![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসট্রবে বা কোথাও যাওয়ার সময় দেখবে একটি সুন্দর শরীরের অধীকারী কোন মানুষ So much boring বা এমনো দেখি সুন্দর মনের অধীকারীরাও boring হয়ে থাকে নানা সময় । এটাও হয় যে একজন চিন্তাশীল বা জ্ঞানী সেও ইন্টারেস্টিং নয় কোন কাজে ! অথাৎ জ্ঞান বিজ্ঞতা কোনদিন মানুষকে ইন্টারেস্টিং করে তুলতে পারে না । এর জন্য প্রয়োজন নয় বহু মানুষের সাথে মেশা-, নানা সাংস্কৃতিক সংগঘনের সাথে যুক্ত হওয়া । আমাদের আশে পাশে তো প্রচুর শিক্ষিত মানুষ দেখি তারা প্রচুর ইংলিশ বলে, অঙ্ক ভালো কসে বাট তারা বুরিং । এ শহরের অহংকারী বাবা-মারা চায়না তার সন্তান কোন মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে মিশুক বা মানবিক হোক , তাদের অনেকের ধারনাই নেই এই পৃথিবীতে দারিদ্রতা আছে । যাইহোক যে কথায় আসছিলাম তাহলো------------
"তোমার মন হয় তোমার খেলার মাঠ, তোমার মন তোমার সাজানো বাগান- তুমি ইচ্ছেমত সেখানে যা ইচ্ছে খেলতে পারো, যা ইচ্ছে তাই ফলাতে পারো, তোমার মনের ডাইরেক্টর তুমি-তুমিই মালিক । মনটা একটা ক্যামারার মত -প্রতিদিন তুমি অনেক কিছুই সেখানে রেকট করতে পারো, পারো আবেগ কে বেধেঁ রাখতে,অনুভূতিকে মুল্য দিতে পারো এমন এ সমস্ত জল্পনা কল্পনাকে মুক্তি দিতে পারো । এই মসস্ত ঐশ্বর্য্যই একটা কর্ম যা তুমি ইন্টারেস্ট বা মন থেকেই অর্জন করতে পারো ।
বইপত্র যাস্ট একটা কাগজে মোড়ানো ডকুমেন্ট শুধু । তুমি যেটা নিজের ভেতর তৈরী করে নিচ্ছ সেটাই ভবিষৎ জীবনে প্রকাশ ঘটাবে ।
২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার তত্তময় মূল্যবান পোষ্ট আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ।।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
মহা সমন্বয় বলেছেন: বইপত্র যাস্ট একটা কাগজে মোড়ানো ডকুমেন্ট শুধু । তুমি যেটা নিজের ভেতর তৈরী করে নিচ্ছ সেটাই ভবিষৎ জীবনে প্রকাশ ঘটাবে ।