নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম,এস, বিশ্বাস টেড্রাস

মামুন বিশ্বাস

মামুনবিশ্বাস

না পারার বেদনায় কি যে কষ্ট তাআমি বুঝি । স্বাগতম বাংলার সকল ব্লগার ভাইদের ।সাথে আছি আমি মো : মামুন বিশ্বাস । মোবা : ০১৭২২-৩৭৮৪৬১

মামুনবিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর জনসংখ্যা কত এবং মুসলমানও খ্রিস্টান কতগুলি ? নিচে উল্লেখ করা হল ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৮

বিশ্বে মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মুসলমান।বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৬৮০ কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৫৭ কোটি, অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ মুসলমান । মুসলমানদের মধ্যে প্রায় ২০ শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ মুসলমান বাস করে যা বিশ্বে মোট মুসলমান জনসংখ্যার প্রায় ১৩%। পাকিস্তানে ১৭ কোটি ৪০ লাখ, ভারতে ১ কোটি ৬১ লাখ, বাংলাদেশে ১৪ কোটি ৫০ লাখ, এবং ইরান ও তুরস্কে ৭ কোটি ৪০ লাখ মুসলিম বসবাস করে । বিশ্বে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার ১.৮৪%। ২০১৬ তে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা দাঁড়াবে ২০৩ কোটি ৪০ লাখ এবং খ্রিস্টানদের সংখ্যা দাঁড়াবে ২০৩ কোটি ৩০ লাখ ।

বিশ্বে মোট ভাষা ৭৩৫৮ বাংলাদেশে ভাষার সংখ্যা ৪২

বিশেষ করে চীন, ভারতসহ এশিয়া এবং আফ্রিকার গরিব দেশগুলোতেই সিংহভাগ লোকের বাস। জনসংখ্যা অনুপাতে এ দেশগুলোর পর্যাপ্ত সম্পদ নেই। এ দেশগুলোর জনসংখ্যা যতো বাড়বে এ বৈষম্য ততোই বাড়তে থাকবে।

বর্তমানে সম্পূর্ণ পৃথিবীর জনসংখ্যার মাত্র ২% মানুষ পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদের মালিক। প্রত্যেক দেশে কিংবা সমাজেও এ ধরনের সম্পদের বৈষম্য দেখা যায়। আমেরিকার ২০০১-এর ডেটা থেকে দেখা যায়, দেশটির ধনী মাত্র ১% মানুষ প্রায় ৩৮% সম্পদের মালিক। অন্য দিকে দেশটির সবচেয়ে নিম্ন আয়ের ৪০% মানুষ মিলিতভাবে দেশটির মাত্র ১% সম্পদের মালিক।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-৪

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৮

মুহাম্মদ ফয়সল বলেছেন: ধন্যবাদ!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৩

মামুনবিশ্বাস বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৯

প্যাঁচনাই বলেছেন: টিকাচে !!!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৫

রণক্লান্ত বলেছেন: বাংলাদেশে ভাষার সংখ্যা ৪২ :| :| :|

এটা কি কলোকুয়্যাল ভাষার কথা বলা হলো না কি মৌলিক ভাষা ?

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৮

শামীম আরা সনি বলেছেন: খুব বেশী তথ্য পাইলাম না।:(

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১৫

আকাশের তারাগুলি বলেছেন: ভারতে মুসলমানের সংখ্যা কত, তথ্যে একটু গলদ আছে মনে হয়।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৪

শুভ্র দেব রায় বলেছেন: ভারতে মুসলমানের সংখ্যা ১৫ কোটির মতো

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৯

সিস্টেম বলেছেন: পাকিস্তানে ১৭ কোটি ৪০ লাখ, ভারতে ১ কোটি ৬১ লাখ।

কৈ পাইছেন? গান্জাগুন্জা খাইছেন নাকি? নাউজুবিল্লাহ।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩১

স্পেলবাইন্ডার বলেছেন: ভূয়া তথ্য।

এশিয়ায় মাত্র ২০ শতাংশ মুসলিম বাস করে!!!!!!!!!! হায়রে বেকুব!!!!!!

ভারতে মুসলিম জনসংখ্যা ১ কোটি ৬১ লাখ!!!!!!! হায়রে ভুদাই!!!!!!!!!

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪২

আনিসুর র বলেছেন: স্পেলবাইন্ডার বলেছেন: ভূয়া তথ্য।

এশিয়ায় মাত্র ২০ শতাংশ মুসলিম বাস করে!!!!!!!!!! হায়রে বেকুব!!!!!!

ভারতে মুসলিম জনসংখ্যা ১ কোটি ৬১ লাখ!!!!!!! হায়রে ভুদাই!!!!!!!!!

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫১

আনিসুর র বলেছেন: ভাইজান ২০০১ এক সালের হিসেব অনুযাই ১২ কোটি মুসলিম ভারতে। যা বর্তমানে ১৫ কোটি ছাড়িয়ে গেছে। আপনি গুগলে সার্স দিলে পেয়ে যাবেন।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫২

বলাক০৪ বলেছেন: সংখ্যা দিয়া কিসসু অয় না। দৌলতই সব।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৮

রোবট ভিশন বলেছেন: ভাইজান, হিসবে ভুল আছে। ভারতে মুসলিম সংখ্যা আর বেশি হবে। ভুল তথ্য দিয়ে পুষ্ট দেওয়া ঠিক নয়।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৮

জন ঢাকা বলেছেন: রোবট ভিশন বলেছেন: ভাইজান, হিসবে ভুল আছে। ভারতে মুসলিম সংখ্যা আর বেশি হবে। ভুল তথ্য দিয়ে পুষ্ট দেওয়া ঠিক নয়

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৬

শামীম আরা সনি বলেছেন: ভারতে মুসলমান বিষয়ক তথ্যে উনার টাইপিং মিসটেক হয়ে থাকতে পারে।
তবে পাশাপাশি হিন্দুর সংখ্যাটা কেন আসলো না ওনার লেখায় এইটা একটা বিষয়।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৪

হরিপদ কেরাণী বলেছেন: সঠিক তথ্য নিয়ে কারবার করা উচিৎ! ভুল তথ্য প্রকাশ থেকে বিরত থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.