নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস্য হলেও দেখে নিন মানুষের চামড়া দিয়ে তৈরি নানা রকম জিনিস B:-) :-B B:-)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬









ঢোল







Jan z Trocnova,যিনি Jan Ziska নামে বেশী পরিচিত।ছিলেন চেক প্রজাতন্ত্রের একজন Hussites জেনারেল এবং সেই সময়ের পৃথিবীর খ্যাতিমান বীর যোদ্ধা।ক্যাথলিক চার্চের বিরুদ্ধে গড়ে ওঠা অধিকাংশ ক্রুসেড শক্ত হাতে দমন করেন।বর্তমান সময়ে যুদ্ধে ব্যবহৃত আধুনিক ট্যাঙ্কের ধারনাও পাওয়া যায় তার ব্যবহার করা ছোট গাড়িতে কামান বসিয়ে ব্যবহার করা থেকে।তাছাড়া গান পাউডার ব্যবহারেরও প্রবক্তা তিনি।১৪২৩ সালে তিনি যখন হাঙ্গেরি হয়ে অস্ত্রিয়া এবং পরে মরাভিয়ায় যাত্রা করেন সিভিল ওয়্যার ঠেকাতে।ম্ ভিয়ার Přibyslav শহরে ১৪২৪ সালের ১১ই অক্টোবর প্লেগে আক্রান্ত হয়ে মারা যান।মারা যাবার আগে তার শেষ ইচ্ছা ছিল যেন সে মারা গেলে তার চামড়া দিয়ে ঢোল বানানো হয় যাতে সেই ঢোলে বাড়ি দিয়ে তার সৈন্যরা যুদ্ধ শুরু করে আর এভাবে সে মারা যেয়েও যুদ্ধে থাকার ইচ্ছা পোষণ করে।



ওয়েস্টকোট







১৮ শতকে ফ্রান্স রেভুলেশন এর সময় Saint-Just rose ছিলেন নাম করা রাজনৈতিক নেতা,সামরিক কমান্ডার এবং পাবলিক সেফটি কমিটির প্রভাবশালী সদস্য।de la Meuse এর লেখা “Anecdotes” থেকে জানা যায় একদিন বিরোধী শিবিরের লম্বা,সুন্দর এক নারী গ্রেপ্তার করা হয়।তাকে আনা হয় Saint-Just rose এর সামনে।ঐ নারীর শক্ত ভাষণে রাগান্বিত হয়ে Saint-Just rose তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।শুধু এতেই Saint-Just rose থামেনি,একজন সার্জন দিয়ে ঐ নারীর শরীরের চামড়া ছাড়িয়ে নেন।পরে ঐ চামড়া দিয়ে একটি ফ্যাশানবল ওয়েস্টকোট বানিয়ে নেন, যেটা তিনি ব্যবহার করেছেন বহুদিন।



সিগার কেস







উনিশ শতকে ফ্রান্সের অন্যতম সিরিয়াল কিলার হল Henri Pranzini,যাকে বলা হত “Splendid Darling”। তাকে যখন বিচারের আওতায় আনা হয় তখন সারা দুনিয়ার মানুষের দৃষ্টি ছিল সেই বিচারের দিকে।কথিত আছে,অনেক ধনী ব্যক্তি চেষ্টা চালায় Henri Pranzini এর শরীরের নানা অংশ হস্তগত করতে।সফলও হয় তারা।একজন মহিলা তার দাঁত সংগ্রহ করে তা দিয়ে আংটি বানিয়ে নেয়।আর এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা সংগ্রহ করে Henri Pranzini এর চামড়া।তা দিয়ে ঐ কর্মকর্তা বানিয়ে নেয় একটি সিগার কেস।



বই







মানুষের চামড়া দিয়ে অনেক বই বাধানো হয়েছে যার বর্ণনা পাবেন আমার এই পোস্টে অবিশ্বাস্য হলেও দেখে দিন মানুষের চামড়া দিয়ে বাধানো বই ও তাদের ইতিহাস



