![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষকরা কখনো কারো আপনজন হতে পারে না । এরা দেশ ও সমাজের সবচেয়ে বড় অভিশাপ ।সময় থাকতে এদেরকে রুখতে না পাড়লে,দিনে দিনে এদের ভয়াল থাবা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে ।
আজ যদি তনু হত্যার বিচার না হয়,তাহলে কাল হয়তো এই অত্যাচারীর দল আপনার বোন,মেয়ে অথবা ঘরের স্ত্রী কে ধর্সন করবে । আর সমাজে বুক ফুলিয়ে ঘুড়ে বেড়াবে
তাই সময় থাকতে আসুন আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদের হাত তুলি ।
সবাই এক সাথে আমার বোন তনুকে হত্যাকারীর বিচার চাই । শুধু বিচার চাওয়া না ,বিচার করতে বাধ্য করি ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯
এ,রহিম বলেছেন: বাবু বলতে পার কি ? ধর্ষণের সেন্সুরী করে মিষ্টি বিতরন কারী ছেলেটা কোন মাদরাসার হুজুর বা ছাত্র ছিল ? বলতে তোমার লজ্জা লাগবে তাই না, আর এখন তুমি মৌলবাদের গন্ধ খুজার চেষ্টা করবা। তবে এই কথা সত্যি যদি তখন ধর্ষণের সেন্সুরী করে মিষ্টি বিতরন কারী ঐই নর পিচাষ কে বিচারের আওতায় এনে ইসলামী শরীয়া অনুযায়ী ( পাথর নিক্ষেপে অথবা কতল করে ) শাস্তি দেওয়া হত আর পত্রিকা ও মিড়িয়া গুলো যদি সঠিকভাবে প্রচার করত ( আল্লাহর কসম করে বলছি )..... তাহলে আজ তনুদের এই অবস্হা হতনা। আরব বিশ্বের দিকে তাকিয়ে দেখুন সেখানে বছরে কয়টা ধর্ষণ আর হত্যা হয় ? বাংলাদেশে ১ দিনে যতগুলা হত্যা আর ধর্ষণ হয় পুরা আরব বিশ্বে ১ বছরে ও ততগুলা ধর্ষণ আর হত্যা হয় না। এটার নাম শরীয়া , এটার নাম ইসলাম ... যা মানুষের বানানো আইন দিয়ে হয় না । কোরআনুল কারীম এর আইন দিয়ে হয়... যা সকল ধর্মের সকল মানুষের জন্য সমান।
তবে এতটুকু শুনুন হত্যা আর ধর্ষণ পাপের দিক থেকে অনেক বড় পাপ..... তনু হয়তো চলে গল.... কিন্তু যারা এই ধর্ষণ আর নির্মম হত্যা কান্ড ঘটালো তাদের কি হবে বাবু ? যেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন তো কোন নেতা নেত্রির সুপারিশ চলবে না।