![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কোম্পানিগুলো নতুন ফাঁদ পেতেছে তাদের অটোম্যাটিক কলের মাধ্যমে। আপনার নাম্বারে তাদের সর্টকোড বা +৮৮০২২XX নাম্বার থেকে একটি কল আসবে, তাদের আজাইরা সব সার্ভিস নিয়ে। সাধারণত এই ধরণের ফোন আপনি শুনতে হয়তো আগ্রহী হবেন না এবং লাইন কেটে দিবেন আর এই সুযোগটা তারা নিবে। আপনের টাচ ফোন বা হয়তো আপনি খেয়াল না করে অন্য কোন বাটন চেপে দিবেন আর অটোম্যাটিক এটা একটিভ হয়ে যাব, এটা আপনার নর্মাল বাটন ফোনেও হতে পারে। পরবর্তীতে আপনি বিভিন্ন SMS পেতে থাকবেন যা আপনার inbox jam করতে থাকবে। কিন্তু মাসে আপনার কাছ থেকে টাকাও কাটতে থাকবে। আমরা সাধারণত আজকাল বিল দেখা ছেড়েই দিয়েছি, যদিও বিলের পরিমাণ খুব কম, মাসে হয়তো ২/৫ টাকা তাই আপনি হয়তো খেয়ালই করছেন না। কিন্তু ভেবে দেখুন তো প্রায় ১১২ মিলিয়ন গ্রাহকের মধ্যে যদি ১০% গ্রাহকও এই ভুল করে তাহলে ১১.২ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ১২ লক্ষ গ্রাহক এর শিকার এবং যদি ন্যূনতম বিল ২ টাকা মাসে হয় তাহলে তাদের মাসিক আয় ২ কোটি ২৪ লক্ষ টাকা। আর আপনি এই ২ টাকা কেন কেটে নিল সে জন্য ২ মিনিট ধরে কল সেন্টারে কথা বলে সমাধান করতেও আগ্রহী হবেন না।
আজ সকালে আমার এয়ারটেল নাম্বারে +৮৮০২২২৩৪ থেকে কল এসেছে, আমি সাধারণত হয়তো সর্টকোড নাম্বারের কল ধরি না। তার মধ্যে ২ দিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে এ বিষয়টা জানতে পারলাম, সে তথাকথিত Content Provider –এর সাথে জড়িত। কিন্তু আজকে নাম্বার ভাবলাম ঢাকার বাইরে থেকে কল হয়তো, দেখলাম অটোম্যাটিক ভয়েস কল শুরু হয়ে গেছে বলিউড update জানতে হলে ২ চাপুন, না চাইলে ৫ চাপুন। আমি কিছু না করে মোবাইলটা রেখে দিলাম। ২২ মিনিট পরও দেখি একই কথা বেজেই যাচ্ছে। আর সহ্য করতে না পেরে লাইন কেটে দিয়েছি। তোকে আর কিছু করতে পারি না পারি তোর একটা ভয়েস চ্যানেল তো ভিজি রাখতে পারলাম ২২ মিনিটের জন্য।
তাই সবাইকে অনুরোধ একটু খেয়াল করুন আপনার বিস্তারিত বিলটি। ভাই, এমনিতেই রাজনীতিবিদরা যে যেদিক দিয়ে পারে বাঁশ দিয়ে যাচ্ছে আমাদের। এখন তো মনে হচ্ছে সবাই বাঁশ নিয়ে হাজির, দুই হাত যদি পিছনে দিয়ে রাখতে হয় বাঁশ সামলানোর জন্য তাহলে কাজ করব কোন হাত দিয়ে?
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১
মানবীয় বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭
লিখেছেন বলেছেন: ও মাই গড
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
আছিফুর রহমান বলেছেন: কস্টে আছি। সব চুর
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪
নট ডিফাইন বলেছেন: সব চুদুর বুদুর কোম্পানি।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ইমরান আশফাক বলেছেন: এখন তো মনে হচ্ছে সবাই বাঁশ নিয়ে হাজির, দুই হাত যদি পিছনে দিয়ে রাখতে হয় বাঁশ সামলানোর জন্য তাহলে কাজ করব কোন হাত দিয়ে?
বেশ বলেছেন , একমত ভাই একমত।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
মিজভী বাপ্পা বলেছেন: একটা অনুরোধ থাকবে বেশী ধরবেন না, তাহলে আপনাকে সে ফাঁদে আটকিয়ে ফেলবে।নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি!!! এই দেখুন
Click This Link