![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চলেছি সবার সাথে, কেউ আমার সাথে নয়।
আগস্ট কোঁৎ ফরাসি চিন্তাবিদ, সামজবিজ্ঞানের জনক ও প্রত্যক্ষবাদ বা দৃষ্টবাদের প্রবক্তা। ফ্রান্সের মঁপেলিয়ে শহরের এক ক্যাথলিক পরিবারে ১৭৯৮ সালে কোঁৎ -এর জন্ম। ১৮৫৭ সালে তিনি মারা যান।
কোঁতের মতে, সামাজিক গতি বা প্রগতি মানুষের জ্ঞানের বিকাশের সঙ্গে একান্তভাবে যুক্ত। তিনি বিজ্ঞানের সমগ্র বিকাশের একটি ইতিহাস তৈরির চেষ্টা করেন এবং তিনটি স্তর চিহ্নিত করেন। জ্ঞানের এ তিনটি স্তরের মধ্য দিয়েই মানুষকে তথা সমাজকে অগ্রসর হতে হয়।
তিনি বলেন: ধর্মীয় যুগই জ্ঞান বিকাশের আদি যুগ। এ যুগে রহস্যের ব্যাখ্যায় মানুষ অতিপ্রাকৃত শক্তি বা ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। দ্বিতীয় যুগ দার্শনিক যুগ; এ যুগে চরম সত্তার অস্তিত্বের ভিত্তিতে মানুষ ও সমাজের ব্যাখ্যা দেয়ার চেষ্টা চলেছে। সর্বশেষ যুগটি হলো প্রত্যক্ষবাদ বা বিজ্ঞানের যুগ; এ যুগে অতি প্রাকৃত শক্তি নয়, চরম সত্তা নয়, প্রত্যক্ষ প্রকৃতিকেই মানুষ চরম বলে মনে করছে এবং তা সম্ভব হয়েছে বিজ্ঞানের মাধ্যমে। বিজ্ঞানই প্রত্যক্ষ প্রকৃতির যথাযথ জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়। প্রত্যক্ষ প্রকৃতিই চরম সত্তা, একে অতিক্রম করার ক্ষমতা মানুষের নেই।
সমাজবিদ্যা শব্দটি বর্তমানে প্রচলিত অর্থে কোঁৎই প্রথম ব্যবহার করেন। সামাজিক সব কিছুকে তিনি বিচার করেছেন স্থিতি ও গতির দিক থেকে। তার মতে, সামাজিক কাঠামোর সঙ্গে সাময়িক ধ্যান-ধারণার সম্পর্কে স্থিতির দিক থেকেই বিবেচনা করা উচিত, এটি সামাজিক শৃঙ্খলার সহায়ক। সামজের উন্নতিকে তিনি গতির দিক থেকে পর্যবেক্ষণ করার পরামর্শ দেন।
কোঁতের মতে, ধর্মের কেন্দ্রবিন্দু ঈশ্বর নয়, মনুষ্যত্ব। মানবপ্রেমের ওপরই তিনি অধিক গুরুত্বারোপ করেন। স্বভাবে তিনি ছিলেন স্বাধীনচেতা মানুষ। সারাজীবনই তাকে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। নিদারুণ অর্থকষ্টের মধ্য দিয়ে তিনি গবেষণা কাজ চালান।
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৫
জটিল মানুষ বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
প্রেম-প্রীতি বলেছেন: দর্শন আমার প্রিয় বিষয়। ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৫
জটিল মানুষ বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২১
ফালতু মিয়া বলেছেন: Auguste Comte সম্পর্কে লেকচার দিতে দিতে হয়রান হয়ে গেছি। আধুনিক সমাজবিজ্ঞানের জনক হলেও ইবনে খালদুন প্রকৃত প্রতিষ্ঠাতা। এই নিয়ে লেখার ইচ্ছা আছে।
সংক্ষেপে হলেও ভাল লাগলো।
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬
জটিল মানুষ বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
রাজসোহান বলেছেন: সুন্দর
৫| ১০ ই মার্চ, ২০১০ সকাল ১১:১৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আগস্ট কোঁৎ এর সমাজবিজ্ঞান নিয়ে সংজ্ঞাটা পড়েছিলাম। ভুলে গেছি।
৬| ১০ ই মার্চ, ২০১০ সকাল ১১:২০
নাজিম উদদীন বলেছেন: ভাল পোস্ট।+
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫১
শেখ রফিক বলেছেন: খুব অল্প কথায় সুন্দর পোস্ট। ধন্যবাদ