নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

[ ৫ম ব্লগ দিবস] কিছু এলোমেলো কথা :) :)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬













ব্লগে খুব বেশী দিন আসিনি,মাত্র দুই বছর দশ মাস।এই দুই বছর দশ মাসের দুই বছর ছিল আমার জীবনের একটা কালো অধ্যায়।কেন কালো অধ্যায় সেটা একান্ত নিজের।ঐ কালো সময়ের একটা বড় সময় কাটিয়েছি ব্লগে।এই ব্লগেই পেয়েছিলাম নতুন একটা দুনিয়া,যেখানে কাউকে চিনিনা বা জানিনা কিন্তু আস্তে আস্তে এত আপন হয়ে যাচ্ছিল যে পুরানো সব গণ্ডী ভুলে নতুন এক গণ্ডীতে বাধা পড়ছিলাম।ঘণ্টার পর ঘণ্টার কেটে গেছে ব্লগে,কোন ক্লান্তি ছাড়াই।

মাঝের কয়েক মাস ব্লগে নিয়মিত থাকতে পারিনি নানা জটিলতায়।আবার নিয়মিত হব ব্লগে খুব তাড়াতাড়ি।তবে এখন ব্লগে আসলে আক্ষেপ লাগে যে আগে যারা ব্লগ মাতিয়ে রাখত তারা অধিকাংশই ব্লগে অনিয়মিত,আবার তাদের অনেকেই এখন ফেসবুক এর বিশাল সেলিব্রেটী।ফেসবুকেও বসা হয়না,হয়ত বসাও হবেনা আর।

রাজনীতি করতাম বা করছি রাজপথে কিন্তু ব্লগের রাজনীতি যে কত জটিল ও কুটিল তা বুঝতে লেগেছে অনেক দিন। ব্লগিয় রাজনীতিতে দেখেছি অনেক গুণী ব্লগারদের বিদায়। মিস করি জিসান মামাকে,মিস করি ছাইরাছ হেলাল কে, মিস করি রাইসুল জুহালা কে।।আজ মন থেকে কামনা থাকবে ব্লগে যেন নিচের মানুষদের সর্বদা ব্লগে পাই ঃ



