![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্মুখ উদাসীনি হৃদয়ের ভাঙ্গচুর চলতে থাকা পরম আত্মায়, হিমেল হাত বাড়িয়ে দিলে তাতেই পালাগানের রঙছুটানো দুপুর । যতদিন পৃথিবীর বুকে নিজস্বতা খুজেঁছি কোন কাঠবেড়াল এসে ঠুক ঠুক শব্দতুলে ছন্দহীন করেছিল , বিভ্রমে পরিবেশ হেসেছে আর আমি সন্ধ্যামালতীকে আকঁড়ে ধরে বলেছিলাম তুমি অন্তত ভুলে যেয়ো না । আমিও তোমার মত তাহাকে মুক্তি দিয়েছিলাম " আমার ভুল হয়ে গেছে মানুষ, আমাকে ছেড়ে দাও " এই শব্দটুকু বিনিময়ের জন্যই ।
জানতো, আমরা পৃথিবীতে না থাকলেও ভোর হবে । শুধু মুক্তভাবে বাচাঁর জন্য আজও উন্মুক্ত আকাশ খুজিঁ । শেষবেলায় মিশতে থাকা গৌধূলীর নাম হয়েছিল আমার । শরীরের ভেতরের সত্ত্বাটা আজও প্রাণ খুজেঁ ,মনের মানুষ খুজেঁ ,oxyzen খুজেঁ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
সুমন কর বলেছেন: পরপর ২টি পোস্ট একই ব্লগারের দেখতে ভালো লাগে না !!!