নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনভাবে চলতে শিখেছি আমার পরিবেশ থেকে।

অাব্দুল মান্নান

অসাধারণ সাধারণ ভিন্ন অভিন্ন সবই সমানুপাতিক

অাব্দুল মান্নান › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ সংবাদ ও আমরা

১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:১১

পত্রিকার পাতায় একটু ভাল করে নজর দিলে দেখা যায় দুটি-চারটি নিখোঁজ সংবাদ অছেই। এরকম প্রায় প্রতিটি দৈনিকের ভিন্ন ভিন্ন নিখোঁজ সংবাদ একত্র করলে হয়তো নতুন একটি দৈনিক প্রকাশ করা যাবে। যায় হোক একটু চিন্তার জগতে ঢুকি যে ব্যক্তিটি হারিয়ে গেলে তার একটি সমাজ, সংস্কৃতি, পরিবার পরিচিতি অাছে। একটু কড়া ভাবেই বলি ধরুন আপনার পরিবারের একমাত্র কর্ণধার এবং উপার্জনকারী অাপনার বাবা অথবা বড় ভাই অথবা অন্য কেউ একজন। সেদিন আপনি অাপনার যে সাধারণ দৈনিক কাজ থাকে তা শেষ করে বাড়ী ফিরলেন দেখলেন বাড়ীর অাপনার সেই অবিভাবক নেই, আজ বাড়ী আসলো না, পরের দিনও না, এভাবে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে তখন আপনার পরিবারটির। নিশ্চয় খুবই দু:খজনক এবং করুন অবস্থা। যদি শক্ত হার্ট থেকে থাকে তাহলে ভাবুন , সময় নিন। আসলে আমাদের সেই হারানোর সংবাদটুকু পড়ে তার খোঁজ যতটুকু সম্ভব নেয়া উচিৎ। আর করো যেন এই নির্মম পরিহাসের শিকার না হতে হয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.