নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপার ম্যান এর জগতে স্বাগতম

স্বপ্নচূড়া ঐ দেখা যায় !!

মন মানে না

....

মন মানে না › বিস্তারিত পোস্টঃ

Before the Rains - অসাধারণ একটি চলচ্চিত্র

২৭ শে মে, ২০০৯ রাত ১০:১৭



রক্তক্ষয়ী সাংস্কৃতিক বিরোধ,সামাজ্রবাদী প্রভুত্ব আর মালিক -চাকরাণীর নিষিদ্ধ প্রণয়- সংক্ষেপে বললে সন্তোস শিভান পরিচালিত " Before the Rains" ছবির বিষয়বস্তু গুলো এই কয়টি ।











ছবিটি একটি ট্র্যাজিক পরিণতির দিকে যাবে এই ধারণা আপনি করতে পারবেন যখন ছবির মূল চরিত্র এক ইংরেজ মি. মুরস্ তার অনুগত চাকর টি.কে.কে একটি পিস্তল গিফট করবে ।



বনের ভিতর দিয়ে মালামাল সরবরাহ কাজের সুবিধার জন্য আগামী বর্ষা মৌসুমের আগেই একটি রাস্তা তৈরীর এসাইনমেন্ট নিয়ে ভারতের দক্ষিণ-পশ্চিশের নৈসর্গিক কেরালা অঞ্চলে আসেন মি. মুরস্ ।



ছবির নায়িকা সজনী নিকটস্থ গ্রাম হতে তার বাড়িতে গৃহস্থালীর কাজ করে । চমৎকার আর আকর্ষনীয় বৈশিষ্ট্য দিয়ে মুরস্ তার প্রভৃত্বপরায়ণ মুখটা ঢেকে গৃহকর্মীর সাথে নিষিদ্ধ প্রণয়ে আবদ্ধ হন ।







একদিন বিকেলে ঝর্ণার ধারে দুর্ঘটনা ক্রমে তাদেরকে প্রণয়াবস্থায় দেখে ফেলে দুই বাচ্চা এবং ঘটনাটি তার স্বামীকে জানায় ।



সজনীর স্বামী রজত তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এড়িয়ে যেতে চায় । ফলে তার স্বামী তাকে প্রচন্ড প্রহার করে যা তার উপজাতীয় সংস্কৃতি অনুমোদন করে ।



সজনী পালিয়ে মুরস এর অনুগত চাকর টি.কে এর কাছে চলে আসে ।এদিকে মুরস এর স্ত্রী লরা ও সন্তান পিটার ইংল্যান্ড থেকে চলে আসে ।





ফলে সজনী কে লুকিয়ে রাখা ছাড়া কোন উপায় খুজেঁ পায় না মুরস্ যদিও তখন পর্যন্ত মুরস্ সজনীকে বলে যে সে তাকে ভালবাসে ।



সজনীকে দূরে কোথাও পাঠিয়ে দিতে মুরস্ টি.কে কে দায়িত্ব দেয় ।যাওয়ার পূর্বে সজনী জানতে চায় যে মুরস্ তাকে ভালবাসে কিনা । মুরস্ খুব ঠান্ডা গলায় "না" বললে সজনী সহ্য করতে না পেরে হাতের কাছে পড়ে থাকা টি.কে এর পিস্তল দিয়ে আত্মহত্যা করে ।

এর পরেই ক্রমশ ঘটনা জটিল হতে খাকে ...........



Before the Rains- ভাববিলাসিতায় কালক্ষেপন করেনি ।যখনই আপনি সজনীর আশাহত দুর্দশার কথা ভাববেন,ভাববেন নিম্নবর্ণের এই মেয়েটির যাওয়ার কোন জায়গা ছিলনা তখনই আপনি দেখতে পারবেন যে ক্ষমতা যখন হুমকির মুখে পড়ে তখন শাসক তার প্রভুত্ববাদী বিশেষ অধিকারটির চর্চা কত নির্দয়ভাবে করে ।



এই ছবির অন্যতম চরিত্র টি.কে যাকে আমরা দেখতে পাবো একজন প্রভুভক্ত, নির্বিকার ব্যক্তি হিসাবে যে কিনা বোকার মতো কল্পনার জগতে খাকে - আধুনিক পৃথিবীতে এক পা আর আরেক পা রাখতে চায় তার উপজাতীয় সংস্কৃতিতে ।





ছবিটি ইসরায়েলী পরিচালক ডেনী ভেরেটি এর The Desert Trilogy: Yellow Asphalt এর একটি অংশ “Red Roofs”এর অনুকরণে নির্মিত ।