ছাইরাছ হেলাল,রাইসুল জুহালা,নষ্ট কবি ,নাফিস ইফতেখার,শিপু ভাই,রেজোওয়ানা আপু,শায়মা,জুন, নিঝুম মজুমদার, ত্রিশোনকু্‌, একলা বগ,অণুজীব,চশমখোর,কল্পবিলাসী স্বপ্ন,হাসান মাহবুব,কালীদাস ,জীবনানন্দদাশের ছায়া , নোমান নমি , আরিয়ানা,চাটিকিয়াং রুমান, এ হেলাল খান,মে ঘ দূ ত, পুশকিন,নিশাচর ভবঘুর্‌,মিরাজ is,পরিবেশবাদী ঈগলপাখি, সহ্চর ,রেজওয়ান মাহবুব তানিম ,িনদাল , বড় বিলাই ,আহমেদ সাব্বির পল্লব ,বাউন্ডুলে রুবেল ,প্রিন্স অফ ব-দ্বীপ ,প্রিন্স হেক্টর , বিরোধী দল ,ইমরাজ কবির মুন , ফারিয়া ,ঘুমন্ত আমি , টুকিঝা , আধাঁরি অপ্সরা , নিপাট গর্দভ , ডেজা-ভু ,মামুণ , পাগলাঘোড়াসিটিজি , আইনউদদীন ,অসামাজিক ০০৭০০৭ ,ফটো পাগল ,সাকিন উল আলম ইভান ,বৃষ্টিধারা ,জারনো ,ব্রেথ অব ফেট ,টুনা, মনে নাই, শিশিরের বিন্দু ,বেঈমান আমি ,ফয়সাল তূর্য ,মুভি পাগল ,মাহবু১৫৪ ,চেয়ারম্যান০০৭ , লিন্‌কিন পার্ক ,রাইয়ান মনসুর ,মোহাইমিনুল ইসলাম বাঁধন ,রাখালছেলে, কামরুল হাসান শািহ ,সুপান্থ সুরাহী ,বাদ দেন ,ম্যাভেরিক ,মেঘনা পাড়ের ছেলে ,সেলিম জাহাঙ্গীর ,মাহী ফ্লোরা ,সায়েম মুন ,তন্ময় ফেরদৌস ,ইকরাম উল্যাহ ,জাহাজি পোলা ,ইশতিয়াক আহমেদ চয়ন ,আমি তুমি আমরা ,গাধা মানব ,রাষ্ট্রপ্রধান , নিয়েল হিমু ,অনিক আহসান ,আজমান আন্দালিব ,হাসান জোবায়ের ,যেড ফ্রম এ ,দেশী পোলা , মুহাম্মদ জহিরুল ইসলাম, শামসির ,কাউসার রুশো ,নরকের দেবদূত ,শব্দহীন জোছনা ,আমি তুমি আমরা ,মিটুলঅনুসন্ধানি ,শশী হিমু ,ভুলো মন ,রবিন মিলফোর্ড ,বিলুপ্ত বৃশ্চিক ,পীরসাহেব ,দিকভ্রান্ত একা ,জা না লা ,ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ,বিতর্কিত বিতার্কিক ,মামুন বিদ্রোহী ,একজন বাউন্ডুলে , রক্তভীতু ভ্যাম্পায়ার ,মাহমুদা সোনিয়া ,ফারজুল আরেফিন ,শিশিরের শব্দ ,জাতির নানা ,আশকারি রহমান ,শেখ আমিনুল ইসলাম ,কাল্পনিক_ভালোবাসা ,দুঃখ বিলাসি ,স্বপ্নবিলাসী আমি ,পাহাড়ের কান্না ,ফাহীম দেওয়ান ,সুপান্থ সুরাহী ,নিমচাঁদ ,sumon3d , টিনটিন, মশিউর মামা, জাতির নানা ,স্বাধীকার ,প্রজন্ম ৮৬ , খেয়া ঘাট ,~মাইনাচ~ ,উণ্মাদ তন্ময় , জিসসান ,মুনসী১৬১২ , রামন , ফিউশন ফাইভ ,নীল-দর্পণ ,আকাশ_পাগলা , দি ফ্লাইং ডাচম্যান , আশরাফুল ইসলাম দূর্জয় ,আকাশটালাল ,রাষ্ট্রপ্রধান ,নাফিজ মুনতাসির ,জুন মাহী ফ্লোরা ,রাতুল_শাহ ,পাকাচুল ,প্লিওসিন অথবা গ্লসিয়ার ,রিয়েল ডেমোন ,নাঈম আহমেদ আকাশ ,ফেলুদার চারমিনার ,কবি ও কাব্য ,গেমার বয় ,হাছুইন্যা ,স্বপ্নচারী সুমন ,বাঁদর+তুমি=বাঁদরামী ,স্বর্ণমৃগ ,আমি তানভীর ,গোলাম দস্তগীর লিসানি ,মাহতাব সমুদ্র ,একজন আরমান , চারশবিশ ,মেহেদী হাসান মানিক ,সেলিম আনোয়ার ,কাজী মামুনহোসেন ,দিকভ্রান্ত*পথিক ,রিমন রনবীর ,তামিম ইবনে আমান ,হেডস্যার ,রাশেদ হাসান নোবেল ,চলতি নিয়ম্‌ দুঃস্বপ্০০৭ সহ এই মুহূর্তে নাম মনে না আসা আরও অনেক ব্লগাদের।



সবচেয়ে মিস করব আজীবন ইমন জুবায়ের ভাইকে।

ধন্যবাদ জানা আপু আর আরিল্ড কে।

আজ আবারও ধন্যবাদ দেই ব্লগ থেকে হাওয়া হয়ে যাওয়া ব্লগার সাদিক তাল কে,যার মাধ্যমে পরিচয় প্রিয় এই ব্লগের সাথে।

মন্তব্য ৫৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লিস্টে দেখি কিছু ছাগু আছে B:-) B:-) B:-)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৭

মামুন হতভাগা বলেছেন: হা হা হা,তারা না থাকলে কি চলবে??

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১

মাহবু১৫৪ বলেছেন: বহুদিন পর দেখলাম আপনাকে

আপনার অন্ধকার সময় আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং তা পুরোই কেটে যাক সেই কামনাই করি। নতুন আলোর দেখা পান সেই দোয়াই থাকবে।

এখন আর আগের মত ব্লগে আসি না। লিখতেও ইচ্ছে করে না তেমন। আগ্রহ হারিয়ে ফেলেছি। জানি না কেন এমন হল! হয়তো সময়ের প্রয়োজনেই হয়েছে। তবে খুব বেশি মিস করি পুরনো ব্লগারদের।

ভাল থাকবেন সব সময় সেই আশাই করছি

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ ভাই,আসলেই সব কেমন জানি হয়ে গেছে।সবাই কেমন জানি ব্লগ থেকে দূরে দূরে থাকতেই চায়।খুব খুব মিস করি আপনাদের।
আপনিও ভাল থাকবেন সেই কামনা থাকবে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২২

খেয়া ঘাট বলেছেন: সবচেয়ে মিস করব আজীবন ইমন জুবায়ের ভাইকে।
আবারো মেতে ওঠুন ব্লগে , শুভকামনা রইলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ, ভাল আছেন নিশ্চই?

