![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সামহয়্যারইন ব্লগ ও সামহয়্যারইন ব্লগ পরিবারের সদস্যগণ,
গতকাল থেকে বাংলা ব্লগ কমিউনিটি একটা ধোঁয়াশার মধ্যে সময় পার করছে।সরকার ধর্ম অবমাননাকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্তের বিষয়ে নানাবিধ মতামত থাকতে পারে।কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশী দরকার একটা বিষয়ে মতৈক্যের।আর তা হল,গুটি কয়েক ধর্ম অবমাননাকারিদের জন্য সরকার যেন সামহয়্যারইন ব্লগের উপর কোন অন্যায় শাস্তি না দেয়।
আমরা বিনা যুদ্ধে সরকারের কোন অন্যায় সিদ্ধান্তের কাছে মাথা নত করতে রাজিনা।গুটি কয়েক ব্লগারের দায় কেন পুরা সামহয়্যারইন ব্লগ পরিবারের সকল সদস্য নিতে যাবে?কোন ব্লগার যদি অন্যায় করে থাকে তবে তার শাস্তি হবে কিন্তু ব্লগের উপর কেন শাস্তি চাপিয়ে দেওয়া হবে?
সামহয়্যারইন যদি সরকার বন্ধ করে দেয় তবে কি উপায় করে সামু দেখা বা ব্যবহার যাবে,সেই তত্ত্ব নিয়ে ঘাটার কোন মানে নেই।আমরা কেন সরকারের ঢালাও শাস্তি প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে এক হচ্ছি না।সরকার যে ঢালাও শাস্তি দিবে,এমন ঘোষণা না দিলেও কিছু আশংকা থেকেই যায়।আর সরকার যাতে কোন রকম অন্যায় সিদ্ধান্ত না নেয়,তার জন্য আমরা কি কিছু করতে পারিনা?নাকি বন্ধ সাইট কিভাবে ব্যবহার করা যায় তার প্র্যাকটিস করতে থাকব?
আশা করেছিলাম, ব্লগিয় রথী-মহারথী যাদের কোথায় পরম ক্ষমতাশালী মডারেশণ প্যানেল উঠত বসত তারা এগিয়ে আসবে এই দুর্দিনে।একটি রূপরেখা প্রণয়ন করবেন যাতে সাধারণ ব্লগাররা একত্রে থেকে সরকার যাতে কোন অন্যায় সিদ্ধান্ত না নিতে পারে তার জন্য কি কি করা যায় বা যদি কোন অন্যায় সিদ্ধান্ত নিয়েই নেয় তবে আমাদের কি করা উচিত, এমন কোন লেখা নিয়ে হাজির হবেন।কিন্তু সময়ের প্রয়োজনে সেই রথী-মহারথী ব্লগাররা ইন্দুরের গর্তে লুকায়ছে।কিন্তু সাধারণ ব্লগাররা কেউ লুকায়নি।তারা সামহয়্যারইন ব্লগের সাথে পরিবারবদ্ধ হয়ে ছিল,আছে,থাকবে।
মনে হইল সাধারণ ব্লগারদের একটা জায়গা দরকার যাতে সকল সাধারণ ব্লগার তাদের মতামত প্রকাশ করতে পারে নির্দিষ্ট কিছু ইস্যু নিয়ে।বর্তমানে দুটি ইস্যু নিয়ে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
প্রথমত,সরকার যাতে গুটি কয়েক ব্লগারের দায় সামহয়্যারইন ব্লগের সকল ব্লগারের উপর চাপাতে না পারে
এবং
দ্বিতীয়ত,যদি সরকার সামহয়্যারইন ব্লগের বিরুদ্ধে কোন অন্যায় সিদ্ধান্ত নেয় তবে আমাদের করনীয় কি হবে?
উক্ত দুটি ইস্যু নিয়ে মতামত জানানোর জন্য সবাইকে নীচের পেজে আসার আমন্ত্রন রইল।তবে একটি বিষয় মাথায় রাখতে হবে,আমরা কোন নেতা চাইনা,সিদ্ধান্ত সবার সাথে শেয়ার করে নেওয়া হবে।আসবেন তো?
