নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

গরমে চুমুর স্বাদ । মানুষ আজিজ

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

গরমে চুমুর স্বাদ । মানুষ আজিজ

প্রচুর গরম পড়েছে ভালো লাগছিলো না , উপর তলার শর্মীদের বাসায় গিয়ে শর্মীকে বললামঃ শর্মী চলো ফিল্ম দেখে আসি, কিছু সময়তো এসির মধ্য অন্তত থাকা হবে । শর্মী বললোঃ মাকে বলো ।
আমিঃ কেন তোমার মাকে বলবো ?
শর্মীঃ মার অনুমতি ছাড়া বের হই নাতো ।

এরপর শর্মীর মার কাছে গিয়ে বললামঃ শর্মী আমার সাথে ফিল্ম দেখতে যেতে চায় অনুমুতি দিন ! শর্মীর মা উত্তেজিত হয়ে বললোঃ এই ছেলে তুমি জানো কার সাথে কথা বলছো?
আমিঃ কেন শর্মীর মার সাথে কথা বলছি,শর্মীই পাঠালো আপনার কাছে অনুমতি নেয়ার জন্য । এরপর শর্মীর মা বললো-ঠিক আছে, এই বলে শর্মীর মা শর্মীকে ডেকে বললোঃ গতকাল না বাড়িওয়ার ছেলে রুবেলের সাথে সিনেমা দেখতে গেলি ! আজ আজও যাবি ?
শর্মী বললোঃ অনুমতি দাও না মা , বেচেরা মানুষ বেচেলর । একা একা থাকে ওর পাশে বসে সিনেমা দেখলে ওর একটু ভালো লাগবে, আমার সওয়াব হবে , শাস্ত্রে আছে কারো ভালোরাখার জন্য উপকার করলে ইশ্বর খুশিঁ হয় ।
শর্মীর মা আমার দিকে তাকিয়ে বললোঃ এক সর্তে শর্মীকে তোমার সাথে ছাড়তে পারি , ওর হাত ধরতে পারবে না ,চুমু খেতে পারবে না । আমি রাজি হলাম শর্মীর মার কথাই ।

১০ মিনট পর রওনা দিলুম রিকশায় চড়ে । রিকশায় যেতে যেতে শর্মী বললোঃ-মা কত বড়ো রুল জারি করে দিল ! বলতো ! তুমি আমার হাত ধরতে পারবে না , চুমু খেতে পারবে না ! এই গরমে চুমুর অনুমতিটা মা দিতেই পারতো , চুমুতে শীতলতা তৈরী হয় ।
আমি শর্মীকে বললুম- তাহলে কি করা যায় ।
শর্মী বললেঃ ফিল্ম চলার সময় তুমি আমাকে দু'টো চুমু খেয়ো আমি বাসায় গিয়ে মাকে বলবো না ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫

বিজন রয় বলেছেন: হা হা হা ম.... দারুন।

নতুন নায়িকা শর্মী।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আহ কি রোমান্টিক ....

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

সামু পাগলা০০৭ বলেছেন: একটু বেশিই রোমান্টিক। মনে হয় ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। ;)

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: হে হে। ভালো হইছে
এই গল্পটা একজনকে পড়াইতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.