![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রফাইলের পুরাটাই বৃত্ত। অন্ত নাই। তাই, বছর আষ্টেক পর আবার এসে যাই। পেশা: মাস্টারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইমেইল: [email protected]
জি. এইচ. হাবীব সম্পর্কে যা বলব কম বলা হবে। দুদিন আগে পোঁটলাতে এটা এল। ওর অনুমতি ছাড়াই পোস্টায়েছিলাম। পরদিন তিনি একটু পরিমার্জনিয়েছেন। সেটাও পোস্টিয়েছিলাম। পরে আজ (২৫.০৪.০৮) মেইল খুলে আরেক খসড়া পাই। এটাও খুব হাবিবীয়। কী আর করা!
রণ (ভঙ্গ) সঙ্গীত
========
জি এইচ হাবীব
(বাংলা প্যারডি সঙ্গীতে জি. এইচ. হাবীবের অবদান)
চাল চাল চাল!
ঊর্ধ গগনে ওঠে যে ডাল,
নিম্নে উতলা ভাতের থাল,
অরুণ প্রাতে একি আকাল!
চাল রে, চাল রে, চাল
চাল চাল চাল ॥
বিডিআর শপে গিয়া সকাল,
আমরা আনিব সস্তা চাল,
আমরা টুটাব ক্ষুধার কাল,
কিনিয়া তেল ও ডাল।
কাঁদিয়া ককিয়া গাহিয়া গান,
সজীব করিব ন্যাতানো প্রাণ,
যদিও জানি যে কমিবে কাল
চুলায় ভাতের জ্বাল!
চাল দে, নও-জোয়ান,
জলদি খুলে দোকান,
কত আর রবে লাইনে দাঁড়ায়ে
হিন্দু, মুসলমান।
চাল রে চাল রে চাল।
চাল চাল চাল ॥
(এই বেচাল প্যাচালের জন্যে কাজী নজরুল ইসলামের কাছে মাপ্রার্থনাপূর্বক)
২| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৪
কুঙ্গ থাঙ বলেছেন: হা হা
৩| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৪
ইশতিয়াক জিকো বলেছেন: সমসাময়িক প্যারোডি, ইন্টারেস্টিং!
জি এইচ হাবীব-এর অনুবাদ ভালো পাই।
৪| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৭
সমালোচনাকারী বলেছেন: বালাঅইচে............পেরোডি
৫| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১০
হাসিব মাহমুদ বলেছেন: বক্তিমে কেমন হৈলো ?
২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৩
মানস চৌধুরী বলেছেন: আমি আর বক্তৃতা দেবার সুযোগ কই পেলাম! আপনার পোস্টার ছাপার কী করা যাবে সেগুলা নিয়েই আলাপ করছিলাম লোকজনের সাথে।
তা কবে আসবেন?
৬| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১০
রাগ ইমন বলেছেন: ঊর্ধ গগনে ওঠে যে দাম----
একটু পরিবর্তন করছি ,
দামের আগুনে টাল মাটাল
কিংবা
দামের ডমরু তাল বেতাল , নিম্নে উতলা ভাতের থাল ।
বাকিটায় , উত্তম জাঝা , ঈশ্বর বেঁচে থাকলে এই কবিতা পড়ে মুগ্ধ হতেন নির্ঘাত ।
২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৪
মানস চৌধুরী বলেছেন: ইমন, আপনি এত খুশি হবেন জানলে তো জি. এইচ. লিখতে মানা করতাম। নিজেই লিখতাম।
কেমন আছেন?
৭| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২০
সোনার বাংলা বলেছেন:
পেরোডি বেইচা যদি একজনের ও খাওনের চাইল যোগার করন
যাইতো, তাহলে মনে হয় কাজী নজরুল ইসলাম শান্তি পাইতো।
তা তো হবে না আমার বলিতে পারি সুন্দর করিতে পারি না।
তয় পেরোডি কিন্তু ভালা হইচে, হাবিবা দা রে ধন্যবাদ।
আপনাকে ও ধন্যবাদ।
৮| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২৮
রোডায়া বলেছেন: সিম্প্ললি অসাধারণ প্যারোডি!!!
৯| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৩১
রোডায়া বলেছেন: আলু কই গেলো? আলুরে অপমান করা হইলো!!!
১০| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৯
প্রবাস কন্ঠ বলেছেন:
১১| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: অসাধারণ , অ'সাম
১২| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০৫
ফারহান দাউদ বলেছেন:
১৩| ২০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
মচেৎকার (ম্যাৎকার না অবশ্যই)
জি এইচ হাবিবরে সালাম !
১৪| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৮
খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: জাঝা
১৫| ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪২
কাল্বেলা বলেছেন:
হা...হা............
খাঁসা প্যারোডি হয়েছে.........।।
১৬| ২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৭
মাহবুবা আখতার বলেছেন:
অসাধারণ! বেশি জোস!
১৭| ২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:২০
দ্বিধা বলেছেন: ঠিকাছে...
১৮| ২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৩
নাসিমূল আহসান বলেছেন:
আমরা চাল চাল করি;
আমাদের রাষ্ট্রপ্রধানেরা বাল বাল করেন!!!
আলু আলু করেন!
খালু খালু করেন!
১৯| ২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৪
রাতুল" বলেছেন: জোস! পেলাচ না থুক্কু প্লাস !!
২০| ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫৯
ফাহমিদুল হক বলেছেন: দারুণ।
২১| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৯
মানস চৌধুরী বলেছেন: সবাইকে ধন্যবাদ। কিন্তু এসব মন্তব্যও যে জি. এইচ.কে ছড়া লেখার বা ব্লগে থাকার জন্য নৈমিত্তিক অনুপ্রেরণা যোগাবে সেই ভরসা কম পাই।
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
রাজীব_নন্দী বলেছেন: আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি দুই পাতার কাগজে এটি ছাপানোর অনুমতি চাই।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:২৮
মানস চৌধুরী বলেছেন: আমার অনেক আগে লিখতে পারা উচিত ছিল। কিন্তু আমি অনেকদিন ব্লগে আসিনি। দুঃখিত। ... হাবিবের সঙ্গে আলাপ করবেন একটু? ও তো চ.বি.র শিক্ষক, জানেন নিশ্চয়ই।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০১
সারওয়ারচৌধুরী বলেছেন:
