![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখো ভক্ত টেলিফোনে খবর জানতে চায় আমি নাকি বেঁচে নাই আর এই দুনিয়ায় যত ভক্ত ভাই-বোন আমার তাদের একা করে জন্মের মত আমি নাকি চলে গেছি পরোপারে শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা বেঁচে আছি ঠিকই মনটা গেছে মরে। আর একটা কথা সবাই ভাববেন যে এখানে একটা মজনু এসেছে নতুন এ যুগের
কী ভীষন কষ্ট রে কী ভীষন কষ্ট রে....
আমার কষ্ট দেখে হাসি ঐ পাষানী....
যার কারনে জীবন আমার হয়ে গেছে নষ্ট রে...
কথা দিয়ে তুমি কথা রাখনী...........
চলে গেছো দুরে ভালোবাসনী........
প্রেম নয় করে গেছো অভিনয়.........
কাঁচেরই মত তাই ভাংঙ্গলে হৃদয়......
অসহায় নিস্ব আমি আছি আধাঁরে।
কী ভীষন কষ্ট রে কী ভীষন কষ্ট রে.......
বুঝিনি তো দেবে এত যাতনা.....
ভালোবাসা হয়ে গেছে বেদনা.....
নষ্টের ছোঁয়া দিলে এ বুকে..........
বিরহে পুড়ে তাই মরছি ধুকে........
না পাওয়ার কষ্ট বল ভুলি কি করে।
কী ভীষন কষ্ট রে কী ভীষন কষ্ট রে...
ইতি
তোমার ভালবাসার ভিখারী
মামুন খাঁন
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩২
শামী777 বলেছেন: ভালবেসে কষ্ট পাই
কষ্ট পেয়ে নষ্ট হই
নষ্ট হয়ে কষ্ট ভুলি।
আপনাকেও বলি ভাই,এবার আসুন নতুন করে জীবন গড়ি।ধন্যবাদ।