![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকাল ২০শে ফেব্রুয়ারী খুলনায় হেফাজতে ইসলামী এর বিভাগীয় মহাসমাবেশ।মহাসমাবেশ নিয়ে হেফাজতের সংবাদ সম্মেলনে নেতাদের বক্তব্য হল
সমাবেশে পাঁচ লক্ষ লোক সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।খুলনার হেফাজতের কমিটি থাকলেও মুল ভূমিকা পালন করছেন হেফাজতের যুগ্নমহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন ও তার পরিবার।
#লাল গোলাকার চিহ্নিত মাওলানা সাখাওয়াত হোসেন।
হেফাজতের এই গুরুত্বপূর্ণ নেতার কিছু বিষয় জেনে নেই
খুলনা মহানগরীর দোলখোলা জামে মসজিদের ইমাম মাওলানা সাখাওয়াত হোসেনের গ্রামের বাড়ী খুলনা জেলার রূপসা উপজেলায়।মসজিদের ইমাম হলেও শুধু শুক্রবার ছাড়া বাকি সবদিন তাকে খুলনায় পাওয়া যায়না,তাকে পাওয়া যায় রাজধানী ঢাকায়। তিনি শুধুমাত্র হেফাজতের যুগ্ন-মহাসচিব নন,তিনি বাংলাদেশ খেলাফত মজলিশেরও যুগ্ন-মহাসচিব।বিএনপির নেতৃত্বাধীন গত চার দলীয় জোট সরকার ও বর্তমান ১৮দলীয় জোটের শরীক দল এই খেলাফত মজলিশ।গত চার দলীয় জোটের সময় হাওয়া ভবনের খুব ঘনিষ্ঠ ছিলেন এই মাওলানা সাখাওয়াত হোসেন।শুধু জোট সরকারের সময়ই নয়,১/১১ প্রেক্ষাপটে কিছু ক্ষমতাবান সেনাকর্মকর্তার আশীর্বাদের কারণে সেনাবাহিনী সমর্থিত সরকারের সময়ও তিনি ছিলেন অনেক ক্ষমতাবান।প্রশ্ন উঠতে পারে মাওলানা সাখাওয়াত হোসেন এত গুরুত্বপূর্ণ কেন এবং তার নামটা জনগণের কাছে পরিচিত না হলেও শীর্ষ রাজনৈতিক নেতাদের বা হেফাজতের কাছে কেন গুরুত্বপূর্ণ?কারণ হল
মাওলানা সাখাওয়াত হোসেনের ছোট ভাই হল সারাদেশে আতংক সৃষ্টিকারী হরকাতুল জিহাদের (হুজি) আমীর শেখ ফরিদ।
শেখ ফরিদ।তাকে র্যাব গ্রেফতার করেছিল ২০১১ সালের ২৭ এপ্রিল
শেখ ফরিদকে বাংলাদেশের সবথেকে বড় বোমা হামলাগুলার জন্য অন্যতম অভিযুক্ত হিসাবে ধরা হয়।র্যাব গ্রেফতারের পর তার জবানবন্দী
আমিনীর হরতালে হুজি জঙ্গীরা তৎপর ছিল ॥ জিজ্ঞাসাবাদে শেখ ফরিদ
হুজিকে সহযোগিতা দিচ্ছে কয়েকটি ইসলামী দল ॥ জিজ্ঞাসাবাদে শেখ ফরিদ
ওসামা লাদেনের সঙ্গে দেখা করেছিলেন হুজি নেতা শেখ ফরিদ
আফগান ও আরাকান যুদ্ধে অংশ নিয়েছিলেন হুজি আমির শেখ ফরিদ
বাংলাদেশে সব জঙ্গি হামলায় সম্পৃক্ত ছিলেন শেখ ফরিদ
বেশীরভাগ সময় লোকচক্ষুর আড়ালে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সমস্ত কাজ সমন্বয় করতেন শেখ ফরিদ।আর প্রকাশ্যে থেকে খেলাফত মজলিশের ক্ষমতাশালী নেতা হিসেবে শেখ ফরিদের সাংগঠনিক কাজ তদারকি করেন মাওলানা সাখাওয়াত হোসেন।
মূলত শেখ ফরিদের নেটওয়ার্ক ও জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যদের সাথে রাখতে হেফাজতের মুল কমিটির যুগ্ন-মহাসচিব করা হয় মাওলানা সাখাওয়াত হোসেনকে।
এখন সাধারণ মানুষ ও প্রশাসনের তীক্ষ্ণ নজরদারি করতে হবে খুলনায় হেফাজতের এই মহাসমাবেশে।কারণ হরকাতুল জিহাদের বোমা বিশেষজ্ঞরা যেন কোন ক্রমেই কোন মহাসমাবেশে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তার দায় অন্যের ঘাড়ে চাপাতে না পারে।যেমনটি হয়েছিল ২১ শে আগস্ট গ্রেনেড হামলা,রমনা বটমূলে বোমা হামলা সহ অসংখ্য ঘটনার পর।
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
পৃথিবী আমারে চাই না বলেছেন:
ভাইসাহেব, শায়খ আব্দুর রহমান যেন কার দুলাভাই ছিল !!!
