব্য দেখা যাবে ততক্ষণ অন্য মন্তব্যের জবাব না দেওয়া এসব হিট সিকার লক্ষণ ।


আপনি অনলাইনে আছেন অথচ একটা মন্তব্যের জবাব দিয়ে সাম্প্রতিক মন্তব্যে আপনার মন্তব্য দেখা যাওয়া পর্যন্ত অন্য মন্তব্যের জবাব দিচ্ছেন না । সাম্প্রতিক মন্তব্য থেকে আপনার পোস্টের মন্তব্য অদৃশ্য হলে তারপর অন্য মন্তব্যের জবাব দিচ্ছেন ।

এই সব হিট খোররা করে । আপনি হিট সিকার আবারও প্রমাণিত ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪

মামুন রশিদ বলেছেন: চেনা চেনা ঠেকতাছে!! কেমন জানি বৃষ্টি ভেজা গন্ধ পাইতেছি!!!


কয়দিন আগে না তুমারে সামুর ব্লগাররা উস্টা সহকারে ব্লগ থাইকা বিদায় দিলো?? এই নিয়া দশবারো বার সামু থাইকা ঘাড়ধাক্কা খাইয়া বিদায় হইলা, হের পরেও আবার আইছো ??

তুমার মত নির্লজ্জ, বেহায়া, বিখাউজ ছাগু সামুতে আর নাই । এই পোস্ট পইড়া তুমার ল্যান্জায় যে আগুন লাগছে, সেই আগুনে তুমারে পুড়াইয়া রোস্ট বানায়া সামুতে কাচ্চিদিবস পালন করা হবে । তুমি মানুষ হিসাবে যতোই বিখাউজ হও, কাচ্চির টেস্ট খারাপ হইবো না :P :P

৩৯| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

প্রফেসরস্‌ বলেছেন: i have to work differents- in middle time

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: হায়রে টেকিঢঁকি, একটা ট্রান্সলেশন করে দে তো দেখি,


"বড় ছাগুরা কাঠালপাতা থেকে গদাম বেশি পছন্দ করে"


ঠিকমত না হইলে কিন্তু মাইর চলবে । খিয়াল কৈরা X( X((

৪০| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

কাফের বলেছেন: অসাধারণ!
অনেক দিন পর ছাগু মারা এপিক একটা পোষ্ট পাইলাম

একেবারে অরজিনিয়াল দুটা ছাগু দেখা যাইতাছে!
আপনার পোষ্ট স্বার্থক

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২

মামুন রশিদ বলেছেন: ধইন্যা

৪১| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: আমি জানতাম জানতাম আসবে জাতীয় বেয়াদব বিশ্ব গালিবাজ বেঈমান আসবে ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৩

মামুন রশিদ বলেছেন: বৃষ্টি ছাকোলের কি কাঠালপাতায় অরুচি?? কাচ্চি হওয়ার আগে আপাতত কাঠালপাতা চিবা আর পাকি বাপেদের কথা স্মরণ কর,





৪২| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২০

প্রফেসরস্‌ বলেছেন: ম তে মামুন রশিদ তুই ছাগু তুই ছাগু
ম তে মামুন রশিদ তুই ছাগু তুই ছাগু
ম তে মামুন রশিদ তুই ছাগু তুই ছাগু
ম তে মামুন রশিদ তুই ছাগু তুই ছাগু


আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো
আমরা মামুন রশিদ ছাগলকে পাঠা বানাবো

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: তুমি তো উচ্চপদের ছাগু!! মগবাজারে তুমার অবস্থান এলিট শ্রেনীতে । শুধু কাঠালপাতা দিলেতো আবার তুমারে অপমান করা হইয়া যাইব । তুমার জন্য ইস্পিসাল কাঠালপাতা কেক, ফাকিস্থান থেকে আনা ;) ;)




৪৩| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

কাফের বলেছেন: খেয়াল করে দেখেন ছাগল ও উপরের দুই ছাগুর মধ্যে বৈশিষ্টর কি মিল।

ছাগল যেমন একঘেঁয়ে ম্যাঁ ম্যাঁ ম্যাঁ ম্যাঁ করে
ছাগুরাও তেমনি একই কথা বার বার বলেতে পছন্দ করে!!

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪১

মামুন রশিদ বলেছেন: সব ছাগলের একই কাজ, ম্যা ম্যা করা ;)

৪৪| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮

আমি নিন্দুক বলেছেন: আসসালামুআলাইকুম....... আদব কায়দা কি উঠে গেছে নাকি?? কেউ কাউকে সালাম দেয় না...
দুপুরে ছাগলের কাচ্চি খুব ভালো খেয়েছি। শুকুর আলহামদুলিল্লাহ্‌ !!

কি যেন কইতেছিলাম....
ও মনে পড়ছে....

২০ নং কমেন্টে একখান ছবি দেখতাছি অন্ডকোষের...... উহা কি @প্রফেসরস্‌ সাহেবের নিজের নাকি উনার পূর্ব পরুষের বুঝবার পারতাছিনা..... :||

''একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার''
উনি নাম প্রকাশে অনিচ্ছুক কারন উনার নাম ''বৃষ্টি ভেজা ছাগু''

আমরা কেউ কিন্তু উনার আসল নাম জানি না ;)

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

মামুন রশিদ বলেছেন: না হয় জিনিসগুলা ওদের পূর্বপুরুষ পাকিদের, তাই বৈলা এইভাবে কিক দিবেন!!! আরে ঐগুলা থাইকাইতো এই ছাগুদের জন্ম, ব্যাপারটা বুঝতে হপে না ;) :P


''একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার''
উনি নাম প্রকাশে অনিচ্ছুক কারন উনার নাম ''বৃষ্টি ভেজা ছাগু'' :| 8-|

ই ভাবে হাটে হাড়ি ভাঙ্গার জন্য আপনারে "মাইনাচ" :-P :-P

৪৫| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০

প্রফেসরস্‌ বলেছেন: ছাগুরাও ইদানিং বহুরূপী হয়ে গেছে, নিজের পরিচয় সহসা দিতে চায়না । এই পোস্টে উপরে নিচে এখন পর্যন্ত

মামুন ভাইকে 'ডক্টরেট ইন ছাগু' ডিগ্রী প্রদান করে হোক এবং তাকে বিশিষ্ট ছাগল বিশেষজ্ঞ হিসেবে ঘোষণা দেয়া হোক!!!
'ছাগু' শব্দটি যেভাবে আমরা পেলাম !মামুন রশিদ


'ছাগু' শব্দটি যেভাবে আমরা পেলাম !মামুন রশিদ
'ছাগু' শব্দটি যেভাবে আমরা পেলাম !মামুন রশিদ

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭

মামুন রশিদ বলেছেন: বহুরুপি আর থাকতে পারলা কৈ? নিজের চুলকানির চোটে নিজেই নিজের ছাগুরামের পরিচয়টা ফাঁস কৈরা দিলা ;) ;)


আর আমরাও জানলাম এই মুহূর্তে ব্লগের সবচেয়ে বড় রামছাগু কারা :P :P


ছাগুর ব্রেইন ছাগুর ল্যাদির সাইজ থেকে বড় হওয়া কি সম্ভব!!!