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭

খন্দকার আরাফাত বলেছেন: কিছু ব্লগারের নাম দেখে সেই ২০১০ ২০১১ ২০১২ সালের কথা মনে পড়ে গেলো কত মজা করতাম। বিশেষত রাজনৈতিক পোস্টের আওয়ামিলীগ বি এন পি সে যুক্তিযুক্ত তর্ক ( ক্যাচাল নয় ) ছাগু কট , অসাধারণ সব এপিক পোস্ট !! :(

ব্লড ডের শুভেচ্ছা মামুন ভাই ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ ভাই, আসলেই, কি ব্লগ কি হয়ে গেল।
আপনাকেও শুভেচ্ছা

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা !

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ অভি :)

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
বছর দুয়েক আগেও ব্লগ , ব্লগডে নিয়ে যে মাতামাতি হইসে সেই তুলনায় এখন ব্লগ অনেক ঠাণ্ডা !


এনিওয়ে লিস্টে নিজের নাম দেখে ভাল লাগল । শুভকামনা :)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

মামুন হতভাগা বলেছেন: আপনাকেও শুভকামনা :)

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা। সফল হোক ব্লগ দিবস।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০২

বেঈমান আমি. বলেছেন: বেঈমান আমি ভিতরে ডুকে গেছে। ;) ওয়েলখাম ব্যাক ব্রো :)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

মামুন হতভাগা বলেছেন: B:-) B:-)
আপ্নারেও ওয়েলকাম ব্যাখ B-)) B-))

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩

প্রিন্স হেক্টর বলেছেন: অনেক দিন পর! আমিও মাঝে ছিলাম না। এখন টুকটাক থাকি। আপনিও থাইকেন, হারিয়ে যাইয়েন না।


শুভ বাংলা ব্লগ দিবস :)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

মামুন হতভাগা বলেছেন: কেমন আছেন ভ্রাতা ? আরেনা ব্লগ থেকে চলে যাওয়া যায়?
শুভকামনা থাকল :) :)

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
লুল পোস্ট দিলে আমাকে সর্বদা পাবেন। ;)

শুভেচ্ছা মামুন !!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

মামুন হতভাগা বলেছেন: তেঁতুল তেঁতুল ডাক পাড়ি,তেঁতুল গেল ........

ধন্যবাদ আপনাকে :)

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

মামুন হতভাগা বলেছেন: হামা ভাই, আছেন কেমন? আমি কিন্তু ভাল নাই,কি যে ঝামেলা তৈরি হইল,নির্বাচন কেন্দ্রিক জটিলতা না গেলে কেন জানি মুক্ত মানুষ হিসেবে নিঃশ্বাস নিতে পারছিনা।
আপনার জন্যও শুভ কামনা থাকল। :)

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

আমিনুর রহমান বলেছেন:




শুভ কামনা রইল। ব্লগ ডে'র শুভেচ্ছা ...

এবার ব্লগ ডে যশোরে!


আমার যদি ভুল না হয় আপনি সম্ভবত যশোরে থাকেন বা থাকতেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ ব্রো,নিশ্চই ব্লগ ডে ভাল কাটিয়েছেন।
আমি যশোর না খুলনার বাসিন্দা, যদিও খুলনার তবে যশোর একটা প্রিয় জায়গা :)

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে শুভেচ্ছা। আবারো নিয়মিত হয়ে ওঠুন। আর শুভকামনা থাকলো।হ্যাপী ব্লগিং।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

মামুন হতভাগা বলেছেন: নির্বাচনের ক্যাচালে দৌড়ের উপর আছি, অনেক চেষ্টা করেও নিয়মিত থাকতে পারছিনা।
শুভ কামনা থাকল :)

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা ! আশা করি, আপনি আপনার সমস্যা সমাধান করে নিয়মিত হবেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

মামুন রশিদ বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

শুঁটকি মাছ বলেছেন: এত মানুষের মধ্যে আমার নাম নাই।দুঃখে পানিতে লাফ দিতে ইচ্ছা করতেছে!!!!! :(( :(( :(( :(( :(( :((

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মামুন হতভাগা বলেছেন: অগ্রিম মাপ করে দিলাম,আপ্নিও কিছু একটা ভুল কইরে দিয়েন, কিন্তুক ঠাণ্ডায় পানিতে পড়ার দরকার নাই B-)) B-)) B-)) B-) B-)

