![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন সংবাদকর্মী। মতামত কম। যা সত্য তুলে ধরার চেষ্টা করি।
বাংলাদেশের রাজনীতিবিদরা পত্রিকায় লিখলেই আমরা আশাবাদি হই। অনেক রাজনীতিবিদ ভালো লেখেন যেমন শেখ হাসিনা, এরশাদ, মাহমুদুর রহমান মান্না, কাদের সিদ্দিকী, পার্থ, গোলাম মওলা রনি, ওবায়দুল কাদের, মুজাহিদুল ইসলাম সেলিম, রাশেদ খান মেনন। আরও অনেকেই। তবে বিএনপিতে মীর্জা ফখরুল ছাড়া কম লোককেই লিখতে দেখেছি। এবার খালেদা জিয়া লিখেছেন এটাই বড় বিষয়। কি লিখেছেন সেটা পরে। কারন খালেদা নাকি ঘুম থেকে উঠে দুপুরে। তারপর রুপচ্চায় দিন যায়। সন্ধ্যায় চা পানি খেয়ে রাজনীতি করেন। আবার রাতে রুপচ্চা করে টিভি দেখে সকাল করে ঘুমিয়ে পরেন। ঢাকার একজন নামকরা বিএনপি নেতা এ কথা আমাকে বলেছেন। তিনি লিখেছেন এতেই আমরা ধন্য।
আগামীতে তিনি ক্ষমতায় আসলে লিখবেন পড়বেন এটাই জাতির প্রত্যাশা।
এ সংক্রান্ত নিউজ পড়লাম লিংক দেখুন: http://banglanews24.com/detailsnews.php?nssl=1dd23b0864c1a8cdea00c419cf3e1de9&nttl=01022013170436
©somewhere in net ltd.