নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানিক মুহাম্মদ

সব সময় সত্য বলার চেষ্টা করি।

মানিক মুহাম্‌মদ

সব সময় সত্য বলার চেষ্টা করি।

মানিক মুহাম্‌মদ › বিস্তারিত পোস্টঃ

৪৭তম সমাবর্তন: উৎসব মুখর ঢাবি ক্যাম্পাস

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯



৪৭তম সমাবর্তনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। গাউন পড়ে ক্যাম্পাসে দলবেধে ঘুরোঘুরি, স্মরণীয় করে রাখতে ছবি তোলাসহ নানা কাজে ব্যস্ত গ্রাজুয়েটরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনটি অনুষ্ঠিত হবে। প্রায় আট হাজার গ্রাজুয়েট এতে অংশ গ্রহণ করবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান।

সমাবর্তনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। রোববার বিকাল তিনটায় মহড়াও দেয়া হয়েছে। এতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এম-পিল ও পিএইচডিধারীরা।

৪৭তম সমাবর্তনে অংশ নেয়া এমদাদুল হক আনিস বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স শেষ করতে প্রয়োজন হয় সাত বা আট বছরের। সেক্ষেত্রে যথাসময়ে অনার্স শেষ করে সমাবর্তন করার সুযোগ পাচ্ছি। এর চেয়ে আর আনন্দ কি হতে পারে।

গত দুদিন ধরে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সমাবর্তন প্রাপ্ত গ্রাজুয়েটরা নিজেদের হলে ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। এক্ষেত্রে অনেকে আবার নিজেদের বাবা-মাকে সাথে নিয়ে ছবি তুলছেন।

অনেক শিক্ষার্থী আবার সকাল থেকে সন্ধা পর্যন্ত গাউন পরে প্রিয়জনকে ক্যাম্পাসের দর্শণীয় স্থানগুলো ঘুরে দেখাচ্ছেন। সব মিলিয়ে ক্যাম্পাস রুপ নিয়েছে এক নতুন আবহে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৪৭তম সমাবর্তনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘সমাবর্তন বক্তা’ এবং একই সঙ্গে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হবে।

হরতালের মধ্যে সমাবর্তন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “হরতালে সমাবর্তন পেছানো কিংবা স্থগিত করার কোনো সুযোগ নেই। সমাবর্তন হলো একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের নিয়মিত অংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী বলেন, “এবারের সমাবর্তন হরতালের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য র‌্যাব- পুলিশের পাশাপাশা গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী কাজ করবে।”

উল্লেখ্য, ৪৬তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যে সব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেসব পরীক্ষায় উত্তীর্ণ গ্রাজুয়েটরা অংশগ্রহণ করতে পারবেন।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.