আর একটা কথা, সবাইকে কি আজকে সারারাত না ঘুমিয়ে সজাগ থাকতে হবে?
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
নিয়েল হিমু বলেছেন: চি আপনি এসব কি বলচেন চি । আপনি তো লাস্তিক হ্যায় গোয়া ।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
স্বপ্নী০০০১ বলেছেন: patorod na nastik ra.. amader bal karben.. bandami car..
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
শাহীন ভূইঁয়া বলেছেন: আপনাদের বাল করবে না আপনাদের একবার ওইটা কেটে মুসলমান বানানো হবে.....উপরের স্বপ্নদোষের স্বপ্নীকে বলছি
৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
অজানা এক আমি বলেছেন: ভাইসাহেব, শায়খ আব্দুর রহমান যেন কার দুলাভাই ছিল !!!
৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: সবাইকে কি আজকে সারারাত না ঘুমিয়ে সজাগ থাকতে হবে?
৬" মেশিন ও রেডি আছে । শুদু একবার বার কন কারে ভরমু??
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭
স্বপ্নী০০০১ বলেছেন: oi shahin Apnar ta Katen.. name ta Muslim Mata kaj ken nastik Mata..
৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯
বিডি আমিনুর বলেছেন: ঐ দিন ও সরকার দল হরতাল ডাকবে কিনা ?
১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
vorer pakhi বলেছেন: আরো কত কিছু যে আপনারা বের করবেন ।তারপরও সত্বের পক্ষের এই জাগরন রুখতে পারবেন ? দেখা যাক ।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
vorer pakhi বলেছেন: আরো কত কিছু যে আপনারা বের করবেন ।তারপরও সত্বের পক্ষের এই জাগরন রুখতে পারবেন ? দেখা যাক ।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩
শিক্ষানবিস বলেছেন: এখন রাষ্ট্রপক্ষের লোকেরা জনমনে আতঙ্ক সৃষ্টির ব্যবস্থা নিয়েছেন। এতে তেমন লাভ নেই। বীর বাঙালীকে আতংকিত করা যায় না। ইতিহাস স্বাক্ষী।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
মাহিরাহি বলেছেন: রুমী (রহ এর ছেলে তার উস্তাদ শামস তাবরেজীকে হত্যা করে।
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
হায়দার সুমন বলেছেন: হরতাল, অবরোধ দিবেন নাকি? দিলে, সেলুনের দোকান আওতামুক্ত রাখবেন প্লিজ.........
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
মোমের মানুষ বলেছেন: দেশের খেটে খাওয়া সাধারন ধর্ম প্রাণ মুসলমানের সংগঠন হল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর সাথে সাধারন মানুষের পূর্ন সমর্থন। যত বাধাই আসুক তারা তাদের গনতান্ত্রিক কর্মকান্ড চালিয়ে যাবে। কোন সরকারি বেসরকারী বাধা তাদের দমিয়ে রাখতে পারবে না। হেফাজতে ইসলাম দেখিয়েছে ৬ই এপ্রিলের ঐতিহাসিক লংমার্চ সমাবেশে। যখন সরকার ও তাদের দোসসরা সর্বশক্তি নিয়োগ করে সমাবেশে আসা লোকদের বাধা দিয়েছিল, কিন্তু ইতিহাস দেখেছে তাদের বাধা সত্বেও সমাবেশে কি পরিমান সাধারন মানুষ সমবেত হয়েছে। এটা খুবই অল্প পরিমান ঢাকার বাহির হতে আসা লোকদের তুলনায়। কারন ঢাকার বাহির হতে তো তেমন আসতেই পারেনি।
সত্যকে যতই ধামা চাপা দেওয়া হউক না কেন তা প্রকাশ পাবেই।
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
জাতির চাচা বলেছেন: ৫মে আসছে।শাহবাগীদের ঘুম নাই চোখে।
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
বাকরুদ্ধ আমি বলেছেন: জানা এক আমি বলেছেন: ভাইসাহেব, শায়খ
আব্দুর রহমান যেন কার দুলাভাই ছিল !!!
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১
মদন বলেছেন: আত্নীয় দিয়ে যদি সব বিচার করেন তাইলে শায়েখ আব্দুর রহমানের কথা আসবে, শেখ হাসিনার বেয়াইয়ের কথা আসবে।
ব্যক্তি পর্যন্ত টানাই ভালো। ছোটো দেশ, মুক্তিযোদ্ধার রাজাকার আত্নীয় আজকাল ডালভাত। একই ঘরে বাপ করে জামায়াত, বড় ছেলে করে আওয়ামীলীগ ছোট ছেলে করে বিএনপি, এমন পরিবার আমাদের গ্রামেই আছে
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ছোট দা বলেছেন: চট্টগ্রামেও কাল হেফাজতের মহাসমাবেশ...............