![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেজর জিয়াউর রহমান।একজন সেক্টর কমান্ডার,একজন সাবেক রাষ্ট্রপতি,প্রথমে জাগদল এবং পরের বিএনপির প্রতিষ্ঠাতা।বিএনপির দাবী মোতাবেক স্বাধীনতার ঘোষক, যদিও তিনি জীবিত থাকাকালীন এই দাবী কখনও করেননি।যাইহোক,তিনি যুদ্ধে গিয়েছিলেন দেশ মাতৃকার স্বাধীনতার জন্য।দেশ স্বাধীনও হল।১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের নানা পক্রিয়ায় এ দেশের প্রেসিডেন্ট হন তিনি।তিনি তার রাজনৈতিক উচ্চাভিলাষী স্বপ্ন পুরনে এ দেশের স্বাধীনতার বিরোধীদের যারা দণ্ডিত এবং দেশের বাইরে পালিয়ে ছিলেন তাদের পুনর্বাসনের দায়িত্ব নেন।এ দেশে নতুন করে মৌলবাদী ধর্মান্ধদের রাজনীতির বীজ বপন করে তার পরিচর্যা শুরু করেন মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান।তবে দুর্ভাগ্য হল তিনি বীজ বপন করলেও সেই বিষ বৃক্ষের বিশালতা দেখতে পারেননি।
বেগম খালেদা জিয়া।একজন সেক্টর কমান্ডার,একজন সাবেক রাষ্ট্রপতি,প্রথমে জাগদল এবং পরের বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের স্ত্রী।সাথে সাথে তিনি আলোচিত তারেক জিয়া এবং আরাফাত রহমান কোকো এর মাতা।তিনি একাধারে তিন বারের প্রধান মন্ত্রী এবং বর্তমান সহ দুই বারের প্রধান বিরোধী দলের নেতা।সব কিছু বাদ দিয়ে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন তার স্বামীর বোনা মৌলবাদী বীজের পরিচর্যাকারী হিসেবে।তিনি শুধু সেই বীজটির পরিচর্যাকারী নন,সেই বীজ থেকে জন্ম নেওয়া চারা গাছটি যে এখন বিশাল বিষবৃক্ষ হয়েছে তার একমাত্র দাবীদার।২০০১ সালে জামায়াতের সাথে জোট করে নির্বাচনে জিতে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে দিয়ে এই দেশের স্বাধীনতার সপক্ষের শক্তির মুখে যে চুনকালি মেখে দিয়েছিল,আজকের দিন পর্যন্ত সেই ধারাবাহিকতার সাথেই আছেন স্বাধীনতার ঘোষণার দাবীদারের স্ত্রী। এবার চলুন কিছু ছবি দেখি
উপরের ছবিটা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার।পাকি হানাদার আর এদেশে তাদের দোসরদের হাত থেকে মসজিদও রক্ষা পায়নি।নীচের ছবিটা ১৯৭১ সালের না,২০১৩ সালের
দেখুন সময় আলাদা কিন্তু ঘটনা এক।
উপরের ছবিটা ১৯৭১ সালের,পাকি হানাদার আর এদেশের দোসরদের হাতে ধ্বংস হওয়া শহীদ মিনার।নীচের ছবিটা ২০১৩ সালে ধ্বংস হওয়া শহীদ মিনারের
এখানেও সময় আলাদা কিন্তু ঘটনা এক
উপরের ছবিটা ১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর সংঘটিত ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী।সেদিন তারা হায়নার মত ঝাঁপিয়ে পড়ে এদেশের সাংবাদিক,লেখক,সাহিত্যিক,কবি,শিক্ষক সহ মুক্তবুদ্ধির মানুষদের উপর।নিচে দেখেন ২০১৩ সালে প্রশাসন ও সাংবাদিকদের উপর হামলার সাক্ষী
এবার চলুন দেখি ১৯৭১ সালে পাকি হায়না আর তাদের দোসরদের হাতে ধ্বংস হওয়া ঘরবাড়ী আর স্থাপনার চিত্র
এবার ২০১৩ সালের কিছু ছবি দেখি
এই মুহূর্তে খুব খুব করে একজন সেক্টর কমান্ডার,একজন সাবেক রাষ্ট্রপতি,প্রথমে জাগদল এবং পরের বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান কে আমি খুব মিস করছি।কারন দেখতে ইচ্ছা করছে দেশের এই প্রেক্ষাপটে মেজর জিয়াউর রহমান কি সিদ্ধান্ত নিতেন?তিনি কি সব কিছুর উর্ধে উঠে এ সময় এদেশের সার্বভৌম এবং স্বাধীনতার বিপক্ষ শক্তির এই আস্ফলনে আবারও কি তিনি নতুন যুদ্ধ শুরু করতেন নাকি তার স্ত্রী ও বিএনপি ঐ পরাজিত শক্তিকে যে প্রকাশ্য সমর্থন করছে তাতে তিনিও শামিল হতেন?
