![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাওয়াদের ঘুম ছেড়ে এসেছিলে প্রভাতে , হৃদয় চঞ্চল দীর্ঘ প্রেম দৃঢ় সুরে বাজিয়েছো কাছে-দুর । কবিতার মাছরাঙারা ফিরে আসেনি কোনদিন , এই জেগে থাকার ক্লাস দলবেধেঁই ঢু্ব দিয়েছি সেই কবে রাত্রির দুপুরে , এখনো খোজঁ মেলেনি আমাদের । ছোট্ট বয়সে আকাঁ রঙছুটির দিন ফিরে যায় , ধুমায়িত কফি কাপে হৃদয়ে ব্যর্থা বরফ লেগে রয় । তোকে ঘরে ফিরে আনবো বলেই -----আবার যেন নিজেকেই হারাই । ভালো থাকিস শতাব্দীকাল । ভেজা স্নান চোখ নিয়েই কবিতা লিখিস আবার ।
ইতি,
মানুষ
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২
মানুষ আজিজ১ বলেছেন: আমিই মানুষ
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: আপনার ছোট পরিসরে লেখাগুলো ভাল হয়।
ইতি
মানুষটা কে?