৪৬| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

বেকার সব ০০৭ বলেছেন: একলা ফড়িং বলেছেন: =p~ =p~ =p~ =p~


ছাগল নিয়ে ব্যাপক গবেষণা করার প্রতিদান স্বরূপ মামুন ভাইকে 'ডক্টরেট ইন ছাগু' ডিগ্রী প্রদান করে হোক এবং তাকে বিশিষ্ট ছাগল বিশেষজ্ঞ হিসেবে ঘোষণা দেয়া হোক!!!

সামনের বছর অস্কারটা আপনি পাবেন!!!!!!!!!

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: আগে ছাগলের ল্যান্জায় লাগা আগুন নিভুক :P :P

৪৭| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫১

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: কাফের বলেছেন: খেয়াল করে দেখেন ছাগল ও উপরের দুই ছাগুর মধ্যে বৈশিষ্টর কি মিল।

ছাগল যেমন একঘেঁয়ে ম্যাঁ ম্যাঁ ম্যাঁ ম্যাঁ করে
ছাগুরাও তেমনি একই কথা বার বার বলেতে পছন্দ করে!!


একমাত্র জাতীয় বেয়াদব বেইমান বিশ্ব গালিবাজ নিজের কথাই নিজে ছাগু প্রমাণিত হয় । কারণ একমাত্র ছাগুরাই শুধু গালি আর গালি আর গালি ।

গালি দিতে দিতে এতোটাই নোংরা হয়ে গিয়েছে যে নিজের মা বাব কেউ গালি দিতে লজ্জা পায়না।

ব্লগের প্রধান মডু জানা আপাকে পর্যন্ত গালি দিতে ছাড়ে নাই।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

মামুন রশিদ বলেছেন: বৃষ্টিভেজা ছাগু বেশি কিছু করে না, কিছুদিন পর পর খালি নতুন মাল্টি লইয়া মাঠে নামে আর গদাম-চটকানা খাইয়া ব্লগ ছাড়ে :-P :-P

৪৮| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৬

কাফের বলেছেন: আপনি কি যন্ত্রনায় কাতর ছাগুদের চিৎকার শুনতে পাচ্ছেন না!! =p~ =p~

ছাগুদের অন্ডকোষ অপসারণের প্রক্রিয়াটি খুবই অমানবিক আপনি এই কাজটি কি ভাবে করতে পারলেন! :((

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২

মামুন রশিদ বলেছেন: দিলাম ফানপুস্ট, যন্ত্রণাকাতর ছাগুদের চিৎকার শুইনা আমারও কান্দন আইতেছে :(( :((


ওরে রামছাগলের দল, খাশি হওয়ার আর জায়গা পাইলি না!! আমার ফানপুস্টে তোরা মাতম শুরু করছস খাশি হওয়ার লাইগা ;) :P


অবশ্য ফানপুস্ট আর সিরিয়াস পুস্টের পার্থক্য বোঝেনা বলেই তো তারা ছাগু ;) ;)

৪৯| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: হা হা হা কাফের আমি রেইনি ছাগু হা হা হা হা এটা ব্লগের পুরানো টেকনিক কোন নিককে আউট করতে হলে তাকে রেইনির মাল্টি বানাইয়া
তারপর ব্যান । নয়া ট্যাকনিক কিছু থাকলে বল। রেইনির সাথে তোমার আর তোমার জানের ভালো খাতির আগে ব্লগে সবাই জানে।


তুই তোর কমেন্টে যে emo দিছস ;) ;) এই বেইমান বেশি ব্যবহার করে । অলরেডি ৩ টা মাল্টি হাজির। :-B :-B মাল্টি চালাতে হলে আরও ট্যাকনিক জানার দরকার আছে।

কোন লাভ নাই । একটু পর মডুকে দিয়ে আমাকে ব্যান করাবি জানি। কারণ এই ব্লগে হাম্বাদের প্রমোট করা হয়।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৬

মামুন রশিদ বলেছেন: নিক নতুন হলেও সেই পুরানো আদি অকৃত্রিম নির্ভেজাল বৃষ্টি ভেজা ছাগু!!! ব্যান ব্যান ব্যা ব্যা- এটাও বৃষ্টি ভেজার পুরনো টেকনিক ;) ;)

৫০| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: আমি নিন্দুক বলেছেন: আসসালামুআলাইকুম....... আদব কায়দা কি উঠে গেছে নাকি?? কেউ কাউকে সালাম দেয় না...
দুপুরে ছাগলের কাচ্চি খুব ভালো খেয়েছি। শুকুর আলহামদুলিল্লাহ্‌ !!

কি যেন কইতেছিলাম....
ও মনে পড়ছে....

২০ নং কমেন্টে একখান ছবি দেখতাছি অন্ডকোষের...... উহা কি @প্রফেসরস্‌ সাহেবের নিজের নাকি উনার পূর্ব পরুষের বুঝবার পারতাছিনা.....

''একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার''
উনি নাম প্রকাশে অনিচ্ছুক কারন উনার নাম ''বৃষ্টি ভেজা ছাগু''

আমরা কেউ কিন্তু উনার আসল নাম জানি না


তুমিই কাফের তুমিই নিন্দুক তুমি বেইমান তুমি গালিবাজ তুমি ছাগু তুমিই ভাদা তুমিই ছাইয়া ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

মামুন রশিদ বলেছেন: তুমিই বৃষ্টি তুমিই মাইনাচ তুমিই.. এই ব্লগের সবচেয়ে বেহায়া ছাগু :P :P

৫১| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: একটু পর এই নিক ব্যান হবে তাই বিদায় । অন্য কোন নিক থেকে অন্য কোন জায়গায় জাতীয় গালিবাজের সাথে সাক্ষাত হবে ।


ব্লগে অনেকদিন বিনোদন নাই । তাই ঝাতির উদ্দেশ্য একটু ফ্রি বিনোদন দিলাম আর কি ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: :D B-) B-)

ব্যান ব্যান ব্যা ব্যা
বৃষ্টি ভেজার ম্যা ম্যা..

গদাম খাইয়া পালানোর সময় লাস্ট দুইটা মাল্টিতে একই টেকনিক দেখাইছিলা চান্দু !!!

৫২| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯

আমি নিন্দুক বলেছেন: @একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার
আসসালামুআলাইকুম ভাই,

বুঝবার পারছি :)
একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার, ছাত্তির ইন্জিনিয়ার, প্রফেসরস্‌, বৃষ্টি ভেজা ''ছাগু'', মাইনাচ..... সবই একজন....... কইবেন না আগে....!!

