![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভরদুপুরের কবি
কিছু স্মৃতি রবারের মতো
কখনও সঙ্কুচিত, কখনও প্রসারিত হয়
কিছু দুঃখ বেলুনের মতো
হাওয়ার মতো দুঃখ জমতে জমতে একসময় তা ফেটে মিলিয়ে যায় হাওয়ারই সাথে।
কিছু আশা ফানুসের মতো
কখনও কখনও দূর আকাশের তারা ভেবেও ভুল হয়ে যায়
কিছু অতীত কাপড়ের মতো
গায়ে জড়ালে মূল্য আছে নচেৎ মূল্যহীন
কিছু পাপ লবণের মতো
চাইলেই খাদ্য তালিকা থেকে বাদ দেয়া যায়না
কিছু মানুষ ছায়ার মতো
সব একই কিন্তু অনুভূতিহীন
©somewhere in net ltd.