নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

মেট্রোপলিটন মন

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

"আকাশ সুদুর নীল,চিরদিন একই রকম-
শাড়িগুলো শুধু রঙ বদলায়
পরিবর্তন হয় আজকের চিরপরিচিত মানুষটার "
শিরীন আমার স্ত্রী ছিল । আমরা একই পাড়াতে থাকতাম , ওর দাদার সাথে আমার দাদার ঘনিষ্ট সম্পর্ক ছিল একদিন শিরীনের সাথে আমারও গভীর ভাব হয়ে যায় । শিরীনের সাথে আমার প্রেম বিয়ে কেউ মানতে পারেনি তার কারন শিরীন আমার চেয়ে মেধাবী ! মুলত মেধাবী সুন্দরীদের বিয়ে হয়ে কোন বড়লোকের ছেলের সাথে বা যাদের কেরিয়ার খুব ভালো ।
জীবনের কোন সময় কি মোহে মানুষ পড়ে যায় বলা যায়কি ? মোহই বলি কেন? কেউ যদি মোহ থেকে লাভবান হয় সেটা আর মোহ থাকে না ।
আমাদের মধ্যবিত্ত জীবনে টাকশাল আমাদের মন গড়ে ভাঙ্গে । আমাদের সাংবাদিকতায় পড়ানো হতো- টাকা,যৌর্নতা তাই ক্রামইমের উৎস অথাৎ যাদের যৌনর্তার প্রয়োজন নেই তাদের অত টাকারও প্রয়োজন নেই ! আমার মুল কথা থেকে আবারও সড়ে এলাম , শিরীনের সাথে আমার বিয়েটা হয়ে যায় । আগের মত শস্তাই আমাদের জীবন ছিল , রাতের বেলা যৌর্নতা দিনের বেলা চাকুরী খাটা । চলতে চলতে একদিন মন বড়ো বিষাদে । একদিন মনে হলো সবই স্বাভাবিক যৌনতারও বয়স বাড়ে কি জানি না , আপিস শেষে বাসায় এসে একটু বসলেই ঘুমিয়ে যাই । শিরীনও আপিস শেষে এসে অনেক ক্লান্ত । আমার ঘুম এত বাড়তে থাকে যে কিছুই টের পাই না , সকালে শিরীনই আমাকে জাগিয়ে দেয় , একরাত্রিরা হঠাৎ ঘুম ভেঙ্গে যায় তখন শিরীন পাশে নেই , ওকে খুজঁতে যেয়ে হৃদয়টা আরো বিষাদে হয়ে গেল । ওর মন হৃদয় অন্যখানে , উত্তর ,প্রশ্ন খুজতেঁ যেয়েই আবার অশান্তি । একদিন আপিস শেষে শিরীন আর বাসায় ফেরে না ! অনেক ফোন করেও কাজ হচ্ছিলো না নাম্বার বন্ধ দেখাচ্ছিলো । রাত ১১টায় একটা মেসেজ আসলো সরি মানুষ, মধ্যবিত্ততার জীবন আর ভালো লাগছে না , তোমার কাছ থেকে পালালাম আমাকে আর খোজঁ না তুমি কোনদিন ।
টাকশালের কাছে সবই বন্ধি যায়, বিশ্বাস,নি:শ্বাস,আস্থা,ধর্ম,শরীর,স্থায়িত্ব,জীবন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.