উরিবাবা!! আমার ব্লগেও গিয়েছিলেন.......!!

ধইন্যা আপনাকে..... আপ্যায়নের জন্য কাঠাল পাতা আনতাছি.......

উরিবাবা!!

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: উরি বাবা !! ;) ;)


স্টক ঠিকমত রাখবেন ভাই ।

৫৩| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

আমি নিন্দুক বলেছেন: @একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার

আসসালামুআলাইকুম ভাই,

কই যান ভাই?
''একটু পর এই নিক ব্যান হবে'' কেন ভাই ব্যান হবে কেন??


আপনি ইচ্ছা করে লগইন না কইরা কইবেন আমি ব্যান খাইছি ;)

উরিবাবা!!

থাকেন ভাই
ব্যান হইবো না ভাই......

সালামের জবাব পেলাম না :(

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: সেই বৃষ্টি ভেজা ছাগু, সেই পুরানো টেকনিক ;) :P


লাস্ট দুইটা মাল্টি থেকে গদাম খাইয়া পালানোর সময় সেই একই ব্যান নাটক সাজিয়েছিল ।

৫৪| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

করিম মিয়া বলেছেন: ছাগুদের পাশপাশি নাস্তিক ও চুশীলদের উপাধি

Click This Link

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

মামুন রশিদ বলেছেন: [বি.দ্র.- জামাতী, রাজাকার, শিবির তথা তাবত ধর্মব্যবসায়ীদের উপাধি "ছাগু" শব্দটি বলবৎ থাকবে] ;)

৫৫| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৫

কাফের বলেছেন: @একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার

মাত্রই অন্ডকোষ বিচ্ছিন্ন হইছেতো তাই তোমার মাথাটা আউলাইয়া গ্যাছে!
নিক চিনতে করিয়াছ ভুল!

তোমার অন্ডকোষ দুই দিন পর পরই দেখা যায় গজাইয়া উঠে!!

ফাকিস্থান থেকে জামাত ভালই পানিপড়া পায় বোঝা যাইতাছে।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: :D :D

৫৬| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এপিক পোষ্ট! ছাগু নিয়ে বিশ্লেষন! আপনার পোষ্টের মাধ্যমে শুধু ছাগুদের নিয়েই বলেন নি, ছুপা ছাগুরাও গুড়া কৃমির মত মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে।

তবে বর্তমানে সামু প্রকাশ্য জামাতি 'ছাগু' মুক্ত। তবে কিছু কিছু ছুপা ছাগু রয়ে গেছে। এরা থাকুক। এরা সামুর সৌন্দর্য। ছাগু ফাইট করতে গেলে ছাগু থাকা দরকার, যেমন দরকার সাঁতার শিখতে গেলে পানির।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: :D :D

৫৭| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৩

রাতুল_শাহ বলেছেন: তবে কিছু কিছু ছুপা ছাগু রয়ে গেছে। এরা থাকুক। এরা সামুর সৌন্দর্য। ছাগু ফাইট করতে গেলে ছাগু থাকা দরকার, যেমন দরকার সাঁতার শিখতে গেলে পানির।
অস্থির কইছেন ভাই।

যাহোক ভাই, দারুণ বিশ্লেষণ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: ধইন্যা ।

৫৮| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১১

মামুন রশিদ বলেছেন: আরে আরে, খোঁয়াড়ে দুইটা ধারি ছাগুরে রাইখা গেছিলাম! তারা দেখি ল্যাদাইয়া পুরা নোংড়া করে দিছে । চিন্তা কৈরনা মানিক চান, রাতের কাচ্চি ডিনার আজকে ভালৈ জমবো :P :P

এটা শুধুই একটা বিনুদুন পোস্ট । ছাগু নিয়া কয়েকটা লিংক দেয়া আছে মাত্র । এক মাত্র পিউর ছাগু ছাড়া আর কারো ল্যান্জায় আগুন লাগার কথা না ।

কিরে, দুই ছাগুরামের কি বেশি লাগছে X( X((

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২

মামুন রশিদ বলেছেন: B-) B-)

৫৯| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৭

শুঁটকি মাছ বলেছেন: হাহাহাহহাহ।
এইটা কি লিখছেন ভাই?????? =p~ =p~ =p~ =p~

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: :P :P

৬০| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

প্রফেসরস্‌ বলেছেন: ভারতের রাজাকার মামুন রশিদ ছাগু ভারতের রাজাকার মামুন রশিদ ছাগু


ভারতের রাজাকার মামুন রশিদ ছাগু ভারতের রাজাকার মামুন রশিদ ছাগু

ভারতের রাজাকার মামুন রশিদ ছাগু is eating.
ভারতের রাজাকার মামুন রশিদ ছাগু is eating.

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩১

মামুন রশিদ বলেছেন: ছাগু তিন প্রকার- ব্ল্যাক বেঙ্গল, মাড়খোর আর রামছাগল । কিন্তু সব ছাগলের কাজ একটাই ম্যা ম্যা ম্যা করা :P :P

পোস্টের শুরু থেকে সেই যে ম্যা ম্যা ম্যা শুরু করলি, থামার কোন লক্ষণই নাই ।

আচ্ছা জনাব টেকিঢেঁকি, লালত্রিভুজ থেকে রামছাগলের মাথা বেরিয়ে আসার ছবি দেখার পর থেকে তুমার ল্যান্জায় আগুন লাগছে ক্যান??? তুমার নাম তো পোস্টে নেয়া হয় নাই ।

বাংলা অনলাইনে 'ছাগু' শব্দটা তুমারেই দিয়া যে চালু হইছিল, এটা উল্লেখ করি নাই দেইখা তুমি মাইন্ড খাইছ???

আহারে রাম ছাগুটা.. :P :P =p~

৬১| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট তো নির্বাচিত পাতায় দেখছিনা। নামিয়ে ফেলেছে?

ছাগু বিশ্লেষণে ছাগুদের কান্নাকাটি এই প্রথম দেখলাম :-0 :-0 :-0 =p~

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

মামুন রশিদ বলেছেন: আর বইলেন না সিস! লিখলাম নিরিহ একটা ফান পোস্ট, আর অমনি বড় বড় ধারি দুই ছাগুর ম্যাতকার-হাহাকার শুরু হৈয়া গেল!! B:-) :P



নির্বাচিত পাতায় আছেতো দেখছি!

