![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন কী পরিমান কনডম ব্যবহার হচ্ছে এবং তা কোথায় গিয়ে পরছে তার কী কোন গবেষণা আছে পৃথিবীতে ? আমার জানামতে তা নেই । এটা কী পরিমানে পরিবেশকে ক্ষতি করছে তা নিয়ে কেউ কোন কথা বলছেনা অথচ এটাও কিন্তু বিশ্বের তাপমাত্রা বৃদ্বির জন্য অনেকটা দায়ী । এটা সহজ পচনশীল নয় তাই বিঞ্জানীরা পরিবেশ বান্ধব কনডম তৈরী করার গবেষণা করতে পারেন
২| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১৫
রাহীম বলেছেন: ব হুজাত কোম্পানীর কোটি কোটি টাকার বিজনেস ।
কে আবার এটা নিয়ে গবেষণা করবে !
করলে ও বহুজাত কোম্পানির সার্থের অনুকূলে যায় এমন ফলাফল বের করতে হবে । যেমন ঔষধ কোম্পানী, টিকা কোম্পানী : সাধারণ জনগন কোনদিন জানবে না এর ক্ষতিগুলো বহুজাত কোম্পানীর সার্থের বিরুদ্ধে কথা বলা কারো পক্ষে সম্ভব নয় ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১৬
১১স্টার বলেছেন: পরিবেশ বান্ধব কনডম চাই।
৪| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১৬
পাকাচুল বলেছেন: শ্রদ্ধেয় শিক্ষক,
জন্ম নিয়ন্ত্রণের পরিবেশ বান্ধর এহেন উপায় নিয়ে আপনার চিন্তা আমাকে আরো নতুন করে ভাবতে শিখাবে।
৫| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১৭
মো: তৌহিদ বলেছেন: শুধু তাই নয়, এই বস্তুটা না পাওয়া গেলে বিশ্বের যৌন শিল্প মুখ থুবড়ে পড়বে এবং সাথে সাথে এইডস মত বড় বড় রোগ ছড়িয়ে পড়বে। তখন চারিদিকে মহামারী লেগে যাবে।
হায়! হায়!
৬| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:২০
শয়তান বলেছেন:
সকাল সকাল প্রাণ খুলে হাসতে দেবার সুযোগ দানের জন্য অশেষ শুক্রিয়া
৭| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:২৬
ইয়াংেমন বলেছেন: পরিবেশবিদরা অনেক টেনশনে আছে মনে হইতাছে
৮| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: ঠিক আছে, আপনি দেশের তৈরী চটের বস্তা দিয়ে শুরু করেন
৯| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৩১
জাহিদুল হাসান বলেছেন: এটা পয়:নিষ্কাশন ব্যাবস্হাকে চরমভাবে বাধাগ্রস্হ করে। আমি খুব বিপদে পড়েছিলাম। আমাদের বাড়ীটির সুয়ারেজ লাইন দুইবার আটকে দিয়েছিলো। পরে পরিষ্কার করতে গিয়ে দেখি, সিগারেট এর মাথা আর কন্ডমে ভরপুর। তারপর থেকে ভাড়াটিয়াদের জন্য একমাত্র পালনীয় আইন "নেভার থ্রো কনডম ইন দা কমোড"। এবং নতু ভাড়াটিয়া কেউ আসলে তাকেও কনফার্ম করে দেই, "নেভার থ্রো কনডম ইন ইউর কমোড, আনলেস ইউ হ্যাভ টু লিভ দিস হোম"
পুরান ঢাকা থেকে এক ধরনের ফোম জাতীয় বক্স এনে বিনামূল্যে তাদের দিয়েছি ইউজড কনডম সেগুলিতে সংরক্ষন করে, ময়লার ঝুড়িতে করে পরিচ্ছন্নতা কর্মীর গাড়িতে পাঠিয়ে দিতে। অবশ্য যেখানে ময়লা ফেলা হচ্ছে, সেখানেও এগুলি দীর্ঘদিন ধরে না পচে পরিবেশ ও মাটির চীরস্হায়ী ক্ষতি করেই যাচ্ছে।
আপনার পোষ্টে প্লাস।
১০| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৩৮
ডেভিড বলেছেন: কনডমের বহুমুখী ব্যবহারে এর ক্ষতিকার প্রভাব কমানো যেতে পারে যেমন এক কন্ডম বহুবার ব্যবহার করা, ব্যবহৃত কন্ডম রাষ্ট্রীয় অনুষ্ঠানেওড়ানোর কাজে ব্যবহার, বিশেষ অনুষ্ঠানে সাজ সজ্জার কাজে
১১| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৮
বেকার যুবক বলেছেন: ব্যতিক্রমী বিষয়ে লেখার জন্য শিক্ষক ৭১ আপনাকে ধন্যবাদ। তবে আরেকটু বিস্তারিতভাবে লিখলে ভালো হতো। সাধারণ পাঠক বিশেষভাবে উপকৃত হতো। ভালো থাকবেন।
১২| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৯
নষ্ট কবি বলেছেন: কমেন্ট গুলা পড়ে হাসতে হাসতে শেষ
১৩| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:০০
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: তোমরা সকলে কনডম নিয়ে চিন্তা কর।
১৪| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:০৩
পানির বোতল বলেছেন: কনডম ব্যবহার না করে আরেকজন কনডম ব্যবহারকারী জন্ম দেয়ার চেয়ে কনডম ব্যবহার শ্রেয়
১৫| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:০৯
গুহাবাসি বলেছেন: reusable condom এর সমাধান হতে পারে...