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
মামুন হতভাগা বলেছেন: আমিও আশা করি মেজর জিয়াউর রহমান নতুন আরেকটি মুক্তিযুদ্ধ শুরু করতেন।কিন্তু আমরা কি তার হাতে গড়া দলটির বর্তমান জামাতি সহযোগিতার সিদ্ধান্তকে জিয়া আদর্শের বিপরীত বলে গণ্য করব না ?
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫
বেপারিবাজ বলেছেন: দমকল৮৬ বলেছেন: সত্যিই জানতে চান জিয়া কি করতেন ?
জিয়া ধইরা যারাই বদ কাজগুলা করত তাদের ফাঁসি দিতেন ।
জিয়ার অনেক ভুল ত্রুটি দোষ ছিল । কিন্তু এই দেশের জন্য তার এক বুক ভরা ভালবাসা ছিল ।
এই ভালবাসা না থাকলে , বঙ্গবন্ধুর মৃত্যুর বছর পাঁচেকের মাথায় আওয়ামী লীগের মুখোমুখি প্রায় সমশক্তির আরেকটা দল দাড় করাতে পারতেন না ।
দুনিয়ায় অনেক সেনাশাসক থাকে । যারা যত দিন ক্ষমতায় ততদিনই তাদের নাম থাকে । ক্ষমতা হারানোর বা মৃত্যুর পর তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয় ।
জিয়া এর ব্যাতিক্রম ।
যারা বঙ্গবন্ধু আর জিয়া দুজনেরই শাসনকাল দেখেছেন তাদের কাছে জিজ্ঞাস করবেন শাসক হিসেবে কে কেমন ছিলেন ।
osam bolesen mama
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
মামুন হতভাগা বলেছেন: ভাই আমাদের দেশের সমস্যা হইল বঙ্গবন্ধু মুজিব কে নিয়ে কিছু লিখলে সাথে সাথে তার বিরোধিতা করতে নেমে যাবে আবার মেজর জিয়াউর রহমান কে নিয়ে কিছু লোক সাথে সাথে তার বিরোধিতা শুরু করবে। এটা ঠিক না।আপনি দেখুন, আমি লিখেছি কারন দেখতে ইচ্ছা করছে দেশের এই প্রেক্ষাপটে মেজর জিয়াউর রহমান কি সিদ্ধান্ত নিতেন?তিনি কি সব কিছুর উর্ধে উঠে এ সময় এদেশের সার্বভৌম এবং স্বাধীনতার বিপক্ষ শক্তির এই আস্ফলনে আবারও কি তিনি নতুন যুদ্ধ শুরু করতেন নাকি তার স্ত্রী ও বিএনপি ঐ পরাজিত শক্তিকে যে প্রকাশ্য সমর্থন করছে তাতে তিনিও শামিল হতেন?
এখন আমারে বুঝান, আমি লেখায় কোথাও বঙ্গবন্ধুর নাম লিখেছি?লিখিনাই।তাইলে কে ভাল শাসক বা ভাল নেতা সেইটা নিয়ে আলোচনার দরকার কেন।আমি তো তাদের দুইজনরে কারো সাথে কারো তুলনা করতে যাই নাই। আপনি যদি সত্যি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করেন তাইলে আপনি আপনার মতামত দিবেন যে এই সময়ে তিনি কি সিদ্ধান্ত নেবেন।তা না করে আপনাদের একটা খামোখা টাইপ কথা বললেন।এটা মোটেও ঠিক না।আপনার সাথে আমার আদর্শের অমিল থাকতে পারে কিন্তু আমি যদি আপনাকে ছোট করার জন্য সর্বদা চেষ্টা করতে থাকি তবে সেটা কি আমি যার আদর্শ মেনে চলি তাকে ছোট করা হবেনা।একজন মুজিব বা একজন জিয়া কে ভাল আর কে খারাপ এই তুলনা করতে যেয়েই তো যত সর্বনাশ ঘটছে।আমার মতে আমাদের সবাইকে আরও উদারতার পরিচয় দিতে হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
দমকল৮৬ বলেছেন: সত্যিই জানতে চান জিয়া কি করতেন ?
জিয়া ধইরা যারাই বদ কাজগুলা করত তাদের ফাঁসি দিতেন ।
জিয়ার অনেক ভুল ত্রুটি দোষ ছিল । কিন্তু এই দেশের জন্য তার এক বুক ভরা ভালবাসা ছিল ।
এই ভালবাসা না থাকলে , বঙ্গবন্ধুর মৃত্যুর বছর পাঁচেকের মাথায় আওয়ামী লীগের মুখোমুখি প্রায় সমশক্তির আরেকটা দল দাড় করাতে পারতেন না ।
দুনিয়ায় অনেক সেনাশাসক থাকে । যারা যত দিন ক্ষমতায় ততদিনই তাদের নাম থাকে । ক্ষমতা হারানোর বা মৃত্যুর পর তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয় ।
জিয়া এর ব্যাতিক্রম ।
যারা বঙ্গবন্ধু আর জিয়া দুজনেরই শাসনকাল দেখেছেন তাদের কাছে জিজ্ঞাস করবেন শাসক হিসেবে কে কেমন ছিলেন ।