মূল চরিত্রে --

সজনী- নন্দিতা দাস

মুরস্ - Linus Roache

টি.কে -রাহুল বোস

লরা (মুরস্ এর স্ত্রী )-Jennifer Ehle



কেরালার চমৎকার সব লোকেশনে চিত্রায়িত এই ছবির ল্যান্ড স্কেপগুলি ও অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগবে বলে আশা করি ।





মন্তব্য ৫৪ টি রেটিং +২০/-১

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০০৯ রাত ১০:২২

নূহান বলেছেন: ছবিসহ বর্ননা খুব ভালো হয়েছে :)

২৭ শে মে, ২০০৯ রাত ১০:২৩

মন মানে না বলেছেন: ধন্যবাদ ।

২| ২৭ শে মে, ২০০৯ রাত ১০:৩০

দারাশিকো বলেছেন: রাহুল বোস অার নন্দিতা দাস - এরা একটা টাইপ অভিনেতা হয়ে যাচ্ছে, আমাদের জয়ন্ত আর রোকেয়া প্রাচীর মতো, যদিও এরা কেউই অভিনয় খারাপ করে না।

আরও মজার ব্যাপার হল, একটু বিকল্প ধারার মুভিগুলো প্রায় সবাই ল্যান্ডস্কেপ দিয়ে দর্শক মাত করে দিচ্ছে।
ভালো লাগলো প্রেজেন্টেশন টা!

২৮ শে মে, ২০০৯ রাত ১২:১৬

মন মানে না বলেছেন: ধন্যবাদ ।

ছবির আবহ সঙ্গীত ও চমৎকার হয়েছে ।

৩| ২৭ শে মে, ২০০৯ রাত ১০:৫৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। ছবির কাহিনীর সুন্দর ভাবে বর্ণনার জন্য অনেক ধন্যবাদ। আপনার সময় ব্যায় ও পরিশ্রম করে লেখাও প্রশংসাযোগ্য। যদি আরো ভালো কাহিনীর মুভি সমন্ধে জানা থাকে তো দয়া করে লিখবেন।

২৮ শে মে, ২০০৯ রাত ১২:১৭

মন মানে না বলেছেন: ব্লগে প্রকাশ করার মত হলে সেটা ভেবে চিন্তে গুছিয়ে তবেই পোষ্ট করি ।

ভবিষ্যতে আরো পোষ্ট দেওয়ার ইচ্ছে রয়েছে ।

৪| ২৭ শে মে, ২০০৯ রাত ১১:০২

ওমর হাসান আল জাহিদ বলেছেন: চলচ্চিত্রটি আগেই দেখেছিলাম। বেশ ভালোই লেগেছিল। কাহিনী সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ।++

২৮ শে মে, ২০০৯ রাত ১২:১৭

মন মানে না বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৭ শে মে, ২০০৯ রাত ১১:০৭

খড় কুটো বলেছেন: এতো সুন্দর করে বর্ননা দিলেন যে এখনই ছবিটা দেখতে ইচ্ছে হচ্ছে। তবে অব্শ্যই কাল দেখবো।

২৮ শে মে, ২০০৯ রাত ১২:১৮

মন মানে না বলেছেন: দেখে কিন্তু বলতে হবে !

৬| ২৭ শে মে, ২০০৯ রাত ১১:১০

আশরাফ মাহমুদ বলেছেন: নামানো শুরু করছি। খারাপ হইলে মাইর আছে। ;)

২৮ শে মে, ২০০৯ রাত ১২:১৫

মন মানে না বলেছেন: ভালো লাগা তো ভাই আপেক্ষিক ব্যাপার ।

৭| ২৭ শে মে, ২০০৯ রাত ১১:৩৬

এ. এস. এম. রাহাত খান বলেছেন: দেখতে হইবেক ++++

২৮ শে মে, ২০০৯ রাত ১২:১৮

মন মানে না বলেছেন: দেখে আবার মন্তব্য করবেন ।

৮| ২৮ শে মে, ২০০৯ রাত ১২:২৮

ওপেল বলেছেন: ভাই,
আমি ১০.৩০ এ ছবিটা দেখে শেষ করলাম.........
আর আপনি পোষ্ট দিলেন ১০.১৭ তে......
একেই বলে কাকতালীয় ব্যাপার...।।

২৮ শে মে, ২০০৯ রাত ১২:৩৩

মন মানে না বলেছেন: আমি ভাই ২দিন আগেই দেখেছি ।এই ২দিন ভাবলাম । ভেবে চিন্তেু লিখলাম ।

তা লাগল কেমন তা তো বললেন না ?