৬২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭

বেঈমান আমি. বলেছেন: কঠিন পোস্ট মামুন ব্রো।

আবারো প্রমানিত হলো **লেন্জা ইজ এ থিং ডিফিকাল্ট টু হাইড**



নাইস একটা আইডিয়া দিয়া গেলাম।মাল্টি খুলে আমার স্টাইলে ;) ইমোটা দিয়া কমেন্ট করলেই হবে ।ছাগুরা মনে করবে আমার নিক।

;) B-)) :P

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: হুম ।

৬৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৩

প্রফেসরস্‌ বলেছেন: মামুন রশিদ under Treatment মামুন রশিদ under Treatment


Pleasw make "Doa" for মামুন রশিদ

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১

মামুন রশিদ বলেছেন: ছাগুরামের বুদ্ধি খারাপ না, টেকিঢেঁকি ছাগুতো :P এইগুলা আইনা ভাল করছ ;) তুমার নিজের কামে লাগব, নিজের কাছে রাইখা দেও :D

ল্যান্জায় এমনই আগুন লাগছে, তুমার রামছাগু পরিচয়টা সাইধা সাইধা নিজেই প্রকাশ করে দিছ । এখন ব্লগারদের হাতে গণকাচ্চি হবার পর এইগুলা দিয়া ট্রিটমেন্ট নিতে পারবা !!!

ত্রিভুজ থাইকা বাইর হয়া আসার সূত্রটা কও দেহি..


:-B :D :P


৬৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: গবেষণা ভাল হয়েছে। পোস্ট পড়ে আনন্দ পেলাম:)

স্বাধীনতার এই মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাচ্ছি।

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব ।

৬৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছাগু নিয়ে গবেষণা :D

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

মামুন রশিদ বলেছেন: :D :D

৬৬| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

প্রবাসী পাঠক বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এপিক পোষ্ট! ছাগু নিয়ে বিশ্লেষন! আপনার পোষ্টের মাধ্যমে শুধু ছাগুদের নিয়েই বলেন নি, ছুপা ছাগুরাও গুড়া কৃমির মত মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে।

তবে বর্তমানে সামু প্রকাশ্য জামাতি 'ছাগু' মুক্ত। তবে কিছু কিছু ছুপা ছাগু রয়ে গেছে। এরা থাকুক। এরা সামুর সৌন্দর্য। ছাগু ফাইট করতে গেলে ছাগু থাকা দরকার, যেমন দরকার সাঁতার শিখতে গেলে পানির।


সহমত।

এই পোষ্টে দেখি মাত্র দুইটা আসছে। আরগুলো মনে হয় শীত নিদ্রা থেকে জাগে নাই।

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩০

মামুন রশিদ বলেছেন: দুইটা তো জেনুইন, এদের তাই বেশি লাগছে! :-B

৬৭| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

মোমেরমানুষ৭১ বলেছেন: ছাগু নিয়ে বিশাল গবেষণা। ধন্যবাদ
ছাগুদের ট্যাগ দেওয়া কয়েকটা ছবি

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩২

মামুন রশিদ বলেছেন: নাইস এপ্রোভাল, সম্ভব হলে এদের ব্যাকসাইডে সীল দিয়া দিতাম ;) :P

৬৮| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৯

গৃহ বন্দিনী বলেছেন: গল্প দুইটার মধ্যে প্রথমটা আগেই পড়েছিলাম দ্বিতীয়টা পড়ে হাসতেই আছি । বুদ্ধিটা মাথায় রাখলাম ।
ছাগল সম্পর্কে অনেক জ্ঞান লাভ করলাম আজকে। :#) :#)

কেমন আছেন মামুন ভাই?

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩

মামুন রশিদ বলেছেন: হায় হায়, এই বুদ্ধি বাস্তবে প্রয়োগ করবেন নাকি!!!


#:-S :D

৬৯| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: যদি গালিবাজি করে দেশ স্বাধীন করা যেত
কিংবা বিপ্লব করা যেত,
তাহলে মুক্তিযোদ্ধারা অস্ত্র-গান-কবিতা-
চেতনা ফেলে ঘরে বসে গলা চড়িয়ে গালিবাজি করেই
তা সমাধা করত । কিন্তু সেটা যে কখনোই সম্ভব
না, এটা আজকের ভার্চুয়াল গালিবাজদের
কে বোঝাবে ??

পোষ্টের এই অংশে সিরিয়াসলি মনোযোগী হওয়া দরকার! আর দিলেন ছাগু নিয়ে ফানপোষ্ট, মানুষের শরীর জ্বলে কেন কেন কেন?
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি ছাগুদের যেমন বয়কট করা উচিৎ গালিবাজ ( গালিটাই যাদের অন্যতম স্কিল, গালির পাওয়ারে ভার্চুয়াল সন্ত্রাসীতে পরিণত হবার সুযোগ এসেছে ) দের ও গণহারে বয়কট করা। কেননা কেউ হতো ভদ্রতার খাতিরে বিখ্যাত ছাগু কিংবা গালিবাজদের সাথে সখ্যতা রাখলো এতে তার অপকর্মের ছোয়াটা এসে অবচেতনভাবেই লেগে যায়!
ফান পোষ্টে ক্যাচাল দেখে মজা পাচ্ছি, তবে ছাগু মারার নাম করে গালাগালির লাইসেন্স ইয়েস করে নেয়ার প্রবণতা আর কাউকে ব্যাক্তিগত ভাবে পছন্দ না করলে ছাগু ট্যাগ দিয়ে তারপর আক্রমন করার কালচার টা বাংলা অনলাইন জগৎ এর সবচেয়ে বড় লজ্জা! এর দায়ভার কে নিবে?
আপনার ফানপোস্ট দুরন্ত ছাগুফিল্টার আর গালিবাজদের জন্য লজ্জিত হবার উপলক্ষ হয়ে উঠেছে! ধ্রুপদী পোষ্ট মামুন ভাই!

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

মামুন রশিদ বলেছেন: পোস্টের সিরিয়াস অংশটা খাইয়া দিছে ছাগলগুলা!! ঐ যে ছাগলে কি না খায়!!

৭০| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১:৪১

সীমানা ছাড়িয়ে বলেছেন: এই পোস্ট পড়ে দেখি সত্যিকারের ছাগুগুলার পুটুতে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে :D

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৯

মামুন রশিদ বলেছেন: :D

৭১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:৫০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ছাগু শব্দটা আমরা কিভাবে পেলাম.............?

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৬

মামুন রশিদ বলেছেন: আলাপটা ছিল সেটা নিয়েই..

৭২| ১৮ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৪২

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: নিক দেখি এখনো টিকে আছে ।

ধুর্বাল পুরান কেউ আসেনা কেন ? সব দেখি আবাল । এই সব আবালের সাথে ক্যাচাল করে কোন মজা আছে?