কলিং কার্ড







স্কটল্যান্ডের এডিনবার্গের William Burke এবং তার সহযোগী William Hare সতের জন মানুষকে হত্যা করে তাদের শরীরের নানা অংগ প্রত্যঙ্গ ডাক্তারদের কাছে বিক্রি করে দেয়।তাদের পুলিশ গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করলে বিচারক William Burke কে ফাঁসির আদেশ দেয়।ফাঁসির পর তার কঙ্কাল দান করা হয় University of Edinburgh’s Anatomical Museum এ।তার চামড়া দিয়ে বানানো হয় পকেট বুকের কভার এবং কলিং কার্ডের কেস।যা বর্তমানে এডিনবার্গ এর Royal Mile Police Information Centre এ প্রদর্শনের জন্য রাখা আছে।



ওয়ালেট







১৮৩৩ সালে নিউজার্সির মরিসটাউনে ফ্রেঞ্জ ইমিগ্রান্ট t Antoine LeBlanc নৃশংস ভাবে হত্যা করে তিনজনকে।নিহত তিনজনের শরীর টুকরো টুকরো করে ঔষধ দিয়ে স্টাফ করে রাখে।পুলিশের হাতে গ্রেপ্তারের পর বিচারক Antoine LeBlanc এ মৃত্যুদণ্ড প্রদান করেন এবং মৃতদেহ টুকরো টুকরো করার আদেশও দেন।পরে খুনির চামড়া দিয়ে ওয়ালেট এবং পার্স বানানো হয়।



জুতা







১৮৭৬ সালে নিউইয়ারকে বিখ্যাত জুতা প্রস্তুতকারক H&A Mahrenholz এর কর্ণধার Mr. Mahrenholz,যিনি বিভিন্ন সময় নানারকম প্রাণীর চামড়া দিয়ে জুতা বানিয়ে চমকে দিতেন মানুষকে,তিনি এক মানুষের চামড়া দিয়ে বুট বানিয়ে পাঠিয়ে দেন ওয়াশিংটনের Smithsonian Institute এ।সেখানেই প্রদর্শনের জন্য রাখা আছে বুট জোড়া।তবে এখনও জানা যায়নি চামড়াটা কার ছিল।



স্লিপারস







১৬৩৩ সালে ফ্রান্সের রাজা Louis XIII তার প্রাসাদে Cabinet du Roi নামে একটি মিউজিয়াম গড়ে তোলেন।সেখানে স্থান পেতে থাকে দুনিয়ার আজব আজব জিনিস।আঠার শতকের শেষ দিকে Valmont De Bomare এর একটি লেখা থেকে জানা যায় প্যারিসের Pierre Sue নামে এক সার্জন মানুষের চামড়া দিয়ে তৈরি একজোড়া স্লিপার Cabinet du Roi মিউজিয়ামে পাঠিয়ে দেন।যা আজও আছে সেখানে।



হাই হীল







ডাচ চিকিৎসক Leyden এর জবানীতে জানা যায় Hermann Boerhaave নামক প্রভাবশালী ব্যক্তির সংগ্রহ শালায় মানুষের চামড়া দিয়ে তৈরি মহিলাদের জন্য তৈরি একজোড়া হাই হীল ছিল।যার সত্যতা পাওয়া যায় ১৮৫৬ সালে Henry Stephens এর Queries Volume II তে।

'





মন্তব্য ৮৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কি ভয়ংকর X(

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

মামুন হতভাগা বলেছেন: হুম ভয়ঙ্কর

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

আশিক মাসুম বলেছেন: মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কি ভয়ংকর X(



সত্যি নাকি ??? প্রমান দেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

মামুন হতভাগা বলেছেন: গুগল মামারে খুজতে বলেন,খুজে পাবেন।
আপনার জন্য ঢোল এর বিষয়টার জন্য উইকির Jan z Trocnova, এর জীবনীর Civil war চ্যাপ্টার এর শেষ কয়েকটা লাইন পড়তে পারেন। :)

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

গেমার বয় বলেছেন: লেখার জন্য উপযুক্ত টপিক বাছাইয়ের জন্য এবং লেখার জন্য + !!! =p~ =p~ =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

মামুন হতভাগা বলেছেন: য়্যা :-* :-*

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: সত্যিই ভয়ংকর।

বিকৃত চিন্তাভাবনা। :(

আনকমন পোষ্ট

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মাহী ফ্লোরা বলেছেন: ভাবতেই কেমন যেন লাগছে!:(

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মামুন হতভাগা বলেছেন: বিষয়টাই আসলে কেমন যেন

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

খেক খেক বলেছেন: + !

