![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে তো আসবে আসবেরে
সবার জীবন মাঝে,
সেদিন সাজবে সাজবেরে
সাদা পোষাক সাজে।
তখন কাদবে কাদবেরে
প্রিয় জনরা মিলে,
লোকে বলবে বলবেরে
কেমন তুমি ছিলে।
তুমি চলবে চলবেরে
আপন ঘরের পানে,
একা থাকবে থাকবেরে
গভীর নির্জণে।
ভালো বাসবে বাসবেরে
তোমার আমল হলে ভালো,
তুমি হাসবে হাসবেরে
তোমার কবর হবে আলো।
সাজা হবে হবেরে
পাপি তুমি হলে,
বুকটা ভাসবে ভাসবেরে
চোখের নোনা জলে।
©somewhere in net ltd.