নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছি কোনরকমে এই শহরে

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

টেকি মামুন

এদিক সেদিকে ঘুরতেই মজা লাগে .....................:)

টেকি মামুন › বিস্তারিত পোস্টঃ

এই মুহুর্তে কোন গান শুনছেন ??পোস্টের গান সংকলন ডাউনলোড লিংকসহ:):D

০১ লা জুন, ২০১০ রাত ১০:০৬

গতকাল আমি একটা পোস্ট দিয়ে সবার কাছে জানতে চেয়েছিলাম এই মুহুর্তে/বর্তমানে আপনি কোন গান শুনছেন ?? অনেকেই আমার পোস্টে মন্তব্য দিয়ে তাদের প্রিয় গান বা বর্তমানে শুনছে এমন গানের কথা জানিয়েছে কেউ কেউ ডাউনলোড লিংকসহ দিয়েছে কেউ ডাউনলোড লিংক ছাড়া দিয়েছে ।আমি যতটুকু পেরেছি চেষ্টা করে ডাউনলোড লিংক সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছি ।নিচে একেক করে সবগুলো গান দিলাম ।আপনারা ইচ্ছা করলে এখনে মন্তব্যের মাধ্যমে প্রিয় গান জানাতে পারেন আমি পোস্টে যোগ করে দেব।



>>ব্লগার সাগর ঢাকা

গানটির মিডিয়াফায়ার ডাউনলোড লিংক http://www.mediafire.com/?wumgyzn1zmm



>>আমার নিজের প্রিয় গান ন্যান্সির আনরিলিজড বৃষ্টি বৃষ্টি ডাউনলোড লিংক http://www.mediafire.com/?3qzmtyuwdw5



>>নি:সঙ্গ এর প্রিয় গান অর্বাচিন এর আমাদের ভালোবাসা ডাউনলোড লিংক Click This Link



>>আমি কুমিল্লার পোলার প্রিয় গান ন্যান্সি আর নচিকেতার আনরিলিজড গান প্রেমেরই শ্রাবণ গানটা শুনতেছি http://www.mediafire.com/?nidnzzmr1mw



>>কাউসার রুশো ভাইয়ের প্রিয় গান অর্ণবের মাঝে মাঝে তবে দেখা পাই,,,চিরদিন কেনো পাইনা..

শিল্পী: অর্ণব

ডাউনলোড লিংক http://www.mediafire.com/?wumgyzn1zmm

এই ভাইয়ের আরও একটি প্রিয় গান আছে অর্নবেরই কেন চলে গেলে দুরে ভাসাইয়া মোরে সুরে ডাউনলোড লিংক জাগো মুভিতে এই ধরনের গান পাইনি)



>> এস কে ফয়সাল আলম ভাইয়ের প্রিয় গান রাগা ব্যান্ডের একটু একটু করে ডাউনলোড লিংক Click This Link



>>পল্লী বাউল ভাইয়ের প্রিয় গান শ্রীকান্তের বৃষ্টি তোমাকে দিলাম ডাউনলোড লিংকু Click This Link



>>রাজসোহান এর প্রিয় গান মাইলসের পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে ডাউনলোড Click This Link Tara/Miles - Pahari Meye (music.com.bd).mp3.html



>>পাথুরে ভাইয়ের প্রিয় গান Kansas - Dust in the wind ডাউনলোড লিংকু http://windowscollective.net/dn/pub/cd/KANSAS - DUST IN THE WIND.mp3





>>অন্ধ আগুন্তক এর প্রিয় গান মেঘদলের নিবার্ন ডাউনলোড লিংকু Click This Link - Meghdol - Nirban (music.com.bd).mp3



>>এস মাহবুব ভাইয়ের প্রিয় গান সেতো কেউ জানেনা -চিএা সুলতানা ডাউনলোড লিংকু Click This Link



>>শামীম ভাইয়ের প্রিয় গান ইচ্ছেরই আকাশে

মেঘলা দিন আসে বাপ্পা আর ফাহমিদা নবীর ডাউনলোড লিংক পাইনা।





>>কালীদাস ভাইয়ের প্রিয় গান



ডাউনলোড লিংক Click This Link



>>মেঘ বলেছে যাবো যাবো ভাইয়ের প্রিয় গান



ডাউনলোড করতে http://www.youtube-mp3.org/#v=6tTWE01kRfU এখানে যান



>>হাসান মাহবুব ভাইয়ের প্রিয় দুটি গান



ডাউনলোড করতে http://www.youtube-mp3.org এই্ খানে যান তারপর বক্সে ইউটিউব ভিডিওর এড্রেসটা দিন এজন্য আপনাকে ভিডিওটা ইউটিউবে নিয়ে দেখতে হবে তাহলেই এর এড্রেসটা এড্রেসবারে দেখতে পাবেন কনভার্ট হবে তারপর ডাউনলোড লিংক পাবেন।