কবি আর গল্পকারের সাথে কি বালের ক্যাচাল করব ।

পুরনো ক্যাচলবাজ সব গেলো কই ।

এখনো যেহেতু বেঁচে আছি কয়েকজনকে একটু ডলা দিয়া যাই।

লেখক বলেছেন: সেই বৃষ্টি ভেজা ছাগু, সেই পুরানো টেকনিক


লাস্ট দুইটা মাল্টি থেকে গদাম খাইয়া পালানোর সময় সেই একই ব্যান নাটক সাজিয়েছিল ।

মামুন ছাগু@ তুমি মদ খাইয়া মাতাল হৈয়া মা***** চু**** গেছিলা মনে আছে ? তোমার দোষে তুমি ধরা খাইছো তা কি আমার দোষ । মুখ খুইলোনা কইলাম। ঘটনা কিন্তু সবাইকে বলে দিবো। আমি কাউকে কিছু বলিনাই । কয়েকজন তোমার মা** চু*** কাহিনী জানছে তাই বলে আমাকে রেইনির মাল্টি ট্যাগ দিবা ? আমি ধরলে নেংটা করে ছাড়ব। ব্লগ তোমাগো ছাইড়া দিয়া গেছি । খালি মাঠে গোল দাও। দুইদিনের ব্লগার ভাতেরে বলে অন্ন।

@বেঈমান জাতীয় গালিবাজঃ

আমি নির্লজ্জ দেখছি তোর মত নির্লজ্জ জীবনে দেখিনাই । যে ব্লগের মালিককে তুই গালি দিছস সেই ব্লগে এসে আবার একটা অস্তিত্বহীন নারী নিক এর সাথে প্রেম করস। এই আবাল সিন্ডিকেটের বিরুদ্ধে তোর নিজের করা মন্তব্যের স্ক্রিনশট দিলে ব্লগে মুখ দেখাবি কি করে রে ভাদা? পরী হয়ে কার কার লগে কি কি চ্যাট করছস সব ফাঁস কৈর দিমু কইলাম।


@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

শুধুমাত্র দুর্যোধন দার সম্মানের দিকে তাকিয়ে আপনাকে কিছু বললামনা। একবার যদি আপনার পরিচয় ফাঁস করে দেই তবে এই ভদ্রলোক কিছুটা বিপদে পড়বেন। এক নিকে ছাগু এক নিকে ভাদা এক নিকে নাস্তিক এসব বাদ দেন ভাই। অনেক হইছে আর কতো !!

এটা আপনাদের ব্লগ । পছন্দমত ইচ্ছামত যেকোনো মানুষকে ট্যাগ দিতে পারবেন। দিতে থাকেন কোন সমস্যা নাই।

এক নিকে দূর্যোধন চয়নের সাথে সুসম্পর্ক রাখবেন অন্য নিকে বেঈমান লিও ও হাম্বাদের সাথে সম্পর্ক রাখবেন । এসব কি !!

দুই নৌকায় পা দেওয়া ঠিক না বলে দিলাম । জানেন তো সত্য কখনো চাপা থাকেনা ।

শুধু মাত্র হিজড়ারাই নিজের ঘরের সামনে নিজে দাপট দেখায় ! জনেন তো !!


মামুন রশিদ এর মত একজন আবাল যেখানে আমাকে রেইনি ছাগুর মাল্টি ট্যাগ দিছে সেখানে এই আবালের পোস্টে আর কি বালের মন্তব্য করবো?


অন্য কোন কোন পোস্ট থেকে কথা হবে। আমার অন্য দুইটি নিক ওয়াচে নামিয়ে দিয়েছেন । আমার আর কোন নিক নেই । এই নিকটা ব্যান করিয়েন না ।


সবাই ভালো থাকুন । শুভ রাত্রি ।

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৯

মামুন রশিদ বলেছেন: এই যে দেখছিস! তুই যে পাকিদের জারজ সন্তান তা তোর ভাষার মাধ্যমে প্রকাশ করে দিছিস!

অবৈধ সন্তান তার নিজের মা'কেও গালি দেয় ।

তোর লাস্ট দুইটা নিক দুঃস্বপ্ন০০৭ আর অপরাজিত একজন ব্লগে যে গণপিটুনি খেয়ে বিদায় হইছিলি, তা অস্বিকার করতে পারবি??

তোর মত অতি নিম্নজাতের ছাগু আমার ব্লগে এসে কথা বলছিস- তোর সাত জনম ধন্য!!!


তোর মত এত বড় একটা ধারি ছাগু দুঃস্বপ্ন০০৭ নিকে 'ছাগুফাইটার' সাজছিলি.. হাহাহাহাহাহাহহাাহ


কিন্তু ব্লগাররা তোরে ঠিকই চিনে ফেলছিল, তুই যে বৃষ্টি ভেজা ছাগুর মাল্টি এটা বুঝতে পেরেই কানসার নিচে থাপড়িয়ে তোরে ব্লগ থেকে বিদায় করা হইছিল ।

সেই রাগ আমার ব্লগে ঝারলি??? ভালোই হইছে, তোর ছাগু পরিচয়টা কনফার্ম করে দিয়া গেলি !!!


ব্লগে ঘুরঘুর না কইরা তোর অবৈধ বাপ গোআযম-সাইদীদের মল চেটে পরিষ্কার কর । দুইদিন পরেই তো তোর বাপদের ঝুলানো হবে!! তোর বাপেরা ঝুইলা গেলে তোর কি হবেরে দুঃস্বপ্ন??? তুই তো এতিম হইয়া যাবি ।

অবৈধ পাকি বীর্যে জন্ম নেয়া ছাগুরাম দুঃস্বপ্ন ওরফে বৃষ্টি ভেজা ছাকলের আইপি সহ ব্যান চাই !!!


X( X((

৭৩| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৭

শ্রাবণ সন্ধ্যা বলেছেন: :D :D :D

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৭

মামুন রশিদ বলেছেন: :D :D

৭৪| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৪

মামুন রশিদ বলেছেন: সিরিয়াল ব্রেক করে দুঃস্বপ্ন ছাগলার কমেন্টের জবাব দেয়ায় দুঃখিত ।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৯

মামুন রশিদ বলেছেন: :(

৭৫| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা, সারাজীবন চেষ্টা করলেও কেউ প্রমাণ করতে পারবে না যে, আমি অন্য কেউ। কারণ আমি আমিই। আমার রিয়েল নাম স্বর্ণা। দুর্যোধন, চয়ন এদেরকে আমি চিনি না, শুধু ব্লগে কয়েকবার কমেন্ট বিনিময় হয়েছে। একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার, দয়া করে প্রমাণ করবেন, চ্যালেঞ্জ করে গেলাম।

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০

মামুন রশিদ বলেছেন: স্বর্ণা=যেডফ্রমএ=জানা, একজন আরমান, এরকম ইকুয়েশন ছাকোলের লেদি সর্বস্ব মস্তিষ্ক থেকেই বের হওয়া সম্ভব !!

৭৬| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

অদৃশ্য বলেছেন:





খুব হাসি পাচ্ছে ভাই...



মামুন ভাইয়ের জন্য
শুভকামনা...

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪২

মামুন রশিদ বলেছেন: দোয়া কইরেন ভাই, দিলাম একটা নিরিহ ফান পোস্ট!! এটা যে ওদের ল্যান্জায় আগুন ধরিয়ে দিবে, বুঝতেই পারিনি :( :(

৭৭| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭

প্রফেসরস্‌ বলেছেন: Stoped! Why ?
Start now again!!!
1971 Goat Rajakars!!!