সামুর আওয়াজ
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২
মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ, আগে সামু কে রক্ষা করতে হবে তারপর ক্যাচাল!
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
বিডি আমিনুর বলেছেন: ভাল পোস্ট , আমি চাই না সামু বন্ধ হোক , যুগ যুগ ধরে সামু বেচে থাকুক কিন্তু সামুর মডুরা মনে হয় চায় না
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
মামুন হতভাগা বলেছেন: আমাদের পরিচিত গণ্ডির মাঝে এবং সরকারের নীতিনির্ধারকদের কাছে সামুর পজেটিভ দিক তুলে ধরতে হবে।গুটি কয়েক ব্লগারের দায় সকল ব্লগার নিব না।
জয় বাংলা
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
শিপু ভাই বলেছেন:
গুটিকয় বদমাশের কারনে লাখো ব্লগারের এই মুক্ত প্লাটফরমের উপর সরকার আশা করি কোন অন্যায় হস্তক্ষেপ করবে না।
করলে আমাদের সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বে। ডিজিটাল সরকার এমন এনালগ কোন স্বিদ্ধান্ত নিবে না বলে বিশ্বাস করি।
আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এই প্লাটফর্মের উপর কোন আঘাত না আসে।
ব্লগ না থাকলে কই থাকবো আমাগো আম্লীগ বিম্পি বাহাস???!!!???
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ, আমাদের সোচ্চার হতে হবে এবং সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে যাতে সরকার কোন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে।
জয় বাংলা
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯
ধৈঞ্চা বলেছেন: আমি চাই না সামুকে সরকার বন্ধ করে দিক, তবে নর্দমার কীটদের অতি মাত্রায় প্রশ্রয় দেয়ার জন্য কিছুটা শাস্তি সামুর পাওয়া উচিৎ, ভবিষ্যতে যেন এমনটি আর না করতে পারে।
আশা করি সরকারের এই সিদ্ধান্তে সুস্থ ব্লগিং আবার ফিবে আসবে।
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
মামুন হতভাগা বলেছেন: আরে আগে সামু টিকে থাকুক তারপর বাকি অন্য কিছু
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
আমি তুমি আমরা বলেছেন: শিপু ভাই বলেছেন:
গুটিকয় বদমাশের কারনে লাখো ব্লগারের এই মুক্ত প্লাটফরমের উপর সরকার আশা করি কোন অন্যায় হস্তক্ষেপ করবে না।
করলে আমাদের সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বে।
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
ব্যাপারনা বলেছেন: হবেন।কিন্তু সময়ের প্রয়োজনে সেই রথী-মহারথী ব্লগাররা ইন্দুরের গর্তে লুকায়ছে।কিন্তু সাধারণ ব্লগাররা কেউ লুকায়নি।তারা সামহয়্যারইন ব্লগের সাথে পরিবারবদ্ধ হয়ে ছিল,আছে,থাকবে।
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
মামুন হতভাগা বলেছেন: কিন্তু সাধারণ ব্লগাররা কেউ লুকায়নি।তারা সামহয়্যারইন ব্লগের সাথে পরিবারবদ্ধ হয়ে ছিল,আছে,থাকবে।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
আহমেদ রিজভী বলেছেন: আজ সামুর এই দূর্দদশার জন্য সামুই দায়ী । এরাই ঐ সব নষ্টদের প্রমোট করেছে । আজকে আমার একটা পোষ্ট প্রথম পাতা থেকে সরাই দিছে । তারপরও সামুর উপর কোন আঘাত মেনে নেয়া হবে না ।
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মামুন হতভাগা বলেছেন: তারপরও সামুর উপর কোন আঘাত মেনে নেয়া হবে না ।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
রেজোওয়ানা বলেছেন: ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
মামুন হতভাগা বলেছেন: ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
জুন বলেছেন: সামু আমার কাছে এক খোলা জানালার মত। কিছু লোকের জন্য এটা বন্ধ হয়ে গেলে তাহবে আমাদের মত সাধারণ ব্লগারদের জন্য অনেক কষ্টদায়ক।
কিছু লোকের অন্যায়ের জন্য সবাই শাস্তি পাবে এটা কি ঠিক ??
