![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বৃদ্ধ দিদা প্রায়ই বলে আমার নাত বউটা দেখার সুভাগ্য আমার নাই!এর আগেই আমি মরে যামু ! আমি কোথাও প্রেম করি কিনা সেটাও জানতে চায় এবং তার ছবি দেখতে চায়। অবশেষে আমার রাত্রির একাকিত্র কাটানোর রাজকন্যার একটি ফট্রোগ্রাফ দেখিয়ে বললুম- এই সে যাকে ভালোবাসি। আমার দিদা তাঁকে দেখে বললো- সত্যিই ভাই এই পর্দানেশী ভদ্র সুশ্রী মেয়েকে তুই ভালোবাসিস ! আমি তো ভাবছিলাম তুই যাকে ভালোবাসিস সে পর্দা দুরে থাক মাথায় কাপড় ও দিবে না । তো তার নাম কিরে। দিদাকে বললুম:- মিয়া খলিফা ।দিদা খুশি হয়ে বলে বেশ বেশ সুন্দর সমভ্রান্ত মুসলিম নাম, ওরা খলিফা বংশের কেউ হবে হয়তো। তো একদিন নিয়ে আয় না বাসায়। দিদাকে -শান্তনা দিয়ে বললুম হুম একদিন নিয়ে আসবো।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০০
বিজন রয় বলেছেন: ইনি কে?
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪
রাশেদ রাহাত বলেছেন: বিজয় @ ঐ নামে গুগলে চার্চ করেন তো।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কনে হিসেবে খারাপ না।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
মানুষ আজিজ১ বলেছেন: হুুম
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮
দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: ভদ্রতার আড়ালে সবই করা যায়, তাই না
