নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনভাবে চলতে শিখেছি আমার পরিবেশ থেকে।

অাব্দুল মান্নান

অসাধারণ সাধারণ ভিন্ন অভিন্ন সবই সমানুপাতিক

অাব্দুল মান্নান › বিস্তারিত পোস্টঃ

শিশু নির্যাতন আগের চেয়ে কি বেড়েছে?

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

শিরনামটি একটি প্রশ্নের মত লিখেছি। কেন প্রশ্নের মত করে দিয়েছি তা জানার অাগে প্রশ্নটি কি সে দিকটি জানা বেশি জরুরি। এর কিছু যৌক্তিক কারণ তো আছেই বটে। তাহলে চলে যাচ্ছি মূল কথায় গত কয়েক মাস ধরে শিশু নির্যাতনেরর খবর প্রায় সব ধরনের মিডিয়াতে আসতেছে যা নির্মম, নিষ্ঠুর ও বর্বরতাকে হার মানায়। এই তো রাজন হত্যা, শরীরে বায়ু প্রবেশ করিয়ে হত্যা, পিটিয়ে হত্যা, চুল ও চোখের ভ্রু বিকৃত করে দেয়া সব কিছুই ছিল সামান্য চুরি কিংবা এ ধরনের ছোট ছোট অপরাধের শাস্তি সরূপ। এখন বিষয় হচ্ছে এ ধরেন নির্দয়, বিবেকহীন ঘটনা এর আগে ঘটেছিল কিনা? এর জবাবটা সাধারনভাবে দেখলে হবে, না। কিন্তু যদি যাচাই করে দেখা যায় তাহলে এ সিদ্ধান্তে উপনিত হতে হবে যে, হ্যাঁ! এরকম ঘটনা এর আগেও ঘটেছিল প্রতিনিয়ত কিন্ত মিডিয়াতে সব আসতো না। এখন মিডিয়ার কল্যাণে জাতি পুরো দেশের স্ব-চিত্র দেখতে পাচ্ছে। সব শেষে আরো একটি প্রশ্ন রেখে দিতে হয় কবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে?
-------<শিশু নির্যাতন নিপাত যাক!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.