নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবীয়

যখন কোন অনিয়ম দেখি বলতে ইচ্ছা করে, প্রতিবাদ করতে ইচ্ছা করে, চিৎকার করে বলতে ইচ্ছা করে এটা ঠিক না। কিন্তু পারি না। জানি না কোনদিন পারবো কিনা? তাই অসহায় আমি এই ব্লগে লেখার চেষ্টা করছি।

মানবীয় › বিস্তারিত পোস্টঃ

বাতের ব্যাথার জন্য ভালো ডাক্তার কোথায় জানেন?

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

মা খুব কষ্ট পাচ্ছে বাতের ব্যাথার জন্য। ইবনে সিনায় ডাঃ এম এ শাকুর -এর চিকিৎসাধীন, কিন্তু তেমন কোন লাভ হচ্ছে না। পাশাপাশি হোমিও চলছে। থেরাপিও চলছে। কিন্তু কাজ হচ্ছে না। যখন অনেক ব্যাথায় কান্না করে কেমন যেন নিজেকে অসহায়ের মতো লাগে।

কারো জানা মতে ভালো কোন ডাক্তার আছে?

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: ধীপু মনি।

২| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৫

কলির কৃষ্ণ বলেছেন: @ ক্ষুধিত, ধীপু মনি নয়-হবে ঢিপু মনি! :)

৩| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৭

জাহিদুল হাসান বলেছেন: ডা: সৈয়দ আতিকুল হক। গ্রীন লাইফ হসপিটালে বসেন। শুক্রবার সকাল ১০-১১ পর্যন্ত ০১৯১৬২৬৭৭৬৯ নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নিবেন।

১৫ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩২

মানবীয় বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:১২

শিক কাবাব বলেছেন: বাত জিনিসটা কি? শুনেছি বাতের ব্যাথা। কিন্তু এই ব্যাথাটা সাধারণত কোথায় করে? হাটুতে, পিঠে, কোমরে, হাতে, পায়ে ... নাকি এক সময় এক জায়গায়?

৫| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:০০

বাজেকাম বলেছেন: অ্যালো প‌্যাথিতে পেইনকিলার আর মাসল রিল্যাক্স্যান্ট ছাড়া তেমন কোন ঔষধ নেই। থেরাপি নিয়মিত নিতে হবে। সম্ভব হলে ডাক্তারের শেখানো নির্ধারিত কিছু ব্যায়াম ব্যাথার উপশম করে। ব্যাথার স্থানে গরম শেক আরাম দেয়।
হোমিও প‌্যাথিতে একটু দীর্ঘসময় লাগে। তবে ধৈর্য ধরে চিকিৎসা করাতে পারলে ভাল ফল দেয়।
আকুপ্রেসার ঠিকমত করতে পারলে এটাও বাতের ব্যাথার উপশমের জন্য ভাল কাজ করে।
সকল ক্ষেত্রেই ব্যাথা বাড়ে এমন কাজগুলো এ্যাভয়েড করতে হবে।

৬| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:০৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
ডঃ আতিক কে দেখাতে পারেন। উনি একজন স্বনামধন্য রিউমাটোলজিস্ট। তবে সিরিয়াল পেতে সমস্যা হতে পারে, রোগীর ভীড় বড্ড বেশি। জাহিদুল হাসান ঠিকানা দিয়েছেন ৩ নাম্বার মন্তব্যে।

আপনার মায়ের সুস্থ্যতা কামনা করছি :)

৭| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:১৩

বাজেকাম বলেছেন: দুঃখিত ভাই, বেশি উপদেশ দিয়ে ফেলেছি, ব্যাথার রোগী নিজেই। তাই অভিজ্ঞতা থেকে।

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
ডঃ আতিক কে দেখাতে পারেন। উনি একজন স্বনামধন্য রিউমাটোলজিস্ট। তবে সিরিয়াল পেতে সমস্যা হতে পারে, রোগীর ভীড় বড্ড বেশি। জাহিদুল হাসান ঠিকানা দিয়েছেন ৩ নাম্বার মন্তব্যে।
আপনার মায়ের সুস্থ্যতা কামনা করছি

৮| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:২৬

ছেরা বলেছেন: পঙ্গু তে দেখাতে পারেন।সেখানে অর্থো পেডিক্স, ফিজিওথেরাপিস্ট ও বাত বিশেষজ্ঞ আছেন।

৯| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৪

মাহবুবুর রহমান এমিল বলেছেন: ডাক্তার দেখিয়ে কী করবেন?দেখুন ভাই ডাক্তাররা গরীবের রক্তচোষা

ডাক্তার দেখাই্য়েন না...... এটাই ভালো।

১০| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৭

নাম বলবো না বলেছেন: ৩ নাম্বার কমেন্টে জাহিদুল হাসান ডঃ আতিকের যে ঠিকানা দিয়েছেন তাকে দেখাতে পারেন, আমার জানামতে উনি খুবই এক্সপার্ট।

১ নং আর ২ নং কমেন্টকারী কি মানুষ নাকি অমানুষ!!! একজন তার মায়ের চিকিতসার জন্য ডাক্তার খুজছেন, আর আপনারা!!!! ছি!ছি!!!

১১| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৫

অর্পণ! বলেছেন: আপনার মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। দোয়া রইলো।

কিছু সাইকো আছে, যারা নিজেদের মায়ের অসুস্থতার সময়ও নিশ্চয়ই এহেন ফাজলামো আচরণ করে থাকে। ধিক্কার জানাই এসব সাইকোদের।

১২| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৩

অনুরাগী বলেছেন: মানবীয় ভাই আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই, দয়া করে যোগাযোগ করবেন

১৩| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৩

অনুরাগী বলেছেন: মানবীয় ভাই আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই, দয়া করে যোগাযোগ করবেন

১৪| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৪

অনুরাগী বলেছেন: আমার ফোন নং-০১৭৭১৫১২৯৬৪

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.