| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটির নাম তরিকুল ইসলাম তারিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিমের হলেই তার বসবাস। খেলাধুলা খুবই পছন্দ। সকাল সন্ধা এমনকি ঘুমের মধ্যেও নাকি খেলাধুলার প্যাকটিস চলতে থাকে তার। গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শাহবাগের আন্দোলনে তার রুটিনমাফিক জীবনটাতে কিছুটা ব্যঘাত ঘটেছে। তবে এ নিয়ে তার নেই কোন ক্ষোভ। তারিকও চাই যুদ্ধাপরাধী রাজাকারদের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হউক। তাই শুরু থেকেই সময় করে শামিল হয়েছেন নতুন প্রজন্মের আন্দোলনে। তবে এর মাঝে ১০ বছরের প্রেমে ... খেয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ছেন তিনি। সম্প্রতি পরীক্ষায় ভাল ফলাফল করে মনটা অনেক ফুরফুরে ছিল। তবে তার জীবন সঙ্গিনী অসময়ে তাকে ছেকা দিবে এটা তিনি এখনো ভাবতে পারছেন না। যাকে সর্বোচ্চ সার্পোট দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি করিয়ে জীবনের অন্যতম গুরু দায়িত্বটা পালন করলেন। সেই অকৃতজ্ঞ মেয়ে এ কি করলো?
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
আহলান বলেছেন: ঠিক আছে , নতুন করে জীবন শুরু করতে হবে ...... সুপ্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিতে হবে যে, ঐ মেয়ে কি হারালো......
৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রেমিকা কি জীবনসঙ্গিনী?
তাহলে বউ কি?
৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
বাউন্ডুলে রুবেল বলেছেন: এইরাম তো হবেই। মানসিক প্রস্তুতি নিয়ে নেন নতুন জীবনের। কাহিনী শ্যাষ !!
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
যোগী বলেছেন: যাক এই ভাবে নিজের ছ্যাকা কাহিনী প্রকাশ করে হালকা হালকা হওয়ার দারুন দৃষ্টান্ত তৈরী করলেন।
মাইয়াটারে মাফ কইরা দেন, হয়তো সে আপনারে দুঃখ দিয়া এতক্ষন অন্য কোন হৃদয়ে সুখ সঞ্চালন করছে। তাই মনে করেন আপনার দুঃখ বৃথা যায়নি।
আপনার জন্য এখনকার টনিক হল রবিন্দ্রনাথে এই গানটা
"তুমি তাই তাই গো আমারো পরানে যাহা চায়"
তাড়াতাড়ি ইউটিউব চালু করেন।
হ্যাপি ডাম্ফিং !!!
৬|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
ফার্ুক পারভেজ বলেছেন: যা হারিয়েছিল বলে একদিন খুব বেশি কেঁদেছিলে
তা কি সত্যিই কখনো পেয়েছিলে------- হুমায়ুন আহমেদ
৭|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
htusar বলেছেন: ১০ বছরের প্রেম কি এত অল্পেই ভেঙ্গে যায়???
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
কাঠুরিয়া. বলেছেন:
১০ বছর পেম --------------- অহ মাই গড ---
পোলা তো বহুত বাচা বাইচা গেছে ---- সাহবাগের আন্দোলন তারে খুব একটা ভাল পুরস্কার দিলো ---
আহ --- আমগ যদি এমন হইত > :-<