নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবীয়

যখন কোন অনিয়ম দেখি বলতে ইচ্ছা করে, প্রতিবাদ করতে ইচ্ছা করে, চিৎকার করে বলতে ইচ্ছা করে এটা ঠিক না। কিন্তু পারি না। জানি না কোনদিন পারবো কিনা? তাই অসহায় আমি এই ব্লগে লেখার চেষ্টা করছি।

মানবীয় › বিস্তারিত পোস্টঃ

সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল কিনতে চাই, কোনটা কিনবো একটু বলবেন

১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

একটা সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল কিনতে চাই, পছন্দের তালিকায় আছে, বাজাজ পালসার ১৫০, ইয়ামাহা এফ জেড অথবা হিরো হাঙ্ক।

বোদ্ধাদের অভিমত চাচ্ছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

রাইডার্স বলেছেন: ইয়ামাহা এফ জেড নিতে পারেন। ব্যালান্স, কন্ট্রোলিং, ব্রেক সব দিক দিয়ে ভালো।

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

মদন বলেছেন: এফজেড কেন নয়?

নতুন কিনলে http://www.motorcyclevalley.com/

৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

মানবীয় বলেছেন: সবাই শুধু পালসার পালসার করে কেন তাইলে?

৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আয়রন ম্যান বলেছেন: সেকেন্ডহ্যান্ড কিনলে পরিচিত একজন মোটরসাইকেল ম্যাকানিকের মাধ্যমে কেনা ভাল হবে।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

নকি৬৯ বলেছেন: http://www.bikebd.com/

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

অপলক বলেছেন: আমি বলব ইউনিকর্ন ডেজলার। আর আপনার লিস্টেই থাকতে চাইলে এফ জেড। তবে সেকেন্ড হ্যান্ড এফ জেড অনেক বেশি তেল খাবে।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

মানবীয় বলেছেন: ভাই, ফেজার হেডলাইট ফিক্সড থাকার কারনে কি কোন সমস্যা হয়। যারা এফ জেড চালাছেন তারা বলছেন ফিক্সড থাকার কারনে নাকি টার্ন এ ঠিক মতো দেখা যায় না, আবার ডাবল হেডলাইট জ্বালাতে গেলে নাকি ব্যাটারি শেষ হয়ে যায়।
অভিমত চাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.