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

মামুন হতভাগা বলেছেন: ওঃ

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

শিপু ভাই বলেছেন:
ইয়াল্লা!!! :-& :-& :-&


১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

মামুন হতভাগা বলেছেন: হায় আল্লাহ্‌

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভয়ংকর বাট সুন্দর পোস্ট।+
শুভ নববর্ষ ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাব
লেট শুভ নববর্ষ

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: B:-) B:-)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

মামুন হতভাগা বলেছেন: হুম

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

আদিম পুরুষ বলেছেন: পোস্ট ভালো লাগল।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আদিম পুরুষ :)

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

সানড্যান্স বলেছেন: আইডিয়াটা পার্ভার্ট!ভাল লাগেনি।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

মামুন হতভাগা বলেছেন: হয়ত /:) /:)

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

শুধুই অর্ক বলেছেন: মানুষ বড়ই সস্তা

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

মামুন হতভাগা বলেছেন: কি আর বলব

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
অবাক করা পোস্ট !! B:-) B:-)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

মামুন হতভাগা বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তথ্যগুলো ভয়ংকর। আমার কেমন যেন বমি আসতেছে !! :-& :-& :-&

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

মামুন হতভাগা বলেছেন: ও,সরি

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ভয়ংকর।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

মামুন হতভাগা বলেছেন: আসলেই ভয়মকর

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

জেমস বন্ড বলেছেন: বই সম্প্রকে আগে পড়েছিলাম , একটা ডকুমেন্টারি ও দেখেছি বাট কিছু বিষয় আজ জানলাম ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ বন্ড

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: :-& :-&

তাও ভালো ভাই কোন খাওনের রেসিপি দেন নাই :-P

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

মামুন হতভাগা বলেছেন: রেসেপি খুঁজতাছি পাইলেই দিয়ে দিব

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫

লোনলিফাইটার বলেছেন: হতভাগা ;) B-)) X( X( X(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

মামুন হতভাগা বলেছেন: :-& :-&

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯

দুঃখ বিলাসি বলেছেন: পোস্টে +

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ দুঃখ বিলাসি

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭

এম ই জাভেদ বলেছেন: অমুকের চামড়া তুলে নেব আমরা- শ্লোগান টার কিছুটা যৌক্তিকতা খুঁজে পেলাম আপনার পোস্ট পড়ে।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

মামুন হতভাগা বলেছেন: তাই নাকি? ধন্যবাদ

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

ব্রতসত্য বলেছেন: :-& :-& :-& :-& :-&

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

মামুন হতভাগা বলেছেন: :-& :-& :-& :-&

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮

সুখ নাইরে পাগল বলেছেন:
কন কি B:-) B:-) :-& :-&

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

মামুন হতভাগা বলেছেন: কাহিনী একদম সত্য

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

হাবিব০৪২০০২ বলেছেন: মানুষ আসলেই একটা আজব প্রাণী, কতটা সাইকো হতে পারে

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

মামুন হতভাগা বলেছেন: মানুষ আসলেই একটা আজব প্রাণী,ধন্যবাদ

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

আমি যে আমার মতো, কারো মতো নই! বলেছেন: ভয়ংকর। আপনার বর্ণনাভঙ্গি অনেক সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ :)

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অন্তহীন পথিক বলেছেন: আমার সংরক্ষনে একটা থাকলে ভালো হত।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

মামুন হতভাগা বলেছেন: আমিও চেষ্টায় আছি একটা পাওয়ার জন্য

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

bangal manus বলেছেন: গো আজমের চামন্ড দিয়া যদি এক জোড়া জুতা বানালে কেমন হয়?