৯| ২৮ শে মে, ২০০৯ রাত ১২:৪৩

শান্তির দেবদূত বলেছেন: বাহ্ , চমৎকার মুভি হবে বলে মনে হচ্ছে ..... ডাউনলোড লিংক দেওয়া যাবে ?

২৮ শে মে, ২০০৯ রাত ২:৪৫

মন মানে না বলেছেন: বস, লিংক পাইলে জানামুনে ।

১০| ২৮ শে মে, ২০০৯ রাত ১২:৪৮

ওপেল বলেছেন: ভাল লেগেছে,৫/৫

কিন্তু প্রথম দিকে সাব টাইটেল খুজতে গিয়ে মেজাজ খারাপ হইসে.........

১৯৯৪ সালে Before the Rains নামে আরেকটা ছবি হয়েছিল। সার্চ দিলে খালি অইটার সাবটাইটেল আসে। ১৫ মিনিট পর আসল সাবটাইটেল খুজে পেয়েছি।

আমি subscene.com থেকে সাবটাইটেল নামাই,ফ্রী সাবটাইটেল নামানো যায়, এর থেকে ভাল কোন সাইট আছে নাকি আপনার খোজে?

১১| ২৮ শে মে, ২০০৯ রাত ২:৫৭

মন মানে না বলেছেন: এই ছবিতে যে পরিষ্কার ইংরেজী বলে তাতে সাবটাইটেল এর দরকার আছে বলে আমার মনে হয় না ।

"oh dear, we are out of honey ! "

subscene.com এর কথা জানা ছিল না । ধন্যবাদ ।

১২| ২৮ শে মে, ২০০৯ সকাল ৯:২৭

জাফর বায়েজীদ বলেছেন: অব্শ্যই দেখবো

২৮ শে মে, ২০০৯ সকাল ১১:৪৫

মন মানে না বলেছেন: দেখে মন্তব্য করবেন কিন্তু ।

১৩| ২৮ শে মে, ২০০৯ সকাল ১১:৪৪

তায়েফ আহমাদ বলেছেন: পছন্দৈছে।
ছবিটা দেখতা হবে!

২৮ শে মে, ২০০৯ সকাল ১১:৪৭

মন মানে না বলেছেন: ভালো লাগবে আশা করি ।

১৪| ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৩১

সেলটিক সাগর বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: বাহ্ , চমৎকার মুভি হবে বলে মনে হচ্ছে ..... ডাউনলোড লিংক দেওয়া যাবে ?
========================================

@ শান্তির দেবদূত, Before the Rains মুভিটির মেগাভিডিও থেকে ডাউনলোড করার / অনলাইনে দেখার লিংক ----

http://www.megavideo.com/?v=V85FJ6OH

২৯ শে মে, ২০০৯ সকাল ৮:১২

মন মানে না বলেছেন: ধন্যবাদ লিংক দেওয়ার জন্য । দেবদূত টারে এখন কই পাই ?

১৫| ২৯ শে মে, ২০০৯ সকাল ৮:১৫

মে ঘ দূ ত বলেছেন: দেখেছিলাম ছবিটা।

আপনার বর্ণনা এবং ছবিগুলো ভালো লেগেছে।

২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

মন মানে না বলেছেন: ধন্যবাদ ।

১৬| ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

দেবদারু বলেছেন: ভাই, আমি তো এক জুনিয়র ভাইয়ের পিসি তে মুভিটা দেখছিলাম! কিন্তু কেন যে কপি করলাম না! থ্যাণ্কস ... ছবিটা দেখার লোভ হচ্ছে খুব!!

৩০ শে মে, ২০০৯ সকাল ৮:৩৪

মন মানে না বলেছেন: আরে দেবদারু ভাইজান যে ! কি সৌভাগ্য !

আমার কাছে ভালো লেগেছে বলেই কষ্ট করে পোষ্টটা দিয়েছি ।
আপনার কাছেও আশা করি ভালো লাগবে ।

মাঝে মাঝে একটু উকিঁ দিয়েন ।

১৭| ০১ লা জুন, ২০০৯ সকাল ৮:২১

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা .... আইসা গেছি :) ....
অনেক ধন্যবাদ , আপনাকে আর সাগর ভাইকে .....
এখনি দেখছি।
ও ! বেশি বড় নাতো ! মাত্র দেড় ঘন্টার মুভি :) .....গ্রেট :)

০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০০

মন মানে না বলেছেন: বসের আসতে মনে হয় একটু দেরি হইয়া গেলো !!

