নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

ছিনাল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

মণিকা আমার বড়বোন । ও কেমন জানি ছিনাল টাইপের, যখানেই পুরুষ থাকে সেখানেই ওর আনাগোনা বেশি । যেমন কিছু পুরুষ মানুষদের দেখি নারী আশে আশে থাকলেই তার চুলকানী যেন বেড়ে যায় । ওর ছিনালীপনার জন্য মার হাতে ও প্রচুর পিটুনি খেয়েছে কিন্তু কোন কাজ হয়নি । মণিকাকে দেখতাম অনেকের কাছ থেকে প্রচুর দামী দামী গ্রিফ্ট পেত, একদিন মা ওগুলো জ্বালিয়ে দিয়েছিল । আমার সাথে দিদির ঝগড়া লাগলেই বলতুম "ছিনাল" মাও বলতো ছিনাল , ছিনাল হলো যে সব নারীদের লাজ-লজ্বা নেই এমন কাউকে বুঝায় ।
মা -বাবার আর বেশি টেনশন করতে হয়নি, ও সুন্দর হওয়ার সুবাধে এক ইন্জিনিয়ার ছেলে পেয়ে গেল বিয়ের জন্য আর ওর তো পুরুষ ভেজে খাওয়ার অব্যাশ । কিভাবে জানি ইন্জিনিয়ার বড় লোকের ছেলে এমন বশ করলো যে ১ মাসের মধ্যই বিয়ে হয়ে গেল । বড়দির বিয়ে হওয়ার পর পাড়ার সবাই বলতে লাগলো ছিনাল মেয়ে এত ভালো বর পেল ! কেউ কেউ তো বলতো আমার মেয়ে যদি মণিকার মত ছিনাল হতো ভালই হতো এরপর বড়দি আমাদের উপর প্রভাব খাটাতে লাগলো তার স্বামীর টাকার কাছে কিছুটা নমিয়েই চলতুম কিন্তু ওর অত্যাচার আমার উপর চলতে থাকে - এখন যেন ও সতি সাবিত্রি ! আমি কি করি না করি এ নিয়ে সারাক্ষন চিল্লা-চিল্লি ! মাও ওর খুব ভক্ত হয়ে যায় যাইহোক বড়লোকের বউ বলে কথা ওকে তো আগের মত ছিনাল বলা যায় না । বাসার সবাই এখন ওর পক্ষে , একদিন আমার সাথে ও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসছিল মনের জেদে ওর "বুড়ো আঙ্গুল " ফুটিয়ে দিয়েছিলাম হাতে আঙ্গুলের চোট পেয়ে কিছুদিন আমার সাথে ওর কথা বন্ধছিল । এরপর আবার শুরু হলো ওর যন্ত্রনা , এবার ওর স্বামীকে বললুম- তোমার স্ত্রী যেন আমার সাথে না লাগতে আসে এরপর কিন্তু আঙ্গুল খুলে নিব , আরে ভাই তোমাদের টাকা আছে ক্ষমতা আছে এজন্য কি কাছের লোককেও শান্তিতে থাকতে দিবে না । ভাইয়া মানে দিদির স্বামী বলে - কি বলো? আমি তো জানি ও তোমাকে অনেক ভালোবাসে , তোমাকে শাসন করে তোমার ভালোর জন্যই তো ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: "ছিনাল" মানে কি? :-D

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

মানুষ আজিজ১ বলেছেন: আপনি লিখাটা পড়লেই বুঝতে পারবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.