নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন মানেই যুদ্ধ,যুদ্ধই সর্বজনীন !!

মামুন আকন

শেখার জন্য এসেছি,,,

মামুন আকন › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিক বদর দিবস

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:১৩

আজ ১৭ রমাদ্বান শরীফ। ঐতিহাসিক বদর দিবস,
সমগ্র বিশ্বের মুসলমানদের বিজয় দিবস আজ। মুসলমানদের প্রতি এবসরই প্রথম রোজা ফরজ করা হয়। রোজা রেখে আল্লাহর নবী মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে ১০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই দিন যদি মহান আল্লাহ তার ফেরেশতা দের দিয়ে সাহায্য না করতো, তা হলে পৃথিবী থেকে ইসলাম চির বিদায় হয়ে যেতো।
আল্লাহ
বলেছেন, 'স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রভুর কাছে (কাতর কণ্ঠে)
ফরিয়াদ পেশ করেছিলে। আল্লাহ
তোমাদের ফরিয়াদ কবুল
করেছিলেন।' (সূরা আনফাল : ০৯)।

বদরের যুদ্ধে মোমিনরা সংখ্যায়
স্বল্প ও অস্ত্রশস্ত্রে শক্তিশালী হওয়া
সত্ত্বেও জীবন বাজি রেখে সশস্ত্র
সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু
এর পরেও তাদের এ দাবি করার উপায়
নেই, তাদের নিজেদের ক্ষমতাবলে এ
বিজয় অর্জিত হয়েছে। আল্লাহ তাদের
এ বিজয় এনে দিয়েছেন, প্রয়োজনীয়
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে।
আল্লাহ বলেছেন, 'তোমরা যাদের টব
বদরের যুদ্ধে হত্যা করেছ, তাদের
তোমরা হত্যা করোনি, আল্লাহ তাদের
হত্যা করেছেন। আর তাদের প্রতি তীর-
অস্ত্র তোমরা নিক্ষেপ করোনি,
করেছেন স্বয়ং আল্লাহ। তিনি এর
মাধ্যমে মোমিনদের উত্তম পরীক্ষটায়
আপতিত করেন।' (সূরা আনফান : ১৭)।
এর উদ্দেশ্য ছিল, সত্য যেন সত্য রূপ
নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে এবং
বাতিল যাতে বাতিল রূপেই নির্মূল
হয়ে যেতে পারে, যদিও পাপিষ্ঠরা
এতে অসন্তুষ্ট হয়।' (সূরা আনফাল : ৭-৮)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.