![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........
আমার বয়স এখন ২৭। যুব সমাজের রক্ত যে সময়টাতে টগবগ করে ফোটে ঠিক সে সময়। আমারটা কি ফোটে, নাকি রক্তের বদলে পানি?
মাঝে মাঝে চিন্তা হয় যদি ৫২ বা ৭১ এর সময় থাকতাম তাহলে কি আমি ভাষা আন্দোলনে যেতাম বা যুদ্ধ করতাম। হয়তো যেতাম বা হয়তো পালিয়ে বেড়াতাম। বর্তমানে যে আমি আমার ভিতরে বাস করি তাতে কি আমি ঐ সাহসের কাজ গুলো করতে পারতাম। আজকালের রাজনৈতিক দলের চ্যালা চামুন্ডদের থেকে তো পাকিস্তানি পুলিশ বা হানাদার বাহিনী বেশি ভয়ংকর ছিল। এদের বিরুদ্ধে সামান্যতম প্রতিবাদ করার সাহস পাইনা, তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করার সাহস পেতাম?
ভাষা আন্দোলন হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, দেখিনি কিন্তু শুনেছি-মানুষের মুখে, বইয়ে, মিডিয়ায়। তাই বিশ্বাস করি যে এটা ঘটেছে এতে কোন সন্দেহ নেই। কিন্তু আমার এই জানার ভিতরে এত রং মিশে গেছে যে কষ্ট হয়। স্বাধীনতা যুদ্ধকে এখন আর যুদ্ধ মনে হয় না, মনে হয় সিনেমা। প্রতি ৫ বছরে নতুন পরিচালকের দ্বারা পরিচালিত হয়ে আমাদের সামনে রূপালি পর্দা হয়ে আসে। স্বাধীনতার চার দশক পার হবার পরও এখনো এর ঘোষণা নিয়ে চলে বিতর্ক। আমি অবাক হই, আর আপনারা?
স্বাধীনতা। আসলেই কি স্বাধীন হয়েছি। যে দেশের প্রতিটা শিশু ঋণ নিয়ে জন্মায় সে দেশ স্বাধীন বলতে আমার লজ্জাহয়। যখন দেশ পরাধীন ছিল তখন মানুষ জানত আমরা কাদের কাছ পরাধীন। আজ স্বাধীন দেশে আমরা পরাধীনতার শৃঙ্খলাতে আবদ্ধ, কিন্তু কাদের কাছে তা কি আমরা জানি? কিছু রাজনীতিবিদ, ব্যবসায়িক গ্রুপ, মিডিয়ার কাছে আমরা জিম্মি, আমরা আম জনতা। এখন সবকিছু নিয়ে ব্যবসা চলে। তবে রাজনীতির চেয়ে বড় ব্যবসা আর নেই।
শহীদ বঙ্গবন্ধু মেখ মুজিবর রহমান আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। আমাদের সৌভাগ্য যে এ দুজন এদেশে জন্মেছিলেন আর তাদের দুর্ভাগ্য তাঁরা এদেশে জন্মেছিলেন। অন্য দেশে জন্মালে হয়তো প্রাপ্য সম্মানটুকু পেতেন। আমরা প্রতি ৫ বছরে পালাক্রমে একজনকে মাথায় তুলে নাচি আর একজনকে পায়ের নিচে পিষে ফেলি। তাদের নিয়ে সমালোচনা চলে সবখানে। আমার কথা হল তারা মানুষ, ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু তাদের মত নেতা কি বাংলাদেশে পরে আর একটিও জন্মেছে? যিনি সমালোচনা করেন তার কাছে আমার প্রশ্ন? এই দুই নেতা দেশের জন্য যা করেছিলেন তার থেকে বেশি কি আপনারা দেশের জন্য কাজ করেছেন বা ত্যাগ করেছেন। যদি করে থাকেন তাহলে সমালোচনা করেন আর না করে থাকলে বাদ দিন সমালোচনা। দেশের জন্য কিছু করুন।
একজনের মুখে শুনেছিলাম,“দেশের উন্নতি করতে হলে প্রত্যেকের উচিত নিজের অবস্থান থেকে নিজের উন্নতি করা”।
©somewhere in net ltd.