অতিথি

অমি রহমান পিয়াল
অরূপ

হযবরল
অমিত


কেমিকেল আলী
চক্র

এস্কিমো
জল রঙ

বিষাক্ত মানুষ
বোলারস ব্যাকড্রাইভ
হাতেম তাঈ
রাশেদ

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫

মামুন রশিদ বলেছেন: বাহ বাহ! আদব লেহাজ দেখি ভালোই আছে!! ;) :P


তোমাদের জন্মদাতা, মানে 'ছাগু' শব্দের জন্মদাতাদের নাম একে একে বইলা দিলা.. :P :P


মন্তব্য পোস্ট প্রাসঙ্গিক হয়েছে, আমার পোস্টে যাদের নাম নেয়া উচিত ছিল, তাদের নাম তোমার মুখ থাইকা শুইনা এই পোস্ট আরো অর্থপূর্ণ এবং স্বার্থক হইছে !!!


:P :P =p~

৭৮| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: দুঃস্বপ্ন নিকটা ৫-৬ জন ব্লগার মিলে চালায় । এটা কোন একক নিক না । জানা না থাকলে জেনে নিবি ।

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২২

মামুন রশিদ বলেছেন: ব্যান ব্যান ব্যা ব্যা
ড়ামছাকলের ম্যা ম্যা..


ব্যান হওয়া নিক খুললো কিভাবে??? হাহাহাহাহা ;) ;)


সবাই জানে, ঐটা ছিল সাজানো নাটক । সব মাড়খোরই ভাবে, সেই বুঝি সবচেয়ে চালাক,,


মাড়খোর হলো ফাকিস্থানের জাতিয় পশু B-)) B-))


১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫১

মামুন রশিদ বলেছেন: "ইডিপাস কমপ্লেক্স" শব্দটা তোর শোনার কথা না । ইতিহাসে এরকম কিছু ঘটেছে বলেই এই শব্দটা এসেছে । ফেবুর স্ট্যাটাস দেখে এটা পরিষ্কার, তুই সিরিয়াসলি 'ইডিপাস কমপ্লেক্সে' ভুগছিস ।

মানসিক চিকিৎসা জরুরী !!!

৭৯| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৯

আমি অপদার্থ বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

দুনিয়ার ক্যাচাল দেখি এখানে।।
সাইড লাইনে বসলাম। আগে গালিবাজ ও ছাগুদের লাফালাফি দেখি।



@মামুন রশিদ---- গালিবাজ(যে কোন দলের) , মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি(যারা ছাগু নামে পরিচিত), মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী ( হাম্বা নামে পরিচিত) এদেরদ্বারা কিন্তু ব্লগ দূষিত। এদের থেকে ব্লগকে কিভাবে সুন্দর রাখা যায় সে ব্যাপারে আপনার মতামত কি?







উপরে অনেক সুন্দর সুন্দর কিছু ভাষা ব্যাবহার দেখতে পেলাম। যে ভাষা দেখে মনে হচ্ছে ব্লগিং করতে এসেছে কিছু বস্তির লোক। বাংলা ভাষায় কি এতই শব্দের অভাব যে মত প্রকাশ করতে গিয়ে নিজের বংশ পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে?

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৭

মামুন রশিদ বলেছেন: উপরে সুন্দর কিছু ভাষার কারুকাজ দেখেছেন, এটাও নিশ্চয়ই দেখেছেন ভাষা প্রয়োগ কারা করেছে??

পোস্টে গালিবাজ আর ছাগু এক বিন্দুতে মিলে গেছে ।

হ্যাঁ, পোস্ট অবশ্যই গালিবাজ আর ছাগুদের বিরুদ্ধে । তাই আমার মতামত পোস্টের ভেতরেই অন্তর্নিহিত ।

৮০| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২২

খাটাস বলেছেন: স্বাধীন মানব হিসেবে ট্যাগ আর গালি দিয়ে ভাষার মালা গাঁথার অপরূপ ব্লগিয় কুটির শিল্পে আমি মুগ্ধ। পরে এসে নিজেই কিছু মালা গলায় পড়ে নিব। কারন কিছু বলতে গেলে এখন এখানে মালা পড়তেই হবে। অনেক কুটির শিল্পী কে দেখতে পাচ্ছি তো :|

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৩

মামুন রশিদ বলেছেন: :P :P

৮১| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২১

হাসান মাহবুব বলেছেন: এই ধরণের পোস্টের সুবিধা হৈলো, কিছু কাঁঠালপাতা প্রেমী হাজিরা দিয়ে যায়। পোস্ট চরম হৈছে। প্রিয়তে নিলাম।

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

মামুন রশিদ বলেছেন: ধইন্যা :D :D

৮২| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

অনাহূত বলেছেন:

:)

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৬

মামুন রশিদ বলেছেন: হাহাহা, রকজ ;) :)

৮৩| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

আমিনুর রহমান বলেছেন:




ছাগু দেখি কয়েকটা ম্যা ম্যা করছে ... আর দুঃস্বপ্নরে নাকি মডুরা ব্যান করছে B:-) এখন কি আমি দুঃস্বপ্ন দেখছি নাকি সেই কমেন্ট করেছে :P


যদি গালিবাজি করে দেশ স্বাধীন করা যেত
কিংবা বিপ্লব করা যেত,
তাহলে মুক্তিযোদ্ধারা অস্ত্র-গান-কবিতা-
চেতনা ফেলে ঘরে বসে গলা চড়িয়ে গালিবাজি করেই
তা সমাধা করত । কিন্তু সেটা যে কখনোই সম্ভব
না, এটা আজকের ভার্চুয়াল গালিবাজদের
কে বোঝাবে ??





মামুন ভাই পোষ্ট এপিক হইছে। প্রিয়তে ও প্লাস আনলিমিটেড।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: ঐ ড়ামছাকোলরে ব্যান কইরা লাভ কি? বেহায়াটা আবার এক মাল্টিতে ছাগুগিরি করবো আর এক মাল্টিতে ছাগু ফাইটার সাজবো !!! তারচেয়ে ব্লগে রাইখ্যা গদাম চালাইলেই ভালো হইত ।


মাড়খোর পাকি ছাগল দুইটা পোস্টের ম্যাসেজ না বুইঝা ল্যাদানো শুরু করলো ।

৮৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
গুড়া কৃমির মত অসংখ্য চুপা ছাগুর ল্যাঞ্জা দেখলাম।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৩

মামুন রশিদ বলেছেন: দুইটা ধাড়ি ছাগু আসছে, একটা ছাগু আবার দুইটা নিক হারাইয়া গেছে ।

