![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল কিনতে চাই, পছন্দের তালিকায় আছে, বাজাজ পালসার ১৫০, ইয়ামাহা এফ জেড অথবা হিরো হাঙ্ক।
বোদ্ধাদের অভিমত চাচ্ছি।
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
মদন বলেছেন: এফজেড কেন নয়?
নতুন কিনলে http://www.motorcyclevalley.com/
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
মানবীয় বলেছেন: সবাই শুধু পালসার পালসার করে কেন তাইলে?
৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
আয়রন ম্যান বলেছেন: সেকেন্ডহ্যান্ড কিনলে পরিচিত একজন মোটরসাইকেল ম্যাকানিকের মাধ্যমে কেনা ভাল হবে।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২
নকি৬৯ বলেছেন: http://www.bikebd.com/
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
অপলক বলেছেন: আমি বলব ইউনিকর্ন ডেজলার। আর আপনার লিস্টেই থাকতে চাইলে এফ জেড। তবে সেকেন্ড হ্যান্ড এফ জেড অনেক বেশি তেল খাবে।
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
মানবীয় বলেছেন: ভাই, ফেজার হেডলাইট ফিক্সড থাকার কারনে কি কোন সমস্যা হয়। যারা এফ জেড চালাছেন তারা বলছেন ফিক্সড থাকার কারনে নাকি টার্ন এ ঠিক মতো দেখা যায় না, আবার ডাবল হেডলাইট জ্বালাতে গেলে নাকি ব্যাটারি শেষ হয়ে যায়।
অভিমত চাচ্ছি।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
রাইডার্স বলেছেন: ইয়ামাহা এফ জেড নিতে পারেন। ব্যালান্স, কন্ট্রোলিং, ব্রেক সব দিক দিয়ে ভালো।