| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারে রানা প্লাজার ভবন ধসে পড়ে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের কারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধা ৭ টা ১৫ মিনিটে এ তথ্য জানিয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান।
তিনি বলেন, সাভারের ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বৈঠক করা হয়েছে। সবার সম্মতিক্রমে ২৫ এপ্রিল ঢাবিতে যে ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ঢাবির বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ব্লগারদের মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বেশ কয়েকটি কর্মসূচিও পালন করে তারা।
©somewhere in net ltd.