নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

হরতাল জোকস ৪২+

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৮

স্বাধীনতার ৪২ বছর পরে আমরা আমজনতা হরতাল নিয়ে যে জোকস শুনতে শুনতে অভ্যস্ত্ হয়ে গেছি তা হলঃ

বিরোধীদল-

জনগন শতস্ফূর্তভাবে আমাদের হরতালকে সমর্তন করেছে, আমরা সফল।

সরকারীদল-

জনগন ঘৃণাভরে হরতাল প্রত্যাখান করেছে, আমরা সফল।

(এই পর্যায়ে আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি)।



কিন্তু আজ যে জোকস শুনে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল তা হলঃ

বামদল-

হেফাজতে ইসলামের নাশকতার ভয়ে জনগন আমাদের হরতাল সমর্থন করেছে, গাড়ি ছাড়েনি, দোকানপাট খোলেনি(কার ভয়ে যে এগুলো হয়েছে তা একটা বাচ্চা ছেলেও জানে), আমরা সফল(কেমন সফল তা আমরা সারাদিন টিভিতে দেখলাম)।

এই কথাগুলো আবার টকশোতে ইনিয়ে বিনিয়ে বলছে।



আজ আমার এক লোকের কথা মনে পড়ছে। উনি বলেছিলেন," আওয়ামী লীগ, বি এন পি, জা পা, জামাত সব এক/ গু-এর আবার কোন পিঠ হয় নাকি।"



আমরা জনগন কবে ফ্লাশ টানবো।



বি দ্রঃ সব রাজনীতিবিদ দের আমি কটাক্ষ করছি না, ১৮ দল ও ১৪ দলের ভিতরে কিছু ভাল রাজনীতিবিদ আছেন যাদের জন্য মন থেকে শ্রদ্ধা আসে(তবে বেশিরভাগই খারাপ), তাদের কে সালাম। উনারাই তো দেশ টাকে চালাবেন।



এবং

আমি রাজাকারের বিচার চাই।

আমি ইসলাম (ধর্ম) বিদ্বেশী নাস্তিকের বিচার চাই।

আমি মনে করি, বাংলাদেশের নাগরিক হিসাবেঃ

একজন মুসলমান, হিন্দু, খিস্টান বা বৌদ্ধ ও অন্যান্য মানুষ--

প্রথমে মুসলমান, হিন্দু, খিস্টান বা বৌদ্ধ ও অন্যান্য- তারপর বাংলাদেশী-তারপর বাঙ্গালী- তারপর আওয়ামী লীগ, বিএনপি, জা পা, জামাত ও অন্যান্য।


অনেকেই হয়তো বলবেন যে আপনি দেশের আগে ধর্মকে আনলেন। আমি বলবো, আমি যেহেতু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি সেহেতু যিনিই আমাকে এই সুন্দর দেশে সৃষ্টি করেছেন, তাঁর জন্যই সবকিছু পেয়েছি সেহেতু আমি ধর্মকে আগে রাখবো। আর আমার ধর্মই আমাকে শিখিয়েছে দেশকে ভালবাসতে।

আমার ধর্ম আমাকে পুলিশ দিয়ে গুলি করতেও শেখায়নি বা রাস্তায় গরীব লোকের রিক্সা, সি এন জিতে আগুন দিতেও শেখায়নি।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.