নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন মানেই যুদ্ধ,যুদ্ধই সর্বজনীন !!

মামুন আকন

শেখার জন্য এসেছি,,,

মামুন আকন › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয়তায় মোদিকে ছাড়িয়ে গেলেন, ডঃ মুহম্মাদ ইউনুস ।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩



গুনি জনের কদর সেই করতে পারে যার ভিতর গুন বলে কিছু একটা আছে । কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা বাঙ্গালিরা গুনিজনের কদর করতে পারি না । তাইতো আমাদের দেশে অসংখ্য গুণি লোক জন্ম নিলেও,তাদের কে আমরা ধরে রাখতে পারিনা ।
আর সেই একই লোক নিজ দেশে কদর না পেয়ে ,বিদেশে পাড়ি জমাচ্ছে । আর বিদেশিরা তাদের অবহেলা না করে, তাদের আপন করে নিচ্ছে ।এবং যতটা দরকার ,তার চেয়েও বেশি সুযোগ সুবিধা দিয়ে নিজ দেশে আগলে রাখছে ।

ডঃ মোহাম্মাদ ইউনুস এমনই একজন গুণি লোক । সম্প্রতি ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এক জনমত জরিপে এ এমনই তথ্য সামনে এসেছে । যেখানে, বিশ্বের সবচেয়ে পছন্দের ব্যক্তিত্বদের তালিকায় জনপ্রিয়তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়িয়েছেন বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব ডঃ মুহম্মদ ইউনূস । শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনূস উঠে এসেছেন নবম স্থানেদশম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিশ্ব জুড়ে ১২৫টি দেশের ২৮৫টি শহরে এই সমীক্ষা চালিয়েছে ইকোনমিক ফোরাম। বিশ থেকে ৩০ বছর বয়সী ১০৮৪ জনের মধ্যে চালানো সমীক্ষায় মোদি পেয়েছেন মোট তিন শতাংশ ভোট।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীও। তাকে পছন্দ করেছেন জরিপের ১২.৪ শতাংশ মানুষ। অন্যদিকে তালিকায় এক নম্বরে থাকা ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন ২০.১ শতাংশ মানুষ।
সেরা পছন্দনীয় ব্যক্তিদের তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পাঁচ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছয় এবং অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টেভ জবস রয়েছেন আট নম্বর স্থানে ।

কিন্তু এই লোকটাকে আমরা তার যোগ্য সন্মান দিতে পারিনি । এত বড় অর্জন (নোবেল পুরুষ্কার) করা ব্যক্তিটাকে আমরা টেনে হিচড়ে নিচে নামাতে চেয়েছি । অথচ বিদেশে তার বক্তিতা শোনার জন্য ,১২০ ডলার খরচ করে লোকে টিকিট ক্রয় করে ।

এই হলো আমাদের সোনার বাংলার সোনার মানুষ ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

নতুন বলেছেন: সমস্যা হইলে তিনি হাছিনা/খালেদার চেয়েও বেশি জনপ্রিয় হইতে পারেনা।

উনার উপরে হাছিনা/খালেদার নাম যোগ করে দিলে তবে রাজনিতিকদের কাছে লিস্টি সঠিক হবে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

মামুন আকন বলেছেন: পোষ্টে প্রথম কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ।
হ্যা ভাই আপনার মতামত ফেলে দেওয়ার মতো না ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

প্রবাসী পাঠক বলেছেন: মোদীকে জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে জেনে ভালো লাগল। তবে হাসিনা/ খালেদা কে যেন ছাড়িয়ে না যায়! তাহলে আবার উনাদের শানে বেয়াদবি হবে।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

মামুন আকন বলেছেন: হা হা
ভাই আপনি একটা চমৎকার কথা বলছেন,,,,,,,,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.