নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুনূর রশিদ নূর

আমি গ্রামের ছেলে,গ্রাম আমার পছন্দ,তাই আমি আমার গ্রামকে ভীষন ভালবাসি। আমার গ্রাম অনেক সুন্দর, তাই আমার গ্রাম ফরদাবাদে আপনাকে সু-স্বাগতম।

মামুনূর রশিদ নূর › বিস্তারিত পোস্টঃ

ফরদাবাদ এর- তিতাস নদীতে বোয়াল মাছের কাহিনী

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

জ্বলে ভরপুর তিতাস নদী নিঝুম গভীর রাতে,

মাঝ নদীতে নসু কাজী টেটা নিয়ে হাতে।

একটি বোয়াল মনের সুখে বেড়াচ্ছিল ভেসে,

তাই দেখিয়া ছুড়ল টেটা আনন্দেতে হেসে।

পালিয়ে গেল বোয়াল মাছটি টেটা নিয়ে সাথে,

খোজে ফেরে নিরাশ কাজী মন খারাপ হয় তাতে।

ভোর না হতেই জানা জানি সবার মুখে মুখে,

ভাসবে কখন বোয়াল মাছটি তিতাস নদীর বুকে।

তার পর দিন ভোর সকালে হাজার মিটার দুরে,

দেখতে পেল হানিফি মাঝি ভাসল বোয়াল মরে।

উদ্ধার হল বোয়াল মাছটি শান্ত হল সবে,

তিতাস নদীর এই ঘটনা অমর হয়ে রবে।



এটি একটি সত্য ঘটনা,

আজ থেকে প্রায় ২৫ বছর পুবে ফরদাবাদ উঃ পাড়া তিতাস নদীতে এ ঘটনাটি ঘটে,বোয়াল মাছটির ওজন ছিল ১৫ কেজি। মাছটিকে যিনি আঘাত করেছিলেন তিনি আজও বেচে আছেন আর যিনি মাছটিকে মৃতু অবস্থায় উদ্ধার করেছিলেন তিনি আজ থেকে কয়েক বছর আগেই ইন্তেকাল করেন। মাছটিকে দুই পরিবারের মাঝে আধা আধি করে ভাগ করা হয়েছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.