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

মামুন হতভাগা বলেছেন: সেইরম হবে :)

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

ক্ষঋঙ বলেছেন: ভালো লাগল।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ কিন্তু আপনার নিক দেখে হাল্কা টাশকিত

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

এ্যাপোলো৯০ বলেছেন: আমি জান্তাম মাইনষের চামড়ার ইলাস্টিসিটি নাই। তাই এই চামড়া দিয়া কিছু বানাইলে তা টিকবে না। এখন তো দেখতেছি মহামারী ব্যাপার স্যাপার। বালা হৈছে

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ এ্যাপোলো৯০

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

হাসান মাহবুব বলেছেন: সৌন্দর্যের পেছনে কী অবর্ণনীয় বিভৎসতা!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মামুন হতভাগা বলেছেন: তাইতো দেখতেছি হামা ভাই

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

জমিদার হুজুর বলেছেন: মানুষের চামড়ায় জুতা !!!!!!!!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

মামুন হতভাগা বলেছেন: হুম

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: ডিসগাস্টিং ++++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ;) B-)) X( X( X(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

মামুন হতভাগা বলেছেন: ওঃ

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

ড. জেকিল বলেছেন: একটা অনুষ্ঠানে দেখছিলাম মানুষ আর শুকর এর চামড়া র পার্থক্য নাকি সহজে করা যায়না, তাই ভাবতাসি একটা শুকরের চামড়া দিয়া জিনিস বানায়া মানুষের
বলে চালায়া দিমু :-P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

মামুন হতভাগা বলেছেন: ক্যারি অন

৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: চরম পোষ্ট,প্লাস!

৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ ভ্যাম্পায়ার :)

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

শায়মা বলেছেন: কি সর্বনাশ!!!


আমি শেষ!:(

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

মামুন হতভাগা বলেছেন: শায়মাপু আছো কেমন?
আসলেই ভয়ংকর বিষয়

৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: পাদুকা না জূতা
ভাল্লা কথা

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

মামুন হতভাগা বলেছেন: ঐ একটা হইলেই হইল

৩৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

অকপট পোলা বলেছেন: এই বিভৎস টপিকে আপনার ফেসিনেশন জাগলো কেমনে- তাই আগে বলেন তো!!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

মামুন হতভাগা বলেছেন: :-& :-& :-&

৩৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমার সিগারেটের কেসটা দরকার

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

মামুন হতভাগা বলেছেন: জোগাড় করতে পারলে গিফটু পাবেন নিশ্চিত

৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

মেহেদী হাসান মানিক বলেছেন: ভাইরে বাংলালিংক এর স্পীড এর জালায় অস্থির
কোন ছবি ব্লগই দেখতে পারতেছি না।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

মামুন হতভাগা বলেছেন: তাই নাকি ? আমি জুম ব্যবহার করে ভালই তো আছি

৪১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

জুন বলেছেন: কিছু কিছু বিকৃত মানুষজনের ভয়ংকর ও পৈশাচিক চিন্তা ভাবনার প্রকাশ মামুন ।
পোষ্টে +

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

মামুন হতভাগা বলেছেন: সেটাও ঠিক আপু

৪২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০

মেহেদী হাসান মানিক বলেছেন: খুব ভাল
কিন্তু মানুষের চামড়ার বানিজ্যিক ব্যবহার শুরু হইলে কি হবে :( :( :( :( :( :( :( :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

মামুন হতভাগা বলেছেন: খুবই চিন্তার বিষয়

৪৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

পোড়া কপাল বলেছেন: তাই বোধহয় কেউ একজন বলছিলো-"তরে পিডাইয়া, জুতা বানাইয়া পায়ে পরমু।:

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

মামুন হতভাগা বলেছেন: :-B :-B

৪৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২

দে-দৌড় বলেছেন: লেখার জন্য উপযুক্ত টপিকস, বাছাইয়ের জন্য এবং লেখার জন্য ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.