নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

" হারুকে নিয়ে মজার অভিজ্ঞতা"

১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৯


আমার বন্ধু হারুর পেট বড়ই ডিস্ট্রাব , কোথাও বের হলে ওর বার বার হাগায় ধরে । কত যে বলেছি ওকে বের হওয়ার আগে বাসা থেকে ভালো করে -হেগে -মুতে বের হবি ! কিন্তু হারু বড়ই তেরা পোলা, ও কি আর আমার কথা শুনে !
এবার শীতে আমরা বের হলুম প্রভাতে হাটঁতে যাবো বহুদুর হারুর বৃদ্ধ দীদাও আমাদের সঙ্গি হতে চাইলো , বহু মিনতি করে বৃদ্ধ দীদা বললো- ভাইরে স্বামী মরেছে বহুদিন আগে,ঘরে বসে থাকতে আর মনচায় না এবার আমারে তোদের সাথে নিয়ে বের হো । হারুর হলো সেই সহানুভূতি বুড়িকে নিয়েই বের হলো-তার জন্য রিকশাও যোগার করলো , আমরা পথ দিয়ে হাঠঁবো আর সে সাথে রিকশা ওয়ালাও হেটেঁ হেটেঁ চালাবে ।
আমার হলো যত যন্ত্রনা, হারুর হলো হাগা-মুতা রোগ আর ওর দীদার হলো পাদা রোগ ! বার বার রিকশার ঝাকুনিতে সে পরমানবিক বোমা ফুটাচ্ছিল সেবার । উফ ! কি যে যন্ত্রনা ! হারুরে ,হারু------আর কত করবি চারু-বারু ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

বিজন রয় বলেছেন: দারুন মজার।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.