১৬| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:০৯
শয়তান বলেছেন: কনডম ব্যবহার না করে ব্যবহার করা প্লাস্টিকের পানির বোতল ইউজ করা যায়
১৭| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১১
রিফাত হোসেন বলেছেন: পানির বোতল বলেছেন: কনডম ব্যবহার না করে আরেকজন কনডম ব্যবহারকারী জন্ম দেয়ার চেয়ে কনডম ব্যবহার শ্রেয়
১৮| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১২
ভাবসাধক বলেছেন: দিশেহারা আমি বলেছেন: বিশ্বের তাপমাত্রা বৃদ্বির জন্য অনেকটা দায়ী হলেও জনসংখ্যা ও জন্ম নিয়ন্ত্রন রোধে এর ভুমিকা অপরিসীম।
১৯| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১৫
শামস৭৬০০ বলেছেন: আই পিল এর ব্যাবসা বাড়ান, প্যান্থার/সেন্সেশন এর ব্যাবহার কমান । এঞ্জয় টু দি ফুলেস্ট
২০| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১৫
এস বাসার বলেছেন: ব্যবহৃত কনডম দিয়ে হাসিনা/খালেদা/সোনামনি/সাহারা ইত্যাদি জিনিসের মন্চ সাজানো যেতে পারে।
কিন্তু মন্চটা কে সাজাবে? ফালু, কালু, ইমাম, গহর রা।
২১| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১৭
বিং বলেছেন: রিসাইকেল করা যাইতে পারে...এভাবে
২২| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১৮
ডেজা-ভু বলেছেন:
কনডম রিসাইক্লিং এর কুনু ব্যবস্থা নাই!!!
২৩| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১৮
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: একমাত্র ছহি ইছলামী কায়দায় ছহবতই কনডমজাত সমস্যা থেকে জাতিকে মুক্তি দিতে পারে। এতে দেশের জনসংখ্যা তথা আল্লার অনেক খেদমতগার বাড়বে কোন সন্দেহ নাই, কিন্তু তাতে কি? ইহুদী-নাসারাদের আবিষ্কৃত কনডম তো ব্যবহার করা যাবে না।
২৪| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৩১
ভারসাম্য বলেছেন: পরিবেশবান্ধব কনডম চাই!!!!!!!!!!!!!!!!!!!!
২৫| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৩২
আইনউদদীন বলেছেন: লেখক বলেছেন এটা কী পরিমানে পরিবেশকে ক্ষতি করছে তা নিয়ে কেউ কোন কথা বলছেনা অথচ এটাও কিন্তু বিশ্বের তাপমাত্রা বৃদ্বির জন্য অনেকটা দায়ী ।
ওয়াও আমাদের লেখক তাইলে এইটা প্রথম বুঝবার পারিচ্ছেন । উনাকে নোবেল দেওয়া হোক
২৬| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৫
জাতির নানা বলেছেন: কনডম দিয়া কি করে ?????
২৭| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৭
গুপ্তঘাতক007 বলেছেন: এইডা কি জিনিস স্যার? এক্টু খোলাসা করেন!
২৮| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪০
জমীশরী বলেছেন: ওমোর জ্বালা! তাইলে কি দিয়া কাম সারমু??????????
২৯| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৯
ফয়সাল তূর্য বলেছেন: তাইলে? একন বেলুন ফুলামু কি দিয়া?!
