![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন সংবাদকর্মী। মতামত কম। যা সত্য তুলে ধরার চেষ্টা করি।
বাংলানিউজের লাইভ আড্ডা: রাজনৈতিক ইস্যু, অরাজনৈতিক প্ল্যাটফর্ম শিরোনামের নিউজটি পড়লাম ভালো লাগলো। বর্তমান রাজনৈতিক অস্থিরতায় এমন লাইভ আড্ডার জন্য বাংলানিউজকে ধন্যবাদ।
লাইভ আড্ডা: রাজনৈতিক ইস্যু, অরাজনৈতিক প্ল্যাটফর্ম
বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগ থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের বিষয়টি রাজনৈতিক ইস্যু হলেও আমরা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছি।
রোববার রাতে বাংলানিউজের সাথে শাহবাগ আন্দোলনে যুক্ত ব্লগারদের এক অনলাইন লাইভ আড্ডায় ব্লগাররা এ মন্তব্য করেন।
আড্ডায় অংশ নিয়েছেন ব্লগার সাদমান সাদেক, আমিনুল হক পলাশ ও শাহবাগ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ লাকি আক্তার প্রমুখ।
পলাশ বলেন, “আমরা একটা সমস্যার জাতি। তারপরও আমরা আশাবাদী হয়েছিলাম ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় আনন্দিত হয়েছিলাম। কিন্তু দ্বিতীয় রায় কউ মেনে নিতে পারেনি। পরে আমরা, বাধন ভাইসহ ব্লগরাররা যোগাযোগ করে ইমরান ভাইয়ের বাসায় যাই। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা আশবাদী ছিলাম, জনগণ জড়ো হবে। মেসেজ করে স্লোগান চেয়েছিলাম। এর আস্তে আস্তে শুরু হলো।”
সাদমান সাদেক বলেন, “আমাদের কথা গণমাধ্যমের মাধ্যমে সারা বিশ্বে না পৌঁছালে সফল হতে পারতাম না। যদিও এটা গণদাবি ছিল। রাষ্ট্রপতির কাছে তুরস্কের চিঠির বিরুদ্ধেও আমরা মাঠে নেমেছিলাম। সকাল থেকে মানসিক প্রস্তুতি ছিলো বিজয় মিছিল করার। কিন্তু রায়ে আমরা হতাশ হয়ে আন্দোলন শুরু করি। প্রথমে দ্বিধাবিভক্ত ছিলাম। বিষয়টি রাজনৈতিক ইস্যু হলেও আমরা অরাজনৈতিক প্লাটফর্ম তৈরি করেছি।”
তিনি বলেন, “শুরু থেকে এ বিচার প্রক্রিয়ায় বাধা ছিল। জামায়াত-শিবির দীর্ঘ দিন ধরে হামলা ভাঙচুর করায় মানুষ বিরক্ত হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।”
লাকি আক্তার বলেন, “রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে জামায়াত-শিবিরের শিকড় গজিয়েছে। সব রাজনৈতিক দল নিজেদের স্বার্থে জামায়াতকে ব্যবহার করেছে। তাদের বিরুদ্ধে জাহানারা ইমাম গণআন্দোলন শুরু করেছিলেন। কিন্তু ওই আন্দোলনের পরিণতি কী হয়েছিল?”
লাকি বলেন, “গত কয়েকমাস ধরে জামায়াত-শিবির যে হামলা ভাঙচুরের সহিংস আচরণ দেখিয়েছে, তার বিরুদ্ধে শাহবাগে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এ অবস্থায় জামায়াতের সহিংস আচরণের কারণে তাদের নিষিদ্ধ করা উচিত।”
তিনি আরও বলেন, “৪২ বছরের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। বর্তমানে নতুন প্রজন্মের চেতনাবোধ জাগ্রত হয়েছে। আর এ চেতনা দেখা গেছে কাদের মোল্লার রায়ের পর।”
বাংলানিউজ টিমে রয়েছেন হেড অব নিউজ মাহমুদ মেনন, সিনিয়র করেসপন্ডেন্ট আদিত্য আরাফাত, স্টাফ করেসপন্ডেন্ট আশরাফুল ইসলাম, ইলিয়াস সরকার ও উর্মি মাহবুব এবং বাংলানউজের স্বপ্নযাত্রার বিভাগীয় সম্পাদক শেরিফ আল সায়ার।
View this link
©somewhere in net ltd.