ইদানীং ব্লগে আপনার কিছুটা অমনোযোগিতা লক্ষনীয় !

ব্যাপার কি ?

ভাবী কি চইলা আইসে নাকি ?

১৮| ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৫

অদ্রোহ বলেছেন: দেখার অপেক্ষায় রইলাম।

০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২৬

মন মানে না বলেছেন: ঠিক আছে ।

১৯| ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৩০

শান্তির দেবদূত বলেছেন: চমৎকার লাগলো মুভিটা ....
মি.মুরস্ এর শেষ পরিনতিটাও খুব ভালো হয়েছে .... স্ত্রী, সন্তান, ব্যাবসা মান সম্মান সব হারাইয়া একেবারে নাস্তানাবুদ অবস্হা .....টিকে ওকে না মেরে ভালোই করেছে, মরে গেলে বেঁচেই যেতো .....

মাঝে যখন স্কুল মাস্টার টিকেকে স্বাধীনতার আন্দোলনে যুক্ত হতে বলেছিলো তখন ওর উত্তর শুনে খুব মর্মাহত হয়েছিলাম, তবে শেষে এসে তার দাসত্বের পরাকাষ্ঠ ছিড়ে বের হয়ে আসাটা ভালো লেগেছে ....।

চমৎকার একটা মুভি দেখার সুজোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ....

০১ লা জুন, ২০০৯ রাত ১১:৫৪

মন মানে না বলেছেন: শুকরিয়া বস ।

আপনি আমাকে তুমি বললে খুশি হতাম ।

২০| ০২ রা জুন, ২০০৯ সকাল ৮:০৮

মাষ্টার_মশাই বলেছেন: মাইনাস;)

০২ রা জুন, ২০০৯ সকাল ৮:৫৬

মন মানে না বলেছেন:
মাইনাস তো খাতায় উঠে নাই ! মনেহয় মাস্টার মশাই এর কলমে কালি নাই !

২১| ০২ রা জুন, ২০০৯ সকাল ১০:৪৩

সোজা কথা বলেছেন: ছবির ধাঁধাঁ মুছে ফেলেছেন? বাইসাইকেল থিফ কি ঠিক ছিল?

০২ রা জুন, ২০০৯ সকাল ১১:২৩

মন মানে না বলেছেন: হ্যাঁ । আপনি ২৫ পয়সা পাইবেন ।

এজন্যই আপনার পোষ্টে গিয়ে লিখে দিয়ে আসছি মোবাইল নম্বরের জন্য !

আর সেটা সাময়িক পোষ্ট ছিল ।
এই জন্য ডিলিট করছি ।
ধন্যবাদ ।

২২| ১০ ই জুন, ২০০৯ রাত ৯:৩০

অলস ছেলে বলেছেন: আপনার বর্ণনা আর নিজস্ব চিন্তা টা চমৎকার হয়েছে, দেখার আগ্রহ জাগিয়ে দিলেন। ধন্যবাদ। আর সেলটিক সাগর'কে ধন্যবাদ লিংকের জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮

মন মানে না বলেছেন: ধন্যবাদ ।

২৩| ২৯ শে জুন, ২০০৯ রাত ২:৫৬

ইউনুস খান বলেছেন: ভালো লাগলো বর্ণনা। প্লাস।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮

মন মানে না বলেছেন: ধন্যবাদ ।

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: শুভ হউক আনব্যান

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪

মন মানে না বলেছেন: ধন্যবাদ ।

২৫| ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৯

মুভি পাগল বলেছেন: ডিভিডি কিনতে হবে। নন্দিতা দাসের আরেকটি ছবি "ফায়ার" নিয়ে আমি লিখেছিলাম এখানে

২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০২

মন মানে না বলেছেন: ধন্যবাদ । সামনে আরেকটা পোষ্ট দিবো ভাবছি ।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৮:২৫

সর্বদাবেলায়েত বলেছেন: রিভিই ভালো লেগেছে। দেখে ফেলবো শীগগীরই।

০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

মন মানে না বলেছেন: ধন্যবাদ । সমানে আরেকটা রিভিউ দেয়ার ইচ্ছা আছে ।

২৭| ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

অজানা আমি বলেছেন: চমৎকার +

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৫

মন মানে না বলেছেন: ধন্যবাদ ।

২৮| ০২ রা জুন, ২০১১ বিকাল ৪:৪৭

লজ্জাবতী বলেছেন: মুভিটা ভালোই, বর্ণনাও ভালো

২৯| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৯

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: চমৎকার রিভিউ হয়েছে, ধন্যবাদ ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.