৩০| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৪
সহ্চর বলেছেন:
কেউ কারে নাহি ছাড়ে
সমানে সমান।
বান্ধায়া রাখার মত কমেন্ট একেক টা।
যারা ডিপ্রেশনে ভোগে তাদের জন্য সামুর কিছু পোস্টের কমেন্ট ঔষধ হিসেবে ব্যাবহার করার জন্য সরকারের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি।
সেই সাথে কমেন্ট স্টিকী করার ব্যাবস্থা করা হউক।
৩১| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৮
াহবুব বাবুই বলেছেন: চিন্তার বিষয়
৩২| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:০২
শোভন এক্স বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: ঠিক আছে, আপনি দেশের তৈরী চটের বস্তা দিয়ে শুরু করেন
৩৩| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:২২
তন্ময় ফেরদৌস বলেছেন:
৩৪| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৩২
চঞ্চল বালী বলেছেন: এক ব্যক্তি তার রোগাপাতলা ছেলের নাম রাখলো হারকিউলিস। প্রতিবেশিরা জিজ্ঞাসা করলো- ভাই এই রকম পাতলা ছেলের নাম কী করে হারকিউলিস হলো? ওই ব্যক্তির সাফ সাফ উত্তর : ভাই, সাতটি কন্ডম পরার পরও সেগুলো ফুটা করে যে ছেলে জন্ম নিতে পারে, তাকে আর কী নামে ডাকবো বলুন?
৩৫| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৮
মেহেদী_বিএনসিসি বলেছেন:
ষ্টিকি করুন ষ্টিকি করুন...................পোষ্ট না.........কমেন্টগুলা....
তবে সত্যই এনিয়া ব্যাপক গবেষনা প্রয়োজন............
৩৬| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
গুহাবাসি বলেছেন:
৩৭| ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:০০
বিতর্কিত বিতার্কিক বলেছেন:
বান্ধায়া রাখার মত কমেন্ট একেক টা।
৩৮| ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৩
গ্যাম্বলার বলেছেন: "জাতির নানা বলেছেন: কনডম দিয়া কি করে ????? "
নানা ভাই, থাউগ্গা! এই বুড়া বয়সে উহার ব্যবহার জানিয়া কি হইবে? পাছে আপনি নতুন নানীজানের সন্ধান করেন, তাই লেখক বিস্তারিত বলে নাই ।
৩৯| ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৫
পুলক ঢালী বলেছেন: কনডম তাহলে সুখ আর সমস্যা দুটোই সৃষ্টি করছে সত্যিই আগে ভেবে দেখা হয়নি।
৪০| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫২
ভিন্ন দৃষ্টি বলেছেন: কনডম আর গ্লোবাল ওয়ার্মিং প্রসঙ্গ যখন একসাথে আইসাই পরলো তখন আরও একটা বিষয় ভাবা দরকার।
মনে করেন ছাড়ান দিলাম কনডম, কিন্তু স্কিন টু স্কিন ফ্রিক্সনে যে তাপ উৎপন্ন হয় তা কি মাত্রার গ্লোবাল ওয়ার্মিং করে তাও মাইপা দেখা দরকার। প্রয়োজনে কনডম বিহীন ইয়ের উপরে 'গ্লোবাল ওয়ার্মিং ট্যাক্স' -টাইটেলে একটা ট্যাক্স বসানো যাইতে পারে। কি বলেন?
৪১| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১০
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: চলেন কনডম বাদ দেই.......এখণ থেকে ত্যানা পেচাই....
৪২| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩৬
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।
৪৩| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪৩
মানুষ বলেছেন: সহমত। ব্যবহারের পর আমাদের উচিৎ উহা ধুয়ে পুনর্ব্যবহার করা। ইনশাল্লাহ আমরা এক কন্ডম দিয়ে জীবন পার করে দিতে পারবো। এর ফলে পরিবেশ দূষণ কম হবে। অপচয় রোধ হবে। নিশ্চয় অপচয়কারি শয়তানের ভাই।
৪৪| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪৭
রাজসোহান বলেছেন: কনডমের মায়রে বাপ!
৪৫| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৯
গুহাবাসি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১১
দিশেহারা আমি বলেছেন: বিশ্বের তাপমাত্রা বৃদ্বির জন্য অনেকটা দায়ী হলেও জনসংখ্যা ও জন্ম নিয়ন্ত্রন রোধে এর ভুমিকা অপরিসীম।