![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে এমন একটা সময় ছিল ঝখন pc তে বসলেই সবার আগে সামুতে ঢুকতাম নতুন কিছু জানার জন্য , নতুন নতুন অভিজ্ঞতার জন্য....ব্লগারদের লেখা পরে সত্যি মুগ্ধ হতাম আর মনে মনে ভাবতাম কবে আমি এ রকম লিখতে পারব ...আমার লেখা ও মানুষ পড়বে,মন্তব্য করবে ...সমু ছিল আমার বিনোদন এবং নতুন কিছু শেখার অন্য তো মাধ্যম ..আর সেই আমি প্রায় ৫ /৬ মাস পর সামুতে ঢুকলাম ......আপনারা অনেকেই আমাকে বলতে পারেন আপনি তো রেগুলার লেখালেখি করেন নি ..আপনি কি করে এসব বুঝবেন ...আরে ভাই ..আমি এত ভালো লিখতে পারি না কিন্তু আমার বিশ্বাস আমি ভালো লেখার কদর বুঝি ...আগে সামু মানেই ছিল সুন্দর সুন্দর অভিগতা ,নির্মল বিনোদন আর চমত্কার সকীয়তা ....কিন্তু এখন সামু তে ঢুকলেই দেখি কপিপেস্ট লেখা .....কিছু কবিতা ..আর কিছু লেখা যা এক ২ লাইন পড়ার পর আর ধর্য ধরে রাখতে পারি না ...আমি যে অসংখ সুন্দর সুন্দর মুভি দেখেছি শুধু সামু থেকে রিভিউ পড়ে অসংখ বই ,উপন্যাস পড়েছি যেগুলোর খোজ আমি পেয়ে ছিলাম সামু থেকে যার জন্য সামুর কাছে আমার কৃতগতার শেষ নাই ...কিন্তু সেই দিন গুলা কোথায়...!!!! আমি নিজেই অবাক হয়ে যাই .....তবে সামুতে এখনো ভালো মানের লেখা হচ্ছে কিন্তু তা সামুর সোনালী দিন গুলোর মত নয় ,,,,বা আমি হয়ত বেক্তি গত ভাবে সন্তুষ্ট হতে পারছি না তার বিচার আমি আপনাদের হাতে তুলে দিলাম ....আমার কথায় আপনাদের অনেকের খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন কারো মনে কষ্ট দেবার কোনো ইচ্ছা আমার নাই ....আমি খুব সাধারণ একজন মানুষ এবং সামুর প্রতি আমার ভালবাসা থেকে কথা গুলো বললাম .....সামুর উত্তর উত্তর উন্নতি কামনা করে বিদায় নিলাম ...সবাই ভালো থাকবেন ...
২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫০
খেলাঘর বলেছেন:
ব্লগে ক্রমেই 'টিউটোরিয়াল' জেনারেশন প্রবেশ করছে; ওরা নিজে লিখতে পারে না, পড়লেও বুঝে না: ওদের ভয়সা 'টিউটর'; ফলে, তাদের লেখায় তেমন কিছু থাকে না; থাকে কয়েকটি শব্দ: "প্রোপোজ, 'এক্কসেপ্ট', রিলেশন', 'রিফিউজ'; এসব হাউকাউ।
কবিতার নামে হাউকাউ লিখে হার্ড-ড্রাইভ ভরে ফেলছে।
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৭
বাড্ডা ঢাকা বলেছেন: সত্য কথা
৪| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪০
তুষার কাব্য বলেছেন: ঠিক..!!
৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১
সজীব বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৮
অন্য পুরুষ বলেছেন: দিনকে দিন সৃজনশীলতা হারিয়ে গিয়েছে। রাজনৈতিক পটের কারণে সামুর সৌন্দর্য অনেকাংশে মলিন হয়েছে। নোংরামি এখন কিছুটা তবু কমেছে।