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
মামুন হতভাগা বলেছেন: আপু একতাই বল,আমরা সবাই সজাগ আছি।সামুর বিরুদ্ধে কোন অন্যায় সিদ্ধান্ত নিলে অবশ্যই সম্মিলিত ভাবে তার প্রতিবাদ করব।আর কিছু ব্লগারের দোষে সবাইকে শাস্তি পাবে,এটা নিশ্চয়ই ঘটবে না।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
নিমচাঁদ বলেছেন: সামু বন্ধ হয়ে গেলে সামু বিরোধীরাও কিন্তু গালি গালাজ করার মতোন কিন্ত কোন প্ল্যাটফর্ম পাবেন না ।
আমরা কোনভাবেই সামু কে বন্ধ দেখতে চাইনা ।
গাছে পোকা ধরছে বলে , গাছ কেটে ফেলার অবস্থান থেকে আমাদের সরে আসতে হবে ।
আমরা আশা করবো বর্তমান সরকার মুক্ত ভাবেই সব কিছু চিন্তা করবেন ।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
মামুন হতভাগা বলেছেন: আমরা আশা করবো বর্তমান সরকার মুক্ত ভাবেই সব কিছু চিন্তা করবেন।সহমত।
আসলে সব সময় সরকারে কিছু অতি উৎসাহী দালাল বুদ্ধিজীবী টাইপ লোক থাকে।দল বা সরকারের প্রতি বেশী আনুগত্য দেখাতে যেয়ে এমন কিছু সিদ্ধান্ত নেয় যাতে সাধারণ মানুষের মন থেকে সরকারি দল আস্তে আস্তে ঘৃণার আসনে চলে যায়।আশা করি সামুর ব্যাপারে খারাপ কোন কিছু ঘটবে না।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০০
কাঠুরে বলেছেন: শিপু ভাই বলেছেন:
গুটিকয় বদমাশের কারনে লাখো ব্লগারের এই মুক্ত প্লাটফরমের উপর সরকার আশা করি কোন অন্যায় হস্তক্ষেপ করবে না।
করলে আমাদের সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বে। ডিজিটাল সরকার এমন এনালগ কোন স্বিদ্ধান্ত নিবে না বলে বিশ্বাস করি।
আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এই প্লাটফর্মের উপর কোন আঘাত না আসে।
ব্লগ না থাকলে কই থাকবো আমাগো আম্লীগ বিম্পি বাহাস???!!!???
তবে আমি আরও আশা করবো সামুতে আর কখনো কোনও ইসলামবিদ্বেষী পোস্ট থাকবে না, যদি আসে, তা দেখা মাত্রই সামু ওই নিকের বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫
আশফাক সুমন বলেছেন: শিপু ভাই বলেছেন:
গুটিকয় বদমাশের কারনে লাখো ব্লগারের এই মুক্ত প্লাটফরমের উপর সরকার আশা করি কোন অন্যায় হস্তক্ষেপ করবে না।------
আমিও চাই সামু যেন বন্ধ না করে সরকার ।
আর আসিফ দের মত ইসলাম বিদ্বেষী উগ্র নাস্তিকদের অবাধ বিচরন সামু যেন আর কখনই না হয়-এটাও আমার চাওয়া ।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সামুকে বাঁচাতে হলে আমাদের তো একত্র হতেই হবে এর সাথে সামুকে স্টেপ নিতে হবে! সামুর সাথে আছি থাকবো এই নিয়ে কোন সন্দেহ নেই।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭
মামুন হতভাগা বলেছেন: সামুকে বাঁচাতে হলে আমাদের তো একত্র হতেই হবে এর সাথে সামুকে স্টেপ নিতে হবে! সামুর সাথে আছি থাকবো এই নিয়ে কোন সন্দেহ নেই।
অনেক ধন্যবাদ