>>টিপস ম্যান ভাই শুনছেন আতিফ আসলামের তেরে লিয়ে Click This Link



>>জীবনান্দশের ছায়া ভাই শুনছেন



ডাউনলোড লিংক http://www.youtube-mp3.org/#v=5yY1Nrznh4I



>>রুবাইয়্যাত ভাইয়ের প্রিয় গান শ্রীকান্তের মেঘ হলে মন আর সুমনের এখন আমি

ডাউনলোড লিংক Click This Link



Click This Link





>>ওয়াহিদ ভাইয়ের জন্য তুমি আমার প্রথম সকাল ডাউনলোড লিংক http://www.youtube-mp3.org/get?video_id=TkRfvZyCSOU



>>আজম মাহমুদ ভাইয়ের ১. কখনও যদি দেখা হয় কোন দেশে, কখনও যদি দেখা হয় কোন বাসে... শিল্পী বাপ্পা।

২. একটু যদি তাকাও তুমি মেঘগুলি হয় সোনা, শিল্পী- বাপ্পা ও ফাহমিদা

এর একটা গানও খুজে পাইনা ।কেউ পেলে বা কোন এ্যালবামের জানলে জানাবেন দয়া করে



>>হিমালয় ভাইয়ের সঞ্জীব চৌধুরীর একটা গান আছে : চোখটা এত পোড়ায় কেন, ও পোড়াচোখ সমুদ্র হও...সমুদ্র কি তোমার ছেলে ডাউনলোড লিংক বা এ্যালবামের নাম কেউ জানলে জানাবেন



>>আবিদ হাসান ভাইয়ের গান "তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো ..."

শিল্পীঃএস আই টুটুল নাটকের গান ডাউনলোড লিংক পাইনা।



>>পৃথিবী আমারে চাই না ভাই বহুদিন ধরে গান দুটি খুজতেছে কিন্তু পায়না ১."চোখেরই পাতার ছায়া দেবো.... চোখে তুমি এসো"



২." তুমি যে আমার জীবনের ইতিহাস.. কি করে তোমায় ভুলে থাকবো

ডাউনলোড লিংক পাইনা





যেগুলোর লিংক আমি পাইনি সেগুলো কেউ জানলে জানাবেন বা কোন ইনফরমেশন থাকলে জানাবেন আর একটা কথা বলে রাখি এখানে দেয়া সব গান সবার ফেভারিট এমন না, কারো ফেভারিট কারো বা এখন শুনছেন বলে শেয়ার করেছেন ।



আর আপনিও মন্তব্যের মাধ্যমে আপনার প্রিয় গান জানাতে পারেন আমি যোগ করে দেবো তবে ডাউনলোড লিংক না দিতে পারলেও যাতে সহজেই সার্চ করে পেতে পারি এই ধরনের তথ্য অবশ্যই দিবেন।

মন্তব্য ২৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১০ রাত ১০:১৫

রুবাইয়্যাত বলেছেন: শ্রীকান্তের মেঘ হলে মন আর সুমনের এখন আমি যোগ কৈরা দিবেন ?

০৩ রা জুন, ২০১০ সকাল ১০:২৯

টেকি মামুন বলেছেন: দিলাম

২| ০১ লা জুন, ২০১০ রাত ১০:২৬

ভিয়েনাস বলেছেন: প্লাস সাথে প্রিয়তে রাখলাম।
ব্লগার রাজসোহানের ভালোলাগা গানটা দেখে ভাল লাগলো। অনেক দিন পর গান টা শুনলাম । তাছাড়া প্রায় সব গান গুলিই সুন্দর।

চ্যানেল i আই সেরা কন্ঠের রোমেলের মৌলিক গান " এক চোখে দেখেছিলে দুই চোখে নয়, ভাসা ভাসা ভালোবাসা বেসেছো বোধ.... গান টা অনেক খুজেও পাই না ।

৩| ০১ লা জুন, ২০১০ রাত ১০:৩৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: জীবনটা শুধু..... পাওয়া গেলনা :(

৪| ০১ লা জুন, ২০১০ রাত ১০:৪০

এস মাহবুব বলেছেন: একটু যদি তাকাও তুমি- ফাহমিদা ও বাপ্পা

৫| ০১ লা জুন, ২০১০ রাত ১১:৪৬

সাগর চক্রবতী বলেছেন: নীল ধোঁয়া উড়ে যায়
এই গানটার লিন্ক দিতে পারবেন?

