নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন মানেই যুদ্ধ,যুদ্ধই সর্বজনীন !!

মামুন আকন

শেখার জন্য এসেছি,,,

মামুন আকন › বিস্তারিত পোস্টঃ

নিজেদের কে ছোট করে কি লাভ ?

১৭ ই মে, ২০১৬ দুপুর ২:১০

আমরা বাঙ্গালী জাতি দিনে দিনে যে অপদার্থ হয়ে যাচ্ছি তা কিন্তু ক্লিয়ার

একটা দেশের প্রধান মন্ত্রী খারাপ হোতে পারে ,তাই বলে কি তাকে বিদেশের মাটিতে বসে অপমান করতে হবে ??

আমাদের কি ভাবা উচিত ছিলো না , যে তিনি তো সে খানে কোনো বিয়ের দাওয়াত খেতে যায়নী ?দেশের কোনো একটা কাজেই ওখানে গেছেন । আর সে খানের মাটিতে বসে তাকে অপমান করা ,তার গাড়িতে ডিম ছুড়ে মারা এটা কিসের পরিচয় ?

এভাবে করতে থাকলে তো বিদেশিরা আমাদের কে অসভ্য জাতি হিসেবেই আক্ষায়িত করবে । তারা ভাববে ,যরা নিজ দেশের প্রধান মন্ত্রীকেই সন্মান করতে পারে না ,তারা আবার কিসের সভ্য মানুষ ।

আজ যারা এই কাজটি করেছেন ,তারা হয়তো ভাবছে, আমরা শেখ হাসিনা কে ব্যার্থ সরকার হিসেবে প্রমান করতে পেরেছি । কিন্তু না ভাই ,,,মুখের থুথু উপরে মারলে নিজের মুখেই পরে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৪০

বিজন শররমা বলেছেন: আপনাকে ধন্যবাদ । কিভাবে কি করা হয়েছিল তা আপনার লেখা থেকে জানলাম । ছোট করার কথা বলছেন ? আমরা কি বড় আছি?

২| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:০০

মশার কয়েল বলেছেন: সভ্যতার কথা বলছেন?আমরা জাতি হিসেবেই আপাদমস্তক অসভ্য ৷মুখের উপর থুথু ফেলি,সেই থুথু নিজের মুখেই পরে ৷সেই থুথু চেটেপুটে আবার থুথু মারি ৷এটাই আমাদের সভ্যতার নমুনা ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.