![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনূর রশিদ নূর
ছোট কাল থেকেই আমার মনে একটি পাঠাগার প্রতিষ্ঠার স্বপ্ন দানা বেধে ছিল,কিছুটা দু:খ জনক হলে সত্য যে,আমার মনের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নের সেই কথা গুলো কাউকে তখন বুজাতে পারিনি। সময়ের ব্যবধানে কিছুটা বড় হলাম। সেই সাথে বড় হল মনের সেই ছোট ছোট ভাবনা গুলো। এরই মধ্যে কিছুটা বুজতে শিখলাম এবং মানুষকে কিছু বুঝাতেও সক্ষম হলাম। মনের গহিনে লুকিয়ে রাখা সুন্দর সেই ভাবনাটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কয়েকজন সমাজ কল্যাণ প্রেমীদের খুঁজে বের করলাম। তারা হলেন,মাওলানা মুরশেদ আলম,খন্দকার আলামীন,মাওলানা আবুল কালাম,জনাব মুনির হোসেন,খন্দকার মানিক প্রমুখ। তাদের উৎসাহ উদ্দীপনা,বুদ্ধি পরামর্শ সহ সার্বিক সহযোগিতাকে পুঁজি করে পাড়া ঘায়ের সমস্ত মানুষের মাঝে ইসলামের যথার্থ জ্ঞান ছড়িয়ে দিতে এবং একটি আলোকিত সমাজ গড়ার প্রত্যয়কে সামনে রেখে ২০০৮ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠা করলাম একটি ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার। আগামীর নতুন প্রযত্নের কোমল মনে স্থান দখল করে নিতে শুরু হয় পাঠাগারের শুভ যাত্রা। আর সেই শুভ যাত্রা যেন হয় এলাকাবাসীর জন্য শ্রেষ্ঠ উপহার। সেই প্রত্যাশাকে বুকে ধারণ করে পাঠাগার পরিবার এগিয়ে যাবে তাদের অভীষ্ট লক্ষে ইনশা আল্লাহ।
২| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫০
মামুনূর রশিদ নূর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯
আমান৮২ বলেছেন: নদীর পারের সুদীর্ঘ এ গ্রামটি আমারো খুভ ভাল লাগে। আপনার সপ্ন ছোঁয়ে যাক সবার মাঝে। শুভ কামনা রইল।
কলেজের সামনে ইউপি অফিসটা আমায় ব্যথিত করেছে। এতে কলেজের একক সত্ত্বায় তার রূপ হারিয়েছে।