৬| ০২ রা জুন, ২০১০ রাত ১১:২৩

প্রিয়তমেষু বলেছেন: সত্যি বলতে আজ সারাদিন শুনেছি "মটরহেড" ব্যান্ডের "এইস অব স্পেইডস" গান টা!আর কয়েকদিন ধরে খুব শুনছি - 'অর্নব এন্ড ফ্রেন্ডস' এর আমায় ভাসাইলি রে! খুব শুনছি এইটা! কি চমতকার বাদ্যযন্ত্রের বিন্যাস করা হয়েছে!অসম্ভব চমতকার!

০২ রা জুন, ২০১০ রাত ১১:২৮

টেকি মামুন বলেছেন: অর্ণব মানেই নতুন কিছু

৭| ০২ রা জুন, ২০১০ রাত ১১:৩৭

শামীমস বলেছেন: @এস মাহবুব : গানটা মনে হয় দারুন!!! ডাউনলোড দিলাম।

০২ রা জুন, ২০১০ রাত ১১:৪২

টেকি মামুন বলেছেন: হুম শামীম ভাই শুনে দেখেন মজা পাবেন

৮| ০২ রা জুন, ২০১০ রাত ১১:৪৮

পল্লী বাউল বলেছেন: খুবই ভাল একটা কাজ করেছেন ভ্রাতা।
অনেকগুলো প্লাস নেন।

০২ রা জুন, ২০১০ রাত ১১:৫৮

টেকি মামুন বলেছেন: দেন মাল্টি আইডি থাকলে বেশি বেশি প্লাস দেন

৯| ০২ রা জুন, ২০১০ রাত ১১:৪৮

মামুন বিদ্রোহী বলেছেন: প্রিয়

১০| ০৩ রা জুন, ২০১০ রাত ১:০১

উদাসী স্বপ্ন বলেছেন: পারলে আমার গান দুটার লিংক দেন

১) লাইম লাইট: চাদ যেনো আকাশের নীরব ভেলায়
২) নরিনের হিমাদ্রী পাড়ে আর একলা হাটি (এইটা আবার দীপ্তর গোলক ধাধার লিংক দিয়েন না, ঐটার কম্পোজিশন ভালো লাগে নাই)


এই দুটা দিতে পারলে তাইলে আমি আমার লাইফের সবচেয়ে প্রিয় দুইটা এ্যালবামের নাম কইতাম, দেখি কেমনে খুইজা দেন (টরেন্ট বা রেপিড বা অন্য যা আছে সব দেখছি!)


তারপর দেখেন আমি কি ডাউনলোড লিংক দেই!

১১| ০৩ রা জুন, ২০১০ রাত ২:২১

স্বদেশ সিনহা বলেছেন: প্রিয়তে..............+

আমাকে যদি কিছু জন্মদিনের গানের লিংক দিতেন, তাহলে খুব উপকার হত। শাফিন আহমেদেরটা বাদে।
জন্মদিনের ছবি দিয়ে একটি ভিডিও তৈরি করবো কিন্তু কোন ভাল গান বা লিংক আমার জানা নেই। যদি আপনার সংগ্রহে থাকে, তবে আমাকে দিলে খুবই উপকার হয়।

ধন্যবাদ, ভালো থাকবেন।

০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৩০

টেকি মামুন বলেছেন: এক কাজ করেন রংমহল ফোরামে যান ওইখানে মিউজিক সেকশনে একটা পোস্ট দেন ।ওখানে ভালো সাড়া পাবেন ।

১২| ১০ ই জুন, ২০১০ সকাল ৮:৫৪

হাফিজুর রহমান মাসুম বলেছেন: >সঞ্জীব চৌধুরীর : চোখটা এত পোড়ায় কেন, ও পোড়াচোখ সমুদ্র হও...সমুদ্র কি তোমার ছেলে

music.com.bd-তে পাবেন।

১১ ই জুন, ২০১০ রাত ৯:৫৪

টেকি মামুন বলেছেন: ধন্যবাদ ।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৫

দুপুরমণি বলেছেন: প্রিয়তে নিলাম ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬

টেকি মামুন বলেছেন: ধন্যবাদ আপনার সুনজরের জন্য ।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০০

ফেরারী... বলেছেন: প্রিয়তে

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৫

টেকি মামুন বলেছেন: ধন্যবাদ আপনার সুনজরের জন্য

১৫| ১১ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৩

অর্ণব আর্ক বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.