৮৫| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫০

অস্পিসাস প্রেইস বলেছেন: "যদি গালিবাজি করে দেশ স্বাধীন করা যেত কিংবা বিপ্লব করা যেত,
তাহলে মুক্তিযোদ্ধারা অস্ত্র-গান-কবিতা-চেতনা ফেলে ঘরে বসে গলা চড়িয়ে গালিবাজি করেই তা সমাধা করত । কিন্তু সেটা যে কখনোই সম্ভব
না, এটা আজকের ভার্চুয়াল গালিবাজদের কে বোঝাবে ??"
+
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে মনে করি ছাগুদের যেমন বয়কট করা উচিৎ গালিবাজ ( গালিটাই যাদের অন্যতম স্কিল, গালির পাওয়ারে ভার্চুয়াল সন্ত্রাসীতে পরিণত হবার সুযোগ এসেছে ) দের ও গণহারে বয়কট করা।

সহমত।।

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

মামুন রশিদ বলেছেন: ধইন্যা

৮৬| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

অন্তরন্তর বলেছেন:


হাহ হাহাহা। খুব মজার পোস্ট ডক্টর মামুন রশিদ ( পিহেইচডি ইন ছাগু)।
শুভ কামনা মামুন ভাই।

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১১

মামুন রশিদ বলেছেন: ধইন্যা :)

৮৭| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৮

তারছেড়া লিমন বলেছেন: স্বাধীনতার এই মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাচ্ছি। ব্লগের নোংরামো যে কবে বন্ধ হবে আর গালি বাজরা কবে শুধরোবে..............

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: আমরা যদি সচেতন হয়ে উঠতে পারি তাহলে আমাদের ব্লগ, বাড়ির উঠোন, সমাজ সবখান থেকে নোংরামি দুর করতে পারব ।

৮৮| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫০

নিয়েল হিমু বলেছেন: হাহাহা

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: :P :P

৮৯| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: Koekta chagur Kanna Deikha chorom Moja pailam :D

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২১

মামুন রশিদ বলেছেন: :D :D

৯০| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই ফেসবুকে দেখলাম পাকিস্থানীদের জাতীয় ব্লগার তথা একটি নিম্ন মানের পাঠা আপনার এই পোষ্ট নিয়ে ম্যা ম্যা করছে। আপনার এই ধরনের পোষ্ট দেয়া একদমই উচিত হয় নাই। পাকিস্থানের ছাগসমাজে আজকে হরতাল।
ক্রমাগত ম্যা ম্যাতে একটাই দাবি- ছাগলদের সাথে তারে মিলিয়ে আমাদের অপমান করবেন না। আমরা ছাগল হইলেও আবাল না।


আপনার পোষ্টের মাধ্যমে সামান্য বলতে চাই, ঐ সব ইডিয়েটদের মত ভার্চুয়ালি গালাগালি করে আমরা নিজেদের হ্যাডম দেখাই না। সামনাসামনি আইসা পারলে একটা গালি দিক। তারপর বুঝুম তার হ্যাডম আছে, নইলে বুঝা নিব তিনি 'ম' বিহীন হ্যাডমের মালিক।

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯

মামুন রশিদ বলেছেন: ইনবক্সে গালি দিছিলো, লোডশেডিংয়ের সময় হল টু হল বাহাসের স্টক থেকে ফেরত দিলাম মাত্র সামান্য কয়টা.. ;) যেমন কুকুর তেমন মুগুর আর কি! :P :P


একচুয়েলি কিছু মানুষ আছে যাদের হাতে এমনকি নিজ মা-ভগিনিও নিরাপদ নয় । সত্যি তাদের জন্য করুণা হয় ।।

৯১| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ইতিহাস সমৃদ্ধ পোষ্ট। ছাগু কথাটির উৎপত্তি বিষয়ক কৌতুহলীদের কৌতুহল মিটবে এই পোষ্টে।


পোষ্টে ভালো লাগা এবং একটি অনটপিক কোশ্চেন,

ধরেন আমি পারিনা ক্রিয়েটিভ ভাবে ছাগুদের পানিশমেন্ট দিতে, নাই তেমন কোন সেন্স অফ হিউমান, নাই লেখালেখির ধার, পড়াশুনার দৌড় রেল স্টেশনের বইয়ের স্টলের রাশিচক্রের বই পর্যন্তই। এখন আমার কি করনীয়? মাতৃ ভাষার কিছু বিবর্জিত ব্যবহার ছাড়া আমি তো আমার আর কোন উপায় দেখছিনা? এখন আমি কি করব?


১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:০০

মামুন রশিদ বলেছেন: সবার তো সব কিছু করার দরকার নাই । বলদের জন্মই হয় লাঙল টানার জন্য । তো বলদকে দিয়ে হালচাষ ছাড়া আর কিছু করালে কি ভালো হবে ??

৯২| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: ছাগলের একটি দৈহিক বৈশিষ্ট আছে, যা অন্য প্রাণীর নেই । সেটা হচ্ছে দাড়ি । দাড়ি অন্য প্রাণীর আছে বা নেই সেটা কনফার্ম করবেন প্রাণী বিজ্ঞানীরা, তবে সাধারণ মানুষকে জিগেস করলে মানুষ আর ছাগল ছাড়া আর কারো দাড়ি আছে, এমনটা বলতে পারবে না ।

মহান স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছিল, নিরীহ নিরস্ত্র মানুষের উপর ঝাপিয়ে পড়েছিল, একদল হিংস্র হায়না । তাদের স হযোগিতা করেছিল এ দেশেরর স্হানীয় কিছু ঘাতক - দালাল - ধর্ম ব্যবসায়ীরা।

হানাদার বাহিনীকে ও দালালদের শুরু থেকে হায়না হিসেবে আক্ষা দেয়া যেতো, তবে ঘাতক-দালাল বিরোধীদের মাঝে এক দল ধর্ম বিরোধী, তথা ইসলাম বিরোধীও ছিল । তাদের দেশপ্রেমের প্রচারণাগুলো রাজাকার বিরোধী হওয়ার সাথে সাথে অনেক সময় ধর্ম তথা ধর্মীয় প্রতীক বিরোধীও হয়ে যায় ।

যাইহোক অনলাইনেই ছাগু শব্দের প্রচলণ । অনলাইনে বাংলা লেখালেখি শুরুর আগে এ শব্দটার অস্তিত্ব পাওয়া যাবে না । আগে রাজাকার চিত্রণে ধর্মীয় প্রতীক আনা হত নাটকে - পবই - এ, অনলাইনে এক কথায় সেই চিত্রায়ণ হয়ে যায় 'ছাগু' শব্দে।


স্বাধীনতার পর থেকে এক শ্রেণীর ধর্ম বিদ্বেষীরা দেশপ্রেমের নামে, স্বাধীনতার চেতনার নামে কৌশলে ধর্ম অবমাননার চর্চা শুরু করে । তারা রাজাকার চিন্হিত করে দাড়ি -টুপি দিয়ে , যদিও জা-শি নেতা কমীদের অধিকাংশের-ই দাড়ি -টুপি নেই।

তাই আপনি ধর্মীয় কোন বিষয় নিয়ে সোচ্চার হলেই ছাগু শব্দে ট্যাগ পাবেন । আপনি সহশিক্ষার বিরোধীতা করলে ছাগু, হেফাজত সমর্থণ করলে ছাগু, ধর্ম অবমানণাকারী ব্লগারদের শাস্তি চাইলে ছাগু।

Click This Link

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: তাই কি ?