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কথাগুলো সুন্দর বলেছেন, তবে কথাগুলো ব্লগারদের না, ব্লগের মডুদের উদ্দেশ্যেই বলা উচিত।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
মামুন হতভাগা বলেছেন: হুম,আমরা বরাবরই একটা অভাগা জাতি।সময় থাকতে যে কাজ করা সহজ সেই কাজ আমরা অসময়ে করে একটা ঝামেলা বাধিয়েই রাখি।প্রথম থেকেই যদি ধর্ম অবমাননাকারীদের শাস্তি দেওয়া যেত তবে আজ এত সমস্যা হত না।তবে এখন যে শাস্তি দিচ্ছে তার জন্য সরকার সাধুবাদ পেতে পারে।তবে এর পিছনেও যদি ক্ষমতার রাজনীতির কোন কলকাঠি থাকে তবে সেটা ঠিক হবেনা।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
মনিরা সুলতানা বলেছেন: ভালবাসার সামু র সাথেই আছি ।।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
মামুন হতভাগা বলেছেন: ঠিক এ কথাটাই সবার প্রাণের কথা,ভালবাসার সামু র সাথেই আছি
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০
ফাজলামো বলেছেন: আমি চাই না সামুকে সরকার বন্ধ করে দিক, তবে নর্দমার কীটদের অতি মাত্রায় প্রশ্রয় দেয়ার জন্য কিছুটা শাস্তি সামুর পাওয়া উচিৎ, ভবিষ্যতে যেন এমনটি আর না করতে পারে।
আশা করি সরকারের এই সিদ্ধান্তে সুস্থ ব্লগিং আবার ফিবে আসবে।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। নিজের মত প্রকাশের নামে অন্যের মতের প্রতি অশ্রদ্ধা ও নোংরা মনভাব, ধর্মের নামে বিদ্বেষ সৃষ্টি করে তথাকথিত মুক্তমনা ইত্যাদির সাধারন মানুষের মত প্রকাশের রাস্তাকেই রুদ্ধ করে দেয়।
এখন সব কিছুর উর্দ্ধে উঠে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান করতে হবে। যারা এক সাথে হবেন না, তারা পিছিয়ে যাবেন, তারা ছিটকে পড়বেন।
মনে রাখবেন, সকল যুদ্ধের জন্য একটি ময়দান দরকার। সামু অনেকটা সেই ময়দানের মত। আমরা ময়দান হারাতে চাই না। ময়দান হারালে আমাদের যুদ্ধের যায়গা আর থাকবে না।
পোষ্টে ভালোলাগা।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
মামুন হতভাগা বলেছেন: নিজের মত প্রকাশের নামে অন্যের মতের প্রতি অশ্রদ্ধা ও নোংরা মনভাব, ধর্মের নামে বিদ্বেষ সৃষ্টি করে তথাকথিত মুক্তমনা ইত্যাদির সাধারন মানুষের মত প্রকাশের রাস্তাকেই রুদ্ধ করে দেয়।
উপরের এই কথাটাই তো অনেকে বুঝতে চায় না,তবে এখন হয়ত বুঝবে।
ধন্যবাদ আপনাকে।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: এত্ত এত্ত মানুষে অকৃত্তিম ভালোবাসা যে ব্লগের প্রতি রয়েছে সে ব্লগ মনেহয় এত সহজে বন্ধ হবেনা। একটা ভার্চুয়াল সাইটের প্রতি এত্ত এত্ত মানুষের প্রাণঢালা ভালোবাসা থাকতে পারে সামহোয়্যারইন না দেখলে সেটা কেউ বিশ্বাস করতে চাইবে না। এবং এটা কোন মেকি বা সার্থের ভালোবাসা না, ইটস ট্রু লাভ।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