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

সায়েম মুন বলেছেন: শুভকামনা রইলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মামুন হতভাগা বলেছেন: ভাল থাকবেন সব সময়

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

সমুদ্র কন্যা বলেছেন: শুঁটকি মাছ আসো বোইন, দুইজনে একলগে সমুদ্রে ঝাঁপ দেই। আমার নামও নাই :(( :(( :((

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মামুন হতভাগা বলেছেন: সন্দেহজনক বিষয়,সমুদ্র কন্যা সাগরে ঝাপ দিতে চায় শুঁটকি মাছ নিয়ে।কোথায় জানি পড়ছিলাম না জানি শুনছিলাম পাপী একা ডোবেনা সব সময় সাথে কাউকে নিয়ে ডোবে :P :P

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

সমুদ্র কন্যা বলেছেন: ইয়ে সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা! ক্যা কো ক্যাকো !:#P !:#P !:#P

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মামুন হতভাগা বলেছেন: ইয়্যে, উপ্রের মন্তব্যের জন্য মাইন্ড খাইয়েন না, আপ্নাকেও শুভেচ্ছা :D :D

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

তাহমিদুর রহমান বলেছেন: ব্লগ দিবস উপলক্ষ্যে একটি লেখা

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বটবৃক্ষ~ বলেছেন: আপনাদের মতো সিনিয়রদের থেকে আমার মতো নব্য ব্লগাররা অনেক কিছু শিখতে পারবো আশা করছি!! :) :)
অনেক পুরনো সেলিব্রিটি ব্লগারের নাম নতুন করে জানলাম!
ধন্যবাদ !
হ্যাপি ব্লগিং!
ব্;গ দিবসের শুভেচ্ছা~~~ :)

সমুদ্র কন্যা বলেছেন: ইয়ে সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা! ক্যা কো ক্যাকো
হাহহাহা !:#P !:#P !:#P !:#P !:#P !:#P =p~ =p~ =p~

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মামুন হতভাগা বলেছেন: হায় হায় , আমারে সিনিয়র ব্লগার কইছে।লজ্জায় কম্বল মুরি দেবার ইমো হইবে ।
আসলে ব্লগে অনেক দিন নিয়মিত না, আপনার ব্লগে যেয়ে তো হয়রান হয়ে গেলাম,চারিদিকে ভালবাসার ছড়াছড়ি। ইস,সারা দুনিয়ায় সব হানাহানি ভুলে যদি ভালবাসা ছড়িয়ে যেত তবে কত ভাল হইত।
আপনাকে অনেক ধন্যবাদ :)

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

অদ্বিতীয়া আমি বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: আপনাদের মতো সিনিয়রদের থেকে আমার মতো নব্য ব্লগাররা অনেক কিছু শিখতে পারবো আশা করছি!!

ব্লগ দিবসের শুভেচ্ছা!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মামুন হতভাগা বলেছেন: আপ্নিও লজ্জা দিলেন,উকে।
ভাল থাকবেন সবসময় :)

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

আরজু পনি বলেছেন:

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল, মামুন ।।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপু :)

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

মামুন sk বলেছেন: হগগলকে ব্লগ দিবসের শুভেচ্ছা । হ্যাপি ব্লগিং! ;) ;) ;)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মামুন হতভাগা বলেছেন: শুভেচ্ছা কেমুন জানি সন্দেহজনক B-)) B-)) B-))

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্লগ ডে'র শুভেচ্ছা

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মামুন হতভাগা বলেছেন: অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

কালীদাস বলেছেন: আরে, আপনে এখনও ব্লগে আসেন দেখা যায় ;)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মামুন হতভাগা বলেছেন: ইয়ে কঠিন প্রেম তো, আসা লাগে :#> :#>
কেমন আছেন? ভাল নিশ্চই?
অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা !:#P !:#P

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

জুন বলেছেন: শুভ কামনা রইল মামুন। সেই যে আমাদের নানা রঙ এর দিনগুলো সত্যি অনেক মিস করি। করবী, ইসরা, কাব্য, শোশমিতা, দুরন্ত স্বপ্নচারী, নড়বড়ে সুরঞ্জনা এমন আরো কত ব্লগ মাতানো ব্লগারকে মিস করি ।
শুভকামনা থাকলো আর ব্লগে নব উদ্যমে ফিরে আসুন।
+

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ আপু, আসলেই মিস করি খুব সেই দিন।ইস আবার যদি তেমন হত !!!
আপনার জন্যও শুভকামনা থাকলো

২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১

জেরিফ বলেছেন: কষ্টের মেঘ গুলো তাড়িয়ে আপনার জীবন হউক আনন্দময় ।

ভালো থাকুন সেই কামনায় :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৭

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.