![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রফাইলের পুরাটাই বৃত্ত। অন্ত নাই। তাই, বছর আষ্টেক পর আবার এসে যাই। পেশা: মাস্টারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইমেইল: [email protected]
বহুদিন ধরে আমার স্বনির্ধারিত ম্যানেজার আমাকে ঝুলিয়ে রেখেছেন। গত বছরে অন্তত তিনটা তারিখ শিথিলভাবে ঠিক করা হয়েছিল। কিন্তু কিছুতেই আমাকে তিনি মঞ্চে আর তুলছেন না। ম্যানেজারের এহেন আচরণে আমার রবীন্দ্রগাইয়ে হিসেবে পুনরুত্থান ক্রমশই দুরূহ হয়ে যাচ্ছে। মাঝখানে লম্বা সময় স্বাস্থ্যের সঙ্গে যুদ্ধ করলাম। কিন্তু ব্লগে অনিয়মিত থাকার এটাই একমাত্র কারণ নয়। যত হুংকারই দিন না কেন ইন্টারনেট দাতারা, বাস্তবে সাভারের এই গ্রামময় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমি কখনোই নেটে ঠিক আরাম করে থাকতে পারিনি। বিরক্তিতেই একটা দূরত্ব করে ফেলেছিলাম। নবোদ্যমে আবার শুরু করতে গিয়ে প্রথমেই মনে পড়ল স্বীয় প্রতিভার কথা। ফলে এই লেখা। একটা লিঙ্ক দিয়েই শুরু করি।
http://arts.bdnews24.com/?p=2830
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৩
মানস চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: আপনিও কি জাহাঙ্গীরনগর থাকেন? নাকি ঢাকাতেও একই অবস্থা!! উঁহু, ঠিক হবে না তাইলে
২| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১৪
অ্যামাটার বলেছেন: ভাল গেয়েছেন।
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৪
মানস চৌধুরী বলেছেন: ধন্যবাদ অ্যামাটার।
৩| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৪
মানিক হাসান বলেছেন: লিঙ্কের লেখাটি দুর্দান্ত, তেমনি দুর্দান্ত খালি গলায় গাওয়া গান। অনুমতি না নিয়ে ডাউনলোড করে এমপিথ্রিতে কনভার্ট করে বারবার শুনতেছি। কোনো কপিরাইট নাইতো।
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৬
মানস চৌধুরী বলেছেন: হা হা হা... আমি তো নিজেকে প্রমোট করেই খুশি! আর আর্টস পাতার সম্পাদকও বোধহয় কপিলেফট ঘরানার।
৪| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৪
সবাক বলেছেন: আপনার সাথে মশকরা করলাম। গান শুনে আসলাম।
ও ভালো কথা, বন্যা দি সহ শুভকামনা।
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৮
মানস চৌধুরী বলেছেন: ধন্যবাদ সবাক। বন্যা সমেত ধন্যবাদ
৫| ২৩ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:৫২
স্তব্ধতা' বলেছেন: চমৎকার ছাড়া গলা।গোধূলী সময়ে নৌকার গলুইয়ে বসে, মাঝে মাঝে দাঁড়ের ছল্যাৎ ছল্যাৎ শব্দ সহ শুনতে পারলে ভালো লাগতো।
নতুন জীবনে প্রবেশ করেছেন, প্রবেশকালীন শুভেচ্ছা জানানোর সৌভাগ্য হয়নি।এখন শুভেচ্ছা অর্ঘ্য রেখে গেলাম।++++
৬| ১৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:০০
কুন্তল_এ বলেছেন: খালি গলার গানটা দারুণ লাগলো। সাথে '(আমার) রবিভাব… ভাব ও অভাব' লেখাটাও।
আপনার লেখা পড়তে চাই। অন্য কোন ব্লগে কি আপনি নিয়মিত?
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৪
সবাক বলেছেন: লেখাটা পড়ার জন্য আবার ইন্টারনেটে প্রেসার দেয়াটা কি ঠিক হবে?