![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমা প্রভাতে কফি করতে করতে বললোঃ আচ্ছা স্বামী বলতো পৃথিবীর মধ্য সবচেয়ে মানবীয় কাজ কি ?
আমিঃ আমার উত্তর তোমার পছন্দ হবে না !
রমাঃ পছন্দ না হোক বল তুমি ।
আমিঃ সঙ্গম করা ।
এরপর রমা আমার দিকে কিছুক্ষন তাকিয়ে রইলো করুণা দৃষ্টি যেন ! আমি এবার বললামঃ আগেই বলছিলাম আমার উত্তর তোমার পছন্দ হবে না , তো এভাবে তাকানোর কি আছে ।
রমাঃ ও, সরি ।
আমিঃ তোমার কাছে মানবীয় কর্ম কি?
রমাঃ থাক ! এ বিষয় বাদ দাও ।
আমিঃ বলবে না ?
রমাঃ আমি তোমাকে সম্ভবত সুখে রাখতে পারিনি ।
আমিঃ কেন রমা?
রমাঃ না । আমি তো আর ফেসবুক চালাই না তুমি কি লিখ ,কি বল কিছু জানি না ।গতকাল কি সব সঙ্গম নিয়ে লিখেছো বন্ধুরা ফোন করে বললো , ওরা জানতে চাইলো আমাদের কোন ঝগড়া হয়েছে কিনা ।
আমিঃ আমি তো বললাম -সঙ্গম জিনিসটাই আমার কাছে মানবীয় মনে হয় ! মানবীয় জিনিসটা এসেছে মানবতা থেকে এর মধ্য মানুষের ঘন্ধ আছে আর মানুষ সঙ্গমের ফসল সুতরাং ঐ চিন্তেই বললাম ।
রমাঃ ঠিক আছে কিন্তু কি জানো -তুমি আজকাল সবার সামনে যেভাবে মুখ খুলে কথা বলো , আমার খুব লর্জ্বা লাগে ! সবাই বলে তোমার স্বামীর কি লাজ-লর্জ্বা বলতে কিছুই নেই ডাইরেক্ট বলে দেয় সব ।
আমিঃ আচ্ছা তোমার বন্ধুদের সাথে সংযত হয়ে কথা বলতে ট্রাই করবো ।
রমাঃ সে তোমার ইচ্ছে - তুমি সব সময় মুক্ত আমার কাছে । কোনদিন অন্যায় করলেও বলবো না কেন করেছে?
আমিঃ কেন রমা? অন্যায় মানবে কেন?
রমাঃ বুঝেগেছি অন্যায় না মানলে তোমার সাথে সাংসার করা হবে না ।
আমিঃ কেন রমা ?
রমা উঠে চলে গেল । কিছুক্ষন ডাকলাম আর এলো ।
২| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
ফয়সাল রকি বলেছেন: আচ্ছা স্বামী বলতো পৃথিবীর মধ্য সবচেয়ে মানবীয় কাজ কি ?
কোনো স্ত্রী কি সত্যিই এভাবে "আচ্ছা স্বামী" সম্বোধন করে?
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: রমা প্রভাতে কফি করতে করতে বললোঃ আচ্ছা স্বামী বলতো পৃথিবীর মধ্য সবচেয়ে মানবীয় কাজ কি ?
আমিঃ আমার উত্তর তোমার পছন্দ হবে না !
রমাঃ পছন্দ না হোক বল তুমি ।
আমিঃ সঙ্গম করা
হা হা হা ............. দারুন।