৯৩| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪২

বেলা শেষে বলেছেন: হাসান মাহবুব বলেছেন: এই ধরণের পোস্টের সুবিধা হৈলো, কিছু কাঁঠালপাতা প্রেমী হাজিরা দিয়ে যায়। পোস্ট চরম হৈছে। প্রিয়তে নিলাম।

আমিও একমত।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০

মামুন রশিদ বলেছেন: ধইন্যা :)

৯৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

অদ্বিতীয়া আমি বলেছেন: ফান পোস্টের একি অবস্থা ;) , হাসতেই আছি ।

চমৎকার পোস্ট ভাইয়া , আর শেষের কথা গুলোর জন্য ++++++, খুব ভালো লাগলো ।

২০ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৪২

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু :)

৯৫| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৭

একজন আরমান বলেছেন:
পুরাই এপিক পোস্ট। :-B :-B :-B আগে প্রিয়তে রাইখা দিলাম।

এই পোষ্টের মজাটা কই জানেন? ছাগুদের নিয়ে পোস্ট দিয়েছেন সেখানে কয়েকটা ছাগু এসে মডেলিং করে গেলো ! =p~ =p~ =p~

২০ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৫৬

মামুন রশিদ বলেছেন: ওহ আচ্ছা, এইডা তাইলে ছাগুদের মডেলিং ছিল!!!



:P :P

৯৬| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১১

বোধহীন স্বপ্ন বলেছেন: একি অবস্থা হইছে পোস্টের!!! এত মজা মিস কইরা ফালাইলাম!!

সব ছাইয়া ছাগু, ম্যাতকার-রত ছাগু'র দেখি খাইয়া দাইয়া কোন কাম নাই, আন্তাইজে ফটো পোস্টাইতাছে। এটা কি কাঁঠাল পাতায় পার্শ্ব-প্রতিক্রিয়া??

২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬

মামুন রশিদ বলেছেন: হাহাহা, তারা অকারণে প্রমোদ ঢালিয়া দিতেছে ;) :)

৯৭| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

অপু তানভীর বলেছেন: এই টাইপের পোস্টের সব থেকে বড় সুবিধা হইলো কয়েকজন এমন জ্বলানী শুরু হয় যে নিজের লুকিয়ে রাখা চেহারা বের করে আনে ! ;)



যাক, আপনাকে একটা ডক্টরেট উপাধি দেওয়া হোক এই দাবী জানাইয়া গেলাম !
আর ঢাকায় আসলে ছবিরহাটে আমার পক্ষ থেকে এককাপ চা পাওনা রইলো !!

আপাতত ধন্যবাদ নেন ! :):):)

২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

মামুন রশিদ বলেছেন: আমার আজকেই ছবিরহাটে চলে আসতে ইচ্ছে হচ্ছে অপু ।


ঠিক আছে, আপাতত ধন্যবাদই নিলাম :) :)

৯৮| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছাগল নিয়ে বিরাট গবেষণা দেখি!!! ছাগলের গুষ্টি তো ধন্য হয়ে গেলো!! ;) ;)


চমৎকার লাগলো মামুন ভাই।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই :)

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই ।

৯৯| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

ইখতামিন বলেছেন:
ছাগুপিডিয়া তৈরি করায় মামুন ভাইকে ১ টন ধন্যবাদ
পুরাই ধামাকা পোস্ট :)

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:১১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ইখতামিন :)

১০০| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৫

মামুন রশিদ বলেছেন: :D :D :D :D

১০১| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৩

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: চরম পোস্ট হইছে ভাইয়া। ছাগল দ্যা গ্রেটের ইতিবৃত্ত। =p~ =p~ =p~
শেষের কথাগুলি ভালো লেগেছে অনেক; যুক্তি-বিবেচনা দিয়ে মানুষ/ছাগু চেনার যোগ্যতা থাকা উচিত, আমাদের সাথে ওদের পার্থক্য তো থাকতে হবে। গলাবাজি করে দেশপ্রেম জাহির করা যায় না; কাজটাই আসল। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো (যদিও দেরী করে ফেলেছি তবুও) :) :) :)

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, সাথে শুভেচ্ছা মণীষা ।


:) :)

১০২| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ত্যানাদের ম্যাঁৎকারে আপনার পোস্ট সুপার হিট ! ;)

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: ম্যাতকার ছাড়াই হিট চাইছিলাম, তেনারা কাঠালপাতার লোভে আইসা পড়ছেন /:) B:-)

১০৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এই মাল আমার এতদিনে চোখে পড়লো =p~ =p~ আমার ব্যস্ততা নিপাত যাক ! X(( চখাম ভাই চখাম ! পুরাই বগুড়ার দই !!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪

মামুন রশিদ বলেছেন: :D :D

১০৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

মশিকুর বলেছেন:
হা হা.. ব্যাপক গবেষণা +

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: :) :)

১০৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: ছাগু শব্দটা প্রথম কে আবিষ্কার করছিলো সেটা নিয়ে খুব ভালো একটা পোস্ট ছিলো। তবে সবকিছুর মূলে ছিলো ছাগু সম্রাট ত্রিভূজ।

যাই হোক পোস্ট সাধু হয়ে ছে

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৯

মামুন রশিদ বলেছেন: ধইন্যা :) :)

১০৬| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৫

ইখতামিন বলেছেন: অসাধারণ পোস্ট।
কিছু ছাগুর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে মনে হয়, কমন্ট পড়ে বেশি মজা পেলাম :)

১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

মামুন রশিদ বলেছেন: :) :)

১০৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: আহা! মামুন ভাই , করছেন ডা কি! এতো দেখি এক বিরাট ছাগলের হাটবাজার! ;)

চরম আফসুস ঐ সময় আমি ব্লগে ছিলাম না! :( :((


এপিক পোস্ট! কয়েকদিন আগেই পড়েছিলাম। মন্তব্যগুলাও! অফলাইনে থাকায় মন্তব্য করি নাই, পরে মনে হয় খেয়াল ছিল না !

৫ম ভালোলাগা ;) ৫০০০ লাইক :)

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ভ্রাতা B-)

১০৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

রৌদ্র বিকাশ বলেছেন: ছাগল কাব্য অসাধারন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

১০৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

নীলপরি বলেছেন: দারুন লাগলো । আমি বাংলাদেশের নই । তাই এতকিছু জানা ছিল না । সংবেদনশীল শব্দ দেখছি । :)

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

মামুন রশিদ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.