মামুন হতভাগা বলেছেন: ঠিক,এটা কোন মেকি বা সার্থের ভালোবাসা না, ইটস ট্রু লাভ।আর এই আবেগের স্থানটির প্রতি কোন অন্যায় মেনে নিব না।ধন্যবাদ
১৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
সায়েম মুন বলেছেন: আমারো একই কথা গুটিকয়েক ব্লগারের দায় পুরো ব্লগ সমাজ বহন করবে কেন! আমি এখান থেকে অনেক শিখেছি জেনেছি। যতটুকু জানি শেয়ারের চেষ্ঠা করেছি। সবার সাথে মিথোস্ক্রিয়ায় একটা উন্মুক্ত জানালার মত স্থান আমরা হারাবো কেন! তাই এখন সময় ঐক্যমতের।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ,এটাই হোক প্রতিবাদের বজ্রকণ্ঠ " গুটিকয়েক ব্লগারের দায় পুরো ব্লগ সমাজ বহন করবে কেন"
আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যেন সামু নিয়ে কোন নোংরা খেলার সুযোগ না পায়।
২০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭
রওশন জমির বলেছেন: জামায়াত-শিবিরকে ঘৃণা করি বলে তাদের কোনো ব্লগ ও ফেইসবুক বন্ধ করে দেওয়াটাও সমর্থনযোগ্য নয়। যেমন ধর্মের দিক থেকে আপত্তিকর লেখা প্রকাশের দায়ে অভিযুক্ত ব্লগগুলোও বন্ধ করার কোনো যুক্তি নেই। সরকার এইটা করতে পারে, ইসলামপন্থী দলগুলোও এমন দাবি করতে পারে; যেমনটি জামায়াত-বিরোধীরা জামায়াতি সাইটগুলো বন্ধের দাবি তুলেছেন এবং সফল হয়েছেন। তবে কমনসেন্স-এ যে বিষয়গুলোর সমর্থন পাওয়া যায় না, তেমন কিছু লিখলে মডুসহ ব্লগারদের সোচ্চার হওয়া উচিত এবং একে ডিজিটালি সাইজ করা উচিত। যেমন ব্যান করা হতে পারে, ব্লক করা হতে পারে। শত্রুর মতপ্রকাশে আমার সহযোগিতা্র মানসিকতা না থাকলে বুঝতে হবে আমার ভেতরে অজান্তেই দুর্বলতা কাজ করছে এবং পরমতসহিষ্ণুতার পথে এখনো পা রাখা হয় নি।
ধন্যবাদ
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
মামুন হতভাগা বলেছেন: আপনার কথায় যুক্তি আছে কিন্তু ক্রমাগত ধর্মীয় উস্কানি,দেশের স্বাধীনতা নিয়ে কটু কথা,ধর্ম নিয়ে বিদ্রূপ,মিথ্যা খবর প্রচার,ধর্মীয় গ্রন্থ নিয়ে বাজে মন্তব্য সহ আরও কিছু সেনসিটিভ বিষয় নিয়ে যারা সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলছে তাদের সাথে মত প্রকাশের সহযগিতার মানসিকতা দেখানো আজকের দিনে ভুল সিদ্ধান্ত।কারণ এখন সময় এসেছে জাতির ঘুরে দাঁড়ানোর।হয় স্বাধীনতা বিরোধীরা থাকবে না হয় স্বাধীনতার চেতনা লালন কারীরা থাকবে,হয় ধর্ম ব্যবসায়ীরা থাকবে না হয় প্রকৃত ধর্মের অনুসারীরা থাকবে।
জামায়াত-শিবির যেমন ধর্ম ভাঙ্গিয়ে চলছে ঠিক তেমনি ধর্ম অবমাননা কারীরাও ধর্মের বিপক্ষ শক্তি হিসেবে নাম ভাঙ্গিয়ে চলতে চায়।এই দুইটা পথের সব গুলানরে আইনের আওতায় আনা হোক
২১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
বাংলার হাসান বলেছেন: সহমত
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
তোমোদাচি বলেছেন: সহমত !
আগে সামু কে রক্ষা করতে হবে তারপর ক্যাচাল!